Qari Sahidul Islam 07

Qari Sahidul Islam 07 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Qari Sahidul Islam 07, Digital creator, Jagannathpur.

السلام عليكم ورحمت الله وبركاته~𝐁𝐞𝐚𝐮𝐭𝐲 𝐢𝐬 𝐧𝐨𝐭 𝐢𝐦𝐩𝐨𝐫𝐭𝐞𝐧𝐭 🥀 🦋🦋_𝐁𝐮𝐭 ,,, 𝐁𝐞𝐚𝐮𝐭𝐢𝐟𝐮𝐥 𝐡𝐞𝐚𝐫𝐭 𝐢𝐬 𝐦𝐨𝐬𝐭 𝐢𝐦𝐩𝐨𝐫𝐭𝐚𝐧𝐭✓🥀🌺
_সৌন্দর্য্য জরুরী নয়,কিন্তু সুন্দর হৃদয় সবচেয়ে গুরুত্বপূর্ণ シ︎🦋🦋🥰💖

এই ফটোগ্রাফটি খুব সম্ভবত পৃথিবীর একমাত্র ফটোগ্রাফ, ঢেউয়ের; যে-ফটোগ্রাফে একটি ঢেউয়ের ভিতরের দিকটা দেখা যাচ্ছে। আমরা ঢেউয়ে...
10/09/2024

এই ফটোগ্রাফটি খুব সম্ভবত পৃথিবীর একমাত্র ফটোগ্রাফ, ঢেউয়ের; যে-ফটোগ্রাফে একটি ঢেউয়ের ভিতরের দিকটা দেখা যাচ্ছে। আমরা ঢেউয়ের উপরিভাগ দেখেছি, এই স্থিরচিত্রটায় দেখুন সমুদ্রতটে আছড়ে পড়া একটি ঢেউয়ের ভিতরটা দেখতে কেমন।

ফটোগ্রাফার ক্লার্ক লিটলকে আন্তরিক ধন্যবাদ। নিশ্চয়ই ঢেউয়ের ভিতরে বসে কিংবা শুয়ে, অসীম ধৈর্যধারণ শেষে, ছবিটি তুলেছেন তিনি। এই মুহূর্তটির সাক্ষী হতে পারাটা অপ্রত্যাশিত!

আলহামদুলিল্লাহ 🌿☘️🥀
09/09/2024

আলহামদুলিল্লাহ 🌿☘️🥀

09/09/2024

الله أكبر 🕋

09/09/2024

فان مع العصر يسرا ان مع العصر يسرا.🌿☘️🥀💝

🤲💭🕋*** 🖤মনে রাখবেন: ইসলাম বিজয়ী হবেই হবে। আপনাকে সহ কিংবা আপনাকে ছাড়া।কিন্তু আপনি বিজয়ী হতে পারবেন না, ইসলামকে ছাড়া।...
09/09/2024

🤲💭🕋*** 🖤মনে রাখবেন: ইসলাম বিজয়ী হবেই হবে। আপনাকে সহ কিংবা আপনাকে ছাড়া।কিন্তু আপনি বিজয়ী হতে পারবেন না, ইসলামকে ছাড়া।✨✨✨⭐⭐⭐

বাংলাদেশের জাতীয় সঙ্গীতে “বাংলাদেশ” নেই। আছে “বাংলা” এটা ভারতের অন্তর্ভুক্ত অঞ্চল🇮🇳ভারতের দুইটি রাজ্য পশ্চিমবঙ্গ ও ত্রিপ...
08/09/2024

বাংলাদেশের জাতীয় সঙ্গীতে “বাংলাদেশ” নেই। আছে “বাংলা” এটা ভারতের অন্তর্ভুক্ত অঞ্চল🇮🇳

ভারতের দুইটি রাজ্য পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার সম্পূর্ণ অংশ এবং আরেকটি রাজ্য আসামের কিছু অংশ নিয়ে “বাংলা” গঠিত। তাই বলা বাহুল্য, “আমার সোনার বাংলা” বলে এখানে বাংলাদেশকে বোঝানো হয়নি। বরং রবি ঠাকুর এর দ্বারা ভারতের সেই “বাংলা” অঞ্চলকে বুঝিয়েছেন। তিনি সেই অঞ্চলের বাসিন্দা ছিলেন বলেই সেই অঞ্চলকে লক্ষ্য করে তিনি এ সঙ্গীত রচনা করেছেন। ❝আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি❞🇮🇳
দুই বাংলা বিভক্ত হোক এটা তিনি চায়নি? আর তাই তো ভারতের স্বাধীনতা দিবসে সেই অঞ্চলের বাসিন্দাগণ রবি ঠাকুরের সেই সঙ্গীত “আমার সোনার বাংলা “গেয়ে থাকেন।

