Bird's Lover Toha

Bird's Lover Toha Follow my page to keep your mind fresh. sponsord by Bird's Lover Toha

23/09/2024

আমার এই পেইজটাতে একটু সময় দিচ্ছে আমার আম্মু
আর আমি সময় পাচ্ছি না তাই

Do you love Bird?
28/08/2024

Do you love Bird?

14/08/2024

কিউট বেবী বার্ড 💟💟

28/07/2024

সবাই বোকামি করতেছেন। পুরোপুরি ভাবে নেটওয়ার্ক আসার কথা ছিলো আগামী রবিবারে। সেখানে হঠাৎ সারা দেশে ওয়াই-ফাই দেওয়া হলো। কিন্তু ভিপিএন ছাড়া কিছু ইউজ করা যাচ্ছে না।

এর পিছনে কি কোনো কারণ নাই? আপনাদের একটিভিটিস কেমন হতে পারে তা দেখার জন্য নেটওয়ার্ক দিছে আর আপনারা খুব সুন্দর একটিভিটিস দেখাচ্ছেন। ধৈর্য ধরেন এতদিন যেভাবে ধরে ছিলেন।

15/07/2024

আমার পাখিদের সদস্যদের মধ্যে এমন একটা ঘাড় ত্যাড়া আছে

টপিক - পালকের উজ্জ্বলতা পাখির শরীরে বিভিন্ন পরিবর্তনের মধ্যে মল্টিং বা পশম বদলিয়ে নতুন পশম গজানো অন্যতম একটা বিষয়। সাধার...
10/07/2024

টপিক - পালকের উজ্জ্বলতা

পাখির শরীরে বিভিন্ন পরিবর্তনের মধ্যে মল্টিং বা পশম বদলিয়ে নতুন পশম গজানো অন্যতম একটা বিষয়। সাধারণত বছরে ২ বার করে পাখির মল্টিং হয়। এসময় পুরানো পশম শরীর থেকে ঝড়ে যেয়ে নতুন পশম গজায়। যার ফলে পাখির শরীরে উজ্জ্বলতা ফিরে আসে।

মল্টিং এর সময় পাখির শরীরে ক্যালসিয়াম, ভিটামিনের ঘাটতি দেখা দেয়। যার ফলে তাদেরকে তখন ভিটামিন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ ফল বা সবজি দিতে হয়।
মল্টিং এর সময় পাখির শরীরে ব্যথা থাকে এজন্য তখন পাখিকে না ধরায় শ্রেয়।

মল্টিং এর সময় পাখিকে ছোলা/গম/ ভুট্টা রাতে ভিজিয়ে সকালে দিতে হবে এবং সিডমিক্সের পাশাপাশি এগফুড বা ফল বা সবজি দিতে হবে প্রতিদিন।

পাখিকে প্রতিদিন গোসলের ব্যবস্থা করে দিতে হবে। এক্ষেত্রে খাচাতে পানির পাত্র দিতে হবে,পাখি নিজে থেকে গোসল করবে। নিজে থেকে গোসল না করলে স্প্রে করে গোসল করিয়ে দিতে হবে।
১০ দিনে একদিন নিমপাতা সেদ্ধ পানি ঠান্ডা করে পাখিকে গোসল দেয়া পাখির শরীরের জন্য অধিক উপকারী

অনেক পাখির শরীর ছোট থেকেই উজ্জ্বলতা কম হয়। সেসকল পাখির শরীরে পুষ্টির যোগান এবং পালক উজ্জ্বল করতে জিংক মেডিসিন টা ব্যবহার করতে পারেন। ১ লিটার পানিতে ৪/৫ ফোটা। ৬ ঘন্টা পর ফ্রেশ পানি দিবেন।

