Abu Huryra Suaib

Abu Huryra Suaib Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Abu Huryra Suaib, Media, Darussalam, Jamalpur Sadar Upazila.

01/12/2024
আপনার খাদ্য তালিকায় শুকরের চর্বি নেই তো? মিলিয়ে নিন:শূকরের মাংস ইউরোপ জুড়ে তাদের প্রোটিন বা আমিষ সরবরাহের অন্যতম একটা মা...
28/11/2024

আপনার খাদ্য তালিকায় শুকরের চর্বি নেই তো? মিলিয়ে নিন:

শূকরের মাংস ইউরোপ জুড়ে তাদের প্রোটিন বা আমিষ সরবরাহের অন্যতম একটা মাধ্যম। একমাত্র ফ্রান্সেই প্রায় বিয়াল্লিশ হাজারেরও বেশী শূকরের খামার রয়েছে। ইংল্যন্ডরও আনাচে কানাচে রয়েছে। এদের খাদ্য তালিকায় শূকরের মাংস একটি অতি আবশ্যকীয় ও উপাদেয় তালিকা।

শূকরের দেহে সবচেয়ে বেশী চর্বি থাকে এবং সেই চর্বির মধ্যে মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্বক ক্ষতিকর চর্বিও রয়েছে। ইউরোপ এইসব চর্বিকে প্রক্রিয়াজাতের মাধ্যমে এ থেকে ব্যবহার্য বা খাদ্য জাতিয় বিভিন্ন প্রকার উপকরণ উদ্ভাবন ও সারা বিশ্বজুড়ে বাজারজাত করেছে।

আজকাল পুরো ইউরোপ, আমেরিকা আর পশ্চিমা বিশ্ব, এমনকি, সমগ্র বিশ্বব্যাপি স্বাস্থ সচেতনতা বৃদ্ধির ফলে মানুষ খাদ্যে অতিরিক্ত ফ্যাট নিয়ে বড় বেশী চিন্তিত এবং সজাগ। খাদ্যে চর্বির আধিক্যই হৃদরোগের প্রধান কারণ, তাই ইউরোপীয়রা শূকরের মাংস খেলেও এর চর্বিকে যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করে। ফলে শূকরের মাংস সরবরাহকারীদের একটা বড় অংশ অপচয় হয়।

এই অপচয় ঠেকাতে তারা শূকরের চর্বিকে প্রসাধনী সামগ্রীর কাঁচামাল, ঔষধের মাধ্যম বা ঔষধ হিসেবে ব্যবহার, শল্য চিকিৎসায় ব্যবহার্য প্রয়োজনীয় সরঞ্জামাদি নির্মাণ ব্যবহার করছে। প্রথমে শূকরের চর্বি দিয়ে সাবান, বিভিন্ন রকম তরল প্রসাধনী, ক্রিম ইত্যাদি উৎপাদন এবং বাজারজাত করা হয়, এটাও ব্যবসায়িক সফলতা পায়। বন্দুকের কার্তুজেও এই শূকরের চর্বি ব্যবহার হতো এক সময়।

ফার্মাসিউটিক্যাল কোম্পানীগুলোও ঔষধ ও চিকিৎসা সামগ্রীতে এর ব্যবহার শুরু করে। সর্বপ্রথমে শরীরের অভ্যন্তরে সেলাই করার জন্য বিশেষ ধরনের সুতো; ‘ক্যটগাট’ তৈরিতে বেড়ালের চেয়ে শূকরের চর্বির প্রচলন বেশী।

ষাটের দশকে মুসলমান ইউরোপীয় পণ্যসামগ্রীর গায়ে লিপিবব্ধ উপাদানের তালিকায় pig fat শব্দটি দেখে আঁতকে উঠেন। কারণ মুসলমানের কাছে pig fat বা শূকরের চর্বি, মাংস বা রক্ত সকল কিছুই হারাম। তারা এ ব্যপারে জনগণকে সতর্ক করেন, সরকারের কাছেও দাবী জানান তে থাকেন এইসব ইউরোপীয় পণ্য আমদানীর অনুমতি না দেবার।