আমাদের জাতীয় সঙ্গীতে যদি বলা হতো--“আমার সোনার বাংলাদেশ, আমি তোমায় ভালবাসি তাহলে ঠিক ছিলো। কিন্তু সেখানে তো রয়েছে “বাংলা” অঞ্চলের কথা--যা ভারতের অন্তর্ভুক্ত এলাকা🇮🇳

সুতরাং যে সঙ্গীতে বাংলাদেশের কথা নেই, আছে ভারতের “বাংলা” অঞ্চলের কথা, সেই সঙ্গীত এ বাংলাদেশকে উদ্দেশ্য করে গাইলে তা এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে ক্ষুন্ন করে। এ অবস্থায় তা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কীভাবে??

১৯০৫ সালে লেখা একটা গান ১৯৭২ সালে (স্বাধীনতার ৬৫ বছর আগে লেখা) অন্য আরেকটা দেশের জাতীয় সঙ্গিত হয় কীভাবে?🇧🇩
যেই গীতে বাংলাদেশ শব্দটি পর্যন্ত নেই!
সেটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কীভাবে??
যেই গীত তৎকালীন পূর্ব বাংলার স্বার্থের বিপরীতে রচিত,তা স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কিভাবে?
যেই গীতে মানুষের ঘুম আসে, সেটি মানুষকে ঘুম থেকে জাগাবে কীভাবে?
যেই গীত স্বৈরতন্ত্র রক্ষায় কাজ করে, সেটি স্বৈরতন্ত্রমুক্ত দেশের জাতীয় প্রতীক হয় কিভাবে?
যে সংগীতে তারুণ্যের টগবগে খুন উদ্দীপ্ত হয় না, সেটা দেশের জাতীয় সংগীত হয় কিভাবে?
সময় এসেছে আওয়াজ তোলার প্রত্যেকটি সেক্টর থেকে আওয়াজ তুলুন🇧🇩🇧🇩✊✊

প্রত্যেক দেশের জাতীয় সংগীতে থাকে বীরত্ব সাহসিকতার আগুন। জাতিকে জাগিয়ে তোলার তুমুল বাসনা। আর আমাদের এই জাতীয় সংগীত শুন...
07/09/2024

প্রত্যেক দেশের জাতীয় সংগীতে থাকে বীরত্ব সাহসিকতার আগুন। জাতিকে জাগিয়ে তোলার তুমুল বাসনা। আর আমাদের এই জাতীয় সংগীত শুনলেই একটা জাতিকে যুগের পর যুগ কতটা নির্লিপ্ত অসহায় করে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে সেটা স্পষ্ট হয়ে যায়।

যে জাতি তার স্বাধীনতার জন্য বারবার রক্ত দিয়েছে তাদের সংগীতে খাল বিল নদীর কথা না থেকে, থাকবে রক্ত দানের অসীম সাহসিকতার অনবদ্য ইতিহাস। থাকবে বারবার জেগে উঠার বিপ্লবী ঝংকার।
🆔Created by Qari sahidul islam ©️