08/07/2024

আমার এই পেইজটা শুধুমাত্র পাখি বিষয়ক কর্মকাণ্ডের জন্য, যারা পাখি নিয়ে কাজ করেন না, বা পাখি সম্পর্কে ধারণা নেই তারা ও পেইজ টার সাথে থাকতে পারেন। অনেক কিছু জানতে পারবেন

শুভরাত্রি
04/07/2024

শুভরাত্রি

02/07/2024

পৃথিবীর সুন্দর দৃশ্যর মধ্যে অন্যতম একটি সুন্দর দৃশ্য হলো পাখি

Nothing to say, Hummingbird lovers
02/07/2024

Nothing to say, Hummingbird lovers

★★★ এলোপ্যাথিক ব্রিডিং কোর্স... পাখির ব্রিডিং কোর্স :১। শুরুতে Rena B+ C / Premix B+C  ১ গ্রাম হাফ লিটার পানিতে মিশিয়ে ৭...
02/07/2024

★★★ এলোপ্যাথিক ব্রিডিং কোর্স...

পাখির ব্রিডিং কোর্স :

১। শুরুতে Rena B+ C / Premix B+C ১ গ্রাম হাফ লিটার পানিতে মিশিয়ে ৭ দিন দিবেন। ঔ*ষধ মিশ্রিত পানি ৫-৬ ঘন্টার মধ্যে ফেলে ফ্রেশ পানি দিবেন।
( এতে রয়েছে Vit-C ফলে ডিমের ভিতরে বাচ্চা মা*রা যাওয়ার হার অনেক কমে যাবে)

২। এরপর সকালে Calplex 1 ml হাফ লিটার পানিতে মিশিয়ে ৬ ঘন্টা রাখবেন ৬ ঘন্টা পরে Calplex মিশ্রিত পানি ফেলে দিয়ে একই দিনে Zis vet 1 ml হাফ লিটার পানিতে মিশিয়ে ৬ ঘন্টার জন্য পাখিকে দিবেন, এভাবে ৭ দিন দিবেন।

৩। এরপর AD3E হাফ লিটার পানিতে 1 ml মিশিয়ে ৭দিন দিবেন।
ঔষ*ধ মিশ্রিত পানি ৬ ঘন্টা পর ফেলে দিয়ে ফ্রেশ পানি দিবেন।

৪। PB- ferti হাফ লিটার পানিতে 1 ml মিশিয়ে ৫ দিন দিবেন। ঔ*ষধ মিশ্রিত পানি ৬ ঘন্টা পরে ফেলে দিয়ে ফ্রেশ পানি দিবেন।

৫। এরপর Boostbryd N হাফ লিটার পানিতে 1 ml মিশিয়ে ৫ দিন দিবেন। ঔ*ষধ মিশ্রিত পানি ৬ ঘন্টা পর ফেলে দিয়ে ফ্রেশ পানি দিবেন।

৬। শেষ ডিম পারার ১৪ দিন পর Amodis সিরাপ হাফ লিটার পানিতে 1 ml মিশিয়ে ৭ দিন দিবেন। তাহলে আর ক্যাংকার এর কারণে বাচ্চা মা*রা যাবে না।

৭। বাচ্চার বয়স ১৫ দিন হলে সকালে Zis vet 1 ml হাফ লিটার পানিতে মিশিয়ে পাখিকে দিবেন ৬ ঘন্টা পরে Zis vet মিশ্রিত পানি ফেলে দিয়ে একই দিনে Calplex 1 ml হাফ লিটার পানিতে মিশিয়ে ৬ ঘন্টার জন্য দিবেন, এভাবে ৭ দিন দিবেন। এতে বাচ্চার পালকের গঠন ভালো হবে।

বি. দ্র : ঔ*ষধ মিশ্রিত পানি ৬ ঘন্টা পর ফেলে দিয়ে নতুন পানি দিবেন। প্রতিদিন নতুন করে ঔ*ষধের মিশ্রণ তৈরি করে পাখিকে দিবেন।
ভালো থাকুক সবার পাখি।

