TechMy Tune

TechMy Tune কম্পিউটার রিলেটেড সব ধরনের টিপস এন্ড ট্রিক্স ছাড়াও টেকনোলজি সকল ভিডিও পাবেন পেইজে।
আপনার মুল্যবান একটি লাইক দিয়ে যুক্ত হতে পারেন টেকনোলজির দুনিয়ায়।
(3)

সবাই দিন শেষে ভন্ড রুপেই ধরা দেয়,সত্য কখনো গোপন থাকে না। এইলোকটার সরলতায় মুগ্ধ হয়ে ফলো করতাম,ভিডিও দেখতাম। যে নিজের বাবা...
14/10/2025

সবাই দিন শেষে ভন্ড রুপেই ধরা দেয়,সত্য কখনো গোপন থাকে না। এইলোকটার সরলতায় মুগ্ধ হয়ে ফলো করতাম,ভিডিও দেখতাম। যে নিজের বাবা-মা,বউ সন্তানকে চিনে না,সে আর যাই হোক ভালো মানুষ না।

গরিব বাবা মায়ের পরিচয় দিতে লজ্জা পান রিপন ভিডিও! | Ripon Video Exclusive | Ripon Mia Controversy | Misdeeds Exposed | Content Creator | Ripon video is asha...

Top 26 এক্সেল ফর্মুলা 💻 যা আপনার প্রতিদিনের কাজে সহায়ক ভূমিকা পালন করবে।
12/10/2025

Top 26 এক্সেল ফর্মুলা 💻 যা আপনার প্রতিদিনের কাজে সহায়ক ভূমিকা পালন করবে।

11/10/2025

বাসায় এন্ড্রয়েড টিভি আছে ?
তাহলে ডিশের সকল চ্যানেল দেখুন একদম ফ্রীতে,কিভাবে দেখবেন ভিডিও দেওয়া আছে পেইজে।

11/10/2025

দারুন একটি এপস,কোন প্রকার সাবক্রিপশন কেনার ঝামেলা নেই,টিভি ও মোবাইল দুটোতেই লাইভ সকল চ্যানেল উপভোগ করতে পারবেন।

01/10/2025

" বিলিভ ইট অর নট "
ফেসবুক নিস্পাপ শয়তানে ভরপুর

স্টারলিংকের সবচেয়ে বড় রিজিওনাল হাব হতে যাচ্ছে বাংলাদেশ। ৮০ টি অ্যান্টেনাসহ গাজীপুরের কালিয়াকৌরে গ্রাউন্ড স্টেশান স্থাপনে...
01/10/2025

স্টারলিংকের সবচেয়ে বড় রিজিওনাল হাব হতে যাচ্ছে বাংলাদেশ। ৮০ টি অ্যান্টেনাসহ গাজীপুরের কালিয়াকৌরে গ্রাউন্ড স্টেশান স্থাপনের কাজ চলমান।

স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক (Starlink) বাংলাদেশের গাজীপুর হাই-টেক পার্কে বিশ্বের বৃহত্তম গ্রাউন্ড স্টেশন স্থাপন করার পরিকল্পনা করছে। এই মেগা-প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে দক্ষিণ এশিয়ার জন্য একটি প্রধান ইন্টারনেট ট্রানজিট হাবে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরী হয়েছে।

চলতি বছরের মে মাসে বাংলাদেশে স্টারলিংক তাদের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা শুরু করে। গ্রাহকদের উচ্চ-গতির, কম-ল্যাটেন্সির সেবা নিশ্চিত করতে কোম্পানিটি ইতোমধ্যে চারটি গ্রাউন্ড স্টেশন স্থাপন করেছে: দুটি গাজীপুরের কালিয়াকৈরে, একটি রাজশাহীতে এবং অন্যটি যশোরে।

শিল্প বিশেষজ্ঞরা মনে করছেন, স্টারলিংকের এই পদক্ষেপ বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি এবং আঞ্চলিক সংযোগের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

