MD.Amirul Islam Ruhani

MD.Amirul Islam Ruhani নতুন কিছু করার চেষ্টা সকলের কাছে দোয়া প্রার্থী🥰

- 🐟মাছ ডিম পারে ..🙂-এটা সম্পূর্ণ ভু*ল তথ্য....😐-কারণ আমেরিকার বিজ্ঞানি:জিগম্বান্ক ডল্সক্সরত উইজ্রস্বাজ ইম্ক্রল্গাইধ্র🗣বল...
28/11/2022

- 🐟মাছ ডিম পারে ..🙂
-এটা সম্পূর্ণ ভু*ল তথ্য....😐
-কারণ আমেরিকার বিজ্ঞানি:
জিগম্বান্ক ডল্সক্সরত উইজ্রস্বাজ ইম্ক্রল্গাইধ্র
🗣বলেছেন:
-আপনি পুরো নাম টা পড়লেন না কেন??🙁
-যান আমি আর কোনো তথ্যই বলবো না😡😏

21/11/2022

🇦🇷🇦🇷⛔

নামাজে যা পড়ি তার বাংলা অর্থ......!!১ ) নামাজে দাড়িয়েই প্রথমে আমরা বলি,"আল্লাহু আকবার"অর্থ – আল্লাহ্ মহান!২ ) তারপর পড়ি ...
13/10/2022

নামাজে যা পড়ি তার বাংলা অর্থ......!!

১ ) নামাজে দাড়িয়েই প্রথমে আমরা বলি,"আল্লাহু আকবার"
অর্থ – আল্লাহ্ মহান!
২ ) তারপর পড়ি সানা । সানায় আমরা আল্লাহর প্রশংসা করি নিজের জন্য দোয়া করি।
"সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা
ওয়াতাবারাকাস্মুকা ওয়া তা’আলা যাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা”
অর্থঃ হে আল্লাহ ! তুমি পাক-পবিত্র , তোমারই জন্য সমস্ত প্রশংসা, তোমার নাম বরকতময়, তোমার গৌরব অতি উচ্চ , তুমি ছাড়া অন্য কেহ উপাস্য নাই।
৩ ) তারপর আমরা শয়তানের প্রতারনা থেকে আশ্রয় চাই এবং বলি, "আ‘ঊযু বিল্লা-হি মিনাশ শায়ত্বা-নির রাজিম"
অর্থ: বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি।
৪ ) আল্লাহর পবিত্র নাম দিয়ে আল্লাহর দয়া করুণার গুন দিয়ে নামাজ এগিয়ে নিয়ে যাই। এবং বলি, "বিসমিল্লাহির রাহমানির রাহিম"
অর্থঃ পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি।
৫ ) এরপর আমরা সূরা ফাতেহা দিয়ে নামাজ শুরু করি (২ রাকাত/৩ রাকাত/৪ রাকাত , ফরয/সুন্নতের নিয়ম অনুযায়ী নামাজ পড়ি )
৬ ) আমরা রুকুতে আল্লাহ্ -র উদ্দেশ্যে শরীর অর্ধেক ঝুঁকিয়ে দিয়ে মাথা নুয়িয়ে দিয়ে আল্লাহর প্রশংসা করি এবং ক্ষমা চাই, ৩/৫/৭ বার বলি, "সুবাহানা রাব্বি-আল আজিম"/ সুবহানা রাব্বিয়াল আজিম ওয়া বিহামদিহি
অর্থ: আমার মহান রবের পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি ।
৭ ) তারপর রুকু থেকে উঠে আমরা বলি,
"সামি আল্লাহু লিমান হামিদা"
অর্থ : আল্লাহ সেই ব্যক্তির কথা শোনেন, যে তার প্রশংসা করে ।
তারপর পরই আমরা আবার আল্লাহর প্রশংসা করে বলি, "আল্লাহুম্মা "রাব্বানা ওয়া লাকাল হামদ"
অর্থ : হে আল্লাহ! যাবতীয় প্রশংসা কেবল তোমারই।
৮ ) তারপর আমরা সমস্ত শরীর নুয়িয়ে দিয়ে মাথাকে মাটিতে লুটিয়ে দিয়ে আল্লাহর নিকট সিজদা দেই।
বি: দ্র: ‘যে ব্যক্তি আল্লাহর জন্য একটি সিজদা করে, আল্লাহ তার জন্য একটি নেকী লেখেন ও তার একটি পাপ দূর করে দেন এবং তার মর্যাদার স্তর একটি বৃদ্ধি করে দেন।
"৩/৫/৭ বার "সুবহানা রাব্বিয়াল আ’লা"
অর্থ: আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি
৯ ) দুই সিজদার মাঝখানে আমরা বলি, "আল্লাহুম্মাগফিরলি, ওয়ার হামনী, ওয়াহদীনি, ওয়াজবুরনি, ওয়াআ'ফিনী, ওয়ার-ঝুকনী, ওয়ারফা'নী”
অর্থ: হে আল্লাহ! তুমি আমায় মাফ কর, আমাকে রহম কর, আমাকে হেদায়েত দান কর, আমাকে শান্তি দান কর এবং আমাকে রিজিক দাও ।
১০ ) এভাবে নামাজ শেষে , মধ্য (২ রাকাত , ৪ রাকাত ভিত্তিতে ) বৈঠক আর শেষ বৈঠকে তাশাহুদে, আল্লাহর প্রশংসা করি । রাসুল (সাঃ) এর প্রতি দুরুদ পেশ করে নিজেদের জন্য দুয়া করি । দুআ মাসুরা পড়ি ।
তাশাহুদ :
"আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস্ সালাওয়াতু, ওয়াত্ তাইয়িবাতু। আস্সালামু ‘আলাইকা আইয়্যুহান নাবীয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস্ সালিহীন। আশহাদু আল-লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আননা মুহাম্মাদান আদুহু ওয়া রাসুলুহু"
অর্থঃ “সকল তাযীম ও সম্মান আল্লাহর জন্য,সকল সালাত আল্লাহর জন্য এবং সকল ভাল কথা ও কর্মও আল্লাহর জন্য। হে নবী! আপানার প্রতি শান্তি,আল্লাহর রহমত ও তাঁর বরকত বর্ষিত হোক। আমাদের উপরে এবং আল্লাহর নেক বান্দাদের উপরে শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই এবং আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ আল্লাহর বান্দা এবং তাঁর রাসূল"
দুরুদ :
"আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও
ওয়ালা আলি মুহাম্মাদিন
কামা সাল্লাইতা আলা ইব্রাহীমা ওয়ালা আলি
ইব্রাহীমা ইন্নাকা হামীদুম মাজীদ,
অাল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিওঁ ওয়ালা আলি মুহাম্মাদিন
কামা বারাক্তা আলা ইব্রাহীমা ওয়ালা আলি ইব্রাহীমা
ইন্নাকা হামীদুম মাজীদ”
অর্থ:-হে আল্লাহ! আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ও উনার বংশধরদের উপর রহমত বর্ষণ করুন, যেরূপভাবে আপনি ইব্রাহীম আলাইহিস সালাম ও তার বংশধরদের উপর রহমত বর্ষণ করেছিলেন। নিশ্চয় আপনি প্রশংসিত সম্মানিত।
দোআ মাসুরা :
"আল্লাহুম্মা ইন্নি জলামতু নাফসি যুলমান কাছিরা, ওয়ালা ইয়াগ ফিরূজ যুনুবা ইল্লা আন্তা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ার হামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম"
অর্থঃ হে আল্লাহ! আমি আমার উপর অত্যাধিক অন্যায় করেছি গুনাহ করেছি এবং তুমি ব্যতীত পাপ ক্ষমা করার কেউ নেই। সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। আমার প্রতি রহম কর। নিশ্চই তুমি ক্ষমাশীল দয়ালু।
১১ ) ২ কাঁধে সালাম দিয়ে আমরা
নামাজ শেষ করি ।
আল্লাহ নামাজে আমরা কি পড়ি তার অর্থ বোঝার তৌফিক দান করুন। আমীন

12/10/2022

Mohiuddin Tanvir 🎵

https://youtu.be/Qud3FKYNi6U
11/10/2022

https://youtu.be/Qud3FKYNi6U

জুনায়েদ সিদ্দিকীর গোপন তথ্য ফাঁস করলেন শামীম রেজা। channel ruhani. # শামীম_রেজা #শামীম_আল_ক্বাদেরী #শামীম_রেজা_ওয়াজ

10/10/2022

হুজুর কেনো কাওকে বসতে বলে না।shamim reza waz.

"ওহাবীরা জবাব দাও"প্রশ্ন♦ইয়াওমুল আরাফা হলো ঈদের দিনএতে খুতবা নামাজ নাই কেন?প্রশ্ন♦বছরে ৫২ সাপ্তাহ জুমাবার আসে প্রতিটা জু...
09/10/2022

"ওহাবীরা জবাব দাও"
প্রশ্ন♦ইয়াওমুল আরাফা হলো ঈদের দিন
এতে খুতবা নামাজ নাই কেন?

প্রশ্ন♦বছরে ৫২ সাপ্তাহ জুমাবার আসে প্রতিটা জুমা ঈদের দিন হলে এতে কোরবানি ও রোজা গেল কই?

প্রশ্ন♦বিদেশী পীরদের ভাড়া করে ওহাবী এসতেমায় ৩/৩দিন ৬দিন ধরে এনে লাফালাফি করো কেন?

প্রশ্ন♦ঈদুল ফিতর যদি ঈদ হয় তবে এতে হজ্ব কোরবানি নাই কেন?

প্রশ্ন♦ঈদুল আযাহা যদি ঈদ হয় তবে এতে ৩০রোজা সহ সেহেরী ইফতারি এতেকাফ নাই কেন?

প্রশ্ন♦বিদেশী হুজুর যদি ভালো না লাগে তবে তোমাদের মৌল্লারা সব বিদেশে গিয়ে মাদ্রাসার নামে চাঁদাবাজি করে কেন?

প্রশ্ন♦ইলিয়াজ মেওয়াতী সেও বিদেশী তবে তোমরা তাঁর স্বপ্নে পাওয়া কথিত তাবলীগ গিলেছো কেন?

প্রশ্ন♦তোমাদের জন্য কাক খাওয়া হালাল হলে আমরা মুসলিমদের জন্য হালালকৃত বিরানী সিন্নি খাওয়া হালাল হবে না কেন?

প্রশ্ন♦৩/৭/৯/৪০দিন ধরে মসজিদে মসজিদে গাট্রি নিয়ে ঘুমাও কেন?

মসজিদে ঘুমানো (রোজার এতেকাফ ব্যতিত) হারাম।
প্রশ্ন♦ঈদে মিলাদুন্নবী(স:) এর বিরানী হারাম গু হলে মাদ্রাসার সভার বিরানী সাদাভাত হালাল হলো কিভাবে?

প্রশ্ন♦ঈদে মিলাদুন্নবী (স:) এর জশনে জুলুশ বেদাত শিরিক হলে তোমাদের কলাপাতা সনদ পেয়ে শুকরিয়া মাহফিল দাত হলো কি করে?

প্রশ্ন♦মাদ্রাসার নামে জাকাত ফেতরা কোরবানির পশুর চামড়া চাঁদাবাজি করা কোন কোরআন হাদীসে আছে?