06/09/2024

বর্তমান সমাজের একটা খুব বড় রোগ আমার চোখে খুব বাজে ভাবে ধরা পড়েছে! আমি চাচা হয়েছি প্রায় দুমাস হবে। প্রায় সময় ভাবী যখন আমার ভাতিজাকে কোলে দিতে আসলে আমার ভাতিজাকে উদ্দেশ্য করে বলতেন '''যাও তোমার বাবার কাছে,,, আমি বলতাম চাচা তো চাচা ই বাবা আবার কি? ভাবী কোন উত্তর না দিয়ে হু করে মানে সিলেটি ভাষায় যাকে বলে উকুন মেরে আমার কাছে দিয়ে চলে যেতেন। আরেকদিন ঠিক একই কথা বলে ভাতিজাকে কোলে দিতে আসলে আমি বললাম'''তোমাকে আমি কতদিন বলেছি চাঁচা চাঁচা ই হয় বাবা হতে যাবে কেনো? উত্তরে ভাবী বললেন কেনো তুমি কি বুড়ো হয়ে গেছো যে তোমাকে চাচা বলবে? বুড়ো মানুষকে চাচা সম্বোধন করে। আমি বললাম এগুলো আবার কি ধরনের কথা? বুড়ো জোয়ানের কি আছে?এসব আজেবাজে, অযৌক্তিক, হিন্দু সংস্কৃতিক কথা কোত্থেকে যে পাও ।আমি ওর চাচা সূতরাং ও বড়ো হয়ে আমাকে চাচা ই ডাকবে, তুমি এসব বাবা টাবা ডাকা শিখিও না। আমার আপন ভাগিনা কেও তার দাদী চাচাকে বাবা ডাকা শিখিয়ে ছিল। যখন ও কারো সামনে ওর চাচাকে বাবা বলে ডাকে। লোকজন খুব খারাপ ভাবে ।আর ওর চাচাকে জিজ্ঞেস করে, তুমি না ওর চাচা, তাহলে তোমাকে বাবা বলে ডাকে কেনো? চাচা বলে ছোট বেলা থেকেই এরকম ডেকে এসেছে এখন এভাবেই ডাকে। বাহির অঞ্চলের কথা জানি না তবে আমাদের এ দিকে এটি খুব ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মুসলমানদের পিতা ৩জন ১/হযরত আদম আঃ ২/হযরত ইব্রাহীম আঃ ৩/নিজ পিতা। উনারা ছাড়া আর কেউ না।
আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন প্লিজ 🙏
ধন্যবাদ।🌿☘️🥀

06/09/2024

Love is sweet 💖
Without Haram attraction 🧲
🌚

বাংলাদেশ 🇧🇩🫶🇵🇰 পাকিস্তানবাংলাদেশের বন্যার্তদের জন্য ২ লাখ ২৫ হাজার টাকা অনুদান দিয়েছেন বাংলাদেশে পড়ুয়া পাকিস্তানের স্টুড...
06/09/2024

বাংলাদেশ 🇧🇩🫶🇵🇰 পাকিস্তান
বাংলাদেশের বন্যার্তদের জন্য ২ লাখ ২৫ হাজার টাকা অনুদান দিয়েছেন বাংলাদেশে পড়ুয়া পাকিস্তানের স্টুডেন্টরা। প্রতিবেশী তথাকথিত বন্ধু রাষ্ট্র ভারত দিলো পানি, আর একাত্তরের চেতনার শত্রু পাকিস্তান দিলো ভালোবাসা, তফাৎটা এখানেই। ক্রিকেটে পাকিস্তান সাপোর্ট করা কখনোই ভুল সিদ্ধান্ত ছিলো না ❤️

06/09/2024

রাসূল সা: আ: বলেন ❤️বলো তো, যদি তোমাদের কারো বাড়ির সামনে একটি নদী থাকে, আর সে তাতে প্রত্যহ পাঁচবার গোসল করে, তাহলে কি তাঁর দেহে কোন ময়লা থাকবে? তারা বললেন, তাঁর দেহে কোনোরূপ ময়লা বাকি থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এ হলো পাঁচ ওয়াক্ত সালাতের উদহারণ। এর মাধ্যমে আল্লাহ্‌ তাআলা (বান্দার) গুনাহসমূহ মিটিয়ে দেন।
সহীহ বুখারী, ৫২৮ 🌿🌹❤️

05/09/2024

বিশ্ব রেকর্ড 🌍✅
পৃথিবীর সবচেয়ে বেশি বিক্রিত বইটি হলো
পবিত্র আল কোরআন 📖
"আলহামদুলিল্লাহ"
🌿

05/09/2024

এই মাত্র এক ভাইয়ের জানাযার নামাজ পড়ে আসলাম।😥 জানি না কখন জানি আমারও ওপারে যাওয়ার ডাক আসে!😢 মহান আল্লাহ তায়ালার কাছে আমার আকুল আবেদন 🤲 ডেকে নেবে যেদিন আমারে
তোমার প্রিয় করে নিও 😢
হায়াতের দিন ফুরালে
খাতেমা ঈমান মোরে দিও🤲
ও আল্লাহ কালেমা নাসিবে মোর দিও😢😢😢🤲।

