It Computer

It Computer সম সাময়ীক দরবেশ ও দশক

28/08/2024

কারিগরি ত্রুটি সারিয়ে দুই ইউনিটের মাধ্যমেই উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ শুরু করেছে ভারতের আদানি পাওয়ার...

17/07/2024
12/07/2024

নবীনগরে সন্তানকে খুঁজতে গিয়ে মা-ও নিখোঁজ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ দুপুরে মায়ের সাথে সিয়াম (৬) নামের এক শিশু সন্তান চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ হয়। পরে সন্তানকে খুঁজতে গিয়ে দিনভর নিখোঁজ রয়েছেন ওই সন্তানের মা রিনা বেগম।

নিখোঁজ রিনা বেগম নবীনগর পৌর এলাকার আলিয়াবাদ গ্রামের মালদ্বীপ প্রবাসী রায়হান মিয়ার স্ত্রী এবং সিয়াম তাদের ছেলে।

এ বিষয়ে নিখোঁজ সিয়ামের বাড়িতে জানতে গেলে তার চাচা ওবায়দুল হক বলেন, বৃহস্পতিবার সকাল ১০টায় রিনা তার ছেলে সিয়ামকে ডাক্তার দেখাতে নিয়ে যান, চিকিৎসা শেষে ডাক্তারের পরামর্শ ও ওষুধ আনতে গেলে ওই সময় সিয়াম হারিয়ে যায়। হাসপাতালে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি, ওই সময় হাসপাতালের সামনে থাকা এক পথচারী রিনাকে বলেন, একটি ছেলে রসুল্লাবাদ গ্রামের অটোরিকশায় উঠতে দেখছি। এই কথা শুনে রিনা ছেলের খোঁজে বেড়িয়ে যান। আমাকে দুপুর ১টার দিকে রিনা কল করে সিয়াম নিখোঁজ হওয়াসহ এসব কথা জানান। তখন রিনা আমাকে নবীনগর ফল বাজারে আছে এবং তার মোবাইলে চার্জ নেই এ কথাও বলেছে। এটাই ছিল তার সাথে শেষ কথা। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

তিনি আরো বলেন, নিখোঁজের খবর পেয়ে আমরাও সিয়ামকে খোঁজতে বেড়িয়ে যায়। এলাকায় মাইকিং করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের ছবি দিয়ে নিখোঁজ হবার সংবাদ প্রচার করা হচ্ছে। দিন শেষে রাত হয়ে গেলো এখনো তাদের কোনো খোঁজখবর পাইনি।

এ দিকে, একদিকে ছেলে নিখোঁজ, অন্যদিকে ছেলেকে খোঁজতে গিয়ে মা-ও নিখোঁজ। এই ঘটনার পর থেকে গোটা নবীনগরে চাঞ্চল্য তৈরি হয়েছে। এলাকাবাসী সিয়ামদের বাড়িতে ভীড় করছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মা ও ছেলের কোনো খবর পাওয়া যায়নি। বাজারের সিসি ক্যামেরা ফুটেজেও তাদেরকে দেখা যাচ্ছে না।

এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, এ বিষয়টি নিয়ে পুলিশ কাজ শুরু করেছে বলেও জানান তিনি।

সংগৃহীত

07/07/2024

প্রকাশ্যে নিলাম বিজ্ঞপ্তি

03/07/2024

নাম : ইমন
বসয় :১০
পিতা : সুজন
গ্রাম : কসবা
আজকে নিয়ে চার দিন হল ছেলেটা কে পাওয়া যাচ্ছে না যদি রিদয়বান ব্যক্তি দেখে থাকেন বা পেয়ে থাকেন এই নাম্বারে যোগাযোগ করবেন দয়া করে..!!

01897742622

27/06/2024

২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী ছাত্রী ও অভিভাবকদের জানানো যাচ্ছে যে, একাডেমিক ট্রান্সক্রিপ্ট ০৭/০৭/২০২৪ খ্রি. তারিখ বোর্ড থেকে প্রদান করা হবে। ০৮/০৭/২০২৪ তারিখ হিজরি নববর্ষ উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকবে। ০৯/০৭/২০২৪ তারিখ থেকে বিদ্যালয়ে ছাত্রীরা নিজে উপস্থিত হয়ে একাডেমিক ট্রান্সক্রিপ্ট সংগ্রহ করতে পারবে।

04/06/2024
25/05/2024
আর কতভাবে ভোক্তাদের পকেট কাটা হবে?১. বোতল তৈরিতে খরচ ৩.৬৭ টাকা।২. ১ লিটার পানি পরিশোধন খরচ ১ টাকা।৩. লেভেলিং খরচ ১ টাকা।...
25/05/2024

আর কতভাবে ভোক্তাদের পকেট কাটা হবে?

১. বোতল তৈরিতে খরচ ৩.৬৭ টাকা।
২. ১ লিটার পানি পরিশোধন খরচ ১ টাকা।
৩. লেভেলিং খরচ ১ টাকা।
৪. অন্যান্য ব্যয় ভ্যাটসহ ১.২৮ টাকা।
মোট খরচ খরচ ৬.৯৫ টাকা।

৬.৯৫ টাকার ১ লিটার পানি বিক্রি হচ্ছে ২৫ টাকায়। অর্থাৎ খরচের ৪ গুণ দামে বিক্রি হয়।এভাবেই আমাদের পকেট কাটা হচ্ছে।

Address

Jajiara
কুটি৩৪৬১

Alerts

Be the first to know and let us send you an email when It Computer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to It Computer:

Videos

Share


Other Digital creator in Jajiara

Show All