কাপাশহাটিয়া গ্রাম

কাপাশহাটিয়া গ্রাম আমাদের গ্রাম

১৩ নং মেষ্টা ইউনিয়নের হাজিপুর বেপারি পাড়া নিবাসী প্রবীণ রাজনীতিবিদ বিজ্ঞ-প্রজ্ঞাবান ব্যক্তি জনাব আবু বক্কর সিদ্দিক অদ্য ...
11/10/2024

১৩ নং মেষ্টা ইউনিয়নের হাজিপুর বেপারি পাড়া নিবাসী প্রবীণ রাজনীতিবিদ বিজ্ঞ-প্রজ্ঞাবান ব্যক্তি জনাব আবু বক্কর সিদ্দিক অদ্য রাত ২.০০ ঘটিকায় হৃদ রোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ জেনারেল হাসপাতালে ইন্তেকাল ফরমাইছেন -
"ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন "

04/10/2024

শুক্রবার সকালে জামালপুর-টাঙ্গাইল সড়কের টিউবওয়েলপাড় ত্রিমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক।

নিহতরা হলেন- বেলটিয়া কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও সদর উপজেলার জামায়াতে ইসলামীর জামালপুর সদর উপজেলার মুহতারাম নায়েবে আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান (৫৫), অটোরিকশাচালক মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের কাপাশহাটিয়া গ্রামের বাসিন্দা রুকন মাহমুদ (৪৫) ও একই ইউনিয়নের শেখসাদী গ্রামের মৃত আ. সোবহানের ছেলে আ. মালেক (৫৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর-টাঙ্গাইল সড়কের টিউবওয়েলপাড় কেন্দুয়া কালিবাড়ি থেকে শহরের দিকে যাচ্ছিলো অটোরিকশা। এসময় পেছন থেকে জামালপুরমুখী একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশাচালক। এসময় আহত হন চারজন। তাদের মধ্যে মাদ্রাসা শিক্ষককে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে জামালপুর সদর হাসপাতালে নিলে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি দুজন চিকিৎসাধীন অবস্থায় আছেন।

প্রিয়,সচেতন অভিভাবক আপনার সন্তানকে মেধাবী হিসেবে গড়ে তুলতে ভর্তির জন্যে আজই যোগাযোগ করুন। ক্লাস শুরু:২ অক্টোবর, ২০২৪ ইং।...
30/09/2024

প্রিয়,সচেতন অভিভাবক আপনার সন্তানকে মেধাবী হিসেবে গড়ে তুলতে ভর্তির জন্যে আজই যোগাযোগ করুন। ক্লাস শুরু:২ অক্টোবর, ২০২৪ ইং।।আসন সংখ্যা প্রতি ক্লাস ২০ জন।।

শুভ জন্মদিন!!আমাদের কাপাশহাটিয়া গ্রামের কৃতি সন্তান, সাবেক বিগ্রেডিয়ার জেনারেল, শ্রদ্ধেয় নুরুল হুদা।আপনার সুস্বাস্থ্য ও ...
28/09/2024

শুভ জন্মদিন!!আমাদের কাপাশহাটিয়া গ্রামের কৃতি সন্তান, সাবেক বিগ্রেডিয়ার জেনারেল, শ্রদ্ধেয় নুরুল হুদা।আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।।

শেখসাদী নায়াপাড়া (মাল বাড়ি) নিবাসী মরহুম গিয়াস মালের ৪র্থ ছেলে সদা হাসোজ্জল সাদা মনের মানুষ মোঃ লাল মিয়া আজ সকাল আনুমানি...
25/09/2024

শেখসাদী নায়াপাড়া (মাল বাড়ি) নিবাসী মরহুম গিয়াস মালের ৪র্থ ছেলে সদা হাসোজ্জল সাদা মনের মানুষ মোঃ লাল মিয়া আজ সকাল আনুমানিক ৬.০০ ঘটিকায় তার নিজ বাড়িতে ইন্তেকাল ফরমাইছেন,,,
★ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন★
মরহুমের "নামাজে জানাজা" আজ বিকাল ৫.০০ ঘটিকায় তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে ।।

