Voice Of Enayetpur Tv

Voice Of Enayetpur Tv আল্লাহকে প্রত্যেক দমে দমে স্মরণ করো তবেই কল্যাণ ও শান্তি। বানী: খাজা পীর এনায়েতপুরী (রহঃ)।

02/02/2025

🔴LIVE/সরাসরি
সম্প্রচার হচ্ছে
পবিত্র ওরছ মুবারক
হযরত খাজা ইউনুছিয়া ছাইফিয়া পাক দরবার শরীফ, সাহেবের চর, জামালপুর।

পবিত্র ওরছ মুবারক হযরত খাজা ইউনুছিয়া ছাইফিয়া পাক দরবার শরীফ, সাহেবের চর, টেবীরচর,জামালপুর।
01/02/2025

পবিত্র ওরছ মুবারক
হযরত খাজা ইউনুছিয়া ছাইফিয়া পাক দরবার শরীফ, সাহেবের চর, টেবীরচর,জামালপুর।

31/01/2025

🔴Live/সরাসরি
সম্প্রচার হচ্ছে
হযরত খাজা শাহ্সুফি ইউনুছ আলী (রহঃ)
খানকা শরীফ জামে মসজিদ, মেলান্দহ দক্ষিণ মলিকাডাংগা, মেলান্দহ জামালপুর।
হযরত মাওলানা তাজউদ্দিন আহম্মেদ আল কাদরী।
প্রিন্সিপাল, মালঞ্চ আল আমিন জমিরিয়া কামিল মাদ্রাসা।

29/01/2025

শাহান শাহে তরিকত হযরত খাজা বাবা শাহ্ মোহাম্মদ ইউনুছ আলী এনায়েতপুরী (রহঃ) সাহেবের স্মরণে ওয়াজ মাহফিল এ ফায়েজপূর্ণ গজল ও জিকির।
মাওলানা শেখ ফরিদ আল মোজাদ্দেদী
খাদেম বিশ্ব শান্তি মঞ্জিল, এনায়েতপুর পাক দরবার শরীফ, সিরাজগঞ্জ

28/01/2025

গজলঃ শাহান শাহে এনায়েতপুরী পীরানে পীর জিন্দাবাদ।
কন্ঠেঃ মোঃ লুৎফর রহমান আল মোজাদ্দেদী।


#মহা_পবিত্র_ওরছ_শরীফ_বিশ্ব_শান্তি_মঞ্জিল_এনায়েতপুর_পাক_দরবার_শরীফ
#পরমপবিত্রওরছশরীফ
#বিশ্ব_শান্তি_মঞ্জিল

#এনায়েতপুর_টিভি
#ভয়েস_অফ_এনায়েতপুর_টিভি
#এনায়েতপুর_পাক_দরবার_শ_রী_ফ

ময়মনসিংহ নিবাসী জনৈক আয়েজ উদ্দিন (রিয়াজ) সাহেব খাজাবাবা শাহ্সূফি এনায়েতপুরী (রহঃ) সাহেবের ভক্ত মুরিদ ছিলেন। তিনি জানিয়েছ...
27/01/2025

ময়মনসিংহ নিবাসী জনৈক আয়েজ উদ্দিন (রিয়াজ) সাহেব খাজাবাবা শাহ্সূফি এনায়েতপুরী (রহঃ) সাহেবের ভক্ত মুরিদ ছিলেন।

তিনি জানিয়েছেন রাসুলুল্লাহ (সাঃ) এর মেরাজের ঘটনার উপর পুরাপুরি বিশ্বাস হতোনা যে কিভাবে তিনি মেরাজে গিয়ে বহু বছর কাটিয়েছেন যা দুনিয়ার হিসাব কয়েক মুহুর্ত মাত্র।