ডা. এম. এ মান্নান
এমবিবিএস (ডিএমসি)
প্রাক্তন সহকারী আবাসিক চিকিৎসক ও সার্জন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

পাখির জন্য অঙ্কুরিত বীজ বা স্প্রাউড তৈরির নিয়মঃ পার্টঃ০১= প্রথমে একটা হলকা সুঁতি কাপড় ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিবেন। ...
01/07/2024

পাখির জন্য অঙ্কুরিত বীজ বা স্প্রাউড তৈরির নিয়মঃ

পার্টঃ০১= প্রথমে একটা হলকা সুঁতি কাপড় ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিবেন। যেন কাপড়ে যেন ধুলা-ময়লা না থাকে।
পার্টঃ০২= এর পর আপনি চিনা,কাউন মানে বাজরিগার পাখি খায় এমন কোন বীজ নিবেন।
পার্টঃ০৩= অত্ত পর বীজ গুলি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিবেন যেন বীজ গুলিতে কোনো জীবানু বা কীটনাশক লেগে না থাকে, বা আপনি চাইলে বীজ গুলি ভালাভাবে ধুয়ে ৭-৮ ঘন্টা ভিজিয়ে ও রাখতে পারেন।
পার্টঃ০৪= এর পর সুঁতি কাপড় এর উপর বীজ গুলি হালকা ভেজা অবস্থায় ভালোভাবে বিছিয়ে দিবেন। এরপর কাপড় টি ভালোভাবে ভাস করবেন ।
পার্টঃ০৫= এরপর একটা পরিষ্কার কৌটা নিবেন কৌটার ভিতর ভাস করা কাপড় টি রেখে দিবেন। এখন যেহেতু গরম কাল তাই কৌটা টা হলকা ফাঁকা রেখে আপনি একটা উষ্ণ স্থানে রেখে দিবেন। বা আপনি চাইলে রৌদ্রে ও রাখতে পারেন। কিন্তু আপনি বীজ গুলি যেখানে-ই রাখেন না কেন খেয়াল রাখতে হবে যে বীজ গুলি যেন শুকিয়ে না যায়। এরপর এভাবে আপনি ৪৮-৫০ ঘন্টা রাখবেন। ৪৮-৫০ ঘন্টা পর বীজের অঙ্কুর বের হয়।
পার্টঃ০৬= অঙ্কুরিত বীজ বা স্প্রাউট পাখির খুব প্রিয় একটি খবার। এবং অন্যতম পুষ্টিকর একটি খাবার। বছরের ৩৬৫ দিন এটা পাখিকে পরিবেশন করতে পারলে ভালো। বাচ্চাদের অভ্যাস করানো গেলে এরা এটি মুর্হুতের মধ্যে এটি খেয়ে শেষ করে দিতে পারে। তবে পাখিকে সুস্থ সবল রাখতে আপনি পাখিকে এটি সপ্তাহে ৩-৪ দিনে খেতে দিবেন।
পার্টঃ০৭= যদি অঙ্কুরিত বীজ অতিরিক্ত বানান। তাহলে ভালো এয়ার টাইট জারে রেখে ফ্রিজে রেখে দিতে পারেন। ৫-৬ দিনের বেশি যাতে ফ্রিজে না রাখতে হয় সেজন্য সেইভাবে অতিরিক্ত অঙ্কুরিত বীজ প্রস্তুত রাখতে পারেন।

ধন্যবাদ!!!

30/06/2024
30/06/2024

আসসালামু আলাইকুম। আমার আগের ফেসটা ডিলিট হয়ে গেছে এডমিন। এখন পেস্টার আমার কাছে নেই আমি আর পেজটা পারছি না এই পেজটা সবাই একটু ফলো দিয়ে দিও

Address

Piyarakhali Jamtola
Ishurdi
6620

Alerts

Be the first to know and let us send you an email when Bird's Lover Toha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies