Obaydullah official BD

Obaydullah official BD আসসালামুয়ালাইকুম 👤
আমার পেজে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ 🥰
আশা করি তোমাদের মনে আমার জন্য একটু জায়গা হবে🌹

মসজিদে জুমার বয়ানে সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান দেওয়ায় এক ইমামকে চাকরি ছাড়তে বলা হয়েছে। এমন অভিযোগ করে থানায় লিখিত অভিযোগ দেও...
27/12/2024

মসজিদে জুমার বয়ানে সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান দেওয়ায় এক ইমামকে চাকরি ছাড়তে বলা হয়েছে। এমন অভিযোগ করে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ভুক্তভোগী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চর দুঃখিয়া পূর্ব ইউনিয়নের আলোনিয়া গ্রামের বাইতুল মামুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল আওয়াল।

27/12/2024

বাইকের পেছনে ছিল স্ত্রী আর সাত বছরের সন্তান।

মাওয়া টোল প্লাজায় টাকা দেওয়ার সময় সন্তান বাবার কাছে আবদার করে, ‘বাবা আমি টাকা দিবো।’

বাবা সন্তানের হাতে টাকা দেয়!

ঠিক তখনই পেছন থেকে ছুটে আসা দ্রুত গতির বাস সবকিছু স্তব্ধ করে দেয়।

কাকতালীয় ভাবে ঐ বাবা বেঁচে গেলেও, তার চোখের সামনে মারা যায় স্ত্রী আর সন্তান।

ভদ্রলোক ঘটনার বিবরণ দিতে গিয়ে থেমে থেমে বললেন,

‘আমি তাকিয়ে দেখি আমার সন্তানের মাথার উপর দিয়ে বাসের চাকা চলে গেছে। আমার সন্তানের চোখ বেরিয়ে এসেছে , আর আমার বিবিকে চাকার সাথে বিঁধে টেনে নিয়ে গেছে।’

- সংগৃহীত

মিজানুর রহমান আজহারী মাহফিল পেকুয়া কক্সবাজার এ যেন ক্যামেরার ফ্যাক্টরি..!😮আলহামদুলিল্লাহ ❤️🩷
27/12/2024

মিজানুর রহমান আজহারী মাহফিল পেকুয়া কক্সবাজার এ যেন ক্যামেরার ফ্যাক্টরি..!😮
আলহামদুলিল্লাহ ❤️🩷

গ্রামবাংলার একটি সাধারণ, কিন্তু মধুর অভিজ্ঞতা হলো বরশি দিয়ে মাছ ধরা। বিশেষ করে পুটিমাছ ধরার মজাই আলাদা। পুকুরের পাড়ে বসে...
27/12/2024

গ্রামবাংলার একটি সাধারণ, কিন্তু মধুর অভিজ্ঞতা হলো বরশি দিয়ে মাছ ধরা। বিশেষ করে পুটিমাছ ধরার মজাই আলাদা। পুকুরের পাড়ে বসে বরশি ফেলে মাছ ধরার সময় যেন প্রকৃতির সাথে মানুষের এক গভীর মিতালী তৈরি হয়।

বরশি হাতে নিয়ে পুকুর বা খালের ধারে বসা, মাছ ধরার জন্য উপযুক্ত টোপ বানানো, আর বরশির সুতো পানিতে ফেলার মুহূর্তটি সত্যিই রোমাঞ্চকর। অপেক্ষার সেই সময়টুকু ধৈর্য ও আনন্দে ভরা। পুটিমাছের ছোট ছোট টান অনুভব করা এবং ঠিক সময় বরশি টেনে তুলে আনার দক্ষতা দেখানো গ্রামের জীবনের এক অনন্য আনন্দ।

পুটিমাছ সাধারণত ছোট আকারের হয়, কিন্তু এটি ধরার চ্যালেঞ্জ বেশ মজার। শিশু থেকে বৃদ্ধ, সবাই এই কাজে সমান আগ্রহী। বিশেষ করে বর্ষাকালে কিংবা শীতের সকালে, যখন পানির ধারে কুয়াশা ভেসে থাকে, তখন বরশি দিয়ে মাছ ধরা এক অসাধারণ অভিজ্ঞতা।

মাছ ধরার এই সময়টুকু শুধু শিকারই নয়, বরং এটি একটি মানসিক শান্তি এনে দেয়। চারপাশে প্রকৃতির সৌন্দর্য, পাখির ডাক, এবং পানির মৃদু ঢেউ যেন মনকে প্রশান্ত করে। পুটিমাছ ধরা শেষে যখন মাছগুলো বাড়িতে নিয়ে যাওয়া হয়, তখন রান্নাঘরে সেগুলো দিয়ে তৈরি হয় সুস্বাদু পদ।

বরশি দিয়ে মাছ ধরা শুধু গ্রামের ঐতিহ্য নয়, এটি এক ধরনের সামাজিক ও পারিবারিক সম্পর্কের প্রতীকও। গ্রামের ছোট্ট শিশুদের শেখানো হয় কীভাবে ধৈর্য ও কৌশল দিয়ে সফল হওয়া যায়।

#বরশি #মাছধরা #গ্রামীণজীবন #পুটিমাছ #প্রকৃতিরসৌন্দর্য

কেমন দে'শ'দ্রো'হী ওরা? ওদের কি এইদেশ, এই মাটি, এই জনপদ, এই জনগোষ্ঠীদের প্রতি একটুও অনুভূতি নেই? এরা এদেশের আলো বাতাসে থে...
26/12/2024

কেমন দে'শ'দ্রো'হী ওরা? ওদের কি এইদেশ, এই মাটি, এই জনপদ, এই জনগোষ্ঠীদের প্রতি একটুও অনুভূতি নেই?