গাজীপুর বাজারের সাবেক পল্লী চিকিৎসক ডাক্তার লুৎফর রহমান Rokibul Islam Redoy আমার পিতা দীর্ঘদিন যাবত শারীরিক অসুস্থতায় ভ...
08/09/2024

গাজীপুর বাজারের সাবেক পল্লী চিকিৎসক ডাক্তার লুৎফর রহমান Rokibul Islam Redoy আমার পিতা দীর্ঘদিন যাবত শারীরিক অসুস্থতায় ভুগতেছেন, আপনারা সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যেন আমার আব্বাকে সুস্থ করে দেয়।

07/08/2024

আপনার সম্পত্তি নিয়ে নামজারি এখন করে নেন।। এখন কেউ ভয়েও ঘুষ চাইবে না।। নামজারি করতে ১১৭০/- টাকা লাগে।। সার্ভার চালু হলেই আবেদন করে ফেলবেন।।

সেনাবাহিনী শেরপুর সদর ইউনিট ১৩ বীর: ক্যাম্প কমান্ডার মেজর আহসান।মোবাইল: +880 17 6920 2516আপনারা কোথাও ঝুঁকি মনে করলে কল ...
06/08/2024

সেনাবাহিনী শেরপুর সদর ইউনিট ১৩ বীর:
ক্যাম্প কমান্ডার মেজর আহসান।

মোবাইল: +880 17 6920 2516
আপনারা কোথাও ঝুঁকি মনে করলে কল করে সাহায্য চাইতে পারেন।

এখানে ৩০০ টাকার সবজি!!বরবটি ১কেজী -১৩০/- করলা আধা কেজী -৫০/-তিত করলা ৬শ গ্রাম-৬০/- বেগুন-৬শ গ্রাম ৬০/- টোটাল= ৩০০ টাকা।
11/07/2024

এখানে ৩০০ টাকার সবজি!!

বরবটি ১কেজী -১৩০/- করলা আধা কেজী -৫০/-তিত করলা ৬শ গ্রাম-৬০/- বেগুন-৬শ গ্রাম ৬০/-
টোটাল= ৩০০ টাকা।

 #রৌমারী বিল ।  #মেলান্দহ  : ব্রিটিশ আমল থেকে সরকারি ম্যাপ ও দলিলে রৌমারি বিলটি কাপাশহাটিয়া মৌজায় অবস্থিত। কাপাশহাটিয়া গ...
11/07/2024

#রৌমারী বিল । #মেলান্দহ : ব্রিটিশ আমল থেকে সরকারি ম্যাপ ও দলিলে রৌমারি বিলটি কাপাশহাটিয়া মৌজায় অবস্থিত। কাপাশহাটিয়া গ্রামটি তার প্রাকৃতিক অপরুপ সৌন্দর্য ,ইতিহাস ঐতিহ্য ও রাজনৈতিক কারনে সমৃদ্ধ। তৎকালীন ঝাউগড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী কাপাশহাটিয়া গ্রামটির দক্ষিনে ঝিনাই নদী ও মেষ্টা ইউনিয়ন,পশ্চিমে ঘোষেরপাড়া ইউনিয়ন এবং উত্তরে আংশিক শেখসাদী গ্রাম, তার উত্তর পশ্চিমাংশে টুপকারচর গ্রাম অবস্থিত। পুরো রৌমারি বিলটি কাপাশহাটিয়া গ্রামে তার সন্তানের মত বুক জড়িয়ে রয়েছে। দূর-দূরান্ত থেকে আগত দর্শনার্থী ভাইবোনদেরকে অনুরোধ করবো কেউ প্রতারিত হবেননা।উল্লেখ্য,ইলেকট্রনিক,প্রিন্ট মিডিয়া,ইউটিউবার,কনটেন্ট ক্রিয়েটর ভাইদের প্রতি অনুরোধ বিলটি "কাপাসহাটিয়া রৌমারি বিল" অথবা "রৌমারি বিল কাপাশহাটিয়া", ঝাউগড়া, মেলান্দহ,জামালপুর শিরোনাম ব্যবহার করবেন।।

