09/04/2023
★ফ্রিল্যান্সিং শিখুন বেকারত্ব দূর করুন
★ফ্রিল্যান্সিং কী??
'''মুক্তপেশা''' (Freelancing), কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকেমু্ক্তভাবে কাজ করাকে বোঝায়। যারা এধরণের কাজ করেন তাদের বলা হয় "মুক্তপেশাজীবী" (Freelancer)। এধরণের কাজে কোনো নির্দিষ্ট মাসিক বেতনভাতানেই তবে স্বাধীনতা আছে, ইচ্ছা মতো ইনকামের সুযোগ ও আছে, । এজন্য স্বাধীনমনা লোকদের আয়ের জন্য এটা একটা সুবিধাজনক পন্থা। আধুনিক যুগেবেশিরভাগ মুক্তপেশার কাজগুলো [ইন্টারনেট|ইন্টারনেটের] মাধ্যমে সম্পন্ন হয়েথাকে। ফলে মুক্ত পেশাজীবীরা ঘরে বসেই তাদের কাজ করে উপার্জন করতে পারেন। এপেশার মাধ্যমে অনেকে প্রচলিত চাকরি থেকে বেশি আয় করে থাকেন, তবে তাআপেক্ষিক। ইন্টারনেটভিত্তিক কাজ হওয়াতে এ পেশার মাধ্যমে দেশি-বিদেশিহাজারো ক্লায়েন্টের সাথে পরিচিত হওয়ার সুযোগ ঘটে।
★বেকারত্ব দূরীকরণে :
দেশের প্রেক্ষাপটে আউটসোর্সিং এখনো শিল্পের পর্যায়ে পৌঁছায়নি। তবে ফ্রিল্যান্স ওয়ার্কারের সংখ্যা যেভাবে প্রতিনিয়ত বাড়ছে তাতে আউটসোর্সিং অচিরেই হয়তো শিল্পের পর্যায়ে যাবে এমনটাই মনে করছেন দেশের প্রযুক্তিবিদেরা। এতে করে দেশের তরুণেরা অর্থনৈতিকভাবে উপকৃত হচ্ছে এবং যে বিষয়ে কাজ করছে সে বিষয়ে তার দক্ষতাও বাড়ছে প্রতিনিয়ত। যদিও এ সেক্টরটি এখনো যথাযথভাবে সরকারের সুদৃষ্টি পায়নি। বর্তমানে প্রযুক্তি খাতে যেসব সীমাবদ্ধতা রয়েছে সেগুলো সরকারের অজানা কিছু নয়। এই সেক্টরে খুব কম পুঁজি বিনিয়োগ করে অনেক বেশি লাভবান হওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে। তাই দেশের বিপুল জনগোষ্ঠীর কর্মসংস'ানের সহায়ক হতে পারে আউটসোর্সিং।
তাই বসে না নিজের skill develop করুন ও দক্ষতা অর্জন করুন। নিজের যোগ্যতাকে কাজে লাগান।