জীবন বাণী- Jibon Bani

জীবন বাণী- Jibon Bani 1M Follower

একটা মিষ্টি মিষ্টি গরু,পছন্দ করে না দুধ খাওয়া,বুঝে না কেন সবাই বলছে,"গরু, তুমি দুধ দাও না কেন?"একটা মুরগি, লাল হ্যাট পর...
12/12/2024

একটা মিষ্টি মিষ্টি গরু,
পছন্দ করে না দুধ খাওয়া,
বুঝে না কেন সবাই বলছে,
"গরু, তুমি দুধ দাও না কেন?"
একটা মুরগি, লাল হ্যাট পরে,
মাছের সঙ্গে পার্টি করে,
"এখন মিষ্টি কেক বানাব,
তুমি কেন আছো, হাঁসের জায়গায়?"
একটা কুকুর, হ্যাপি ফেসে,
তিনটে বুট পায়ে হাঁটে,
বলছে, "বুট পরতে কেমন লাগে,
এই পৃথিবীও এখন ফ্যাশন বোঝে!"
তবে, এক অদ্ভুত পাখি,
বিক্রি করছে স্যুপ,
বলছে, "তোমরা খাবে?
তবে অবশ্যই চামচটি দিয়ে খাও!"
এমন মজার সব প্রাণী,
হাসিয়ে দেয় সব দিনের ভার,
এদের জন্য জীবন,
যতই অদ্ভুত হোক, রঙিন!

শীতের স্পর্শে প্রকৃতি যেন নতুন সাজে সেজে ওঠে ❄️। সকালের কুয়াশার চাদরে ঢাকা গাছপালা 🌫️, জমির ওপরে জমে থাকা শিশিরবিন্দু 💧...
10/12/2024

শীতের স্পর্শে প্রকৃতি যেন নতুন সাজে সেজে ওঠে ❄️। সকালের কুয়াশার চাদরে ঢাকা গাছপালা 🌫️, জমির ওপরে জমে থাকা শিশিরবিন্দু 💧 যেন মুক্তার মতো ঝলমল করে ✨। ঠান্ডা হাওয়া গায়ে লাগলে মনটা চঞ্চল হয়ে ওঠে 🌬️💫। ঘরে গরম চা 🍵, কম্বলের উষ্ণতা 🛏️ আর খেজুরের রসের মিষ্টি স্বাদ 🍯 শীতের প্রকৃত আনন্দ এনে দেয় 🥰। শীত মানেই পিঠাপুলির উৎসব 🍥, আগুন জ্বালিয়ে আড্ডা 🔥 আর মাটির ঘ্রাণ মেশানো এক অনন্য আবেশ 🌍✨। শীত আমাদের শিখিয়ে দেয় প্রকৃতির সঙ্গে মিলেমিশে শান্তি খুঁজে নিতে ☃️💖।

10/12/2024

একদিন গরীব এক যুবক তার বন্ধুদের কাছে গিয়ে বলল,
“আমি যদি একদিন ধনী হই, তাহলে তোমরা আমাকে কি উপহার দিবে?” 🎁
বন্ধুরা হাসতে হাসতে বলল,
“তুমি যদি ধনী হও, তাহলে তো আমরা তোমাকে অনেক কিছুই দেব!
তুমি যা চাও, পাবে! আমাদের ভালোবাসা, বন্ধুত্ব, প্রিয়তা সব কিছু পাবে!” ❤️🤗
গরীব যুবক হেসে বলল,
“আচ্ছা, তাতে কি আমার ব্যাংক অ্যাকাউন্টে কিছু জমা হবে?” 🏦
বন্ধুরা অবাক হয়ে বলল,
“না, কিন্তু আমরা তোমার কাছে এত ভালোবাসা রেখে আসবো,
যেটা তুমি কোনোদিন চেক করে দেখতে পারবে না!” 💌

🎉 Facebook recognised me as a consistent reels creator this week!
19/11/2024

🎉 Facebook recognised me as a consistent reels creator this week!

আলহামদুলিল্লাহ মিউজিক ব্যবহার করার অনুমতি পেয়ে গেলাম।
19/11/2024

আলহামদুলিল্লাহ মিউজিক ব্যবহার করার অনুমতি পেয়ে গেলাম।

06/11/2024

মানবতার ভাবীরা😘

22/10/2024

🌹এতদিন করেছি তোমায় অবহেলা। 😔
এখন বুঝছি তুমি আমার একমাত্র সম্বল🥰
আই লাভ ইউ কম্বল 😆😆

17/10/2024

**জীবনে এমন একটা মানুষ থাকুক,**
💖 আমার মন খারাপের কথা শুনলে যে কিনা সবার আগে সেটার কারণ জিজ্ঞেস করবে!

✨ **Mood of থাকলে যে কিনা**
নিমেষের মধ্যে ম্যাজিক করে mood ভালো করার চেষ্টা করবে!

🤔 **Overthinking করলে যে কিনা**
ভরসা দিয়ে বলবে, "চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো"!

🌟 সত্যি বলতে জীবনে এমন একটা মানুষ থাকা ভীষণ জরুরী।
🤝 সেটা বন্ধু হোক কিংবা ভালোবাসার মানুষ...।

17/10/2024

বয়ফ্রেন্ড- ও সোনা তোমার গাল
এতো শক্ত কে

গার্লফ্রেন্ড- যেগুলা নরম ওই
গুলা তো ধরবা না

16/10/2024

🙄ছেলের বউ তার শাশুড়িকে বলছে 🤔

বউ- আচ্ছা মা ধরুন একপাশে টাকা🤑 আছে
আর এক পাশে বুদ্ধি 🤯আছে
আপনি কোনটা নিবেন 🤔

শাশুড়ি- আমি তো টাকাই 🤑নিব

বউ- হা হা😄 আপনি তো টাকাই🤑 নেবেন
আমি হলে বুদ্ধি নিতাম😋

শাশুড়ি- আসলে যার যেটা দরকার সে তো সেটাই নিবে😄
🤯মানে বউয়ের বুদ্ধি 🤯নেই বলে তাই বউ বুদ্ধি নিল 😄

14/10/2024

বউ বলছে - তুমি আর আগের মতো আমাকে💕 ভালোবাসো না 🥺
বর বলছে - আমি তো তোমাকে বিয়ের আগেই বলেছিলাম 🙄 বিবাহিত মেয়েদের প্রতি আমার কোন ইন্টারেস্ট নেই😆

13/10/2024

টাকাওয়ালা বেডা পাইলে🤑😘🤗 সব মেয়েরা💓💕পরিস্থিতির শিকার হয়ে যায় 😋😆😆😆

10/10/2024

দৈত্য পুতুল নাচ

22/09/2024

তেতুল গাছের ভূত😲😲 এখনকার বৌদিদের বড় বড় ঢুধ😋😘

25/08/2024

Sobai Kemon asen

Address

Pakshy, Ishurdi, Pabna, Rajshahi
Ishurdi
6622

Website

Alerts

Be the first to know and let us send you an email when জীবন বাণী- Jibon Bani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share