09/08/2021
***ভালোবাসার আক্কেলপুর গ্রুপের পক্ষ থেকে আগুনে ঝলসানো বাক প্রতিবন্দী বৃদ্ধ মহিলাকে আর্থিক সহযোগিতা প্রদান***
০৯/০৮/২১ (জয়পুরহাট) আক্কেলপুর প্রতিনিধিঃ
আক্কেলপুর গোপিনাথপুর ইউনিয়নের আবাদপুর গ্রামে হামিদা বেগম ৮০ বছর বয়সী বাক প্রতিবন্দী, দূর্ঘটনাবশত তার পা ও বুকের বাম পাশে আগুনে ঝলসে যায়। তিনি প্রায় ২ মাস যাবৎ আক্কেলপুর ৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এমতাবস্থায় তাকে প্রতিদিন ৮০০/১০০০ টাকা সমমূল্যের ঔষধ কিনে খেতে হয়। এমন তথ্য বৃদ্ধ প্রতিবেশী তানজিলা আক্তার রিমু ভালোবাসার আক্কেলপুর গ্রুপে সেচ্ছাসেবক সংগঠনের এডমিন প্যানেলের সদস্য সাখাওয়াত হোসেনকে অবহিত করলে, ভালোবাসার আক্কেলপুর গ্রুপের স্বেচ্ছাসেবক সংগঠনের সদস্যরা গতকাল খোজ খবর নিতে যায়। তার একদিন পরে আজকে ভালোবাসার আক্কেলপুর গ্রুপের এডমিন প্যানেলের অন্যতম সদস্য মোঃ সাইদুল ইসলাম সাঈদের নিজস্ব আর্থিক সহযোগিতায় এবং তার রিলেটিভ সুশিল মানবিক নাম প্রকাশে অনুচ্ছুক এক ব্যাক্তির সার্বিক সহযোগিতায় কয়েক হাজার টাকা বৃদ্ধ ফ্যামেলির উপস্থিতে, ভালোবাসার আক্কেলপুরর গ্রুপের এডমিন প্যানেলের সদস্যবৃন্দ আক্কেলপুর ৫০ শয্যা হাসপাতালে টাকা হস্তান্তর করেন। এ সময় এডমিন ও মডারেটর প্যানেলের সদস্য উপস্থিত ছিলেন সাখাওয়াত হোসেন, আতিকুর আবির, রিফাত হোসেন ও রবিউল ইসলাম সহ প্রমুখ। ভালোবাসার আক্কেলপুর গ্রুপের এডমিন প্যানেলের সদস্য মোঃ সাইদুল ইসলাম সাঈদ সমাজে বিওবাণদের বৃদ্ধ ও বাক প্রতিবন্ধী অসহায় মহিলার পাশে দাড়ানোর আহ্বান জানিয়েছেন। যদি কেউ বৃদ্ধ মহিলার পাশে দাঁড়িয়ে সার্বিক সহযোগিতা করতে চান তো ভালোবাসার আক্কেলপুর ফেসবুক গ্রুপের এডমিন/মডারেটরদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা নিজে আক্কেলপুর ৫০ শয্যা হাসপাতালে মহিলা ওয়ার্ডের ১৯ নং বেডে গিয়ে নিজে সহযোগিতা করতে পারবেন। ভালোবাসার আক্কেলপুর গ্রুপের প্রতিষ্ঠাতা মোঃ শিপন মন্ডল ভবিষ্যতে এই বৃদ্ধ মহিলাকে তার সংগঠন থেকে আরও সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। তিনি আরো বলেছেন ভালোবাসার আক্কেলপুর ফেসবুক গ্রুপের স্বেচ্ছাসেবক সংগঠন। সর্বদা মানুষের উপকারে নিঃস্বার্থে কাজ করে থাকে। তাদের সংগঠনের মানবিক সহযোগিতা অব্যাহত থাকবে।