ফেসবুকের ফেক লাইক বা ভিউস কই থেকে আসে আপনি কি জানেন ? জানলে অবাক হবেন,অনেক দেশে এখন এটা বানিজ্যিক আকার ধারন করেছে,এটা সম...
30/09/2025

ফেসবুকের ফেক লাইক বা ভিউস কই থেকে আসে আপনি কি জানেন ? জানলে অবাক হবেন,অনেক দেশে এখন এটা বানিজ্যিক আকার ধারন করেছে,এটা সম্পর্কে আজ সল্প ধারণা দিবো আপনাদের।

অনেক অনেক আগে যখন ফেক লাইক আর ফেক ফলোয়ার নেওয়ার নানান সাইট মার্কেটে ছিলো সেগুলো মূলত Like4Like সিস্টেমে কাজ করত। মানে আপনি লাইক নেওয়ার জন্য আপনার আইডি একসেস দেওয়া লাগতো সফটওয়ার কে, পরে আপনার আইডি দিয়ে মানুষকেও লাইক পাঠানো হতো। এভাবে সবাই সবার আইডি থেকে লাইক ডিস্ট্রিবিউট করা হতো।

যাইহোক, এগুলো সিস্টেম ডিটেক্ট করা খুবই ইজি ছিলো। বর্তমানে এভাবে আর কাজ হয় না, ফেসবুক থেকে আইডি ব্যান হয় এবং ফেক লাইক, ভিউ, কমেন্ট অপসারণ করা হয়।

বর্তমানে মোস্ট এডভ্যান্সড সিস্টেমে ফেক লাইক, কমেন্ট, ভিউস কেনাবেচা হয়ে থাকে। এর সাথে জড়িত সিস্টেম কে বলা হয় ফোন ফার্মিং।

একটা র‍্যাকে শতশত রিয়াল ফোন লাগিয়ে সফটওয়ার দ্বারা এগুলো ফোন নিয়ন্ত্রণ করা হয় এবং প্রত্যেকটা ফোনে ইউনিক আইডি লগইন থাকে সাথে ইউনিক প্রক্সি সেটাপ করে নেওয়া হয়। সফটওয়ার থেকে কমান্ড সেন্ড করে নির্দিষ্ট কোন ফেসবুক পোস্টে কমেন্ট, লাইক, ভিউজ সব ই সেন্ড করা যায়। এগুলা ডিটেক্ট করা কাইন্ড অফ ইম্পসিবল, কারণ একেবারে রিয়াল ফোন, রিয়াল আইডি, রিয়াল নেটওয়ার্ক থেকে সব রিকোয়েস্ট সেন্ড করা হয়।

শুধু পোস্ট বা রিলস নয়, যেকোনো সাইটে ফেক রিভিউ, আমাজন ফেক রিভিউ, টিকটিক ভিউজ, ফেক ট্রাফিক সেন্ড করা, ফেক অ্যাপ ডাউনলোড কাউন্ট বাড়ানো, ফেক অ্যাপ রিভিউ সহ এমন কোনো কাজ নেই যা এই ফোন ফার্ম গুলো থেকে করা যায় না!

এখনকার আধুনিক ফোন ফার্ম গুলোতে সম্পূর্ণ ফোন লাগানোও থাকে না। ফোনের ডিসপ্লে/বডি বাদ দিয়ে শুধু মাদারবোর্ড র‍্যাকের সাথে লাগানো থাকে। ফোনের ডিসপ্লে কম্পিউটার স্ক্রিনে সফটওয়ারের মাধ্যমে কন্ট্রোল করা হয়। এতে জায়গা কম লাগে, আরো বেশি ফোন ক্লাস্টারের সাথে যুক্ত করা যায়। আর একজায়গায় সব ডিসপ্লে শো করে ফলে অপারেট করাও ইজি হয়।

চায়না, ভিয়েতনাম, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড — ইত্যাদি দেশে বড় বড় ফোন ফর্মিং করতে দেখা যায়। বাংলাদেশে এটা এখনো বিস্তার লাভ করেনি। তবে এটাও হয়তো বেশিদিন টিকবে না,মেটা তার প্রযুক্তি ও কৌশল প্রতিনিয়ত আপগ্রেড করছে এমন ফেইক লাইক ও ফলোয়ার রোধে।

