গুঠাইল মিডিয়া

আমাদের মাঝে কৌতুক অভিনেতা ভাদাইমা আর নেই চলে গেছে না ফেরার দেশে
23/05/2022

আমাদের মাঝে কৌতুক অভিনেতা ভাদাইমা আর নেই চলে গেছে না ফেরার দেশে

 #দ্রব্যমূল্যের দাম আপনার হাতে,আপনি চাইলেই কমানো সম্ভব,আপনি কি চান সবকিছুর দাম আপনার নাগালের মধ্যে আসুক?তাহলে আসুন,দেখি ...
17/05/2022

#দ্রব্যমূল্যের দাম আপনার হাতে,
আপনি চাইলেই কমানো সম্ভব,
আপনি কি চান সবকিছুর দাম আপনার নাগালের
মধ্যে আসুক?

তাহলে আসুন,
দেখি এক হওয়া যায় কি না!

১. কাঁচামাল-
২০ টাকার বেগুন দাম এক লাফে ৮০ টাকা হল,
আর শুনেই আমরা হুমড়ি খেয়ে পড়লাম বেগুনের উপর, ১৫ টাকার তরমুজ ৪০ টাকা কেজি দাম ধরা হল আমরাও নাছোড় বান্দা যখন যেটার দাম বাড়নো হবে ঠিক তখুনি ওটাই আমাদের চাই ই চাই।
আরে ভাই মাত্র সাতটা দিনের জন্য ওগুলো বর্জন করুন, দেখবেন ভ্যানে করে আপনার বাড়ির সামনে নিয়ে মাইকিং করে ২০ টাকার বেগুন ১০ টাকা আর ১৫ টাকার তরমুজ
৫ টাকায় দিচ্ছে।

২. মাংস-
এই সেদিন ও গরুর মাংস ৬০০/৬৫০ টাকা কেজি আর খাসির মাংস ৮০০ টাকা কেজি ছিলো, চোখের পলকে তা ৬৫০/৬৮০ টাকা আর খাসি ১০০০ টাকা হল,
আর ঈদের আগের রাতে এক লাফে তা ৭০০ টাকায়
পৌঁছে গেলো,
কেনরে ভাই?
কেন দিলেন কেজিতে ২০ টাকা বেশি?
সবাই মিলে একটা বার না বললে ওরা মাংস নিয়ে যেতো কোথায়?
আপনার চারপাশের বহু লোক তো বছরে বড়জোর
একদিন গরুর মাংস খেতে পায় আপনি নাহয় একটা মাস খেলেন না,
আপনার একটা না ই পারতো ওই পণ্যকে সহনশীল দামে নিয়ে আসতে।

৩. মিষ্টির দোকান এবং হোটেলে প্রতিটি জিনিসের দাম বাড়ানো হয়েছে,
সাথে আকৃতি ছোট করা হয়েছে,
একবারও প্রতিবাদ করেছেন কখনো এর?
মাত্র একটা মাসের জন্য ওসব বর্জন করে দেখুন দাম না হোক অন্তত সবকিছুর আকার আকৃতি আগের জায়গায় ফিরতে বাধ্য।

এমন হাজারো উদাহরণ আছে,
যার প্রত্যেকটারই লাগাম আমাদের হাতে,
প্রতিটা কাঁচামালের ক্ষেত্রে হিসাব ওই একই,
দাম বাড়লেই হুমড়ি খেয়ে ৫/১০ কেজি একসাথে কেনা বর্জন করুন,
বেশি না কেবল একটা সপ্তাহের জন্য সরে আসলেই
কেউ ওটার অভাবে মারা পরবেন না, কিন্তু অসাধু ব্যবসায়ী ওখান থেকে সরে আসতে বাধ্য হবেন, এখন প্রয়োজন কেবল সম্মিলিত প্রচেষ্টা। আর কিছু নয়।

এই পেজের আরো গুরুত্বপূর্ণ পোস্টগুলি নিয়মিতভাবে ফেসবুকে পেতে এই পেজটিতে লাইক দিয়ে প্রথমে অতপর অপশনে গিয়ে দিন।

14/02/2022
29/01/2022
20/06/2021

Argentina vs Brazil

 #শেক্সপিয়ার বলেছিলেন, "একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না। কারণ, এখানে আবেগ আছে, দৈহিক আকাঙ্খা আছে।" একই কথা...
24/05/2021

