Mufti Zakir Hussain Ashraf

Mufti Zakir Hussain Ashraf আমি আল্লাহর গোলাম

আমাদের শায়খ মুফতী আমীনি রহঃ ******************************বাংলাদেশের কিংবদন্তি আলেম,জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ মাদরা...
13/12/2024

আমাদের শায়খ মুফতী আমীনি রহঃ
******************************
বাংলাদেশের কিংবদন্তি আলেম,
জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ মাদরাসার সম্মানিত প্রিন্সিপাল ও শায়খুল হাদীস ছিলেন।
উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ দ্বীনি এই প্রতিষ্ঠানে জীবনের এক বড় অংশ (২০০২-২০১২)কাটানোর সৌভাগ্য হয়েছে।
কাছে দেখেছি বিপ্লবী বীর মুজাহিদ কে।
লালবাগ জামেয়ার জীবনের ছোট্ট এই সময়গুলোতে কত স্মৃতি।
সব বলা সম্ভব নয়।
২০০১ সালে সবে হিফজখানার ছাত্র।
ক্লাস ফাইভ শেষ করে হিফয ভর্তি হয়েছিলাম তাই পত্রিকার পাতাগুলো দেখলে পড়তে পারতাম।
বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় ছিল আদালতে ফতোয়া বিরোধী রায়।
মুসলিম দেশে মুসলিম বিচারকদের দ্বারা আল্লাহর কুরআনে বর্ণিত বিধানের বিরুদ্ধে রায়!!
ভাবা যায়!!!
আল্লাহর সাথে চ্যালেঞ্জ!!
হুম তাই হয়েছে আমাদের দেশে।
এদেশের উলামায়ে কেরাম ও তৌহীদি জনতা এর প্রতিবাদে রাজপথে নেমেছিলো।
জালিমের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলো এদেশের তৌহীদী জনতা।
শহীদ হলেন বি বাড়ীয়া সহ অনেক স্থানে আল্লাহর প্রিয় কিছু বান্দা।
গ্রেফতার করা হলো উপমহাদেশের অন্যতম প্রবীণ কিংবদন্তি শায়খুল হাদীস আল্লামা আজীজুল হক সাহেব রহঃ। মুজাহিদে মিল্লাত আল্লামা মুফতী আমীনি রহঃ কে অসংখ্য উলামায়ে কেরাম কে।
হত্যা মামলা দেওয়া হলো।
ঐসময়গুলোতে পত্রিকার পাতায় জালিমের কারাগারে বন্দি আলেমদের ছবিগুলো দেখতে দেখতে আমার কিশোর মনও শুধু ছটফট করেছে।
প্রতিটা মসজিদ মাদরাসায় কুরআনের খাদেমদের দিবারাত্রির চোখের অশ্রু ঝরিয়েছে।

একথা সত্যি যেখানে রক্ত ঝরে
আর রবের দরবারে অশ্রু ঝরে
সেখানেই আল্লাহ বিজয়ের ঝান্ডা উড়ান।

আল্লাহ জালিমের পতন ঘটালেন

অনেকেই বিভিন্ন আন্দোলন, রক্ত ঝড়ানো, এগুলোকে তাছ্যিল্য করেন।
আল্লাহর কসম করে বলি সর্বযুগেই আল্লাহর দ্বীন দুনিয়ায় বাস্তবায়নের জন্য যাঁরাই রক্ত দিয়েছেন তাদের প্রতিদান আল্লাহ দিয়েছেন।

২০০১ সালে ফতোয়া বিরোধী রায় করা হলো
২০১০ সালে আবার সেই একই আদালতে একই বিচারক দ্বারা ফতোয়া বিরোধী রায় বাতিল করতে বাধ্য হয়েছে
এটা অন্যের আদালতে নয়।
বরং নিজেরাই নিষিদ্ধ করেছে
আবার নিজেরাই বৈধতা দিয়েছে।

এটাই আল্লাহর মাইর রে ভাই।

এরপরেও না বুঝলে আমার কিছু করার নেই।

মুফতী আমীনি রহঃ এক বিপ্লবী সিপাহসালার।
*******************************
ফতোয়া বিরোধী রায়ে মুফতী আমীনি রহঃ বিচারকদের মুরতাদ ঘোষণা করেছিলেন।

কুরআন ও হাদীসের মতে বিচারকদের মুরতাদ হওয়ার ব্যাপারে এই ফতোয়া
কেউ খন্ডন করতে পারেনি।

মুফতী আমিনী রহঃ এমনই ছিলেন।
যতদিন ছিলেন বাতিলের যমদূত ছিলেন।
নাস্তিক মুরতাদ,বামপন্থী নাপাকগুলো মুখ খোলতে কিংবা কলমের কালি বের করতে আগে ভেবে নিত পরবর্তী এ্যাকশন কি হতে পারে।
মুফতী আমিনী রহঃ সেটায় বাস্তবতা দেখিয়েছিলেন।
মুফতী আমিনী রহঃ এর মৃত্যুর পর একটু বেশি খুশি হয়েছিল ইবলিসের চেলাচামুন্ডাগুলো।

আল্লাহ মুফতী আমীনি রহঃ আখেরাতে তার দারাজাত বুলন্দ করুন আমীন।

পৃথিবীতে চিরদিন হক বাতিলের অবস্থান থাকবেই
তাইতো মুফতী আমীনি নেই তবে যুগের আরও রাহবার আল্লাহ তৈরি করেছেন, করবেন।

তবে বাংলাদেশে যখন একজন মুফতী আমিনীর প্রয়োজন ছিলো
আল্লাহ দিয়েছিলেন।
মুফতী আমিনী একজনই
তার বিকল্প নেই।

মুফতী আমিনী রহঃ বেঁচে থাকতে আমরা যেভাবে চিনেছি।
কিছু মানুষ দ্বিমত পোষণ করলেও
মুফতী আমিনীর মৃত্যুর পরে তারাও বুঝতে পেরেছে।
আসলে মুফতী আমিনী বাংলাদেশের ইসলাম ও মুসলমানদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ ছিলো।