এভাবে ফলোয়ার ভিউ লাইক বাড়ালে সাময়িক ভাবে ক্রিয়েটর উপকৃত হলেও,তা কিছুদিনের জন্য। কারন আপনি যে মুহূর্তে এমন প্যাকেজে কিনবেন,তার শুধুমাত্র ওই একবারই সেই লাইক,ভিউ,ফলোয়ার বাড়িয়ে দিবে। এর পর থেকে সেই সব আইডি থেকে আপনার লাইক,ভিউ,কোন কিছুই আসবে না,আর মেটার পলিসি অনুযায়ী এর পরের ভিডিও গুলোতে লাইক ভিউ না পেলে,আপনার পেইজের রিচ কমিয়ে দিবে।

ভাববে আপনার ভিডিও ভালো না,মানুষ পছন্দ করছে না।তাই যারা এই শর্টকাট এপ্লাই করে রাতারাতি ভাইরাল হতে চান,তার দুই এক মাস পরেই আবার চিরতরে হারিয়ে যান।
নিজে ক্রিয়েটিভ কিছু করুন,মানুষ পছন্দ করলে আস্তে আস্তে উপরে উঠবেন।

TechMy Tune

28/09/2025

বাংলাদেশে শীঘ্রই চালু হচ্ছে নতুন সিম,MVNO তার ভেতর একটি,এছাড়াও আরো নতুন কিছু সিম চালুর সম্ভবনা থাকছে,যেখানে থাকবে আনলিমিটেড কলিং, ইন্টারনেট সুবিধা !

বাংলাদেশে MVNO সিম চালু করবে BTCL, সাথে MVNO এর শর্ত গুলো শিথিল করা হয়েছে এতে দ্রুতই নতুন সিম কোম্পানি মার্কেটে দেখা মিলতে পারে। MVNO আসলে কি তার সম্পর্কে একটু ধারনা দিচ্ছি।

সোজা কথায়, MVNO হচ্ছে ভার্চুয়াল মোবাইল অপারেটর। এদের আসল মোবাইল অপারেটর রবি, এয়ারটেল, বাংলালিংক এদের মত কোনো নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার মানে টাওয়ার, ফাইবার, রেডিও এগুলো কিছু নাই। এরা আসল অপারেটর থেকে সার্ভিস ভাড়া নিয়ে কল, ইন্টারনেট/ডাটা এগুলো রিসেল করবে। এদের মূল অবজেকটিভ হলো কম প্রাইসে সার্ভিস সেল করা, এবং প্রতিযোগিতা তৈরি করা।

27/09/2025

গুগল এবং কোয়ালকম যৌথভাবে এমন এক নতুন উদ্যোগে কাজ করছে, যেখানে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম শুধু স্মার্টফোনেই নয়, ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারেও চলতে পারবে। এতদিন মোবাইল ও কম্পিউটারের জন্য আলাদা অপারেটিং সিস্টেম তৈরি করা হলেও এই নতুন পরিকল্পনা সেই বিভাজন দূর করবে।

গুগলের ডিভাইস ও সার্ভিসেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট Rick Osterloh এবং কোয়ালকমের সিইও Cristiano Amon দুজনেই একটি ইভেন্টে জানিয়েছেন যে, ভবিষ্যতের এই একীভূত প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের একই ইকোসিস্টেমে ফোন থেকে পিসি পর্যন্ত একধরনের অভিজ্ঞতা দেবে।

এই প্রকল্প এখনো পরীক্ষামূলক পর্যায়ে, তবে অচিরেই বাজারে আসবে বলে ধারণা দেওয়া হয়েছে। অ্যান্ড্রয়েড ডেস্কটপে চালু হলে মাইক্রোসফট উইন্ডোজের জন্য তা একটি বড় প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে পারে।

