Ekhon Jamalpur 24

Ekhon Jamalpur 24 Thanks for visiting this page. It is an online news broadcasting channel. We always believe in truth.

03/01/2024

জামালপুরে সদরে স্বতন্ত্র প্রার্থীর ক্যাম্পে হামলা-ভাংচুর ও ৩ টি বাইকে আগুন।

জামালপুর-৫ সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর তিনটি নির্বাচনি প্রচার কেন্দ্রে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। এ সময় তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
(জানুয়ারী ৩ তারিখ) বুধবার রাত ৮টার দিকে সদর উপজেলার মহেশপুর কালীবাড়িতে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর ঈগল প্রতীকের প্রচার কেন্দ্রে এই হামলার ঘটনা ঘটে।একই সময় গোলাপ আলী ও খড়খড়িয়ায় প্রচার কেন্দ্রেও হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে এবং বিচার দাবিতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা জামালপুর-ময়মনসিংহ সড়কের মহেশপুর কালীবাড়িতে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন।

স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনু অভিযোগ করেন, নৌকার সমর্থকরা ঈগলের প্রচার কেন্দ্রে সশস্ত্র হামলা চালায়। হামলায় তার ১০-১২ কর্মী আহত হয়েছেন।গুরুতর আহত হয় ইয়ারআলী (৫০), পিতা মৃত আক্কেল আলী, সাং মহেশপুর কালীবাড়ি, খোকা (৬৫) পিতা মৃত কালু শেখ, সাং চরগোবিন্দপুর, মো. দুদু মিয়া (৫৫) আলগীরচর, দিলবাহার ( ৫০) কানিল ও শফিক (৩৫)।তিনি আরো বলেন আমি পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আসার পরে পুলিশ ও র‍্যাব পরিকল্পিত ভাবে লাঠিচার্জ করে।এতে সাংবাদিকসহ ঈগল প্রতিকের সমর্থকরা গুরুতর আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি আশিক মাহমুদ দৈনিক শ্রমিক বার্তার সম্পাদক ঢাকা থেকে প্রকাশিত, চ্যানেল আই'র ক্যামেরাম্যান বেলায়েত হোসেন শান্ত। আরো ৫-৭ জন সাংবাদিক আহত হয়েছে।

নৌকার নিশ্চিত পরাজয় জেনে তারা হামলা করেছে- এমন মন্তব্য করে রেজনু বলেন, “ভোটারের উপস্থিতি কমানোর জন্য এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পার্টির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচনকে উৎসবমুখর করতে এবং ভোটারের উপস্থিতি বৃদ্ধি করতে বলছেন, সেখানে জামালপুরে তার উল্টোটা করছেন নৌকার প্রার্থী। নৌকার প্রার্থী কালো টাকা ছড়িয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করছেন।

Address

Jamalpur
Jamalpur Sadar Upazila
2000

Alerts

Be the first to know and let us send you an email when Ekhon Jamalpur 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share