TechMy Tune

TechMy Tune কম্পিউটার রিলেটেড সব ধরনের টিপস এন্ড ট্রিক্স ছাড়াও টেকনোলজি সকল ভিডিও পাবেন পেইজে।
আপনার মুল্যবান একটি লাইক দিয়ে যুক্ত হতে পারেন টেকনোলজির দুনিয়ায়।
(4)

22/08/2025

মোবাইলের ডায়ালার চেঞ্জ হয়েগেছে ? ভয়ের কোন কারন নেই,গুগলের আপডেটের ফলে এটা হয়েছে,এতে কোন ক্ষতির সম্ভাবনা নেই।

22/08/2025

উইন্ডোজ ১১ আপডেটে বাগ, নষ্ট হচ্ছে এসএসডি

মাইক্রোসফটের সর্বশেষ উইন্ডোজ সিকিউরিটি আপডেট অপ্রত্যাশিতভাবে এসএসডি স্টোরেজে সমস্যা তৈরি করছে, যেখানে গত সপ্তাহের কেবি৫০৬৩৮৭৮ প্যাচের সঙ্গে এই সমস্যার যোগসূত্র পাওয়া যাচ্ছে। এ বাগের কারণে উইন্ডোজ ১১ ব্যবহারকারীরা ড্রাইভ ত্রুটি ও সম্ভাব্য ডেটা হারানোর ঝুঁকিতে পড়েছেন বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট পেটরি।

এক্স ব্যবহারকারী নেকোরুসুকির মতে, সর্বশেষ মাইক্রোসফট ডিফেন্ডার আপডেট এমন একটি বাগ তৈরি করেছে যা কিছু স্টোরেজ ড্রাইভকে অদৃশ্য করে দিচ্ছে। এ সমস্যা বড় আকারের ডেটা স্থানান্তরের সময় ঘটে (সাধারণত ৫০ জিবির বেশি), যখন ড্রাইভ ৬০ শতাংশের বেশি ভর্তি থাকে।

এ এসএসডি বাগ মূলত উইন্ডোজ ১১-এর ২৪এইচ২ সংস্করণ চালিত পিসিতে দেখা যাচ্ছে।
ওই ব্যবহারকারী উল্লেখ করেছেন, বাগটি বিশেষভাবে ফাইসন এনএএনডি কন্ট্রোলারকে প্রভাবিত করছে বলে মনে হচ্ছে। তবে রেডিট ব্যবহারকারীরা জানিয়েছেন, সমস্যাটি আডেটা এসপি৫৮০ এর মতো একাধিক এসএসডি ব্র্যান্ড ও মডেলে ঘটছে, এমনকি কিছু হার্ড ড্রাইভকেও (এইচডিডি) প্রভাবিত করতে পারে।

টম’স হার্ডওয়্যারে দেওয়া এক বিবৃতিতে ফাইসন বলেছে, ‘আমরা বুঝতে পারছি এটি কী ধরনের বিঘ্ন তৈরি করেছে ও শিল্প অংশীদারদের সঙ্গে দ্রুত যোগাযোগ করেছি

গত এক মাসে পেইজের টোটাল ভিউ 3.7 মিলিয়ন,প্রায় চার মিলিয়ন। এই ভিউ যদি ২৩/২৪ সালে হতো তাহলে এটা থেকে একেবারে কম করে হলেও ইন...
20/08/2025

গত এক মাসে পেইজের টোটাল ভিউ 3.7 মিলিয়ন,প্রায় চার মিলিয়ন। এই ভিউ যদি ২৩/২৪ সালে হতো তাহলে এটা থেকে একেবারে কম করে হলেও ইনকাম আসতো 800$ 1000$ বর্তমানে কত আসে জানতে চাহিয়া লজ্জা দিবেন না।

বর্তমানে অনেকেই ইনবক্সে নক করে ফেইসবুকে কাজ করা প্রসঙ্গে পরামর্শ চেয়ে থাকেন,এখান থেকে ইনকাম করার ইচ্ছে প্রকাশ করে থাকেন,মূলত তাদের জন্যই আজকের এই পোষ্ট।জানিনা ফেসবুক আবার আগের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের মূল্যায়ন করবেন কিনা,যদি না করে থাকেন তাহলে আসলে এখানে শ্রম দেওয়াটা বোকামো ছাড়া আর কিছুই হবে না।

Microsoft Word Short Cut Key.. সেভ করে রাখুনপ্রতিদিনের কাজে অনেক সহায়ক হবে।
20/08/2025

Microsoft Word Short Cut Key.. সেভ করে রাখুনপ্রতিদিনের কাজে অনেক সহায়ক হবে।

Networking  Protocols সম্পর্কে জানুন।
19/08/2025

Networking Protocols সম্পর্কে জানুন।

Microsoft Excel Skills Map...
18/08/2025

Microsoft Excel Skills Map...

Microsoft Office-365 কিছু প্রয়োজনীয় শর্টকাট জেনেনিন।
18/08/2025

Microsoft Office-365 কিছু প্রয়োজনীয় শর্টকাট জেনেনিন।

Western Digital Elements 2TB পোর্টেবল হার্ডড্রাইভ টি তিন বছর থেকে ব্যবহার করছি,ব্যক্তিগত ডাটা সংরক্ষণের জন্য বেষ্ট চয়েস ...
17/08/2025

Western Digital Elements 2TB পোর্টেবল হার্ডড্রাইভ টি তিন বছর থেকে ব্যবহার করছি,ব্যক্তিগত ডাটা সংরক্ষণের জন্য বেষ্ট চয়েস আমার। এটার বর্তমান প্রাইস নয় হাজারের মতো।

RPM 5400
Data Transfer Rates Up to 5Gb/s
Interface USB 3.0

Excel ShortCut জেনে রাখুন কাজে দিবেই....
17/08/2025

Excel ShortCut জেনে রাখুন কাজে দিবেই....

50 Excel Shortcuts জেনে রাখুন,কাজে আসবে।
16/08/2025

50 Excel Shortcuts জেনে রাখুন,কাজে আসবে।

পুরোনো হার্ডডিস্ক থেকে ডাটা রিকোভারের কাজ চলছে,দেখা যাক কতটুকু ডাটা রিকোভার করতে পারে,অন্তত ৭০/৮০% হলেও এটা নিয়ে সম্পূর্...
14/08/2025

পুরোনো হার্ডডিস্ক থেকে ডাটা রিকোভারের কাজ চলছে,দেখা যাক কতটুকু ডাটা রিকোভার করতে পারে,অন্তত ৭০/৮০% হলেও এটা নিয়ে সম্পূর্ণ
টিউটোরিয়াল ভিডিও দিবো।

Microsoft Bacic Excel Formula- বেসিক এক্সেল ফর্মুলা।
14/08/2025

Microsoft Bacic Excel Formula- বেসিক এক্সেল ফর্মুলা।

Address

Jamalpur
Jamalpur Sadar Upazila
2000

Website

Alerts

Be the first to know and let us send you an email when TechMy Tune posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TechMy Tune:

Share