প্রশ্ন♦সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী(স:) এর জুলুছ শিরিক বেদাত হলে, তোমাদের লংমার্চ হালাল হলো কি ভাবে?
লংমার্চ করা হারাম কারণ লংমার্চ এসেছে নাস্তিকবাদি কালমার্চ লেলিন হতে!

প্রশ্ন♦ওরশ উপলক্ষে গরু মহিষ ছাগল জবেহ করা শিরিক হলে তোমাদের মাদ্রাসার সভার নামে গরু মহিষ ছাগল জবেহ করা শিরিক হবে না কেন?

প্রশ্ন♦পবিত্র ঈদে মিলাদুন্নবী(স:) উপলক্ষে আলোকসজ্জা করা যদি অপচয় হয়, তোমাদের ওহাবীদের খতনা/কান পোটানি/বিয়ে /মেজবান/মাদ্রাসার সভা/মাহফিলে গেইট স্টেজ পেন্ডেল সহ রাস্তাঘাট আলোকসজ্জা করা অপচয় নয় কেন?

প্রশ♦মিলাদ-ক্বিয়াম যদি বেদাত শিরিক হয় তাহলে
তোমরা দিনে পাঁচ ওয়াক্ত আজানে দাঁড়িয়ে নিজের দুই কান মলতে মলতে "আসহাদুয়ান্না মুহাম্মাদুর রাসুলাল্লাহ" উচ্চ আওয়াজে চিল্লাইয়া পড় কেন????
এই প্রশ্নগুলির সঠিক জবাব যদি দিতে পারো তাহলে কথা দিলাম আমাদের ঈদে মিলাদুন্নবী(স:)উপলক্ষে যত গরু মহিষ ছাগল জবেহ হয় সবগুলি পশুর চামড়া তোমাদের মাদ্রাসায় দিয়ে আসবো।
তবে কোরআন হাদীস হতে রেফারেন্স দিতে হবে।

বিদ্যুৎ অফিসের সামনে চায়ের দোকানে কলা ঝুলিয়ে রেখেছে বিক্রির জন্যে!!বিদ্যুৎ অফিসের এক প্রকৌশলী চা খাওয়ার সময় জিজ্ঞেস করলো...
09/10/2022

বিদ্যুৎ অফিসের সামনে চায়ের দোকানে কলা ঝুলিয়ে রেখেছে বিক্রির জন্যে!!বিদ্যুৎ অফিসের এক প্রকৌশলী চা খাওয়ার সময় জিজ্ঞেস করলো কলার দাম কত???
দোকানদারঃ কি কাজে কলা ব্যবহার করবেন তার উপর নির্ভর করে কলার দাম!!
প্রকৌশলীঃ মানে কি ?!?
দোকানদারঃ যদি কোন মিলাদ বা ধর্মীয় কাজে নেন তাহলে দুই টাকা পিচ, যদি রুগির জন্যে নেন তাহলে ৩টাকা পিচ, আর যদি নিজে খাওয়ার জন্যে নেন তবে ৫ টাকা পিচ!

প্রকৌশলীঃ ইয়ার্কি কর, একই কলার দাম বিভিন্ন হয়?!
দোকানদারঃ একই খুঁটি হতে বিদ্যুৎ বাসায় গেলে একদর, দোকানে গেলে আরেক দর, কারখানায় গেলে আরেক দর। তাহলে আমার কলা কি দোষ করলো?!?
(পোস্ট কালেক্ট)

আমি গভীরভাবে খেয়াল করলাম মসজিদের জামাতে যারা নিয়মিত শরীক হন, তাদের বেশীরভাগই “চরমোনাই পীরের মুরিদ”। মাথায় পাগড়িটা, গ...
08/10/2022

আমি গভীরভাবে খেয়াল করলাম মসজিদের জামাতে যারা নিয়মিত শরীক হন, তাদের বেশীরভাগই “চরমোনাই পীরের মুরিদ”। মাথায় পাগড়িটা, গায়ে পাঞ্জাবিটা তাদেরই বেশী দেখি। মসজিদে বসে তাদের চোখেই পানি দেখি। তাদের মাহফিলগুলো লোকে পরিপূর্ণ দেখি। ভালো লাগতে শুরু করল। ফজলুল করিম পীর সাহেব আমাদের এলাকায় (৪০ কিলোর মধ্যে) যত মাহফিল করেছেন এই ভালো লাগার কারণে সবগুলোতেই যেতাম।
উনি বলতেন, “বাবারা আমার বাবাজানের ২৭ খানা কিতাফ হর হামেশায় পড়বে।”
আগ্রহ হোল। হাতে তুলে নিলাম “মাওয়ায়েজে এসহাকিয়া”, “ভেদে মারেফাত ইয়াদে খোদা”, “আশেক মাশুক”, “ইমদাদুস শুলুক”, এমনকি “তাবীজের কিতাব”টিও। অবাক হয়ে লক্ষ্য করলাম মুখোশের আড়ালে লুকিয়ে থাকা বাস্তবতাকে। চরমোনাই পীরকে চিনলাম নতুনভাবে। মনে হল এ বিষয়ে সবাইকে জানানো আমার ঈমানী দায়িত্ব।

আমি আজ আপনাদের সাথে তাদের একটি বই সম্পর্কে আলোচনা করব।
“ইমদাদুছ ছুলুক”
লেখকঃ রশিদ আহমেদ গঙ্গোহী।
মুজাহিদ প্রকাশনী থেকে প্রকাশিত।
বইটার শুরুতেই ফজলুল করিম পীর সাহেবের অভিমত দেয়া আছে।
পড়তে শুরু করলাম...
২৭ নম্বর পাতায় পেলাম একটা নতুন ধারণা “তাওহীদে মতলব” হচ্ছে মারেফাতের ১ম শর্ত। কি এই “তাওহীদে মতলব” পড়তে লাগলাম। পীর সাহেব লিখেছেনঃ
যেমনিভাবে ‘আল্লাহ এক’, ‘কিবলা এক’, তেমনিভাবে ‘পীরও এক ও অদ্বিতীয়’ এটা মানার নামই “তাওহীদে মতলব”।
***এর চেয়ে বড় শিরক কি এর আগে দুনিয়ায় অন্য কেউ করেছিল?
একটু ভাবলাম...
আবার পড়তে লাগলাম।

আবার লিখেছেনঃ
সাহাবীদের মাঝে নবীর মর্যাদা যেমন, আপন মুরীদদের মাঝে পীরের মর্যাদা তেমন। এখানেই থামেননি, আরেকটু অগ্রসর হয়ে লিখেছেন, “নবীর আকার শয়তান যেমনিভাবে ধারণ করতে পারে না, তেমনি পীরের আকারও ধারণ করতে পারে না।”

অবাক হয়ে ভাবছি এই কি চরমোনাই?
থামলাম না, পড়তেই থাকলাম...

পেয়ে গেলাম মারেফাতের মুল আকিদা “মুরিদ যত দুরেই থাক, পীর তার সাথে রূহানীভাবে হাজির থাকে। মুরিদ যদি কোনো ভাবে কখনও বিপদে পড়ে, তবে পীরকে হাজির-নাজির জানিয়া তার কাছে সাহায্য চাইলে, পীর তাকে বিপদ থেকে উদ্ধার করবে।”

আরেকটু এগুলাম। কয়েক পাতা পরেই যা পড়লাম তাতে আমার শরীর রাগে কাপতে থাকল। বইটা বন্ধ করলাম। তার আগেই পড়ে ফেললাম পীরের অমীয় বানীঃ
“যে খোদাকে চোখে দেখি না, তাকে ইবাদতের যোগ্য মনে করিনা।”
(নাউজুবিল্লাহ)

জনৈক মুরিদ স্বপ্নে দেখলেন সমসাময়িক দুনিয়ার সকল অলী-আল্লাহগণ রাসুল (সাঃ) এর দরবা

 #সতর্কতামূলক_পোস্টকানাডা ভিসা ২০ লাখ !! আমেরিকা ভিসা ২০ লাখ !! ইউরোপ ভিসা ১৫ লাখ !! ভিসার আগে বা পরে ১ টাকাও নয়, সমস্ত ...
08/10/2022

#সতর্কতামূলক_পোস্ট

কানাডা ভিসা ২০ লাখ !! আমেরিকা ভিসা ২০ লাখ !! ইউরোপ ভিসা ১৫ লাখ !! ভিসার আগে বা পরে ১ টাকাও নয়, সমস্ত পেমেন্ট পৌঁছানোর পরে।।
এরকম রংচং মাখা বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে, আমার পরিচিত এক ভাই এই ফাঁদে পা দিয়ে তার সর্বশেষ খুয়িয়েছেন।। তার করুন কাহিনী হুবহু তুলে ধরা, যদি কারো কোনও উপকার এ আসে।।

S.B. Rasel
সে এমনই কোনও এক বিজ্ঞাপন দেখে ঢাকায় অভিজাতো এলাকায় একটা অফিসে গিয়েছিলেন, সেখানে তাদের কাছ থেকে বিস্তারিত জানতে চায়। এবং তারা বলে যে, আমরা গ্রান্টি দিয়ে আপনাকে বিদেশ নিয়ে যাবো, ২ বছর এর জন্যে জব ভিসা, মাসিক ২০০০-২৫০০ ডলার বেতন, ৫ বছর পরে নাগরিকত্ত পেতে আমরাই সাহায্য করবো।। এমনকি ভিসার আগে ও পরে কোনও অর্থ প্রদান করতে হবে না, সমস্ত খরচ আপনি বিদেশ পৌঁছানর পরে আপনি যখন বিদেশ থেকে আপনার পরিবার কে ফোন দিয়ে বলবেন যে আপনি ভালোভাবে পৌঁছে গেছেন, তার পর আপনার পরিবার আমাদের টাকা দিবে।। আমাদের আমেরিকা কানাডা তে সরাসরি প্রতিনিধি আছে, তারাই সরসরি আমেরিকা কানাডা থেকে আপনার নামে ভিসা ইসু করে পাঠাবে, তাই এখানে এম্বাসি ফেস করার কোনও ঝামেলা নেই।।

এক সঙ্গে এতো অফার পেয়ে বেচারা কনফিউস হয়ে গেলো !! সে নিজেকে প্রশ্ন করতে লাগলো বিদেশ যাওয়া এতো সোজা ?? নিজে নিজে উত্তর ও খুজে নিলো, আরে কি আর, এক বার চেষ্টা করে দেখি, আমার তো ২৫ পয়সাও আগে দিতে হবে না, সমস্ত খরচ যেখানে আমেরিকা/কানাডা পৌঁছানর পরে, সেখানে আমার আবার টেনশন কি !! যেই কথা সেই কাজ, বাড়িতে গিয়ে বাবা-মা এর সাথে আলোচনা করলো।। যেখানে সমস্ত খরচ পৌঁছানর পরে সেহেতু বাবা-মা আর দ্বিধা না করে রাজী হয়ে গেলো, শুরু হয়ে গেলো সুদের টাকা গুছানো ও অবশিষ্ট জমিজমা বিক্রি করার প্রস্তুতি।। ১৮-২০ দিনের মাথায় টাকা গুছানোর প্রস্তুতি শেষ করে পাসপোর্ট নিয়ে আবার অফিসে গিয়ে নিজের নামটা বুকিং দিয়ে আশা, বুকিং এর সময় অরিজিনাল পাসপোর্ট সহ ২ কপি ফটো ও ন্যাশনাল আইডি এর ফটোকপি রাখলো সঙ্গে মোবাইল নাম্বার।।