#শেক্সপিয়ার বলেছিলেন, "একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না। কারণ, এখানে আবেগ আছে, দৈহিক আকাঙ্খা আছে।"
একই কথা বলেছেন আইরিশ কবি Oscar Wilde. "নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব। যা থাকতে পারে তা হলো আকাঙ্খা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা।"
বন্ধুত্বের সম্পর্ক নিয়ে ঢোকা একটা ভন্ডামী!
শুধুই সুযোগের অপেক্ষা। সবশেষ পরিনতি পরকিয়া!
হুমায়ূন আহমেদ বলেছিলেন, "ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্ত তারা অবশ্যই প্রেমে পড়বে।
হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে। কিংবা খুবই দেরিতে, আর না হয় সব সময়ের জন্য। তবে প্রেমে তারা পড়বেই। শুধুই সুযোগের অপেক্ষা।"
সত্যি বলতে, ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ। কেননা, শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে। চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না, আকৃষ্ট করবেই।
যদি কেউ তা এড়িয়ে যায় তবে সে ভণ্ডামি করছে নয়তো ধোকা দিচ্ছে।
আগুনের পাশে মোম গলবেই। ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পারে, কিন্তু একসময় প্রেমে বা অবৈধ সম্পর্কে রুপ নিবেই। শুধুই সুযোগের অপেক্ষা। আর এটাই স্বাভাবিক।
তবে তাদের এই মন্তব্য গুলোকে জোরালো ভাবে সমর্থন দিচ্ছে Flirtation ship যার অর্থ হচ্ছে ছিনালি করা। কড়া ভাষায় বলতে গেলে নোংরামি করা।
তাই অভিভাবক সহ সবাইকে এ ব্যাপারে এখনি বিশেষ ভাবে সতর্ক হওয়া আবশ্যক।
নয়তো আমরা ক্রমান্বয়ে ওই সাংস্কৃতির দিকে অগ্রসর হব, যখন একটা ছেলে কিংবা মেয়ে নিশ্চিতভাবে বলতে পারবে না, তার বাবা-মা কে!
তাই লক্ষ্য রাখুন, আপনার বোন কিংবা মেয়ে,
স্বামী কিংবা স্ত্রী, ভাই কিংবা ছেলে, কাদের সাথে মিশছে! নিজেকে ও এ বিষয়ে বিশেষ ভাবে সতর্ক রাখতে হবে। কারণ শয়তান সব সময় মানুষের পিছনে লেগে আছে তাকে বিপথগামী করার জন্যে।
সঙ্গটাই এই খানে সবচেয়ে বেশী গুরুত্বপূর্ন।

আলহামদুলিল্লাহ আজ ২য় রমজানে গুঠাইল বাজারে  এই ভাইটি  হিন্দুধর্মের থেকে  ইসলামধর্ম গ্রহন করলো,আলহামদুলিল্লাহ,তার নাম হলো ...
15/04/2021

আলহামদুলিল্লাহ আজ ২য় রমজানে গুঠাইল বাজারে এই ভাইটি হিন্দুধর্মের থেকে ইসলামধর্ম গ্রহন করলো,আলহামদুলিল্লাহ,
তার নাম হলো এখন, মো:খালিদ বিন আজিজ

03/11/2020

রেস্পন্সার👉👉👉(আকাশ মোবাইল সেন্টার)গুঠাইল বাজার
সবাই শেয়ার করেন প্লিজ

07/05/2020

চোখে জল

😊গল্পটি আপনার জীবনকে বদলে দেবে প্লিজ হাতে ১ মিনিট সময় নিয়ে গল্পটি পড়ুন ঃ-----যখন bf তোমার থেকে তোমার হঁট পিক চায় তখন কি ...
03/05/2020

😊গল্পটি আপনার জীবনকে বদলে দেবে প্লিজ হাতে ১ মিনিট সময় নিয়ে গল্পটি পড়ুন ঃ

-----যখন bf তোমার থেকে তোমার হঁট পিক চায় তখন কি মনে থাকেনা...কাকে কি দিতে যাচ্ছো?