পিতাপুত্রের অংক এবার মিলে গেলো! হিসাব বরাবর! বামপক্ষ = ডানপক্ষ (প্রমাণিত) 😃
10/07/2024

পিতাপুত্রের অংক এবার মিলে গেলো! হিসাব বরাবর! বামপক্ষ = ডানপক্ষ (প্রমাণিত) 😃

পৃথিবী সমস্ত শান্তি বোধ হয় এখানেই
09/07/2024

পৃথিবী সমস্ত শান্তি বোধ হয় এখানেই

09/07/2024

বন্যা এটা আমাদের জামালপুর বাসীদের জন্য নতুন কিছুনা।

আর এটা মানিয়ে নিতে শিখেছি আমরা কারণ আমরা নদী পাড়ের মানুষ।।

বলতে পারেন বুদ্ধি হবার পর থেকে পানিতে সাতাঁর কেটে বেড়ে উঠা,।
বন্যা আসলে কলা গাছের ভেলা বানানো,,অতিরিক্ত পানিতে নেমে থাকার কারণে পা'য়ে ঘা হয়ে যাওয়া..

এগুলা আমাদের কাছে অদ্ভুত কিছুনা...

আজ জামালপুর গান্ধী আশ্রম ও মুক্তি সংগ্রাম জাদুঘর পরিদর্শন করেন জামালপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক মো: শফিউর রহমান। উপস্...
08/07/2024

আজ জামালপুর গান্ধী আশ্রম ও মুক্তি সংগ্রাম জাদুঘর পরিদর্শন করেন জামালপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক মো: শফিউর রহমান। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, জেলাপরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার সহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তাগন

"আসছালামু আলাইকুম " ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস মহররম। মহররম শব্দের অর্থ সম্মানিত।মহররমকে 'শাহরুল্লাহ' বা 'আল্লাহর মাস' ...
08/07/2024

"আসছালামু আলাইকুম " ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস মহররম। মহররম শব্দের অর্থ সম্মানিত।মহররমকে 'শাহরুল্লাহ' বা 'আল্লাহর মাস' বলে আখ্যায়িত করা হয়েছে। হিজরি নববর্ষ সবার জীবনে বয়ে আনুক অনাবিল তাকওয়া ও কল্যাণ লাভের অপার সুযোগ। বিশ্বের মুসলিম উম্মাহকে জানাই আরবি নববর্ষ ১৪৪৬ হিজরী'র শুভেচ্ছা। ধন্যবাদ।

💥 ওয়ারিশ সম্পত্তি বা পৈত্রিক সম্পত্তি ক্রয়ের আগে তিনটি ডকুমেন্ট দেখে নিবেন। তিনটি ডকুমেন্ট না থাকলে ক্রয় বায়নাপত্র লেনদে...
08/07/2024

💥 ওয়ারিশ সম্পত্তি বা পৈত্রিক সম্পত্তি ক্রয়ের আগে তিনটি ডকুমেন্ট দেখে নিবেন। তিনটি ডকুমেন্ট না থাকলে ক্রয় বায়নাপত্র লেনদেন করবেন না।

#ডোকুমেন্ট_গুলো:-

১) ওয়ারিশ সনদ পত্র।
২) পারিবারিক ভাগবন্টন রেজিষ্ট্রেশন দলিল
৩) নামজারি, খতিয়ান। তারপর অন্যান্য কিছু বিষয় দেখতে হবে।