৭ দিন পরে, তাকে ফোন করে অফিসে ডাকা হলও।। যথারীতি, অফিসে যাবার পরে দেখলও সেখানে তার মতো আরও ১১ জন অপেক্ষা করছে কানাডা বা আমেরিকা যেতে চায়।। এর পরে অফিস থেকে তাদের বলা হলও, টোটাল ১২ জন এর একটা গ্রুপ এদের প্রত্যেকের (৯ জন কানাডা, ৩ জন আমেরিকা) ভিসা রেডি, এনাদের ফ্লাইট আগামী ৪ দিন পরে।। ফ্লাইট ভারতের নিউ দিল্লী থেকে সরাসরি, তাই প্রত্যেকের পাসপোর্ট এ ইন্ডিয়ান

দেখতে চাই স্বপ্ন , থাকতে চাই মগ্ন। হতে চাই কবি, লিখব আমি সবি। বাসতে চাই ভালো, জ্বালাতে চাই ইসলামের আলো। - সংগৃহীত
07/10/2022

দেখতে চাই স্বপ্ন , থাকতে চাই মগ্ন। হতে চাই কবি, লিখব আমি সবি। বাসতে চাই ভালো, জ্বালাতে চাই ইসলামের আলো।
- সংগৃহীত

বিপদের মুর্হূতে কি জায়েজ? মহিলা গাইনি না থাকলে ।স্ত্রীর পাশে ই  কেন স্বামী কে রাখা হয় না?ডেলিভারিতে কেন পুরুষ ডাক্তার?আপ...
07/10/2022

বিপদের মুর্হূতে কি জায়েজ? মহিলা গাইনি না থাকলে ।
স্ত্রীর পাশে ই কেন স্বামী কে রাখা হয় না?

ডেলিভারিতে কেন পুরুষ ডাক্তার?
আপনার, আমার মা -বোন -স্ত্রী-কন্যাদের দিকে কেউ তাকালে তার চোখ উপড়ে ফেলার অবস্থা হয়। কিন্তু একজন ডাক্তার ই,সি,জি করার সময় নারীর বুকে হাত দিচ্ছে, আল্তাতে হাত দিচ্ছে তল পেটে এবং ডেলিভারি করার সময় লজ্জা স্থানে। কিন্তু কেন এর কি কোনো প্রতিকার নেই? প্রতিটা হাসপাতালের দিকে তাকালে দেখা যায় মহিলা রুগি সবচেয়ে বেশি।
চিকিৎসার খাতিরে মা বোনেরা নিজের ইজ্জত আব্রু খুলে দেখাতে হচ্ছে একটা পরপুরুষ কে! তাই মা-বোনদের ইজ্জত রক্ষার্থে মহিলাদের সকল প্রকার চেকআপ ও ডেলিভারিতে মহিলা ডাক্তার অতি প্রয়োজন।

06/10/2022

কাঠ এর টেবিলে মানুষের চেহারা😱

06/10/2022

৮ বছর হ'য়ে গেল ফেই'সবুক চালাই, কিন্তু আজ জানলাম লা'ইক বটনে চার বার টিপলে স্ক্রিনশট পাওয়া যায়। 😐

30/09/2022

মাহফিলে দারিয়ে ওয়াজ শুনলেও হুজুর কাওকে বসতে বলে না কেনো??

30/09/2022

নবীজিকে সাহাবীদের পশ্ন গুনাহ কিভাবে মাফ করে🤔

30/09/2022

শামীম রেজার মাহফিল কেনো বন্ধ হয় না।😱
shamim reza waz.

The best use of বাবার ভুড়ি 💕😝
29/09/2022

The best use of বাবার ভুড়ি 💕😝

হিংসা মানুষকে এমনভাবে ধ্বংস করে , যেভাবে মরিচা লোহাকে ধ্বংস করে । - ইবনুল খাতীব
29/09/2022

হিংসা মানুষকে এমনভাবে ধ্বংস করে , যেভাবে মরিচা লোহাকে ধ্বংস করে ।
- ইবনুল খাতীব

29/09/2022

চুল রাখার ৩টি সুন্নত❕❗

20/09/2022

সময় ভালো যায়🕜
সব ভালো তার✔️

পদ্মা সেতু 🥰
19/09/2022

পদ্মা সেতু 🥰

15/09/2022

গজল

09/09/2022

আসলেই! 😴

তথ্য: "সুখ হচ্ছে ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকানোর পর আরও দুই ঘন্টা ঘুমানোর সুযোগ পাওয়া।"

- চার্লস শ্যুলজ

■▪রিজকের সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ।■▪রিজক এর সর্বোচ্চ স্তর হচ্ছেঃ শারীরিক এবং মানসিক সুস্থতা।■▪রি...
08/09/2022

■▪রিজকের সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ।
■▪রিজক এর সর্বোচ্চ স্তর হচ্ছেঃ শারীরিক এবং মানসিক সুস্থতা।
■▪রিজকের সর্বোত্তম স্তর হচ্ছেঃ পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান এবং
■▪রিজকের পরিপূর্ণ স্তর হচ্ছেঃ মহান আল্লাহর সন্তুষ্টি।
■■ রিজক খুব গভীর একটি বিষয়, যদি আমরা তা বুঝতে পারি।
■■ আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করবো তাও লিখিত বা নির্দিষ্ট।
■■ আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটা লিখিত। একটি দানাও কম হবেনা এবং একটি বেশিও না।
■■ ধরুন এটা লিখিত যে আমি সারাজীবনে এক কোটি টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ্‌ তা'আলা নিয়েছেন।
■■ কিন্তু, আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো, সেই সিদ্ধান্ত একান্তই আমার।
■■ যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্‌ তা'আলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাবো। আর হারাম উপায়ে হলেও ওই এক কোটিই... নাথিং মোর, নাথিং লেস!
■■ আমি যেই ফলটি আজকে টেকনাফ বসে খাচ্ছি, সেটা হয়ত ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে, সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নি বা কিনেনি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার তাক্বদীরে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে।
এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না! রিজকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না।
■■ রিজক জিনিসটা এতোটাই শক্তিশালী!
■■ কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিজক, শুধুমাত্র আল্লাহ্‌ তা'ইলা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে। আলহামদুলিল্লাহ!
■■ কেউ কারোটা খাচ্ছে না, যে যার রিজকের ভাগই খাচ্ছেন।
■■ আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি, সেটা নির্ভর করছ, আমি আল্লাহ্‌ তা'আলার উপর কতটুকু তাওয়াক্কুলের উপর আছি, কতটুকু ভরসা করে আছি। তার উপর।কেননা,
আল্লাহ তা'আলা বলেনঃ
وما من دابة فى الارض الا على الله رزقها
-------"দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই,যার রিজকের দায়িত্ব আমি আল্লাহর উপর নেই।

