Zibon Akanda

Zibon Akanda দুনিয়া কখনোই থাকার জায়গা ছিল না

20/01/2025

Cricket 🏏 Cricket's fan Shajibazar tournament

15/06/2023

মামণি ♥️♥️

ICC T20 CRICKET WORLDCUP 2022
22/10/2022

ICC T20 CRICKET WORLDCUP 2022

Missing my daughter..
02/10/2022

Missing my daughter..

29/06/2022

আযান এর জবাব...

ময়মনসিংহের বাইপাস সড়ক! রাজিব বাস, আজ পর্যন্ত যতবার যাতায়াত করেছি , ভাইয়া ১০ টাকা দাও এই কথা শুনতে হয়েছে এবং নিয়ে ই ছ...
19/06/2022

ময়মনসিংহের বাইপাস সড়ক! রাজিব বাস, আজ পর্যন্ত যতবার যাতায়াত করেছি , ভাইয়া ১০ টাকা দাও এই কথা শুনতে হয়েছে এবং নিয়ে ই ছেড়েছে, চাকুরির জন্য সিলেট এ থাকা, ময়মনসিংহ ব্রীজ বাস থেকে নামাতেই ,ভাইয়া ১০ টাকা দাও। ২০ টাকা নাই... কথা হলো এদের কর্ম নাই, নাকি কর্মসংস্থান নাই?

09/06/2022

***গীবত***
'গীবত’ অর্থ বিনা প্রয়োজনে কোন ব্যক্তির দোষ অপরের নিকটে উল্লেখ করা। ইবনুল আছীর বলেনঃ ‘গীবত হলো কোনো মানুষের এমন কিছু বিষয় যা তার অনুপস্থিতিতে উল্লেখ করা, যা সে অপছন্দ করে, যদিও তা তার মধ্যে বিদ্যমান থাকে। ’ এসব সংজ্ঞা মূলত হাদিস হতে নেওয়া হয়েছে।

রাসূলুল্লাহ্‌ (সা) গীবতের পরিচয় দিয়ে বলেন- ‘গীবত হলো তোমার ভাইয়ের এমন আচরণ বর্ণনা করা, যা সে খারাপ জানে। ’

গীবত করার পরিণাম- আল্লাহ্‌ তা’আলা বলেন- ‘তোমাদের কেউ যেন কারো গীবত না করে, তোমাদের কেউ কি চায় যে, সে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে? তোমরা তো এটাকে ঘৃণাই করে থাকো’। [সূরা হুজুরাত – ১২] অত্র আয়াত প্রমাণ করে যে, গীবত করা মৃত ব্যক্তির গোশত ভক্ষণ করার শামিল।

গীবত জাহান্নামে শাস্তি ভোগের কারণ- রাসূলুল্লাহ্‌ (সা) বলেন- ‘মিরাজ কালে আমি এমন কিছু লোকের নিকট দিয়ে অতিক্রম করলাম, যাদের নখগুলি পিতলের তৈরি, তারা তা দিয়ে তাদের মুখমণ্ডল ও বক্ষগুলিকে ছিঁড়ছিল। আমি জিজ্ঞাস করলাম, এরা কারা হে জিবরীল? তিনি বললেন এরা তারাই যারা মানুষের গোশত খেত এবং তাদের ইজ্জত-আবরু বিনষ্ট করত। ’

আব্দুল্লাহ্‌ ইবন মাসউদ (রা) বলেন- (একদা) আমরা নাবী কারীম (ﷺ)-এর নিকটে ছিলাম। এমতাবস্থায় একজন ব্যক্তি উঠে চলে গেল। তার প্রস্থানের পর একজন তার সমালোচনা করল। তখন রাসূলুল্লাহ্‌ (ﷺ) তাকে বললেন,তোমার দাঁত খিলাল কর। লোকটি বলল, কি কারণে দাঁত খিলাল করব? আমিতো কোন গোশত ভক্ষণ করিনি। তখন তিনি বললেনঃ নিশ্চয়ই তুমি তোমার ভাইয়ের গোশত ভক্ষণ করেছ অর্থাৎ ‘গীবত’ করেছ।

গীবত করলে কবরে শাস্তি হয় :- একদা রাসূলুল্লাহ্‌ (ﷺ) দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ তিনি থমকে দাঁড়ালেন এবং বললেন, ‘এই দুই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে। তবে তাদেরকে তেমন বড় কোনো অপরাধে শাস্তি দেওয়া হচ্ছে না (যা থেকে বেঁচে থাকা তাদের জন্য সহজ ছিল)। এদের একজনকে শাস্তি দেওয়া হচ্ছে, চোগলখোরী করার কারণে এবং অন্যজনকে শাস্তি দেওয়া হচ্ছে পেশাবের ব্যাপারে অসতর্কতার কারণে। (পেশাবের ছিটা থেকে বাচত না ) অপর হাদিসে চোগলখোরীর পরিবর্তে গীবত করার কথা উল্লেখ রয়েছে।

(মুসলিম ,আবূ দাউদ, তিরমিযী)

04/06/2022

Jamalpur Express Train. 🚃🚃 🚃🚃 🚂

02/06/2022

Baba mayer kisu somoy guraguri...

মা- মনিটা বড় হয়ে  যাচ্ছে..
31/05/2022

মা- মনিটা বড় হয়ে যাচ্ছে..

Address

Kendua Dawyanipara, Kalibari, Jamalpur Sadar
Jamalpur Sadar Upazila

Telephone

+8801740335171

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zibon Akanda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zibon Akanda:

Videos

Share