04/09/2024

ভালো মানুষ ভেবে ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করেছিলাম।
স্টোরি দেখলে মনে হয় এদের পুরো মস্তিষ্ক বুঝি অশ্লীলতায় ভরা।
استغفر الله 😔

এগুলো আমার একটি প্রিয় বাগানের ফুল।একজন আমাকে গিফট করে বললো: ভাইয়া ! ফুলগুলো সুন্দর না?আমি বললাম: Nice 🌿Very very very ...
04/09/2024

এগুলো আমার একটি প্রিয় বাগানের ফুল।
একজন আমাকে গিফট করে বললো: ভাইয়া ! ফুলগুলো সুন্দর না?
আমি বললাম: Nice 🌿
Very very very beautiful 🌿🌹❣️

03/09/2024

স্বপ্নের শহর, রংপুর।❤️
My dreams town''''''Rangpor,,,
🌿🌹❤️

03/09/2024

সামান্য সময়ের পরিচয়,
নামটা হৃদয়ের মনিকোঠায় সংরক্ষিত হয়ে আছে। কথাগুলো যেন অন্তরে গেঁথে আছে।
🌿

03/09/2024

∙──༅༎﷽༎༅──∙
❝মাঝ রাতে যদি হঠাৎ ঘুম ভেঙ্গে যায়,তাহলে ভেবে নিও❞
❝আল্লাহ তোমাকে তাহাজ্জুদ পড়ার ইশারা করেছেন❞!🌿🌹❣️

03/09/2024

সকল জায়গার পানি বসে পান করা তার আদব🌿 কিন্তু এক জায়গার পানি দাঁড়িয়ে পান করা সুন্নাহ🌿❣️ এবং একটি মাত্র নির্দিষ্ট স্থানেই তা পান করতে হয়। এখন বলুন! কোন সেই এবং তা কোথায় পান করতে হয়????

03/09/2024

পাকিস্তানে যেতে ভিসা লাগবে না বাংলাদেশিদের।
🇧🇩 🤝 🇵🇰

02/09/2024

আসছে আগামী
১৬ সেপ্টেম্বর, রোজ সোমবার প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর
জন্মদিন 🌹
আলহামদুলিল্লাহ 🤲♥️