ফলে ইউরোপীয়রা তাদের পণ্যতে pig fat শব্দটির পরিবর্তে 'animal fat' শব্দটি ব্যবহার শুরু করে। কিন্তু সেই এনিমেল ফ্যাটও তো হারাম যদি তা হারাম জন্তু হয় বা হালাল পদ্ধতিতে জবেহ না হয়ে থাকে।

ইউরোপীয়ান বাবস্যায়ীরা পণ্যের বাজার হারানোর ভয়ে বিকল্প পন্থা উদ্ভাবন করে। বিকল্প পন্থাটইি হলো উৎপ

আমি গত 90 দিনে মাসের মধ্যে12 জন ফলোয়ার পেয়েছি, 1টি পোস্ট তৈরি করেছি এবং 1টি প্রতিক্রিয়া পেয়েছি! আপনাদের নিরবচ্ছিন্ন ...
19/11/2024

আমি গত 90 দিনে মাসের মধ্যে12 জন ফলোয়ার পেয়েছি, 1টি পোস্ট তৈরি করেছি এবং 1টি প্রতিক্রিয়া পেয়েছি! আপনাদের নিরবচ্ছিন্ন সমর্থনের জন্য ধন্যবাদ। আপনাদের ছাড়া আমি এটা করতে পারতাম না। 🙏🤗🎉

সোনামনি আব্বুদের কাছে এতকিছু বলতে নেই | নিজের দেশকে ছোট করে কি টেস পেলেন খাঁন সাব ?  "জাতীয় দলের কোচ হওয়ার মত যোগ্যতা বা...
09/10/2024

সোনামনি আব্বুদের কাছে এতকিছু বলতে নেই |
নিজের দেশকে ছোট করে কি টেস পেলেন খাঁন সাব ?
"জাতীয় দলের কোচ হওয়ার মত যোগ্যতা বাংলাদেশের কারো নেই’ ভারতীয় মিডিয়ায় তামিম ইকবাল "

অতিরিক্ত মুনাফাখোরকে কিভাবে সোজা করতে হয় তা পাবলিকের কিন্তু জানা আছে ৮০ টাকার Mojo  ১০০ টাকা হয়ে গেল কিভাবে ?? ফিলিস্তিন...
16/04/2024

অতিরিক্ত মুনাফাখোরকে কিভাবে সোজা করতে হয় তা পাবলিকের কিন্তু জানা আছে

৮০ টাকার Mojo ১০০ টাকা হয়ে গেল কিভাবে ??
ফিলিস্তিনে যায় তো মাত্র ১ টাকা বোতল প্রতি৷
প্রোডাকশন বাড়লে তো দাম কমার কথা কিন্তু প্রোডাকশন বাড়ার সাথে সাথে দাম বাড়ার কারণ কি??
যে বাংলাদেশী Coca-Cola বয়কট করেছে সে বাংলাদেশী কিন্তু Mojo ও বয়কট করতে পারবে সুতরাং
আবেগকে হাতিয়ার বানিয়ে ব্যবসা না করে, বিনয়ের সাথে ব্যবসা করুন না হলে কিভাবে সোজা করতে হয় তা পাবলিকের জানা আছে ॥

অল্প বয়সে বিয়ে করার উপকারিতা ❤️🥰১. লজ্জা স্থানের হেফাজত হয়।২. বিবাহ চক্ষু নিচু করে।৩. তাড়াতাড়ি ধনী হওয়া যায়।৪. ইমান পরিপ...
06/04/2024