ইলম আর আমল,রাজপথে,সংসদে সব স্থানে তাঁর পদচারণা সত্যিই আশ্চর্যান্বিত করে আমাদের।
দুআতে শিশুর মতো হাওমাও করে আল্লাহর দরবারে রোনাজারি করা,
দুআর মধ্যে চাওয়া এক বিষয় আর দাবী করে নেওয়া আর এক বিষয়।
হুম আমরা সেটাই দেখেছি।
"আল্লাহ মাফ করে দাও...
দাওওওও.. দাওওওও..
জীবনের লম্বা সময় এ দৃশ্য দেখেছি।
শেষরাতে লালবাগ শাহী মসজিদের মেহরাবে, প্রতিদিন দরসের শেষে।
সপ্তাহে এক খতম কুরআন তিলাওয়াত,ভেবে নিন জীবনে কত খতম তিলাওয়াত করেছেন।
দানের হাত এতবড় ছিল সেটা অন্যকোন লিখায় বলব।

একইদিনে শেষ রাতের আমল।
ফজরের পরে আমল
সকলে দরস।
আবার দুপুরে সংসদে।
বিকালে আবার দরস।
রাতে দূর দূরান্তে মাহফিল।

এটা একদিন নয়
প্রতিদিনের আমল ছিলো

আল্লাহ আমাদের শায়খকে জান্নাতে মরতবা বুলন্দ করুন।

রোজনামচা ৫/১১/২০২৪মানবসমুদ্র********বাংলাদেশের উলামা মাশায়েখ আহুত মহাসমাবেশে অনুষ্ঠিত আলহামদুলিল্লাহ দ্বীনি এই সমাবেশে অ...
06/11/2024

রোজনামচা ৫/১১/২০২৪

মানবসমুদ্র
********
বাংলাদেশের উলামা মাশায়েখ আহুত মহাসমাবেশে
অনুষ্ঠিত
আলহামদুলিল্লাহ দ্বীনি এই সমাবেশে অংশগ্রহণ করে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।

মহাসমাবেশ কে নিয়ে কিছু কথা
# # # # # # # # # # # # # # # # # # # # #
প্রথমেই আমাদের জানা প্রয়োজন এই মহাসমাবেশ কেন?
খুবই গুরুত্বপূর্ণ তথ্য হল
দাওয়াত ও তাবলীগের বিবদমান সমস্যা দূরীকরণে এই মহাসমাবেশ।
দাওয়াত ও তাবলীগের মুবারক মেহনত গত ১০০ বছর থেকে চলমান দ্বীনি এক প্রোগ্রাম।
বিশ্বের আনাচে কানাচে এই মুবারক মেহনত চলমান।
কিন্তু ইহুদী খ্রীষ্ঠানদের দোষর ইসলামের লেবাসধারী মুনাফিকদের কারণে অবশেষে এর মাঝেও ফেতনা তৈরী হয়েছে।
যারফলে কিছু সাথী দাওয়াত ও তাবলীগের মুল উসুল থেকে বের হয়েছে।
এদের গোরামী আর মুর্খতার কারণে আজ সাধারণ মানুষগুলোও বিভ্রান্ত।
এই ফিতনা এতটাই ভয়াবহ হয়েছে
যেখানে তাবলীগের স্লোগান ছিল "সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়"
এই বিপথগামী গ্রুপটি এখন সবকাজেই মাখলুকমূখী হয়ে দাওয়াত ও তাবলীগের কাজে বাঁধার সৃষ্টি করছে।
এমনকি বিশ্ব ইজতেমা, জোড় এগুলোর সব তাবলীগের মুরুব্বিরা ঠিক করে সরকারকে জানাতো।
আর এখন সরকারের ঠিক করে দিতে হয়।
আলহামদুলিল্লাহ হকপন্থি উলামায়ে কেরাম তাবলীগের এই সোনালী সময়গুলো ফিরিয়ে আনতে চেষ্টা করে যাচ্ছেন।
বারবার বাঁধার সম্মুখীন হতেছেন।
মহাসমাবেশের মাধ্যমে আজ এই সিদ্ধান্ত হল এখন বাংলাদেশের উলামায়ে কেরামের মাশওয়ারার মাধ্যমেই দ্বীনের সবকাজ নির্ধারিত হবে ইন শা আল্লাহ।
তাই কোন নির্দিষ্ট দলের ব্যানারে নয়
বরং সর্বস্তরের তৌহীদীজনতার এই সম্মেলন এটা।
আল্লাহ তাআলা সকল বিভ্রান্ত দূর করে দিন।
মুনাফিকদের সকল চক্রান্ত থেকে হেফাজত করুন আমীন।

রোজনামচা ১/১১/২০২৪শুক্রবার। ***************জুমআ নামাজের পর এক আল্লাহর বান্দা এলেন আমার কাছে কিছু প্রশ্ন করবেন ?আমি তাকে ...
01/11/2024

রোজনামচা ১/১১/২০২৪
শুক্রবার।
***************
জুমআ নামাজের পর এক আল্লাহর বান্দা এলেন আমার কাছে কিছু প্রশ্ন করবেন ?
আমি তাকে অনুমতি দিলাম।
প্রশ্ন হল হাত না বেধে অর্থাৎ হাত ছেড়ে দিয়ে নামাজ পড়া যাবে কি?
এটা নাকি কুরআনে পেয়েছে তাই।
কোথায় পেয়েছেন?
চট করে মুবাইল খুলে গুগল মুবারকে আঙ্গুলের ইশারায় কুরআনের একটি আয়াতের রেফারেন্স দিয়ে বলল এখানে লিখা আছে।
লিখা আছে তোমরা নামাজ আদায় কর যেমন মাতৃগর্ভে ছিলা।
তাই মাতৃগর্ভে যেহেতু হাত পা সোজা ছিল তাই নামাজে হাত বাঁধা যাবে না।

এমন অদ্ভুত কথা শুনে প্রাথমিক ভাবে উত্তরে বললাম মাতৃগর্ভে যেমন ছিলেন তেমন যদি হয় তো কাপর পরছেন কেন?
একথা শুনে বেচারা ঘাবড়ে গেল?