02/09/2024

█▓▒F░O░L░L░O░W▒▓
┊┊┊▕▔╲▂▂▂╱▔▏
╭━━╮╭┈╮⠀╭┈╮╭━━╮
╰╰╰┃▏╭╮⠀╭╮▕┃╯╯╯
┈┃⠀┃▏┈┈▅┈┈▕┃⠀┃
┈┃⠀┃▏┈╰┻╯┈▕┃⠀┃
┈┃⠀╰█▓▒░M░E░▒▓█

01/09/2024

বাঙালি চেনার ২০ টি সাধারণ পদ্ধতিঃ-

০১. চা খাবে টোস্ট, বিস্কুট ডুবিয়ে।
০২. বেডের তলায় সারিসারি পুরনো পেপার ঢুকিয়ে রাখবে।
০৩. টয়লেটের ফ্লোরে পেশাব করে দেবে।
০৪. স্ত্রী ঘুমাবে দেয়ালের দিকটায় ঘেঁষে।
০৫. ঝাড়ু থাকবে দরজার পেছনে।
০৬. একজন ধনী হয়ে উঠলে, অন্যরা বলবে- নিশ্চয়ই সুদ/ঘুস/চুরির টাকা।
০৭. কেউ বুড়ো হতেই, অন্যরা অবাক হবে─ এখনো বাঁইচা আছে!
০৮. গোসল করলে, একে-একে জিজ্ঞেস করতে থাকবে─ কোথাও যাচ্ছ নাকি?
০৯. অতিথিদের জন্য থালাবাটি, কাপ, চামচ আলাদা করে তুলে রাখবে।
১০. মাংসের টুকরা গুনে রাখবে।
১১. এদের স্বাভাবিক মৃত্যু নেই, সব মৃত্যুতেই কারণ খুঁজবে, কারণ না-পেলে সমস্বরে বলবে─ সব আল্লার ইচ্ছা।
১২. এটিএম থেকে টাকা তুলে আবারও গুনবে, কারও উপরেই বিশ্বাস নেই।
১৩. কেউ সুন্দর মেয়ে বিয়ে করলেই, অন্যরা কানাঘুষা করবে─ চইদ্দ লম্বর মাইয়া। বাঙালি আজন্ম পরশ্রীকাতর।
১৪. মাছ, মাংসের বিশেষ কিছু অংশ স্বামীর জন্য আলাদা করে রাখবে, যেমন─ মাছের মাথা, মুরগির রান।
১৫. কাদায় হাঁটার সময় জুতো খুলে হাতে ঝোলাবে, তারপরও এঁকেবেঁকে চলবে যেন জুতোয় কাদা না-লাগে।
১৬. ঈদে,পূজায় নতুন কাপড় কিনবে, তারপর সারাবছর আফসোস করবে─ টাকাপয়সা নাই।
১৭. মাইক্রোফোন হাতে পেলে পয়লা একটা বিকট ফুঁ দিয়ে দেবে, তারপর আঙুল দিয়ে ঠুস করে একটা টোকা মারবে, ঠিক আছে কিনা পরীক্ষা-নিরীক্ষা। যদিও, যার হাত থেকে মাইক্রোফোনটি পেয়েছে, সে এতোক্ষণ ঠিকই কথা বলছিল ওটা দিয়ে।
১৮. অতিথি আসার সম্ভাবনা থাকলে পুরো ঘরবাড়ি, উঠান, এমনকি ছাদও, ঝাড়ু দিয়ে দিবে।
১৯. ওয়ান-ওয়ে রাস্তা পার হওয়ার সময়ও ডানে আর বামে চোখ ঘুরিয়েফিরিয়ে তাকাবে।
২০. পান করা শেষে খালি বোতলটি সযত্নে রেখে দিবে, ভবিষ্যতে ব্যবহারের জন্য।

*বোনাস: √বাসের মধ্যে কোনো বিদেশীর পাশে বসতে পারলে, না-নামা পর্যন্ত গর্বে বুকটা ঢোলের মতো ফুলিয়ে রাখবে।
√ আইসক্রিম খাওয়ার পরে সেই বক্সে রসুন ও মরিচ বাটা রাখবে
√কাপড় ধোয়ার পরে কাপড় চিপে সেই পানি পায়ে দিবে
√ বিমানে আসা যাওয়ার সময় বিমান বালারা যে কম্বল বালিশ দেয় এগুলো ব্যাগে ভরে নেয় -- অ-নে-ক টাকা দিয়ে টিকিট কেনা তাই

বাহ্ আপনার মনযোগের প্রশংসা করতে হয় তো।
এতক্ষণ যাবৎ মনযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ 👍

29/08/2024

অনেকেই মজা করে পুরনো ছবিতে কমেন্ট করে সেগুলো আবার নিউজফিডে নিয়ে আসছেন। এটা খারাপ কিছু নয় যদিও সিনিয়র জুনিয়রের সীমাবদ্ধতা মাথায় রাখা জরুরি। তবে কাজটা আপনারা ভুল সময়ে করছেন। বন্যার আপডেট জানার জন্য নিউজফিড স্ক্রল করি, কিন্তু নিউজফিড ভরা অনেকের পুরনো ছবি। যা শুধুমাত্র ফান করেই করা হচ্ছে। সময়জ্ঞান খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এমন ফান এই মুহূর্তে কতটা মানায় তা আরেকবার ভেবে দেখা দরকার।

29/08/2024

এয়ারটেল ও রবি সিম ইউজারদের জন্য দুর্দান্ত সুখবর
*২১২*১ #ডায়াল করে পেয়ে যান!
২৫০ এমবি ও ২০ মিনিট একদম ফ্রি
go your phone apps and dial the code fast 🙂