অল্প বয়সে বিয়ে করার উপকারিতা ❤️🥰

১. লজ্জা স্থানের হেফাজত হয়।
২. বিবাহ চক্ষু নিচু করে।
৩. তাড়াতাড়ি ধনী হওয়া যায়।
৪. ইমান পরিপূর্ণ হয়
৫. অসুস্থতা দূর হয়।
৬. ইবাদতে মজা পাওয়া যায়।
৭. আল্লাহর নৈকট্য লাভ করা যায়।
৮. মানসিক তৃপ্তি পাওয়া যায়। (এমন তৃপ্তি যেটা শুধু নিজের বউয়ের কাছে পাবেন যিনা করতে গিয়েও তা পাবেন না।)
৯. মেজাজ ঠান্ডা থাকে। মাথা কখনো হট হবে না।
১০. যৌবনের ক্ষুদা নিবারণ হয়।
আরো অংসখ্য উপকারিতা আছে।

*এখন আপনি বলতে পারেন যে, বিয়ে করে বউকে খাওয়াব কি? আমার তো ইনকাম নাই, আমি তো এখনো ছাত্র, এমন হাজারো প্রশ্নের উত্তরঃ
আল্লাহ বলেছেন,
وَأَنكِحُوا الْأَيَامَى مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِن يَكُونُوا فُقَرَاء يُغْنِهِمُ اللَّهُ مِن فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ

অর্থ: বিয়ে করো, তোমায় প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমি আল্লাহর। অভাবে আছো অভাব দূর করে দেব। আল্লাহ বলেন ধনী হতে চাও বিয়ে করো।

-আবার রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন,

ثَلَاثَةٌ حَقٌّ عَلَى اللَّهِ عَوْنُهُمْ: المُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ، وَالمُكَاتَبُ الَّذِي يُرِيدُ الأَدَاءَ، وَالنَّاكِحُ الَّذِي يُرِيدُ العَفَافَ

*তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তায়ালার জন্য কর্তব্য হয়ে যায়।

১. আল্লাহ তায়ালার রাস্তায় জিহাদকারী।
২. চুক্তিবদ্ধ গোলাম যে তার মনিবকে চুক্তি অনুযায়ী সম্পদ আদায় করে মুক্ত হতে চায়।
৩. ওই বিবাহিত ব্যক্তি যে (বিবাহ করার মাধ্যমে) পবিত্র থাকতে চায়

(তিরমিজি-১৬৫৫, নাসায়ি-৩২১৮, ৩১২০, সহিহ ইবনে হিব্বান-৪০৩০, বায়হাকি)।

-অল্প বয়সে বিয়ে করলে রোমান্টিকতার বহু সময় পাওয়া যায়। কেন এতো বিয়ে করতে দেরি করছেন,আল্লাহ তো অফার দিয়ে রাখছেন। আল্লাহ তোমাকে বড়লোক বানিয়ে দেওয়ার ওয়াদা দিয়েছেন।

-শুধু খামাখা কেন দেরি করছেন, বিয়ে করুন। যৌবন শুরু হয়েছে, আল্লাহর দেয়া বিশাল অফার টা গ্রহণ করুন।

-বিয়েকে সহজ করুন,দেখবেন সমাজ থেকে যিনা ব্যভিচার কমে যাবে ইনশাআল্লাহ।

*আল্লাহ তায়ালা আমাদের সবাইকে বুঝার তাওফিক দান করুন।
আমীন, সুম্মা আমীন!🤲🤲🤲💞💞অল্প বয়সে বিয়ে করার উপকারিতা ❤️🥰

১. লজ্জা স্থানের হেফাজত হয়।
২. বিবাহ চক্ষু নিচু করে।
৩. তাড়াতাড়ি ধনী হওয়া যায়।
৪. ইমান পরিপূর্ণ হয়
৫. অসুস্থতা দূর হয়।
৬. ইবাদতে মজা পাওয়া যায়।
৭. আল্লাহর নৈকট্য লাভ করা যায়।
৮. মানসিক তৃপ্তি পাওয়া যায়। (এমন তৃপ্তি যেটা শুধু নিজ