এরা এদেশের আলো বাতাসে থেকে পারপাস সার্ভ করে ভিন্ন দেশের!

২৪ এর যুদ্ধের গাজীদের জন্য স্যালুট ও প্রাণভরা দোয়া।
25/12/2024

২৪ এর যুদ্ধের গাজীদের জন্য স্যালুট ও প্রাণভরা দোয়া।

21/12/2024

আগের দিনে বড়লোকরা টাকা দিয়ে নর্তকী নাচ দেখতো আর এখন আর টাকা দিয়ে নাচ দেখতে হয়না টিকটকে ধনীর দুলালীরা ফ্রি নাচ দেখায় 🤟👇

ঢাকার যাত্রাবাড়ী ফ্লাইওভারের উপরে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যুর ঘটনায় দুই ‘ছিনতাইকারীকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।
21/12/2024

ঢাকার যাত্রাবাড়ী ফ্লাইওভারের উপরে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যুর ঘটনায় দুই ‘ছিনতাইকারীকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।

বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৭ জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বু...
19/12/2024

বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৭ জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১৮ ডিসেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

নিজের জীবন নিয়ে পালিয়ে যাওয়া বুড়ি এখন ব্যাপক জনদরদী 😁
19/12/2024

নিজের জীবন নিয়ে পালিয়ে যাওয়া বুড়ি এখন ব্যাপক জনদরদী 😁

অবশেষে হাতে পেলাম RAB 11 এর সেই সেলের ছবি,  যে সেলে আমাকে গুম রাখা হয়েছিলো প্রথমদিন আর শেষদিন।বাকি পাঁচ ছয়দিন, এর চাইতে ...
15/12/2024

অবশেষে হাতে পেলাম RAB 11 এর সেই সেলের ছবি, যে সেলে আমাকে গুম রাখা হয়েছিলো প্রথমদিন আর শেষদিন।

বাকি পাঁচ ছয়দিন, এর চাইতে ভয়ঙ্কর সেলে ছিলাম। ঐগুলো এখনো পাইনাই। অচিরেই উম্মোচন হবে সেগুলারও। ইন শা আল্লাহ।

ঐ বোতলটা দিয়ে টয়লেটের পাশের কল থেকে নিয়ে পানি খেতে হতো।

ঐখানেই খাওয়া, ঐখানেই টয়লেট , ঐখানেই ঘুম, ঐখানেই নামাজ, কোরআন তিলওয়াত, জিকির। আর ক্রসফায়ারে পড়ার আতঙ্ক। ফিরে না আসার আতঙ্ক।

এর চাইতে নিকৃষ্ট কাজ তারা কি করেছিলো জানেন?
ঠিক সেল বরাবার CCTV Camera বসিয়ে দিয়েছিলো।
টয়লেটও ঠিকমতো করতে পারতাম না।

আহ মনে পড়লেই ট্রমা কাজ করে।
©মাসরুর আনোয়ার চৌধুরী।

সবাই এই শীতে বিয়ে করতেছে...! আমি কেন করতে পারি না...! 🤣🤣@হাইটলাইটFoFollow to Folow
11/12/2024

সবাই এই শীতে বিয়ে করতেছে...!
আমি কেন করতে পারি না...! 🤣🤣
@হাইটলাইট
FoFollow to Folow

03/12/2024

সাংবাদিক নামের কলঙ্ক মুন্নী সাহা যেভাবে গ্রেফতার হয়।

03/12/2024

মুন্নী বদনাম হুই ডারলিং তেরে লিয়ে 😁

03/12/2024

দাদারা কান্না করতেছে বাংলাদেশী পর্যটকদের জন্য 😁

03/12/2024

রাজধানীর ধানমন্ডিতে নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের "দৌড় মিছিল"!

মতি-মহফুজ আর আইন উপদেষ্টার সঙ্গে বিশেষ খাতিরের কারণে অসুস্থতা ও জামিন নেওয়ার শর্তে মুন্নী সাহাকে ছেড়ে দেওয়া হয়েছে!
03/12/2024

মতি-মহফুজ আর আইন উপদেষ্টার সঙ্গে বিশেষ খাতিরের কারণে অসুস্থতা ও জামিন নেওয়ার শর্তে মুন্নী সাহাকে ছেড়ে দেওয়া হয়েছে!

03/12/2024

রাতের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ❤️🇧🇩🔥

Address

Mymensingh
Iswarganj
1234

Telephone

+8801849322509

Website

Alerts

Be the first to know and let us send you an email when Obaydullah official BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Obaydullah official BD:

Videos

Share