সুত্র:- প্রথম আলো

মোবাইল অথবা এন্ড্রয়েড স্মার্ট টেলিভিশনে এই এপস ব্যবহার করে সকল খেলা লাইভ দেখতে পারবেন।এটা প্লে-স্টোরে পাওয়া যাবে না,যে ক...
20/09/2025

মোবাইল অথবা এন্ড্রয়েড স্মার্ট টেলিভিশনে এই এপস ব্যবহার করে সকল খেলা লাইভ দেখতে পারবেন।

এটা প্লে-স্টোরে পাওয়া যাবে না,যে কোন ব্রাউজারে গিয়ে লিখুন Cricfy Tv ডাউনলোড, লিংক চলে আসবে,সেখান থেকে ডাউনলোড ও ইন্সটল করে উপভোগ করুন লাইভ খেলা।

18/09/2025

🖥️ কম্পিউটার টাইপিং শর্টকার্ট শিখে নিন

✨ বেসিক শর্টকার্ট

Ctrl + C ➝ কপি 📋

Ctrl + X ➝ কাট ✂️

Ctrl + V ➝ পেস্ট 📥

Ctrl + Z ➝ আনডু ↩️

Ctrl + Y ➝ রিডু ↪️

Ctrl + A ➝ সব নির্বাচন 🖱️

---

📄 টেক্সট ফরম্যাটিং শর্টকার্ট

Ctrl + B ➝ বোল্ড ✨

Ctrl + I ➝ ইটালিক ✍️

Ctrl + U ➝ আন্ডারলাইন ➖

Ctrl + Shift + > ➝ ফন্ট বড় 🔎

Ctrl + Shift + < ➝ ফন্ট ছোট 🔍

---

🔤 টেক্সট এডিটিং শর্টকার্ট

Ctrl + Right Arrow ➝ পরের শব্দে যান ➡️

Ctrl + Left Arrow ➝ আগের শব্দে যান ⬅️

Ctrl + Up Arrow ➝ প্যারার শুরুতে যান ⬆️

Ctrl + Down Arrow ➝ প্যারার শেষে যান ⬇️

Ctrl + Backspace ➝ একসাথে পুরো শব্দ মুছুন ❌

Ctrl + Delete ➝ সামনে থাকা শব্দ মুছুন 🗑️

---

📑 ডকুমেন্ট শর্টকার্ট

Ctrl + N ➝ নতুন ডকুমেন্ট 📄

Ctrl + O ➝ ডকুমেন্ট ওপেন করুন 📂

Ctrl + S ➝ সেভ করুন 💾

Ctrl + P ➝ প্রিন্ট 🖨️

Ctrl + F ➝ খুঁজুন 🔍

Ctrl + H ➝ রিপ্লেস করুন 🔄

---

🖼️ সিলেকশন শর্টকার্ট

Shift + Arrow keys ➝ টেক্সট সিলেক্ট করুন ✏️

Ctrl + Shift + Arrow keys ➝ শব্দ বা লাইন সিলেক্ট করুন 📌

Ctrl + Shift + Home ➝ কার্সর থেকে শুরু পর্যন্ত সিলেক্ট করুন ⬅️

Ctrl + Shift + End ➝ কার্সর থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করুন ➡️