28/08/2024

আমি ৯০ এর দশক বলছি
তখন ১ টাকায় ৪টা চকলেট 🍬পাওয়া যেতো। হসপিটালে গেলে ফ্রি ফ্রি চুলকানির ওষুধ পাওয়া যেত। ব্রিজের উপর থেকে ঝাপ দিলে ঘন্টা দুয়েক পর নাকের নিচে কাদার গোফ পাওয়া যেত। কিন্তু হাজার খুঁজলেও এখনকার মত পকেট ভর্তি ইয়াবা আর ফোন ভর্তি পর্ণ পাওয়া যেত না। ও হ্যা, আমরা মাছ ধরতাম। ঠ্যালা জাল চেনো? তিনকোণা নীল রঙা জাল। তখন পুটি মাছ🐟 পেয়ে যেন ইলিশের আনন্দ নিতাম।

সন্ধ্যে হওয়ার আগেই বাসাই ফিরতে হত রোজ হারিকেন 💡টা মুছে তৈল দিয়ে জ্বালিয়ে দেওয়ার দ্বায়িত্ব টা আমার উপর ছিল,একসাথে চাটায়ে বসে পড়তে বসতাম ভাই বোন মিলে, , আর সন্ধ্যায় যখন আশেপাশে কেউ থাকতো না, তখন বইয়ের ভেতরের ময়ূর বের করে মাপতাম। এরপর তাকে চকের গুঁড়ো খেতে দিয়ে আবার যথাস্থানে রেখে দিতাম। আমরা ভাবতাম ময়ূর বড় হয়। যার কাছে যত ময়ূর তাকে ততো সমীহ করে চলতাম যদি সে দয়া করে একটা ময়ূরের বাচ্চক দেয়! এভাবেই আমাদের গল্পে ময়ূর আর চকের গুঁড়ো মিশে আছে যার গন্ধ আমরা এখনো পাই প্রতিটা বইয়ের পাতায়। তোমরা যখন চিনি দেখলে কোকেন বলে মনে কর, আমরা ৯০ এর দশকের ছেলেরা প্রথমে তাকে চকের গুঁড়ো ভাবি। এটাই আমাদের সরলতা। রাত পেরিয়ে সকাল হলে দল বেধে যাইতাম মক্তবে কোরআন শিক্ষা টা যতাযত ভাবে নিতে ,,, দিন হলে বা দিন পেরিয়ে সন্ধ্যা হলে আমরা পলিথিন জোগাড় করতাম। আগুন জ্বালাবার জন্য। মা বলতো উলের সোয়েটারে নাকি আগুন লাগে তাই সোয়েটার খুলে আমরা আগুনের কাছে যেতাম। আগুনের ভেতর থেকে হাত পা ঘুরিয়ে আনা আর সুচ 📌দিয়ে আঙুল এর চামড়া ফুটো করে গেথে রাখা ছিল তৎকালীন সময়ে স্মার্টনেসের সর্বোচ্চ নিদর্শন। আগুন জ্বালালে তাতে নষ্ট কলম ✏️পোড়ানো ছিল ট্রেন্ড। এই জেনারেশন কখনওই জানবে না পলিথিন আর কলম পোড়ার গন্ধ, কিভাবে চামড়ায় সুচ আটকে রাখা যায় তা তারা শিখে নিতে পারবে কিন্তু রোমাঞ্চকর কোন অনুভূতি পাবেনা। কারণ তারা এখন রোমাঞ্চ পায় ইরোটিক ক্লিপ আর সবজী লাল পানি খাওয়াতেই।

আমরা দেখেছি কিভাবে কেরোসিন আনার জন্য কাচের স্প্রাইটের বোতলের মাথায় দড়ি বাধা হতো। আস্তে আস্তে কিভাবে দড়ি কালো হয়ে যেত আর বোতলের গায়ে ময়লার আবরণ পড়তো।ডাংগুলি খেলা তো এখনকার জেনারেশন চিনে কিনা সন্দেহ আছে,, কত যে রোমাঞ্চকর ছিল পরিবেশ টা জায়গাই জায়গাই, মারবেল খেলা,সিগারেটের পেকেট এর নকল টাকা দিয়ে কত রকম যে খেলা ছিল,,, ২০০০ সাল কখনওই জানবে না ষ্টোভ নেভানোর পর কেরোসিন পুড়ে কেমন সুঘ্রাণ বের হয়, সন্ধ্যাবেলায় প্রতিটা বাড়ি থেকে কিভাবে এক এক্কে এক, দুই এক্কে দুই পড়ার আওয়াজ ব্যাঙ এর ঘেঙর ঘেঙরকে হার মানায়, এরা কখনওই ধারাপাত বই চিনবে না। এরা জানে ইউটিউবের টিউটোরিয়াল, সারাদিনের স্কুলে পরে থাকা মোজার গন্ধ আর বিদেশী রাইটারের বই।