এই অবস্থায় একদিন দরবার শরীফে উপস্থিত ছিলাম। জাকেরানদের খানা পাক হচ্ছে এই সময় খাজা বাবা আমার কাছে এসে কিছু টাকা দিয়ে ৫/৬ মাইল দূরবর্তী স্টিমার ঘাট থেকে কিছু মালামাল ছাড়িয়ে আনার নির্দেশ দিলেন। তখন আমি ক্ষুধার্ত ছিলাম এবং সন্ধ্যা নেমে আসায় ইতস্তত করছিলাম।

আমার মনোভাব লক্ষ্য করে খাজা বাবা আমার মাথার পাগড়ি খুলে আমার কোমরে শক্ত করে বেঁধে দিয়ে ফরমালেনঃ, বাবা কোন চিন্তা নাই তীর বেগে গিয়ে আবার তীর বেগে ফিরে আসবা' সাথে সাথে আমি রওনা হলাম এবং অনেক রাতে ঘাটে পৌঁছে সে রাতে মাল ছড়াতে না পেরে পরের দিন মালপত্র ছড়িয়ে দরবার শরীফে আসতে আসতে আবার সন্ধ্যা হয়ে গেল।

এরপর লঙ্গর খানায় গিয়ে দেখলাম পূর্বের দিনের মত আজও একইভাবে ভাত পাক হয়েছে। আমি খাবারের কথা জিজ্ঞেস করলে ভাত পাকরত ব্যাক্তি বিরক্ত হয়ে আমাকে স্টিমার থেকে মাল ছাড়িয়ে আনার জন্য যেতে বললেন।
আমি তখন অবাক হয়ে বললাম স্টিমার ঘাটে তো গতকাল গিয়েছিলাম।

তখন উক্ত বাবুর্চি ভীষণ অবাক হয়ে প্রশ্ন করলেন তুমি এর মধ্যেই পাগল হয়ে গেলে? তার সাথে তর্ক হচ্ছে এই সময় খাজা বাবা মৃদু হেসে ফরমালেন, বাবা কাজ সমাধা হয়েছে তো? এরপরেই আবার বললেন, তুমি গতকাল যাও নাই বরং কয়েক সেকেন্ড আগেই গিয়েছ। তখন ভালভাবে লক্ষ্য করে দেখলাম আমার কোমরে ঠিকই বাধা আছে এবং দরবার শরীফের অবস্থা একটুও পরিবর্তন হয় নাই।

তখন ভাবলাম এই ঘটনা কি স্বপ্ন নাকি অন্য কিছু। আবার পকেটে হাত দিয়ে স্টিমার ঘাটের রশিদও পেলাম। তখন আমার মেরাজ শরীফের ঘটনার উপর পূর্ণ আস্থা জন্মাল।

তথ্যসূত্রঃ-"স্মরণিকা শতবর্ষ।"

24/01/2025

শাহান শাহে তরিকত হযরত খাজা বাবা শাহ্ এনায়েতপুরী (রহঃ) ছাহেবের স্মরণে ওয়াজ মাহফিল
মাগরিবের নামাজের পর জিকির।
স্থানঃ শ্যামপুর আলীবহর হাইস্কুল রোড, কদমতলী, ঢাকা-১২০৪।
মাওলানা মোশারফ হোসেন আল মোজাদ্দেদী।

23/01/2025

🔴LIVE/সরাসরি
সম্প্রচার হচ্ছে
ওয়াজ মাহফিল
স্থানঃ শ্যামপুর আলীবহর হাইস্কুল রোড, কদমতলী, ঢাকা-১২০৪
আলোচকঃ ক্বারী মোঃ আমিনুল ইসলাম শেরপুরী আল মোজাদ্দেদী
ইমাম, এনায়েতপুর পাক দরবার শরীফ

23/01/2025

🔴LIVE/সরাসরি
সম্প্রচার হচ্ছে
ওয়াজ মাহফিল
স্থানঃ শ্যামপুর আলীবহর হাইস্কুল রোড, কদমতলী, ঢাকা-১২০৪
আলোচকঃ মাওলানা শেখ ফরিদ আল মোজাদ্দেদী
খাদেম, এনায়েতপুর পাক দরবার শরীফ