যেমন: বিক্রেতা যে সূত্রে মালিক হলো, তার পূর্বের মালিক কোন সূত্রে মালিক তার দলিল খতিয়ান কপি যাচাই বাছাই করে নিবে।

এই তিনিটি ডকুমেন্ট যার কাছে না থাকবে তার দখলে থাকুক বা পারিবারিক মৌখিক বন্টন হউক আপনি ক্রয় করবেন না। অনেকেই মৃত পিতা মাতার নামের সম্পত্তি অন্যান্য ভাইবোন ওয়ারিশদের না জানিয়ে গোপনে বিক্রি করে দেয়,,,কেউ কেউ যতটুকু অংশ পাবে তার বেশি বিক্রি করে ফেলে,,, কেউ কেউ আছেন ভালো পজিশনের জমি বিক্রি করে দেন। কেউ কেউ আছেন ওয়ারিশদের অংশও বিক্রি করে ফেলেন। কেউ কেউ আছেন পারিবারিক মৌখিকভাবে ভাগের অংশ বিক্রি করেন।

মৌখিক ভাগ কোনো দলিল নয়। মৌলিক বন্টনের কোনো মূল্য নেই। মৌখিক কথার দাম নেই। এক লোক দীর্ঘ বছর ধরে পারিবারিক মৌখিক ভাগ করা জমি ভোগদখল করে আসছে,,, জমিটার মূল্য অন্যান্য জমির চেয়ে অনেক বেশি,,, বেশি দাম হওয়াতে তারই এক ভাই জমিটির অংশ দাবি করল,,, সবাই যতই বলে মৌখিক ভাগের কথা, ভাই তা মানতে রাজি নয়,,, ভাই বলছে মৌখিক ভাগ মানিনা, পুনরায় ভাগবন্টন করতে হবে।

তারা মৌখিক ভাগ না করে পারিবারিক বন্টন নামা রেজিষ্ট্রেশন দলিল করে নিলে ভাই কখোই দাবী করলে তা আইন সম্মত হতো না। তাই বন্টননামা রেজিষ্ট্রেশন দলিল খুবই গুরুত্বপূর্ণ।

ওয়ারিশ সনদ, বন্টননামা রেজিষ্ট্রেশন দলিল, যার আছে তার সম্পত্তিতে কখনোই কোনো ওয়ারিশ ঝগড়া বিবাদ সৃষ্টি করতে পারবেনা। ওয়ারিশ সনদ পত্রটি প্রমাণ করে যে প্রত্যেক ওয়ারিশ সম্পত্তির মালিক। বন্টননামা রেজিষ্ট্রেশন দলিল প্রমাণ করে যে প্রত্যেক ওয়ারিশের সম্মত্তিতে বন্টননামা রেজিষ্ট্রেশন দলিল করা হয়। আবার দেখতে হবে ওয়ারিশ সনদ সঠিক কি না, প্রত্যেক ওয়ারিশের নাম সঠিকভাবে উল্লেখ্য আছে কি না,,, বন্টননামা রেজিষ্ট্রেশন দলিলে প্রত্যেক ওয়ারিশের স্বাক্ষর নাম, ঠিকানা সঠিকভাবে উল্লেখ্য কি না।

অনেকেই বোনের অংশ না দিয়ে, বিক্রি করে দেন, যিনি ক্রয় করেন সেই লোক বিপদে পড়ে। কারণ ক্রেতা বিক্রেতার কাছ থেকে জেনে নেওয়া উচিত ছিল বিক্রেতা কোন সূত্রে সম্পত্তির মালিক, সেসব ডোকোমেন্ট দেখা উচিত ছিল। পৈতৃক সম্পত্তি হলে বা ওয়ারিশ সম্পত্তি হলে ক্রয়ের আগে ওয়ারিশ সনদ, রেজিষ্ট্রেশন করা বন্টননামা দলিল, নামজারি, খতিয়ান, এগুলো দেখা। এগুলো না দেখে ক্রয় করলে অন্যান্য ওয়ারিশরা অভিযোগ সালিস মামলা করলে জমি ছেড়ে দিতে বাধ্য হবেন।