❌Red alert❌ ধের্য ধরে পড়ার অনুরোধ রইলো 👇সকলের অবগতির জন্য একটা তথ্য দিতে আসলাম,ইউটিউবে "Sara Ali" নামের একটা মেয়ে তার ইউ...
05/04/2024

❌Red alert❌ ধের্য ধরে পড়ার অনুরোধ রইলো 👇

সকলের অবগতির জন্য একটা তথ্য দিতে আসলাম,
ইউটিউবে "Sara Ali" নামের একটা মেয়ে তার ইউটিউব চ্যানেলে "Quran for sleep" লিখে কোরআন তিলওয়াতের ভিডিও আপলোড করেছে যেটা Mishary Rashed Alafasy এর করা তিলওয়াত। কথা হচ্ছে এই তিলাওয়াত শুনলে আপনি বুঝবেন না যে আপনার সাথে ভয়ংকর কি হতে যাচ্ছে। এই তিলাওয়াত এর ভিতরেই ব্যাকগ্রাউন্ড মিউজিকে খুবই লো ভয়েজে "sara ali" নামের মেয়েটা "Black Magic" করার কিছু শব্দ উচ্চারণ কর‍তে থাকে। হয়তো আপনি অজান্তেই সেটা শুনে মানসিক ভারসাম্য হারায় ফেলতে পারেন বলা যায় না কি হতে পারে। আমি নিজে যাচাই করার জন্য শুধু কয়েক সেকেন্ড অডিও টা শুনলাম খুবই লো ভয়েজে সেই মেয়েটা কি কি যেনো উচ্চারণ করছিল। আমি সাথে সাথে সেটা বন্ধ করে দিয়েছি। কতটা ভয়ংকর বিষয়টা। মানুষ এখন কোরআন এর তিলাওয়াতকে কাজে লাগিয়ে সেটার মধ্যে "black magic" এর কাজ ঢুকিয়ে দিচ্ছে নাউযুবিল্লাহ। কেউ ইউটিউবে authentic ক্বারী এর চ্যানেল ছাড়া অন্য কোন চ্যানেলের তিলাওয়াত শুনবেন না। চিন্তা করুণ ফিতনা কিভাবে ছড়ানো হচ্ছে। এগুলো কতটা প্রভাব ফেলবে বলা যায়না কিন্তু সাবধান থাকতে দোষ নেই।
আল্লাহ্ সবাইকে হেফাজত করুন আমিন🤲
🥹😢 ফেতনা দিনে দিনে পাল্লা দিয়ে বেরেই চলছে
(সংগৃহীত)

কথিত আছে, একটি শেয়াল অতি ভোরে এক গাছের নিকট দিয়ে যাওয়ার সময় গাছের ওপর একটি মোরগ দেখতে পেল। সে তাকে লক্ষ্য করে বলল, নামছ ...
02/04/2024

কথিত আছে, একটি শেয়াল অতি ভোরে এক গাছের নিকট দিয়ে যাওয়ার সময় গাছের ওপর একটি মোরগ দেখতে পেল। সে তাকে লক্ষ্য করে বলল, নামছ না কেন? (আস) আমরা জামাতের সাথে মামায পড়ি। মোরগ বলল গাছের পেছনে ইমাম সাহেব ঘুমিয়ে আছেন আপনি তাকে জাগ্রত করুন। শেয়াল তাকিয়ে দেখল, একটি কুকুর ঘুমিয়ে রয়েছে। অমনি সে পালাতে লাগল। এ দেখে মোরগ তাকে ডেকে বলল, আসুন না! আমরা নামায আদায় করি! শেয়াল বলল, ধৈর্য ধর! আমার উযূ নষ্ট হয়ে গেছে। আমি নতুন উযূ করে আসি

21/12/2023

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Atiq Rahman, দারুল উলূম পরিবার, হক সাহেব চাকরি

Address

Darussalam
Jamalpur Sadar Upazila
SUAIBABU

Telephone

+8801708724442

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abu Huryra Suaib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Media in Jamalpur Sadar Upazila

Show All