23/01/2025

🔴LIVE/সরাসরি
সম্প্রচার হচ্ছে
গায়রতের ফায়েজ ও জিকির
স্থানঃ শ্যামপুর আলীবহর হাইস্কুল রোড, কদমতলী, ঢাকা-1204।

23/01/2025

🔴LIVE/সরাসরি
সম্প্রচার হচ্ছে
ওয়াজ মাহফিল
স্থানঃ শ্যামপুর আলীবহর হাইস্কুল রোড, কদমতলী, ঢাকা-১২০৪।
আলোচকঃ মাওলানা মোশারফ হোসেন আল মোজাদ্দেদী।
খাদেম, মুর্শিদপুর পাক দরবার শরীফ।

23/01/2025

🔴LIVE/সরাসরি
সম্প্রচার হচ্ছে
মাগরিবের ফাতেহা শরীফ পাঠ ও জিকির
স্থানঃ শ্যামপুর আলীবহর হাইস্কুল রোড, কদমতলী, ঢাকা-1204।
মাওলানা মোশারফ হোসেন আল মোজাদ্দেদী
খাদেম, মুর্শিদপুর পাক দরবার শরীফ

হযরত খাজা বাবা শাহ্ এনায়েতপুরী (রহঃ) ছাহেবের স্মরণে শ্যামপুর ঢাকা'য় পবিত্র ওয়াজ মাহফিল।উক্ত মাহফিলে জাকের ভাইয়েরা পাকশাল...
23/01/2025

হযরত খাজা বাবা শাহ্ এনায়েতপুরী (রহঃ) ছাহেবের স্মরণে শ্যামপুর ঢাকা'য় পবিত্র ওয়াজ মাহফিল।
উক্ত মাহফিলে জাকের ভাইয়েরা পাকশালা'র খেদমত করতেছে।

বিসমিল্লাহর রাহমানির রাহিম। ইয়া আল্লাহু!    ইয়া রাহমানু!!    ইয়া রাহীম!!! ইয়া রাহমাতাল্লিল আলামিন।একটি শোক সংবাদ। বগাবাঈ...
23/01/2025

বিসমিল্লাহর রাহমানির রাহিম।
ইয়া আল্লাহু! ইয়া রাহমানু!! ইয়া রাহীম!!!
ইয়া রাহমাতাল্লিল আলামিন।
একটি শোক সংবাদ। বগাবাঈদ বোর্ডঘর,জামালপুর নিবাসী, খাজাবাবা এনায়েতপুরী রহঃ এঁর একনিষ্ঠ আশেক,প্রবীণ জাকের জনাব মীর খসরু আল মোজাদ্দেদী আজ দুপুর ১২ঃ১৫ মিনিটের সময় তাহার নিজ বাড়িতে ইন্তেকাল ফরমাইয়াছেন। মরহুমের জানাজা নামাজ আজ রাত ৮ঃ৩০ মিনিটের সময় তাহার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। উক্ত জানাজা নামাজে সকল আশেকান-জাকেরান,ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইদেরকে শরীক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

🔴LIVE/সরাসরি সম্প্রচার করা হবে শাহান শাহে তরিকত হযরত খাজা বাবা শাহ্ এনায়েতপুরী (রহঃ) ছাহেবের স্মরণে পবিত্র ওয়াজ মাহফিল। ...
23/01/2025

🔴LIVE/সরাসরি
সম্প্রচার করা হবে
শাহান শাহে তরিকত হযরত খাজা বাবা শাহ্ এনায়েতপুরী (রহঃ) ছাহেবের স্মরণে পবিত্র ওয়াজ মাহফিল।
আলোচকঃ ক্বারী মুফতি মোঃ আমিনুল ইসলাম শেরপুরী।
ইমাম, বিশ্ব শান্তি মঞ্জিল, এনায়েতপুর পাক দরবার শরীফ, সিরাজগঞ্জ

Address

Jamalpur Sadar Upazila

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of Enayetpur Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice Of Enayetpur Tv:

Videos

Share