সময় পাল্টেছে, আমি যুগের দোষ দেবোনা, সময়ের দোষ দেব না, এই জেনারেশনের দোষ দেব না। দোষ দেব আমাদের, 😒দোষ দেব এই ৯০ এর দশককে। কেন তারা এত সুন্দর ছিল যে পরবর্তী দিনগুলোকে তাদের ধারে কাছেও আসতে দিল না? সেই দিনগুলো ফেসবুক ইউটিউবে বন্দী ছিল না তাই আমাদের শৈশব কেটেছে মাঠেঘাটে, হাওড় বাওড়ে, আগুনে পানিতে, 💦জলাজঙ্গলে🌳তোমরা তোমাদের গেম অফ থ্রোনস, ইউটিউব আর ফেসবুক দিয়ে আমাদের ম্যাকগাইভার, আলিফ লায়লা 📺আর নতুন কুঁড়িকে চাপা দিতে পারবা কখনো? কি মনে হয়? পারবা?


"আমি ৯০ এর দশক বলছি"

লেখাটি ভালো লাগলে শেয়ার দিয়ে সাথে থাকুন!ধন্যবাদ
#সংগৃহীত

27/08/2024

একেই বলে গণতন্ত্র (Democracy)❗
কোন এক হোস্টেলে ১০০ জন ছাত্র ছিল। তাদের টিফিনে প্রতিদিন "সিঙ্গাড়া" দেওয়া হত। কিন্তু ১০০ জনের মধ্যে ৮০ জনই প্রতিদিন এই একই খাবার খেতে চাইতো না। তারা টিফিনে অন্য কিছু খাবারের জন্য হোস্টেল সুপারের কাছে আবেদন জানালো। কিন্তু বাকি ২০ জন প্রতিদিন সিঙ্গাড়াই খেতে চাইলো।।

অবশেষে হোস্টেল সুপার ভোটের ব্যবস্থা করলেন এবং বললেন, যে খাবার সর্বাধিক ভোট পাবে সেই খাবারই প্রতিদিন টিফিনে দেওয়া হবে।।

ভোটে দেখা গেলো, ওই ২০ জন ছাত্র প্রতিদিন সিঙ্গাড়ার পক্ষেই ভোট দিয়েছে।

বাকি ৮০ জন ভোট দিয়েছে ঠিক এভাবে -
ডালপুরি - ১৮ জন,
পরোটা ও সবজি - ১৬ জন,
রুটি ও ছোলার ডাল - ১৩ জন,
মাখন পাউরুটি - ১১ জন,
নুডুলস্ - ১০ জন,
ভেজিটেবল রোল - ৭ জন,
এগটোস্ট - ৫ জন,

ফলাফল, সেই সিঙ্গাড়া সর্বাধিক ভোট পাওয়ায় টিফিনে প্রতিদিন সিঙ্গাড়া দেওয়াই চলতে লাগলো...!

¤ মরাল অফ দ‍্য স্টোরী হ'ল -
যতদিন ৮০ শতাংশ মানুষ নিজেদের স্বার্থপরতা নিয়ে দ্বিধাবিভক্ত থাকবে, ততদিন ২০ শতাংশ মানুষই তাদের শাসন করবে। 💯(Collected)

ভালো লাগলে পোস্ট টা শেয়ার করে দিন ।

~𝐁𝐞𝐚𝐮𝐭𝐲 𝐢𝐬 𝐧𝐨𝐭 𝐢𝐦𝐩𝐨𝐫𝐭𝐞𝐧𝐭 🥀 🦋🦋_𝐁𝐮𝐭 ,,, 𝐁𝐞𝐚𝐮𝐭𝐢𝐟𝐮𝐥 𝐡𝐞𝐚𝐫𝐭 𝐢𝐬 𝐦𝐨𝐬𝐭 𝐢𝐦𝐩𝐨𝐫𝐭𝐚𝐧𝐭✓🥀🌺_সৌন্দর্য্য জরুরী নয়,কিন্তু সুন্দর হৃদয় সবচে...
26/08/2024