আসলে মূল কথা হল প্রযুক্তির এ যুগে কত মানুষ যে বিভ্রান্ত হচ্ছে!!
সকল ভ্রান্তদল ইন্টারনেট দুনিয়ায় তাদের মতাদর্শ কে প্রচার করছে তাই একজন সাধারণ মানুষের জন্য সত্যমিথ্যা যাচাই করা কঠিন হয়ে পড়েছে।

মূলত পূ্ণাঙ্গ নামাজের পদ্ধতি আল্লাহ তাআলা জীবরাঈল আঃ এর মাধ্যমে নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শিখিয়েছেন
নবীজী নামাজে হাত বেঁধেছেন অসংখ্য হাদীসে তার প্রমান আছে। তাই এই নিয়ে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই।
প্রযুক্তির এ যুগে ইসলামের যেকোন বিষয়ে এই মুহুর্তে সাধারণের কাজ হল হক্ব উলামায়ে কেরামের সান্নিধ্যে গিয়ে সত্যটা উদঘাটন করা।
আর আল্লাহর কাছে দুআ হেদায়েতের দুআ করা।
আশা করা আল্লাহ সুপথে রাখবেন।

রোজনামচা ৩১/১০/২০২৪ ২য় পর্ব**************************ইসলামিক ফাউণ্ডেশন  বইমেলা ২০২৪ *গত কয়েকদিন থেকেই ইসলামিক বইমেলার দৃ...
01/11/2024

রোজনামচা ৩১/১০/২০২৪ ২য় পর্ব
*************************
*ইসলামিক ফাউণ্ডেশন বইমেলা ২০২৪ *
গত কয়েকদিন থেকেই ইসলামিক বইমেলার দৃশ্যগুলো দেখতেছিলাম। কিন্তু অপেক্ষায় ছিলাম কবে যাব!
অবশেষে প্রাণের এ মেলায় গিয়ে পরিতৃপ্ত হলাম।
বাংলা সাহিত্যে আমাদের দেশের উলামায়ে কেরামগণের মেধা আর যোগ্যতা কত উঁচু আপনি এ মেলায় না গেলে বুঝবেন না।
অনেক দিন এই বইমেলা বন্ধ রাখা হয়েছিলো। বঞ্চিত করা হয়েছিলো এদেশের ইলম পিপাসুদের কে।
যাইহোক পুরো বইমেলার ডেকোরেশনটা ছিল অসাধারণ, আপনি না গেলে অনুভব করতে পারবেন না।
মেলার সব স্টল ঘুরে ঘুরে অবশেষে বইমেলার মঞ্চের চেয়ারে বসে অনুষ্ঠান দেখতে লাগলাম,
তাকিয়ে দেখি মঞ্চে নবীন প্রবীন ইসলামি কিংবদন্তি লেখকদের মিলনমেলা।
মুফতী আবুল হাসান শামসাবাদী,প্রতিযশতা লিখক শায়খুল হাদীস জয়নুল আবেদীন, মাওলানা মুসলেহ উদ্দীন আবু বকর,জহিরুদ্দীন বাবর আমাদের ময়মনসিংহের আমীর ইবনে আহমাদ সহ অনেকেই। ইসলামি লেখক ফোরামের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সকলের লেখক হওয়ার গল্প শুনলাম।
সফলতার পথ পেতে কত পরিশ্রমের প্রয়োজন তা অনুধাবন করতে পারলাম।
প্রতিবছর এইমেলা অনুষ্ঠিত হোক
এই প্রত্যাশা

রোজনামচা -৩১/১০/২০২৪বৃহস্পতিবার *****************বাংলাদেশের প্রখ্যাত উলামায়ে কেরামের মিলনমেলায় অংশগ্রহণ রাবেতাতুল ওয়ায়েজ...
01/11/2024

রোজনামচা -৩১/১০/২০২৪
বৃহস্পতিবার
*****************
বাংলাদেশের প্রখ্যাত উলামায়ে কেরামের মিলনমেলায় অংশগ্রহণ
রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের উদ্যোগে স্মরণীয় এক অনুষ্ঠান।
ওয়াজ মাহফিলে একজন উল্লেখযোগ্য বক্তা থাকলেই মাহফিল প্রাণবন্ত হয়
আর সেখানে বাংলাদেশের সকল বক্তাগন একসাে এক মঞ্চে, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা হাসান জামিল,মুফতী কিফায়তুল্লাহ আজহারী,মাওলানা আব্দুল বাসেদ খান,মাওলানা হাফিজুর রহমান সিদ্দীকি,মাওলানা জুনায়েদ আল হাবীব,মাওলানা মামুনুল হকসহ অসংখ্য উলামায়ে কেরাম যারা বিশ্বব্যাপি দ্বীনের আলো ছড়িয়ে দিতেছেন।
আল্লাহ রাবেতাতুল ওয়াজীন কে কবুল করুন আমীন

30/09/2024

#শিক্ষামূলক_পোস্ট
আপনি কি অন্যের কথায় জীবন পরিচালিত করেন?? উত্তর যদি হ্যাঁ হয় তাহলে অনুগ্রহ করে গল্পটি একটু পড়বেন।

একদিন এক বাবা ও তার ছেলে তাদের পোষা গাধাটিকে বিক্রি করার জন্য হাট বা বাজারের পথে রওনা দিলেন। বাবা, ছেলে ও গাধা তিনজনই হেঁটে যাচ্ছেন। কিছুদূর যাওয়ার পর একজন লোক তাদের দেখে বললো, ‘এরা কত বোকা! গাধা থাকতে হেঁটে যাচ্ছে। একজন তো গাধার পিঠে উঠে আরাম করে যেতে পারে’।

লোকটির কথা শুনে অগত্যা বাবা তার ছেলেকে গাধার পিঠে উঠিয়ে দিলেন। ছেলে গাধার পিঠে আর বাবা হেঁটে চলেছেন।

কিছুদূর যাওয়ার পর আর একজন বললো, ‘কী বেয়াদব, অভদ্র ছেলেরে! নিজে গাধার পিঠে আর বুড়ো বাপকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে।’

এ মন্তব্য শোনার পর বাবা ও ছেলে আবারো স্থান পরিবর্তন করলেন। এবার বাবা গাধার পিঠে উঠলেন আর ছেলে হেঁটে চললেন।

আরও কিছুদূর যাওয়ার পর আর এক পথচারী মন্তব্য করে বসলো, ‘কী নিষ্ঠুর পিতা! নিজে গাধার পিঠে উঠে চড়ছে আর মাসুম বাচ্চাটিকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। জমানা সত্যি খারাপ হয়ে গেলো!’

এ মন্তব্য শোনার পর বাবা ও ছেলে দু’জনই গাধার পিঠে উঠলো। গাধা চলতে শুরু করলো। কিছুদূর অগ্রসর হওয়ার পর তাদের দেখে আর একজন আক্ষেপ করে বললো, ‘কী অত্যাচার! কী অবিচার! একটি গাধা তার উপর দুটি লোক!’

