FIROZ TV Firoz Mahmud

30/01/2024

পৌষ মাঘ কাটেনা বুঝি এই শীতে।

26/01/2024

■■ যিনা কাকে বলে?
কোন কাজগুলো যিনা?

যিনা সম্পর্কে বিস্তারিত জেনে নিন এবং যিনা করার পূর্বে এই হাদীসটি একবার পড়ে নিন!!

■▪যিনা কী?
■▪শুধুই অবৈধভাবে মেলামেশা করাকেই কি যিনা বলা হয়?
■▪না!!

●● হাদীসের ভাষায় যিনা বহু প্রকারে বিভক্ত। যেমনঃ
●▪০১। কোন বেগানা নারী অথবা পুরুষের প্রতি দৃষ্টি দেওয়া চোখের যিনা!
●▪০২। যৌনতা সম্পর্কিত অশ্লীল কথাবার্তা বলা জিহ্বার যিনা!
●▪০৩। বিবাহ সম্পর্ক ছাড়া অবৈধ ভাবে কাউকে স্পর্শ করা হাতের যিনা!
●▪০৪। ব্যাভিচারের উদ্দেশ্যে হেঁটে যাওয়া পায়ের যিনা!
●▪০৫। সে সম্পর্কিত খারাপ কথা শোনা কানের যিনা।
●▪০৬। যিনার কল্পনা করা ও আকাংখা করা মনের যিনা!
●▪০৭। অতঃপর লজ্জাস্থান একে পূর্ণতা দেয় অথবা অসম্পূর্ণ রেখে দেয়!
-----(বুখারী, মুসলিম, সুনানে আবু দাউদ, সুনানে আন-নাসাঈ)!

●● অথচঃ আমরা কেবলমাত্র সর্বশেষ ধাপ টিকেই যিনা মনে করে থাকি!
এবার ভেবে দেখুন আপনি এসব কাজের কোনো একটির সাথে জড়িত নন তো?

■■ যিনা স্পষ্ট হারামঃ
আল্লাহ তা'আলা যিনাকে হারাম ঘোষণা করে বলেনঃ -------"তোমরা যিনার ধারের কাছেও যাবে না। কেননা তা অত্যন্ত নির্লজ্জ এবং খারাপ কাজ।"
-----(সুরা বনী-ইসরাঈল আয়াতঃ ৩২)

■■ যিনার শাস্তিঃ
যিনার শাস্তি অত্যন্ত ভয়াবহ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
---------"আমি স্বপ্নে একটি চুলা দেখতে পেলাম। যার উপরের অংশ ছিল চাপা আর নিচের অংশ ছিল প্রশস্ত। আর সেখানে আগুন উত্তপ্ত হচ্ছিল এবং ভিতরে নারী পুরুষরা চিল্লাচিল্লি করছিলো! আগুনের শিখা উপরে আসলে তারাও উপরে উঠছে, আবার আগুন স্তিমিত হলে তারা নিচে যাচ্ছিলো! সর্বদা তাদের এঅবস্থা (এমন) চলছিলো! আমি জিবরাঈল(আঃ )কে জিজ্ঞেস করলামঃ এরা কারা???"

●▪জিবরাঈল(আঃ) বললেনঃ
-------"তারা হলো অবৈধ যৌনচারকারী নারী ও পুরুষ!"
-----(বুখারী)

■■ যিনা কারীর লজ্জা স্থানের দূর্গন্ধে জাহান্নাম বাসী অস্থির হয়ে উঠবে!
■▪সেদিন যিনা কারীকে পিপাসা মেটানোর জন্য এই পঁচা পানিই পান করতে দেওয়া হবে!

●● তাই সবারই উচিত প্রেমিক-প্রেমিকা বা ছেলে বন্ধু মেয়ে বন্ধু নামের বিবাহ বহির্ভূত এই সব শয়তানি সম্পর্ক বাদ দেওয়া।

আল্লাহ আমাদের সবাইকে সকল ধরনের গুণাহ থেকে দুরে থাকার তৌফিক দান করুন।
আমিন ইয়া রব।.......

26/01/2024

🟩 ইন্ট্রোভার্ট মেয়ে গুলো, ভালো মেয়ে গুলোঃ

কিছু কিছু মেয়ে আছে, দেখবেন লজ্জায় কারো সাথে কথা বলেনা। এরা রাস্তা-ঘাটে মাথা নিচু করে হাটে। ছেলেদের দেখলে পাশ কেটে হেঁটে চলে যায়।
এরা কিন্তু অহংকারী নয়। এরা ভাবিস্টও না।
এরা আসলে ইন্ট্রোভার্ট, ইনোসেন্ট ও শালীনতা সম্পন্ন নম্র-ভদ্র মানুষ।

এরা ছেলেদের পিছনে ঘুরে না।
কোন ছেলেকে পেইন দেয় না।
কোন ছেলেকে পটানোর জন্য সারাদিন তার পিছনে ঘ্যানোর ঘ্যানোর করে না।

এই মেয়েগুলো কোনো রকম বাজে আড্ডায় যায় না, পয়সাওয়ালা বড়লোক ছেলে দেখলে প্রেমের জালে ফেলার চেষ্টায়ও মেতে উঠে না।
ফ্রেন্ড লিস্টে হাজার হাজার হ্যান্ডসাম ছেলে থাকলেও কাউকে গিয়ে নক দেয়না।
কোন ছেলের এ্যাটেনশন পাওয়ার জন্য তার প্রোফাইলে ঢুকে সব ছবিতে লাভ রিয়েক্ট দেয় না এবং
কোন ছেলের ছবির নিচে 'পাম দেয়া' কমেন্টও করে না৷
এবং লুতুপুতু টাইপের আলাপও করতে যায় না!

এরকম মেয়েগুলো শুধু মেয়ে নয় এরা যেন একেকটা স্নিগ্ধ ফুল। এরা সৃষ্টিকর্তার কুদরতি নেয়ামত৷

কিন্তু , দুঃখজনক হলেও সত্যি , এতো ভালো মেয়ে হওয়ার স্বর্থেও , এই ধরনের মেয়ে গুলো জীবনে সুখী হতে পারে না, কারণ তাঁরা নিজেদের প্রকাশ করতে পারেনা, নিজেদের পছন্দ অপছন্দের কথা কাউকে বলতে পারে না , তাদের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে পারে না।
তারপরেও, আমি এই ধরনের মেয়ে গুলোকে শ্রদ্ধা করি, ভীষণ ভাবে পছন্দ করি। 😊💚

26/01/2024
29/11/2023

তোমার ভাব দেখার টাইম আছে।

28/09/2023

ভোলাগঞ্জ সাদা পাথর সিলেট।

Send a message to learn more

15/09/2023

সেন্টমার্টিন যাওয়ার সময় জাহাজের মধ্যে একটি ভিডিও। অনেক ভালো লাগে ভ্রমন করতে বিশেষ করে সেন্টমার্টিন ভ্রমণ করে আরো বেশি ভালো লাগছে।

সাধারন জ্ঞান বাংলাদেশ
Channel Viral

25/02/2023

সেন্টমার্টিন পর্যটন কেন্দ্র।

Address

Sanandabari
Jamalpur Sadar Upazila
2030

Alerts

Be the first to know and let us send you an email when FIROZ TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FIROZ TV:

Videos

Share

Category