বালিকা যখন তোমার bf তোমার জামার ভিতর হাত দেয় তখন কি মনে থাকেনা... কার সম্পদ কার জন্য উন্মুক্ত করে দিলে?

বালিকা যখন তোমার bf এর ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাও ... তখন কি মনে থাকেনা তুমি কার সম্মান নিয়ে মাঠে নামলে নিজেকে খোলা রেখে?

বালিকা যখন bf এর সাথে লিটনের ফ্ল্যাটে গিয়ে দুটি দেহ এক করে শুয়ে থাকো তখন কি মনে থাকেনা কার সম্পদ কাকে বিলিয়ে দিচ্ছো?

নিজের মত করে যখন নিজেকে বিলিয়ে দিচ্ছো

তাহলে পরে আবার কেন সে অপবাদ সব ছেলেকে দিচ্ছো?

এই মেয়ে একটা ছেলের জন্য সব ছেলেকে কেন দোষী করছো?

মজা কি শুধু ছেলেটা নিয়েছে

তুমি নাওনি?

ছেলেটা যেমন একটু সুখের জন্য তোমাকে চেয়েছে

ঠিক তেমনি তুমিও চেয়েছো সে সুখের ভাগীদার হতে

আর সেই সুখ পেতে খুব সহজে নিজেকে শিয়াল কুকুরের খাবার বানালে

আরে নিজের ভালোতো একটা পাগলেও বুঝে

আর তুমি ছিঃ কেউ চাইতে শুয়ে পড়লে

কখনও কি ভেবে দেখেছো যাকে সবকিছু দিলে তার সাথে যদি তোমার বিয়ে নাহয়

যদি আরেকজনের সাথে হয়

তখন তাকে কি দিবে ?

কি আছে তোমার কাছে দেবার মত তোমার স্বামীকে?

তখন কি তোমার লজ্জা করবেনা নষ্ট একটা শরীর নিয়ে বধু সেঁজে বসে থাকতে?

তুমি জানোনা

ঈদের চাঁদ দেখলে মানুষ যতটা খুশি হয় ততটা খুশি ঈদের দিনও হয়না

কেন জানেন?

কারন ... ঈদের দিন মানে ঈদ শেষ

আর চাঁদ দেখা মানে আগামীকাল ঈদ

এটা ভাবতেই তো খুশিতে বুকটা ভরে যায়

ঠিক তেমনি যে তোমাকে বিয়ের আগে পেয়ে গেছে

তার আবার কি দরকার তোমাকে বিয়ে করার

তাই যার সাথে সম্পর্ক করুন বুঝে শুনে সুন্দর মনের একটা মানুষের সাথে করুন।

আর কারও খারাপ লাগলে ক্ষমা করবেন।।।।।

ধন্যবাদ🙏🙏

♥♥♥ গল্পটি পড়ে কেউ লেখককে খারাপ ভাববেন না কারণ বাস্তবতা নিয়েই গল্পটি লেখা।। ভালোবাসা দেহের সাথে না মনের সাথে করুন।। যে আপনাকে প্রকৃত ভালোবাসে সে কখনো আপনার সাথে খারাপ কাজ করবে না।। প্লিজ দয়া করে শুধুমাএ মুষ্টিমেয় কয়েকটি ছেলের জন্য সব ছেলেদের খারাপ ভাববেন না পৃথীবিতে এমন ও ছেলে আছে যারা এখনো একটু ভালোবাসার জন্য পাগল♥♥♥

♠♠♠♠♠♠
এতো কষ্ট করে যখন গল্পটা পড়লেন তখন একটা comment করে যান।

01/05/2020

" স্পেশাল অপার !!! 👈👈

-১৭ টাকায় ৩৬ জিবি মেয়াদ ১ বছর

- অপারটি পেতে সপ্ন দেখুন 😆

30/04/2020

চাল চোর ধরেছে 😒
তেল চোরও ধরেছে 🙄

বাস এবার ডাল চোর ধরলেই 🤔
খিচুড়ি রান্না হবে
ঠিক কিনা বলেন

Address

Jamalpur Sadar Upazila

Telephone

+8801749611211

Website

Alerts

Be the first to know and let us send you an email when গুঠাইল মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গুঠাইল মিডিয়া:

Videos

Share

Category


Other Media in Jamalpur Sadar Upazila

Show All