ফেসবুকে পরিচয় 🙂তারপর দেখা🥴
30/08/2022

ফেসবুকে পরিচয় 🙂
তারপর দেখা🥴

😅
30/08/2022

😅

আপনি বিয়ের আগে হাজারটা মেয়ের সঙ্গে হারাম রিলেশন করবেন।আর বিয়ের সময় জান্নাতের হুরপরি খুজবেন??😴😴এইটা বোকামি ছাড়া আর কিছুই ...
30/08/2022

আপনি বিয়ের আগে হাজারটা মেয়ের সঙ্গে হারাম রিলেশন করবেন।
আর বিয়ের সময় জান্নাতের হুরপরি খুজবেন??😴😴
এইটা বোকামি ছাড়া আর কিছুই না।
একটা কথা সবসময় মনে রাখবেন,,
আপনি যদি দশ ঘাটের পানি খেয়ে আসেন, তাহলে আপনার স্ত্রী ও দশ ঘাটের পানি খেয়েই আপনার কাছে আসবে।😑😑
এইটাই সত্য..।🥺🥺
কুরআনুল কারীমের আয়াত ও গ্রহণযোগ্য তাফসীরের ভিত্তিতে উক্ত কথাটি সঠিক হিসাবেই পরিচিত। আল্লাহ তা‘আলা বলেছেন, ‘দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের জন্য এবং দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীর জন্য, আর সচ্চরিত্রা নারী সচ্চরিত্র পুরুষের জন্য এবং সচ্চরিত্র পুরুষ সচ্চরিত্রা নারীর জন্য (উপযুক্ত)। এ (সচ্চরিত্র)দের সম্বন্ধে লোকে যা বলে এরা তা হতে পবিত্র। এদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা’ (সূরা আন-নূর : ২৬)। এই সূরার ২ নং আয়াতটিও এই আয়াতের অর্থকে সমর্থন করে, যেখানে বলা হয়েছে, ‘ব্যভিচারী কেবল ব্যভিচারিণীকে বিবাহ করবে’
(সূরা আন-নূর : ৩)।

এই ভদ্রলোককে জিজ্ঞেস করেছিলাম এতগুলো আংটি পরেছেন কেন? 🥴তিনি উত্তর দিলেন এখানে একটা বিয়ের আংটি, আর বাকিগুলো বিয়ের পর সমস্...
30/08/2022

এই ভদ্রলোককে জিজ্ঞেস করেছিলাম এতগুলো আংটি পরেছেন কেন? 🥴
তিনি উত্তর দিলেন এখানে একটা বিয়ের আংটি, আর বাকিগুলো বিয়ের পর সমস্যা সমাধানের জন্য 🤣😂

বড় বড় নামকরা স্কুলে বাচ্চারা বিদ্যার চাইতে অহংকার টা বেশি শিক্ষা করে- আহমদ ছফা
29/08/2022

বড় বড় নামকরা স্কুলে বাচ্চারা বিদ্যার চাইতে অহংকার টা বেশি শিক্ষা করে
- আহমদ ছফা

_🧻🚪পায়খানা ও প্রস্রাব করিবার স্থানের বিবরণ 🚪🧻_                         🔰 মাসয়ালা পর্ব-০৩ 🔰⭕ প্রশ্নঃ- কিরূপ স্থানে পায়খ...
29/08/2022

_🧻🚪পায়খানা ও প্রস্রাব করিবার স্থানের বিবরণ 🚪🧻_
🔰 মাসয়ালা পর্ব-০৩ 🔰

⭕ প্রশ্নঃ- কিরূপ স্থানে পায়খানা ও প্রস্রাব করা মাকরূহ বা নিষিদ্ধ? জানিতে বাসনা ।

🚪উত্তরঃ- বাংলাদেশের কাবা শরীফের পূর্বদিকে , কাজেই পূর্ব বা পশ্চিম দিকে ফিরিয়া পায়খানা ও প্রস্রাব করা মাকরূহ তাহরীম ।
এমনকি ঘরের মধ্যে বসিলেও মাকরূহ হইবে ; কারণ ঘরের মধ্যেও পূর্ব - পশ্চিম আছে ইহা জানা উচিত ।

🔰অজু করিবার সময় কেবলামুখী হইয়া অজু করা মোস্তাহাব কিন্তু কেবলারোখ হইয়া পা ধৌত করিবে না । উহা আদবের খেলাফ । ডাহিনে বা বামে ফিরাইয়া পা ধৌত করিবে , হযরত মোজাদ্দেদে আলফে ছানী ( রহঃ ) এইরূপ করিয়াছেন । ( মাকতুবাতে ইমাম - রব্বানী )