---

⌨️ বিশেষ শর্টকার্ট

Alt + Tab ➝ প্রোগ্রাম পরিবর্তন 🔄

Alt + F4 ➝ প্রোগ্রাম বন্ধ ❌

Ctrl + Esc অথবা Win Key ➝ স্টার্ট মেনু খোলা 🪟

Win + D ➝ ডেস্কটপ দেখুন 🖥️
🔍 নেভিগেশন ও কন্ট্রোল

Ctrl + Home ➝ ডকুমেন্টের একদম শুরুতে যান 🏠

Ctrl + End ➝ ডকুমেন্টের একদম শেষে যান 🏁

Page Up ➝ এক পেজ উপরে যান ⬆️

Page Down ➝ এক পেজ নিচে যান ⬇️

Alt + Left Arrow ➝ ব্রাউজারে আগের পেজে যান ⬅️

Alt + Right Arrow ➝ ব্রাউজারে পরের পেজে যান ➡️

---

📝 ফাইল ম্যানেজমেন্ট

Ctrl + Shift + N ➝ নতুন ফোল্ডার তৈরি করুন 📂

F2 ➝ ফাইল/ফোল্ডারের নাম পরিবর্তন ✏️

Delete ➝ ফাইল মুছুন 🗑️

Shift + Delete ➝ ফাইল স্থায়ীভাবে মুছুন ❌

Ctrl + Shift + Esc ➝ টাস্ক ম্যানেজার খুলুন ⚙️

---

🌐 ব্রাউজার শর্টকার্ট

Ctrl + T ➝ নতুন ট্যাব খুলুন ➕

Ctrl + W ➝ ট্যাব বন্ধ করুন ❌

Ctrl + Shift + T ➝ বন্ধ হয়ে যাওয়া ট্যাব আবার খুলুন 🔄

Ctrl + Tab ➝ এক ট্যাব থেকে আরেক ট্যাবে যান ↔️

Ctrl + L অথবা Alt + D ➝ অ্যাড্রেস বারে যান 🌐

Ctrl + D ➝ ওয়েবপেজ বুকমার্ক ⭐

---

🔡 টেক্সট সিলেকশন ও এডিট

Shift + Home ➝ কার্সর থেকে লাইনের শুরু পর্যন্ত সিলেক্ট করুন ⬅️

Shift + End ➝ কার্সর থেকে লাইনের শেষ পর্যন্ত সিলেক্ট করুন ➡️

Ctrl + Shift + C ➝ ফরম্যাট কপি করুন 🎨

Ctrl + Shift + V ➝ শুধু টেক্সট পেস্ট করুন (ফরম্যাট ছাড়া) 📋

---

🖼️ স্ক্রিন শর্টকার্ট

PrtSc (Print Screen) ➝ পুরো স্ক্রিন কপি 🖼️

Alt + PrtSc ➝ শুধু সক্রিয় উইন্ডো কপি করুন 🖼️

Win + Shift + S ➝ স্ক্রিনশট নিয়ে নির্দিষ্ট অংশ সিলেক্ট করুন ✂️

---

🔊 মাল্টিমিডিয়া শর্টকার্ট

Fn + Volume Up/Down ➝ ভলিউম বাড়ানো/কমানো 🔊🔉

Fn + F5/F6 ➝ স্ক্রিন ব্রাইটনেস বাড়ানো/কমানো ☀️🌙

Spacebar ➝ ভিডিও/অডিও প্লে বা পজ ▶️⏸️

17/09/2025

বিনয়ী হওয়া বাংলাদেশের মানুষের কাছে শেখা উচিৎ। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি,বাঙ্গালীর মতো বিনয়ী পৃথিবীর আর কোন দেশে নেই। আমি জানি কেউ বিশ্বাস করবে না উদাহরণ না দেওয়া পর্যন্ত,দেখুন উদাহরণ...

শত শত কোটি টাকার মালিক হয়েও,ভূমি অফিসের ঝাড়ুদারের চাকুরী করেন,কতটা বিনয়ী হলে এটা সম্ভব আপনারাই বলুন ?

হাজার কোটি টাকার মালিক হয়েও,পাসপোর্ট অফিসের সামান্য কেরানি পোস্টে চাকুরী করেন,ভাবুন তো তার মহানুভবতা কতটা বিশাল ? ভাবতে পারেন ?

শত কোটি টাকা সহ,ঢাকার অভিজাত এলাকায় চার পাচটা বাড়ীর মালিক হয়েও,সাবরেজিস্টার অফিসের নাইট গার্ডের জব করেন,এই বিশলতার কাছে কিসের তুলনা করবেন আপনি,কিছু খুজেই পাবেন না।

এবার বিশ্বাস হল তো আমার কথা,এতোটাই বিনয়ী আমরা....

Address

Jamalpur
Jamalpur Sadar Upazila
2000

Website

Alerts

Be the first to know and let us send you an email when TechMy Tune posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TechMy Tune:

Share