~𝐁𝐞𝐚𝐮𝐭𝐲 𝐢𝐬 𝐧𝐨𝐭 𝐢𝐦𝐩𝐨𝐫𝐭𝐞𝐧𝐭 🥀 🦋🦋_𝐁𝐮𝐭 ,,, 𝐁𝐞𝐚𝐮𝐭𝐢𝐟𝐮𝐥 𝐡𝐞𝐚𝐫𝐭 𝐢𝐬 𝐦𝐨𝐬𝐭 𝐢𝐦𝐩𝐨𝐫𝐭𝐚𝐧𝐭✓🥀🌺
_সৌন্দর্য্য জরুরী নয়,কিন্তু সুন্দর হৃদয় সবচেয়ে গুরুত্বপূর্ণ シ︎🦋🦋🥰💖

25/08/2024

পড়ালেখায় দ্রুত উন্নতি করার ১০টি কার্যকরী টিপস!

১। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠুন। ফলে আপনি অন্যদের থেকে বেশি সময় পাবেন পড়াশোনার জন্য।

২। প্রতিদিন নতুন নতুন কিছু না কিছু শিখুন। এটি আপনাকে অন্যদের চেয়ে দিন দিন এগিয়ে নিয়ে যাবে।

৩। আগামীকাল কী পড়বেন তা আগের দিন প্ল্যান করে আলাদা খাতায় লিখে রাখুন এবং পরের দিন সেই প্ল্যান অনুযায়ী পড়ুন। ভাগ ভাগ করে পড়লে পড়তে ভালো লাগবে।
(খাতার নাম দিতে পারেন "স্টাডি প্ল্যান খাতা")

৪। প্রতি সপ্তাহ ও মাসে কোন কোন সাবজেক্ট বা বই শেষ করবেন তা প্ল্যান করে খাতায় লিখে রাখুন। এতে করে দ্রুত কোনো বই বা সাবজেক্ট শেষ করতে পারবেন।

৫। কঠিন বিষয়গুলো প্রতিদিন অল্প অল্প করে পড়ুন এবং লিখে লিখে হালকা শব্দ করে পড়ার চেষ্টা করুন। এতে করে কঠিন বিষয়গুলো খুব ভালো করে শেখা হবে এবং বেশি দিন মনে থাকবে।

৬। যে কোনো বিষয়ে কন্সেপ্ট ক্লিয়ার করে পড়ুন। নিজে নিজে না বুঝলে অন্যের সাহায্য নিন। না বুঝে কোনো কিছু মুখস্থ করবেন না এবং পড়ার সময় পূর্ণ মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করুন।

৭। মোবাইল, ইন্টারনেট, ফেইসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ইউটিউব, ইমোতে কম সময় ব্যয় করুন। এতে করে আপনার পড়ায় বেশি সময় দিতে পারবেন।

৮। অযথা আড্ডা বা ঘুরাফেরা করে সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। এতে করে আপনার মাথায় খারাপ ও অনর্থক চিন্তা কম আসবে এবং বেশি করে পড়ার সুযোগ পাবেন।

৯। প্রতিদিন আপনার স্বপ্নটাকে অন্তত সকাল, বিকাল, রাতে ঘুমানোর আগে একবার করে স্মরণ করুন। প্রয়োজনে আপনার স্বপ্নটিকে পড়ার টেবিলে উপর লিখে রাখতে পারেন। যেমন- " আমি ডাক্তার হবো, "আমি শিক্ষক হবো"। এটি আপনাকে বেশি বেশি পড়তে উৎসাহ জোগাবে।

১০। নেতিবাচক চিন্তাশীল মানুষদের পরিহার করে চলুন এবং যতটুকু সম্ভব ইতিবাচক চিন্তাশীল মানুষদের সংস্পর্শে থাকার চেষ্টা করুন। এর ফলে করে আপনার ভিতরে ভালো কিছু করার অনুপ্রেরণা জাগবে।

কখনো হতাশ হবেন না। খারাপ সময়ে ধৈর্য ধারণ করে লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম করে যান। ভালো ফল পাবেন।

©

Address

Jagannathpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Qari Sahidul Islam 07 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Jagannathpur

Show All