♾️১। যদি কোন ব্যক্তি ভুলে পশ্চিম কি পূর্বদিকে মুখ করিয়া পায়খানা বা প্রস্রাবে বসিয় থাকে তবে নৌকায় হইলেও সাধ্যমত অন্য দিকে ফিরিয়া বসিতে হইবে । ( হাশিয়ায়ে তাহতাবী )
♾️২। ছোট সন্তান - সন্ততিদিগকে যদি কেহ পূর্ব - পশ্চিম দিকে ফিরাইয়া পায়খানা প্রবা করায় , তাহারও মাকরূহের গুনাহ হইবে । ( শামী )
♾️৩। পশ্চিম দিকে ফিরিয়া শৌচ করা মাকরূহ - তানজিহ , সুন্নতের খেলাফ । সুতরাং পশ্চি দিকে ফিরিয়া শৌচ করিবে না । ( হাশিয়ায়ে তাহতাবী )
♾️ ৪। চন্দ্র - সূর্য সম্মুখে রাখিয়া পায়খানা প্রস্রাব করা মাকরূহ তাহরীম ; কিন্তু আড়াল হইছে । পারিবে । মেঘ দ্বারা চন্দ্র আবৃত হইলে আড়ালের আবশ্যক হইবে না । ( শামী )
♾️৫। দুররুল - মোখতারে ছহি রেওয়ায়েত মতে প্রকাশ আছে , আবদ্ধ পানি হউক বা প্রবাহিত পানি হউক , পানির মধ্যে পায়খানা প্রস্রাব করা মাকরূহ তাহরীম । কিন্তু শামী কিতাবের মর্মে প্রকাশ পায় , যেসকল দেশ জলমগ্ন থাকে , পানি ব্যতীত পায়খানার স্থান তৈয়ার করা যায় না । এইরূপ ওজরে পানিতে পায়খানা করা সিদ্ধ আছে । হাশিয়ায়ে - তাহতাবী কিতাবে লিখিত আছে নৌকারোহীর তীরে উঠিবার ক্ষমতা ও সুবিধা থাকা সত্ত্বেও পানিতে পায়খানা প্রস্রাব করিলে মাকরূহ - তাহরীম হইবে । ( ক ) অন্যান্য কিতাবের মর্মে প্রকাশ পায় , যে কোন ওজর থাকিলে নৌকায় বসিয় পায়খানা প্রস্রাব করা জায়েজ আছে । যেমন - তীরে পর্দা না থাকা ও কোনরূপ ভয় থাকা ইত্যাদি ।
♾️ ৬। মলমুত্র কোন পাত্রে করিয়া পানিতে ছাড়িয়া বা ঢালিয়া দিলে মাকরূহ হইবে । ( শামী )
♾️৭। যেইরূপ স্থানে প্রস্রাব করিলে গড়াইয়া পানিতে পড়িবে , সেইরূপ স্থানে প্রস্রাব করা মাকরূহ । যেমন- নদীর তীরে । ( শামী )
♾️৮ । নদী , পুকুর , কূপ ও পয়ঃনালীর ( নালা নর্দমা ) পার্শ্বে পায়খানা প্রস্রাব করা মাকরূহ । ( দুররুল- মোখতার )
♾️৯। শস্যের মধ্যে বা লোকের উপকারে আসে এইরূপ ঘাষের মধ্যে ও উপরে অথব পশুপালের মধ্যে পায়খানায় বসা মাকরূহ তাহরীম । ( শামী )
♾️১০ । হাশিয়ায়ে - তাহতাবী কিতাবের মর্মে প্রকাশ পায় যে , মানুষের ব্যবহারোপযোগী কোন ফলবান গাছের তলায় পায়খানা করা মাকরূহ । কারণ গাছের ফল বিষ্টার উপর পতিত হইয়া নষ্ট হইবার আশঙ্কা আছে ; এইরূপ আশঙ্কা না থাকিলে অর্থাৎ যে গাছে ফল নাই বা হয় না , এইরূপ গাছের নীচে বাহ্য প্রস্রাব করা জায়েজ আছে ।
♾️১১। ছায়াময় স্থানে- যে ছায়াতে মানুষের বিশ্রাম করিবার সম্ভাবনা আছে , তথায় পায়খান করা মাকরূহ তাহরীম ( শামী ) । এই কথায় প্রকাশ পায় , ছায়াময় স্থানের চতুষ্পার্শ্বে পায়খান করা মাকরূহ - তাহরীম । কারণ ছায়ার পার্শ্বের পায়খানার দুর্গন্ধে লোক কষ্ট পাইবে । ( ক ) হাশিয়ায়ে তাহতাবী কিতাবে আছে , লোকের যাতায়াত বিহীন স্থানে ও জংলা জমি ছায়াতে বাহ্য করা জায়েজ আছে ।
♾️১২। ঘাটে বা পানি পান করিবার স্থানে পায়খানায় বসা মাকরূহ তাহরীম ।রাস্তার পার্শ্বে ও রাস্তায় পায়খানা করা মাকরূহ - তাহরীম ।
♾️১৪। খীমা ও তাঁবুর পার্শ্বে পায়খানা করা মাকরূহ - তাহরীম ।
♾️১৫। কাফেলার পার্শ্বে ও মধ্যে বাহ্য করা মাকরূহ তাহরীম । ( শরহে মোলতাকা )
♾️১৬। কবরস্থানে বাহ্য করা মাকরূহ তাহরীম : কারণ মোরদারগণ দুর্গন্ধে কষ্ট পায় । যাহাতে জিন্দা লোক কষ্ট পায় তাহাতে মোরদারও কষ্টানুভব করিয়া থাকে ( শামী ) । বজ্জাজিয়া কিতাবের মর্মে প্রকাশ পায়- যেইরূপ ব্যবহারে জীবিত ব্যক্তি কষ্টানুভব করিয়া থাকে সেরূপ চালচলনে ও ব্যবহারে কবরস্থানের মোরদারও কষ্ট পাইয়া থাকে । এই কারণেই কবরস্থানের নিকট পায়খানা প্রস্রাব করা ও কবরের উপর দিয়া পথ দেওয়া ও হাঁটা মাকরূহ তাহরীম ।
♾️১৭। কোন কোন রেওয়ায়েতে লিখিত আছে , কেয়ামত নিকবর্তী হইলে কবরস্থানের ইজ্জত কমিয়া যাইবে । অতএব আমাদের সাবধান হওয়া উচিত ।
♾️১৮। শামী কিতাবে লিখিত আছে , মসজিদের পার্শ্বে , ঈদগাহের মধ্যে ও পার্শ্বে , অজু ও গোছলের স্থানে , বাতাসের বিপরীত দিকে , সর্প , ইঁদুর ও পিপীলিকার গর্তের মধ্যে বাহ্য ও প্রস্রাব করা নিষেধ । কারণ , একদা জনাব হযরত নবী করীম ( সাঃ ) এর এক ছাহাবী গর্তের মধ্যে প্রস্রাব করাতে গর্ত হইতে এক জিন উঠিয়া তাহাকে মারিয়া ফেলিয়াছিল । ( শামী )
♾️১৯। উলঙ্গ হইয়া বাহ্য প্রস্রাব করা মাকরূহ - তাহরীম কিন্তু ওজরে জায়েজ আছে ।
♾️২০। নিম্নস্থানে বসিয়া উচ্চস্থানে বাহ্য প্রস্রাব করা মাকরূহ তাহরীম ।
♾️২১। পশু পালের মধ্যে বাহ্য প্রস্রাব করা মাকরূহ । ( মোলতাকাল আবহুর )
♾️২২। নুরুল আলা নুর কিতাবে লিখিত আছে , রৌদ্রে বসিয়া বাহ্য প্রস্রাব করিবে না ; ইহাতে পীড়া জন্মিতে পারে ।
♾️২৩। কোন বসত বাড়ীতে বাহ্য করিতে হইলে বাড়ীর লোকের নিকট জিজ্ঞাসা করিয়া তাহাদের নির্দেশিত স্থানে বাহ্য করিতে হইবে , নচেৎ মাকরূহ - তাহরিমীর গোনাহ হইবে । কারণ , কোন আবাস বাড়ীর যেখানে সেখানে বাহ্য করিলে বাড়ীর মালের অনিষ্ট হইতে পারে । ছাড়া বাড়ীতে ( অর্থাৎ জনশূন্য বাড়ী ) বিনা অনুমতিতে বাহ্য করিতে পারে- যদি বিবেচনামত বাহ্য করিতে বসে । প্রস্রাব করিতে হইলে মালিকের নিকট জিজ্ঞাসা করার আবশ্যক করে না , যদি স্থান বিশেষ বিবেচনা করিয়া বসিতে পারে ।
♾️২৪. যদি দিক নির্ণয় করিতে না পারা যায় , তবে নামাজ পড়িতে দিক ঠিক না পাইলে যেই উপায় অবলম্বন করিতে হয় , সেইরূপেই ঠিক করিয়া লইবে । ( শামী )
♾️২৫. উত্তর দক্ষিণের দিক থেকে প্রবল বাতাস আসলে যদি নাপাকেে ছিটা গায়ে লাগার সম্ভাবনা থাকে, তাহলে কেবলা পিছনে রেখে বসিতে পারবে, তবে সম্মুখে রেখে বসিবে না। ( ফতোয়ায়ে শামী।)
♾️২৬. যদি পশ্চিম দিকে বসিতে অক্ষম হয়, তাহলে পুরুষাঙ্গ উত্তর দক্ষিণে বাঁকা করিয়া বসিবে। নচেৎ মাকরুহে তাহরীমির গুনাহ হবে। (ফতোয়ায়ে শামী)
♾️২৭. যদি উত্তর দক্ষিণে বসিয়া পুরুষাঙ্গ কেবলামুখী করিয়া বসে তাহলেও মাকরুহে তাহরীমির গুনাহ হবে।