বাবা ও ছেলে পড়ল মহাসমস্যায়। কী মুশকিল! গাধার সাথে হেঁটে গেলেও দোষ! ছেলে উঠলেও দোষ! আবার বাবা উঠলেও দোষ! দু’জন একসাথে উঠলেও দোষ! এখন কী করা যায়?

বাবা ও ছেলে মিলে নতুন বুদ্ধি বের করল। তারা বাঁশ ও রশি যোগাড় করল। তারপর সেই রশি দিয়ে গাধার চার পা বাঁধলো। তারপর পায়ের মধ্যখান দিয়ে বাঁশ ঢুকিয়ে দিলো। বাবা সামনে আর ছেলে পিছনে বাঁশ কাঁধে নিয়ে হাঁটতে শুরু করলো। গাধা রইলো ঝুলে। গাধাকে কাঁধে নিয়ে ছোট ব্রিজ পার হওয়ার সময় গাধা ভয় পেয়ে নড়ে উঠলো। বাবা, ছেলে ও গাধা পড়ে গেলো খালে। গাধার মেরুদন্ড ভাঙল। বাবা ও ছেলের ভাঙল পা। গাধা আর বিক্রি করা হলো না। বাবা ও ছেলে আহত অবস্থায় বাড়ি ফিরে এলো।

বর্ণিত গল্পটি বেশ প্রাচীন, কিন্তু আবেদনটা স্থায়ী। লোকের আলোচনা-সমালোচনাকে যারা খুব বেশি গুরুত্ব দেয় বা ভয় পায় তাদের জন্য এ গল্পটি দারুন শিক্ষণীয়। অন্যের সমালোচনাকে কখনোই খুব বেশি প্রাধান্য দিলেই পরিণতি হবে গল্পে বর্ণিত বাবা-ছেলের মতো। এতে নষ্ট হবে মনের স্বাধীনতা, মানসিক প্রশান্তির বদলে ভুগবেন অশান্তিতে।

মনে রাখা উচিত, যারা সবসময় আপনার নেতিবাচক সমালোচনা করে, তাদের মূল লক্ষ্য আপনার ভুল ধরিয়ে দেওয়া নয়, বরং আপনার সুখ দেখে তারা ঈর্ষান্বিত হয়! এমনও দেখা যায়, আপনাকে ভুল পথে পরিচালিত করাই তাদের মূল লক্ষ্য! তাই এই ধরণের নিন্দুকের কথা এক মিনিট চিন্তা করা মানেই আপনার মূল্যবান সময় থেকে এক মিনিট অপচয় করছেন।

তবে হ্যাঁ, একথাও সত্য যে সব সমালোচনাই খারাপ নয়। যখন প্রকৃত শুভাকাংখীরা আপনার সমালোচনা করবেন, পরামর্শ দিবেন, তখন চিন্তা করুন আপনার অজান্তে সজ্ঞানে কোথাও হয়তো কোনো ভুল হচ্ছে। ভুলের উৎস অনুসন্ধান করুন এবং সে-অনুযায়ী ব্যবস্থা নিন।

আপনি কোথায় বেড়াতে যাবেন, কোথায় ঘুরতে যান, কখন লিখবেন, কখন পড়বেন, গল্প-আড্ডা দিবেন, কার সাথে বন্ধুত্ব করবেন সবকিছুই বা কোন কিছুই যদি অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন বুঝবেন, জীবনে স্বতন্ত্র বোধ, নিজস্বতা বা স্বকীয়তার অনেকটাই আপনার ধারে কাছেই নেই।

নিজের জীবনের ক্যালেন্ডার নিজেই ঠিক করুন: কখন একা দূর আকাশের তারা খুঁজে বেড়াবেন, কখন পরিবারসহ সমুদ্রে আঁছড়ে পড়া অগণিত ঢেউয়ের ছন্দ, সাগরের গর্জন উপভোগ করবেন, কখন মেঘের উপরে, পর্বতের চূড়ায় উঠে ভাববেন না-ভাবা শত কল্পনা, কখন বন্ধু-স্বজনেরা মিলে মন খুলে অট্টহাসি দিয়ে, প্রাণের আড্ডায় মেতে উঠে দূর করবেন যত অপ্রাপ্তি, নীরব হতাশা আর নেতিবাচকতা- তার সবটাই পরিকল্পনা করুন নিজেই। জীবনটা আপনার।
©️Ramu Dutta

29/09/2024
আম্মাজান খাদীজাতুল কুবরা রাঃ এর কবরকত সাধাসিধা!! লক্ষ্য সাহাবায়ে কেরামের কবর সারা পৃথিবীতে ছড়িয়ে আছে অথচ আমাদের দেশের যে...
25/09/2024

আম্মাজান খাদীজাতুল কুবরা রাঃ এর কবর
কত সাধাসিধা!!
লক্ষ্য সাহাবায়ে কেরামের কবর সারা পৃথিবীতে ছড়িয়ে আছে
অথচ আমাদের দেশের যে অবস্থা!!
আরে
ঈমানদারদের কবর মানুষ আর কি সাজাবে??!!
ঈমানদার মৃত্যুর পরই তো আল্লাহর জান্নাতী নেয়ামত শুরু হয়ে যায়।