07/07/2024

জামালপুরে পানি বন্দি প্রায় ৫০ হাজার মানুষ

শেখসাদী রৌমারী বিল মাছের মেলা প্রতিদিন সকালে।অনেক সুস্বাদু।
07/07/2024

শেখসাদী রৌমারী বিল
মাছের মেলা প্রতিদিন সকালে।
অনেক সুস্বাদু।

গত এক বছর আগে:১ কেজি আলু - ২০ টাকা১ কেজি পিয়াজ - ৪০ টাকা১ কেজি রসুন - ৬০ টাকা১ ডজন ডিম - ৯০এখন:১ কেজি আলু - ৬০ টাকা১ কেজ...
05/07/2024

গত এক বছর আগে:
১ কেজি আলু - ২০ টাকা
১ কেজি পিয়াজ - ৪০ টাকা
১ কেজি রসুন - ৬০ টাকা
১ ডজন ডিম - ৯০

এখন:
১ কেজি আলু - ৬০ টাকা
১ কেজি পিয়াজ - ১১০ টাকা
১ কেজি রসুন - ২০০ টাকা
১ ডজন ডিম - ১৭০ টাকা

আগের ২১০ টাকার জিনিস কিনতে আপনাকে এখন খরচ করতে হচ্ছে ৫৩৫ টাকা।

মূল্যস্ফীতি কত পারসেন্ট হলো?
আর আপনার বেতন কত পারসেন্ট বাড়লো।

@ Admin Rokibul Islam Redoy

জরুরী সতর্ক বার্তাসম্মানিত বিদ্যুৎ গ্রাহকগনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হঠাৎ বন্যার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় ইসলামপুর...
05/07/2024

জরুরী সতর্ক বার্তা

সম্মানিত বিদ্যুৎ গ্রাহকগনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হঠাৎ বন্যার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় ইসলামপুর জোনাল অফিসের আওতাধীন এলাকাসমূহ প্লাবিত হয়েছে। জানমালের নিরাপত্তার স্বার্থে পানিতে কোন বৈদ্যুতিক তার, খুঁটি বা অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জামাদি পড়ে থাকলে অথবা গাছপালা বৈদ্যুতিক লাইনে পড়লে, স্পর্শ না করে নিরাপদ দূরত্ব বজায় রেখে দ্রুত অভিযোগ কেন্দ্র এবং স্থানীয় জনপ্রতিনিধিকে জানানোর অনুরোধ করা যাচ্ছে।

জননিরাপত্তার স্বার্থে বিষয়টি অতি জরুরী ও গুরুত্বপূর্ণ।

অনুরোধক্রমে
ডেপুটি জেনারেল ম্যানেজার
ইসলামপুর জোনাল অফিস
জামালপুর পবিস
ইসলামপুর, জামালপুর।

শুভ সকাল, আজ পবিত্র জুমাবার  ২১ আষাঢ় ১৪৩১বঙ্গাব্দ, ০৫ জুলাই ২০২৪ খ্রিঃ,২৮জিলহজ্ব ১৪৪৫ হিজরিসবাইকে নতুন সকালের শুভেচ্ছা,দ...
05/07/2024

শুভ সকাল, আজ পবিত্র জুমাবার
২১ আষাঢ় ১৪৩১বঙ্গাব্দ, ০৫ জুলাই ২০২৪ খ্রিঃ,
২৮জিলহজ্ব ১৪৪৫ হিজরি
সবাইকে নতুন সকালের শুভেচ্ছা,
দিনটি আপনার ভালো কাটুক

Address

Kapashatiya, Jawghora Union, Melandho, Jamalpur
Jamalpur Sadar Upazila
2012

Telephone

+8801871225138

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাপাশহাটিয়া গ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কাপাশহাটিয়া গ্রাম:

Videos

Share

Nearby media companies