মাসয়ালা দ্রষ্টব্য: তরীকুল ইসলাম ১ম খন্ড (১৯-২২ পৃষ্ঠা)।
___________________________________________
🖋️আবদুন নুর মুবিন
আল হাদীস এ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ
ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়।

28/08/2022

voice tone wow🥰
মাওলানা আশরাফুল হক জয়নগরী।।

কমলাপুর টু নিলফামারী🚄
28/08/2022

কমলাপুর টু নিলফামারী🚄

এদেশে সবাই শিক্ষানুরাগী ও সমাজসেবক : দারোগার শোকসংবাদেও লেখা হয়, ‘তিনি শিক্ষানুরাগী ও সমাজসেবক ছিলেন’- হুমায়ূন আজাদ
27/08/2022

এদেশে সবাই শিক্ষানুরাগী ও সমাজসেবক : দারোগার শোকসংবাদেও লেখা হয়, ‘তিনি শিক্ষানুরাগী ও সমাজসেবক ছিলেন’
- হুমায়ূন আজাদ

27/08/2022

মা কে ভালোবেসে অলি! মুফতি জহিরুল ইসলাম ফরিদী।

সব কিছু সব সময় ঠিক ঠাক হয় না❌ঠিক ঠাক করে নিতে হয়✔️
26/08/2022

সব কিছু সব সময় ঠিক ঠাক হয় না❌
ঠিক ঠাক করে নিতে হয়✔️

25/08/2022

আনন্দ মুহূর্ত 🥰
মুফতি জহিরুল ইসলাম ফরিদী হুজুরের সাথে ❗

21/08/2022

ফরিদী হুজুরের মোনাজাতে কান্না আর কান্না😭

Address

Jajiara
Jajiara
3461

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Friday 10:00 - 16:00
Saturday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00

Telephone

+8801726781086

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD.Amirul Islam Ruhani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share