30/09/2025
ফেসবুকের ফেক লাইক বা ভিউস কই থেকে আসে আপনি কি জানেন ? জানলে অবাক হবেন,অনেক দেশে এখন এটা বানিজ্যিক আকার ধারন করেছে,এটা সম্পর্কে আজ সল্প ধারণা দিবো আপনাদের।
অনেক অনেক আগে যখন ফেক লাইক আর ফেক ফলোয়ার নেওয়ার নানান সাইট মার্কেটে ছিলো সেগুলো মূলত Like4Like সিস্টেমে কাজ করত। মানে আপনি লাইক নেওয়ার জন্য আপনার আইডি একসেস দেওয়া লাগতো সফটওয়ার কে, পরে আপনার আইডি দিয়ে মানুষকেও লাইক পাঠানো হতো। এভাবে সবাই সবার আইডি থেকে লাইক ডিস্ট্রিবিউট করা হতো।
যাইহোক, এগুলো সিস্টেম ডিটেক্ট করা খুবই ইজি ছিলো। বর্তমানে এভাবে আর কাজ হয় না, ফেসবুক থেকে আইডি ব্যান হয় এবং ফেক লাইক, ভিউ, কমেন্ট অপসারণ করা হয়।
বর্তমানে মোস্ট এডভ্যান্সড সিস্টেমে ফেক লাইক, কমেন্ট, ভিউস কেনাবেচা হয়ে থাকে। এর সাথে জড়িত সিস্টেম কে বলা হয় ফোন ফার্মিং।
একটা র্যাকে শতশত রিয়াল ফোন লাগিয়ে সফটওয়ার দ্বারা এগুলো ফোন নিয়ন্ত্রণ করা হয় এবং প্রত্যেকটা ফোনে ইউনিক আইডি লগইন থাকে সাথে ইউনিক প্রক্সি সেটাপ করে নেওয়া হয়। সফটওয়ার থেকে কমান্ড সেন্ড করে নির্দিষ্ট কোন ফেসবুক পোস্টে কমেন্ট, লাইক, ভিউজ সব ই সেন্ড করা যায়। এগুলা ডিটেক্ট করা কাইন্ড অফ ইম্পসিবল, কারণ একেবারে রিয়াল ফোন, রিয়াল আইডি, রিয়াল নেটওয়ার্ক থেকে সব রিকোয়েস্ট সেন্ড করা হয়।
শুধু পোস্ট বা রিলস নয়, যেকোনো সাইটে ফেক রিভিউ, আমাজন ফেক রিভিউ, টিকটিক ভিউজ, ফেক ট্রাফিক সেন্ড করা, ফেক অ্যাপ ডাউনলোড কাউন্ট বাড়ানো, ফেক অ্যাপ রিভিউ সহ এমন কোনো কাজ নেই যা এই ফোন ফার্ম গুলো থেকে করা যায় না!
এখনকার আধুনিক ফোন ফার্ম গুলোতে সম্পূর্ণ ফোন লাগানোও থাকে না। ফোনের ডিসপ্লে/বডি বাদ দিয়ে শুধু মাদারবোর্ড র্যাকের সাথে লাগানো থাকে। ফোনের ডিসপ্লে কম্পিউটার স্ক্রিনে সফটওয়ারের মাধ্যমে কন্ট্রোল করা হয়। এতে জায়গা কম লাগে, আরো বেশি ফোন ক্লাস্টারের সাথে যুক্ত করা যায়। আর একজায়গায় সব ডিসপ্লে শো করে ফলে অপারেট করাও ইজি হয়।
চায়না, ভিয়েতনাম, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড — ইত্যাদি দেশে বড় বড় ফোন ফর্মিং করতে দেখা যায়। বাংলাদেশে এটা এখনো বিস্তার লাভ করেনি। তবে এটাও হয়তো বেশিদিন টিকবে না,মেটা তার প্রযুক্তি ও কৌশল প্রতিনিয়ত আপগ্রেড করছে এমন ফেইক লাইক ও ফলোয়ার রোধে।
এভাবে ফলোয়ার ভিউ লাইক বাড়ালে সাময়িক ভাবে ক্রিয়েটর উপকৃত হলেও,তা কিছুদিনের জন্য। কারন আপনি যে মুহূর্তে এমন প্যাকেজে কিনবেন,তার শুধুমাত্র ওই একবারই সেই লাইক,ভিউ,ফলোয়ার বাড়িয়ে দিবে। এর পর থেকে সেই সব আইডি থেকে আপনার লাইক,ভিউ,কোন কিছুই আসবে না,আর মেটার পলিসি অনুযায়ী এর পরের ভিডিও গুলোতে লাইক ভিউ না পেলে,আপনার পেইজের রিচ কমিয়ে দিবে।
ভাববে আপনার ভিডিও ভালো না,মানুষ পছন্দ করছে না।তাই যারা এই শর্টকাট এপ্লাই করে রাতারাতি ভাইরাল হতে চান,তার দুই এক মাস পরেই আবার চিরতরে হারিয়ে যান।
নিজে ক্রিয়েটিভ কিছু করুন,মানুষ পছন্দ করলে আস্তে আস্তে উপরে উঠবেন।
TechMy Tune