আল্লাহ আমাদের কবর কেন্দ্রীক সমস্ত কুসংস্কার, বিদআত থেকে হেফাজত করুন আমীন

14/09/2024

সীরাতুন নাবী. (সা.) বিষয়ক ও অন্যান্য প্রবন্ধ-নিবন্ধ সমূহ
বর্তমান সময়ে সীরাত অধ্যয়নের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা
-- মাওলানা মুহাম্মাদ শীছ ইদরীস
https://www.alkawsar.com/bn/article/851/
সীরাত পাঠের প্রয়োজনীয়তা
-- মাওলানা আ.ব.ম সাইফুল ইসলাম
https://www.alkawsar.com/bn/article/1240/
ব্যক্তি ও সমাজ গঠনে সীরাতের ভূমিকা
-- মুহাম্মাদ ওবায়দুল্লাহ, মুহাম্মাদ সিফাতুল্লাহ
https://www.alkawsar.com/bn/article/1914/
সমাজ গঠনে সীরাতের ভূমিকা
-- মুহাম্মাদ সিফাতুল্লাহ
https://www.alkawsar.com/bn/article/1952/
https://www.alkawsar.com/bn/article/1969
সীরাত : মানব জীবনের সর্বোত্তম নমুনা
-- মাওলানা মুহাম্মাদ যাকারিয়া আব্দুল্লাহ
https://www.alkawsar.com/bn/article/2055/
জালালুদ্দীন সুয়ূতী রাহ.-এর আলখাসাইসুল কুবরা : একটি সংক্ষিপ্ত পর্যালোচনা
-- মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক
https://www.alkawsar.com/bn/article/521/
রাসূলের আদর্শেই গড়ে উঠে উন্নত সমাজ
-- ড. সাঈদ আহমদ সিদ্দীকী
https://www.alkawsar.com/bn/article/527/
উসওয়ায়ে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম : যে আদর্শ শাশ্বত, সর্বজনীন
https://www.alkawsar.com/bn/article/2501/
পবিত্র সীরাতের সান্নিধ্য : কেন ও কীভাবে?
মাওলানা মুহাম্মাদ যাকারিয়া আব্দুল্লাহ
https://www.alkawsar.com/bn/article/2822/
পবিত্র সীরাত : জীবন-পথের আসমানী আলোকবর্তিকা
মাওলানা মুহাম্মাদ যাকারিয়া আব্দুল্লাহ
https://www.alkawsar.com/bn/article/2717/
মহানবী যখন এলেন
-- নাঈম আবু বকর
https://www.alkawsar.com/bn/article/1396/
আরবের চাঁদ
-- স্বামী লক্ষ্মণ প্রসাদ
https://www.alkawsar.com/bn/article/1393/
খোদার পরে তুমিই শ্রেষ্ঠ ...
-- ড. হাফেয মুহাম্মাদ ছানী
https://www.alkawsar.com/bn/article/1046/
আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উম্মতের নাজাতই ছিল যাঁর ধ্যানজ্ঞান
মুহাম্মাদ আশিক বিল্লাহ তানভীর
https://www.alkawsar.com/bn/article/3049/
আল্লাহ রাববুল আলামীনের অশেষ নিয়ামত ও বিশেষ নিয়ামত
-- মাওলানা মুহাম্মাদ যাকারিয়া আব্দুল্লাহ
https://www.alkawsar.com/bn/article/522/
নবীজীর বাণীতে উপমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
-- খন্দকার মনসুর আহমদ
https://www.alkawsar.com/bn/article/2513/
খাতামুন নাবিয়্যীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শ্রেষ্ঠত্ব ও কিছু বৈশিষ্ট্য
মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক
https://www.alkawsar.com/bn/article/2859/
নবী-জীবনে সত্যবাদিতা
-- মাওলানা মুহাম্মাদ যাকারিয়া আব্দুল্লাহ
https://www.alkawsar.com/bn/article/2167/
নবীজীর বিনয়
-- মুহাম্মাদ শাহাদাত সাকিব
https://www.alkawsar.com/bn/article/2331/
নবী-চরিত্রের একটুখানি পাঠ
-- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম
https://www.alkawsar.com/bn/article/2305/
নবীজীবনের একটি ঘটনা : নবীশিক্ষার একটি ঝলক
-- মুহাম্মাদ ফজলুল বারী
https://www.alkawsar.com/bn/article/552/
নবীজীর মেজবান
-- মুহাম্মদ আবদুল আলীম
https://www.alkawsar.com/bn/article/1534/
নবীজীর মহানুভবতা
-- শাহাদাত সাকিব
https://www.alkawsar.com/bn/article/2494/
বিদায় হজ্বের খুতবা : শাশ্বত মানবিক আদর্শের পয়গাম
-- মুহাম্মাদ আবরারুযযামান
https://www.alkawsar.com/bn/article/2624/
যে জীবন ও আদর্শের কোনো তুলনা নেই প্রসঙ্গ : প্রামাণিকতা - ৩
-- মাওলানা মুহাম্মাদ যাকারিয়া আব্দুল্লাহ
https://www.alkawsar.com/bn/article/690/
আলকুরআন : নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অনন্য মুজেযা
-- হযরত মাওলানা মুফতী মুহাম্মাদ শফী রাহ.
https://www.alkawsar.com/bn/article/2287/
https://www.alkawsar.com/bn/article/2323/
আবু হুরায়রার থলে
-- আবু আহমাদ
https://www.alkawsar.com/bn/article/2276/
মশকের পানি একটুও কমেনি
-- মুহাম্মাদ ফজলুল বারী
https://www.alkawsar.com/bn/article/2297/
মুষ্টি মুষ্টি দিল পাত্র ভরে নিল
-- আবু আহমাদ
https://www.alkawsar.com/bn/article/2525/
কথা বলে ভুনা গোশত
-- আবু আহমাদ
https://www.alkawsar.com/bn/article/2476/
চোখের সামনে ভেসে উঠল বাইতুল মাকদিস
-- আবু আহমাদ
https://www.alkawsar.com/bn/article/2437/
আলো দিল লাঠি!
-- আবু উবাইদুল্লাহ হাম্মাদ
https://www.alkawsar.com/bn/article/2062/
মেহরে নবুওয়ত
-- কাযী মুহাম্মাদ সুলায়মান সালমান মনসুরপুরী রাহ.
https://www.alkawsar.com/bn/article/1484/
https://www.alkawsar.com/bn/article/1460/
https://www.alkawsar.com/bn/article/1437/
https://www.alkawsar.com/bn/article/1416/
https://www.alkawsar.com/bn/article/1395/
https://www.alkawsar.com/bn/article/1368/
https://www.alkawsar.com/bn/article/704/
https://www.alkawsar.com/bn/article/678/
https://www.alkawsar.com/bn/article/659/
খতমে নবুওয়াত সম্পর্কে কয়েকটি হাদীস
-- আব্দুল্লাহ মুযাক্কির
https://www.alkawsar.com/bn/article/2598/
তাহাফফুযে খতমে নবুওত ও কাদিয়ানী সম্প্রদায়
-- হযরত মাওলানা মুফতী আবুল কাসেম নোমানী
https://www.alkawsar.com/bn/article/2397/
রবিউল আউয়াল এলে...
--মাওলানা মুহাম্মদ মনযুর নোমানী [রহ.]
https://www.alkawsar.com/bn/article/2503/
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি মুহাববত
-- খালেদ বেগ
https://www.alkawsar.com/bn/article/1500/
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম : যাঁকে ভালবাসা ছাড়া মুমিন হওয়া যায় না
https://www.alkawsar.com/bn/article/2467/
নবীজীর প্রতি ভালবাসা মুমিনের ঈমান : কিছু বর্ণনা, কিছু দৃষ্টান্ত
-- বাশীরুদ্দীন আদনান
https://www.alkawsar.com/bn/article/2471/
নবীর দরবারে উম্মতির নাযরানা
-- শায়েখ আবু মুহাম্মাদ আব্দুল্লাহ ইবনে উমার [রহ.]
https://www.alkawsar.com/bn/article/2504/
প্রাণের চেয়ে প্রিয়
-- মাহমুদাতুর রহমান
https://www.alkawsar.com/bn/article/2634/
নবীজীর প্রতি ভালবাসার দাবি
--আসলাম শেখুপুরী
https://www.alkawsar.com/bn/article/2470/
নবীজীর প্রতি কৃতজ্ঞতা
নবীজীর প্রতি ভালবাসা
মাওলানা মুহাম্মাদ তাওহীদুল ইসলাম তায়্যিব
https://www.alkawsar.com/bn/article/3062/
তাঁকে ভালবাসি প্রাণের চেয়েও বেশি
মাওলানা মাসউদুযযামান
https://www.alkawsar.com/bn/article/2860/
নবীজীর প্রতি সাহাবায়ে কেরামের আনুগত্য
মাওলানা মুহাম্মাদ আবদুর রহমান
https://www.alkawsar.com/bn/article/3112/
তাঁরা নবীজীকে ভালবাসতেন প্রাণের চেয়েও বেশি
মাওলানা মুহাম্মাদ আবদুর রহমান
https://www.alkawsar.com/bn/article/3476/
নবীপ্রেমে উদ্দীপ্ত সাহাবা জীবনের পাঠ থেকে...
মুহাম্মাদ আশিক বিল্লাহ তানভীর
https://www.alkawsar.com/bn/article/3065/
সীরাত ও সুন্নাহ : সঠিক অন্বেষণ, সঠিক অনুসরণ
https://www.alkawsar.com/bn/article/2285/
নবী-আদর্শের অনুসরণে মর্মান্তিক অবহেলা : বড় বড় সুন্নত পরিত্যক্ত, বহু সুন্নত নিষ্প্রাণ, এরপরও ঈমান ও মুহববতের দাবি!
-- মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক
https://www.alkawsar.com/bn/article/571/
https://www.alkawsar.com/bn/article/592/
https://www.alkawsar.com/bn/article/612/
https://www.alkawsar.com/bn/article/627/
মওলুদখানী
হক্ব আদায়ের না-হক পন্থা
ইতিহাস ও বর্ণনার সঠিক পর্যালোচনা
মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক
https://www.alkawsar.com/bn/article/3125/
একটি গর্হিত বিদআত ও মারাত্মক বিকৃতি : ইসলামে কি তৃতীয় কোনো ঈদ আছে
https://www.alkawsar.com/bn/article/579/
দুটি ভিত্তিহীন বর্ণনা
এক. যে ব্যক্তি মীলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষ্যে এক দিরহাম খরচ করবে সে জান্নাতে আমার (আবু বকরের) সঙ্গী হবে
দুই. যে ব্যক্তি মীলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে সম্মান করবে, সে ঈমানের সাথে মৃত্যুবরণ করবে এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে
https://www.alkawsar.com/bn/article/2862/
*****
নবী অবমাননা, নবীজীর নামে কটূক্তি
নবীর মর্যাদা, মর্যাদার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রিসালত-অবমাননার মূলে বিদ্বেষ ও প্রতিহিংসা
https://www.alkawsar.com/bn/article/353/
রাসূল-অবমাননা : সভ্যতার মুখোশধারীদের আসল চেহারা
https://www.alkawsar.com/bn/article/2716/
রাসূল-অবমাননা : হে মুসলিম! ইমানী শক্তি অর্জন কর
https://www.alkawsar.com/bn/article/732/
নবীজীর নামে কটূক্তি ও মুরতাদের শাস্তি কুরআন ও হাদীসের আলোকে একটি সরল উপস্থাপনা
-- মাওলানা মাহমুদ হাসান মাসরুর
https://www.alkawsar.com/bn/article/915/
নবী নামের প্রতি সম্মান ঈমানের অংশ
-- মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক
https://www.alkawsar.com/bn/article/846/
বে দ না : হৃদয়ে রক্ত ঝরে
-- ওয়ারিস রব্বানী
https://www.alkawsar.com/bn/article/748/
শার্লির ধৃষ্টতা ও দুঃখ : গোড়ায় হাত দিন
-- মুফতি আবুল হাসান মুহাম্মাদ আব্দুল্লাহ
https://www.alkawsar.com/bn/article/1261/
সা ম্প্র দা য়ি ক তা : ইসলাম বিরোধী সাম্প্রদায়িকতার চেনা-অচেনা মুখ
-- আবু তাশরীফ
https://www.alkawsar.com/bn/article/453/
ব্লাসফেমী কেন দরকার
-- মুফতি আবুল হাসান মুহাম্মাদ আব্দুল্লাহ
https://www.alkawsar.com/bn/article/1206/
#সীরাতুন_নাবী_মাসিক_আলকাউসার

13/09/2024

Miladunnabi Sallallahu Alaihi Wasallam

কোন একদিন আমরা একসাথে তরুণ প্রজন্মের আইডল, বহু প্রতিভার অধিকারী,বিশিষ্ট আলেমেদ্বীন,খ্যাতীমান ওয়ায়েজ বন্ধুবর মুফতী রাফী ব...
08/09/2024

কোন একদিন আমরা একসাথে
তরুণ প্রজন্মের আইডল, বহু প্রতিভার অধিকারী,বিশিষ্ট আলেমেদ্বীন,খ্যাতীমান ওয়ায়েজ বন্ধুবর মুফতী রাফী বিন মুনির
এবং আমাদের জামালপুরের স্বনামধন্য আলেমে দ্বীন, তরুণ ওয়ায়েজ মুফতী গাজী সিদ্দীকুর রহমান
আল্লাহ উভয়কে বিশ্বব্যাপী কবুল করুন আমীন

14/05/2024

হজ্ব বিষয়ক প্রবন্ধ-নিবন্ধ সমূহ
হজ্বের মাস : হজ্ব কী? হজ্ব কেন?
»» http://www.alkawsar.com/article/1663
কুরআন মজীদ ও সহীহ হাদীসের আলোকে হজ্ব ও উমরার গুরুত্ব ও ফযীলত
🖊 মাওলানা মুহাম্মদ আনসারুল্লাহ হাসান
»» http://www.alkawsar.com/article/718
হজ্ব-উমরার আমলসমূহ : মর্তবা ও ফযীলত
🖊 মুহাম্মাদ আব্দুল্লাহ ফাহাদ
»» https://www.alkawsar.com/bn/article/3605/
যিয়ারতে বাইতুল্লাহ : মুমিনের সাধ, মুমিনের স্বপ্ন
🖊 মাওলানা শাহাদাত সাকিব
https://www.alkawsar.com/bn/article/2676/
হজ্বের প্রস্ত্ততি
🖊 মাওলানা মুহাম্মদ আনসারুল্লাহ হাসান
»» http://www.alkawsar.com/article/716
হজ্জ্বঃ হাদীস ও আছারের আলোকে
🖊 ফাতাওয়া বিভাগ, মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা
»» http://www.alkawsar.com/article/1869
হজ্বের সংক্ষিপ্ত নিয়ম ও জরুরি মাসায়িল
🖊 মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া
https://www.alkawsar.com/bn/article/3359/
হজ্ব বিষয়ক ভুল-ভ্রান্তি
🖊 মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া
»» http://www.alkawsar.com/article/35
হজ্বের সফর : কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়
🖊 মহিউদ্দীন ফারুকী
»» http://www.alkawsar.com/article/1671
ঐক্য ও সংযমের ইবাদতে কেন এত অনৈক্য ও অসংযম
🖊 মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক
»» http://www.alkawsar.com/article/300
হজের বিধি বিধান সম্পর্কে চারজন বিশিষ্ট ব্যক্তিত্বের সাক্ষাৎকার
»» http://www.alkawsar.com/article/1471
সালাফের হজ্ব : কিছু ঘটনা কিছু শিক্ষা
🖊 মাওলানা মুহাম্মাদ তাহের বিন মাহমুদ
https://www.alkawsar.com/bn/article/3434/
বদলী হজ্বের মাসায়েল
🖊 মাওলানা মুহাম্মাদ ইমদাদুল্লাহ
»» http://www.alkawsar.com/article/461
নফল হজ্ব কখন করব, কীভাবে করব
🖊 হযরত মাওলানা মুফতি তকী উছমানী
»» http://www.alkawsar.com/article/460
হজ্ব : সবরের পাঠশালা
🖊 মাওলানা মুহাম্মাদ যাকারিয়া আব্দুল্লাহ
»» http://www.alkawsar.com/article/1173
হজ্ব : কথোপকথন বাইতুলস্নাহর দিকে নজর করে হেদায়েত, বরকত, আমন ও রিযকে হালাল লাভের অনুভূতি লালন করা দরকার
🖊 মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক
»» http://www.alkawsar.com/article/1179
হজ্ব : সাক্ষাৎকার : রওযার ছবি তো দিলে ধারণ করবে, ক্যামেরায় নয়
🖊 মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক
»» http://www.alkawsar.com/article/1665
যিয়ারতে বায়তুল্লাহ
আমরা ওখান থেকে কী নিয়ে ফিরব ?
🖊 মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক
»» https://www.alkawsar.com/bn/article/3408/
হজ্বে গিয়ে কেনাকাটা, একটু ভাবুন
🖊 মুফতি আবুল হাসান মুহাম্মাদ আব্দুল্লাহ
»» http://www.alkawsar.com/article/734
ইবাদতের তাৎপর্য : কিছু গুরুত্বপূর্ণ কথা
🖊 মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক
https://www.alkawsar.com/bn/article/2098/
শাআইর ও ইবাদত : কিছু প্রয়োজনীয় কথা
🖊 মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক
https://www.alkawsar.com/bn/article/65/
তাওহীদের তালবিয়া : বাক্য ও ব্যঞ্জনা
🖊 মাওলানা মুহাম্মাদ যাকারিয়া আব্দুল্লাহ
»» http://www.alkawsar.com/article/484
যমযম : চিরবহমান পবিত্র ঝর্ণাধারা
🖊 মুহাম্মাদ শাহাদাত সাকিব
https://www.alkawsar.com/bn/article/2416/
আশহুরে হজ্বের সূচনা
আমাদের প্রস্তুতির কি সূচনা হয়েছে?
https://www.alkawsar.com/bn/article/3358/
হজ্বের মওসুম : আল্লাহর হুকুমের সামনে যেন সমর্পিত হই
»» https://www.alkawsar.com/bn/article/2412/
হজ্বের মাস : হৃদয়ে স্বপ্নের প্রবাহ
🖊 মাওলানা মুহাম্মাদ তাওহীদুল ইসলাম তায়্যিব
https://www.alkawsar.com/bn/article/3014/
হজ্বের মাস : জীবনকে আলোকিত করার আলোকিত সময়
»» http://www.alkawsar.com/article/1170
হজ্ব ও কুরবানী : আলোকিত সময়ের আলোকিত শিক্ষা
»» http://www.alkawsar.com/article/983
হজ্ব ও কুরবানী : জাগুক ঈমান, জ্বলুক ঈমানের প্রদীপ
»» https://www.alkawsar.com/bn/article/2245/
হজ্বে আছে ইবরাহীমী আনুগত্যের প্রশিক্ষণ
🖊 মুহাম্মাদ আব্দুল মজিদ
»» http://www.alkawsar.com/article/756
হজ্জ্ব: যা দান করে আত্মত্যাগ ও আত্মনিবেদনের শিক্ষা
https://www.alkawsar.com/bn/article/1/
হজ্বের কার্যাদি শেষ হয়েছে, হজ্ব যেন শেষ না হয়
🖊 মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক
https://www.alkawsar.com/bn/article/3131/
হজ্ব পরবর্তী জীবন কেমন হওয়া উচিত
🖊 মুহাম্মাদ আব্দুল্লাহ ফাহাদ
»» https://www.alkawsar.com/bn/article/1411/
হজ্ব : প্রাসঙ্গিক একটি আলোচনা
🖊 এনআমুল হাসান
»» http://www.alkawsar.com/article/1201
হজ্বের পরে নতুন জীবন
»» https://www.alkawsar.com/bn/article/1695/
লিবাসুল ইহরামের শুভ্রতা সত্য হোক আমাদের জীবনে
»» http://www.alkawsar.com/article/1188
হজ্ব ও কুরবানীর পর : চেতনায় চিরন্তন হোক ‘আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা’
»» http://www.alkawsar.com/article/1878
হজ্বের পর : হজ্ব-পরবর্তী জীবনের আলোক-প্রদীপ
»» https://www.alkawsar.com/bn/article/2265/
হজ্ব যাত্রা
🖊 শামীমা বিনতে নূর
https://www.alkawsar.com/bn/article/2974/
হজ্বের সফরে হযরত হাফেজ্জী হুজুরের সঙ্গে
🖊 হযরত মাওলানা আব্দুল হাই পাহাড়পুরী
https://www.alkawsar.com/bn/article/28/
প্রফেসর হযরত মুহাম্মাদ হামীদুর রহমান সাহেব-এর হজ্বের কিছু ঘটনা
🖊 মুহাম্মাদ আদম আলী
https://www.alkawsar.com/bn/article/989/
বিদায় হজ্বের খুতবা : শাশ্বত মানবিক আদর্শের পয়গাম
🖊 মুহাম্মাদ আবরারুযযামান
https://www.alkawsar.com/bn/article/2624/
হজ্ব ব্যবস্থাপনাঃ নিজের নিচের লোকদের দায় উপরের লোকদের ওপরও পড়ে
🖊 আবু তাশরীফ
https://www.alkawsar.com/bn/article/38/
মসজিদে হারামের দুর্ঘটনা : আল্লাহ! আমাদের ক্ষমা করুন
»» http://www.alkawsar.com/article/1680
প্রসঙ্গ : হজ্ব নিয়ে স্বেচ্ছাচার এবং সৌদি সরকারের অধিকার!
🖊 মুফতি আবুল হাসান মুহাম্মাদ আব্দুল্লাহ
https://www.alkawsar.com/bn/article/2658/
যেসব আমল দ্বারা হজ্ব ও ওমরার সওয়াব লাভ হয়
🖊 মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন
https://www.alkawsar.com/bn/article/2817/

প্রচলিত ভুল »»
===========

একটি ভুল ধারণা : হজ্বে কি মহিলাদের পর্দা করতে হয় না
»» http://www.alkawsar.com/article/1445
ইহরামের চাদরকেই ইহরাম মনে করা
»» http://www.alkawsar.com/article/32
একটি ভুল মাসআলা : ইহরামের অবস্থায় কি মীকাতের সীমানা থেকে বের হওয়া ঠিক নয়
»» http://www.alkawsar.com/article/1493
একটি ভুল মাসআলা : ইহরাম অবস্থায় কি চাদর বা লেপ দ্বারা পা আবৃত করা যায় না?
»» https://www.alkawsar.com/bn/article/2581/
একটি ভুল প্রচলন : তাওয়াফের সাত চক্করের জন্য কি আলাদা আলাদা দুআ রয়েছে?
»» https://www.alkawsar.com/bn/article/2607/
একটি ভুল ধারণা: মসজিদে নববীতে চল্লিশ ওয়াক্ত নামায জরুরি মনে করা
»» http://www.alkawsar.com/article/96
একটি ভুল ধারণা : মিনার তিনটি ‘জামরা’ কি তিন শয়তান?
»» https://www.alkawsar.com/bn/article/2606/
একটি ভুল ধারণা : মিনার জামারাগুলো কি স্মারক বা ভাস্কর্য?
»» https://www.alkawsar.com/bn/article/1492/
একটি ভুল কাজ : মাঝে অনেক ফাঁকা রেখে ইকদিতা করা
»» https://www.alkawsar.com/bn/article/1446/
হরম ও মসজিদে হরম কি এক?
»» https://www.alkawsar.com/bn/article/31/
একটি ভুল ধারণা : হারাম শরীফে একটি গুনাহও কি লক্ষ গুনাহর মতো?
»» https://www.alkawsar.com/bn/article/1447/
ভুল চিন্তা : হজ্ব কি একটি বৈশ্বিক সম্মেলন মাত্র
»» https://www.alkawsar.com/bn/article/2629/
একটি ভিত্তিহীন বর্ণনা : জুমাবার হজ্ব হলে সত্তর হজ্বের সওয়াব
»» https://www.alkawsar.com/bn/article/2155/
একটি ভুল নাম
আলহাজ্জুল আকবর কি জুমার দিনের হজ্বের নাম?
https://www.alkawsar.com/bn/article/3139/
একটি অবাস্তব কথা : বিদায় হজ্বের ভাষণ শেষে সাহাবীগণের যার ঘোড়া যেদিকে মুখ করা ছিল তিনি সেদিকেই বেরিয়ে পড়েছেন...!
»» https://www.alkawsar.com/bn/article/1766/
আরেকটি ভুল ধারণা : কা‘বা শরীফ দেখলে বা উমরা করলে কি হজ্ব ফরয হয়ে যায়?
»» https://www.alkawsar.com/bn/article/2313/
একটি ভিত্তিহীন বর্ণনা : যে যতবার লাব্বাইক বলেছে ততবার হজ্বে যাবে
»» http://www.alkawsar.com/article/1937
একটি শব্দের ভুল ব্যাখ্যা
হাজ্বী ও আলহাজ্ব
https://www.alkawsar.com/bn/article/3180/
একটি বানোয়াট কিসসা : কা‘বা ঘর নির্মাণের পর বেঁচে যাওয়া বালু/পাথর যেখানে পড়েছে সেখানে মসজিদ হবে
https://www.alkawsar.com/bn/article/2011/
এটি হাদীস নয় : আল্লাহ কোনো বান্দার দিকে ১০ বার রহমতের নজরে তাকালে সে নিয়মিত জামাতে নামাজ পড়তে পারে, আর ৪০ বার তাকালে হজ্ব করতে পারে, আর ৭০ বার তাকালে আল্লাহর রাস্তায় বের হতে পারে
https://www.alkawsar.com/bn/article/800/
#হজ্ব_মাসিক_আলকাউসার

Address

Jamalpur Sadar Upazila

Telephone

+8801845424193

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mufti Zakir Hussain Ashraf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mufti Zakir Hussain Ashraf:

Videos

Share