Neel Media

Neel Media Follow or like the page to see Bengali drama movies, Bengali dubbing of foreign movies and documentaries

12/02/2024

গলায় ফাঁস লাগার পর গরুটিকে যেভাবে উদ্ধার করা হল।

11/02/2024

#আধুনিককৃষি

07/02/2024



06/02/2024




তৌকির ও বিপাশা হায়াত জুটির বাংলা নাটক

19/01/2024
04/01/2024


সবার টাইম লাইনে রেখে দেন
প্রয়োজনে কাজে লাগবে

02/12/2023


#ভূমিকম্প

আজ শনিবার সকাল নয়টার দিকে বাচ্চাদের সাথে নিয়ে সকালের নাস্তা করার সময় হঠাৎ প্রচন্ড ঝাকুনি খেলাম। ভূমিকম্পটি ছিল ৫ দশমিক ৫ মাত্রার। বাংলাদেশের জন্য এই মাত্রার ভূমিকম্প অনেক চিন্তার।

ভূমিকম্পের ক্ষেত্রে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে, এমন মত বিশেষজ্ঞদের। আবহাওয়াবিদদের কথা, ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া খুব জটিল বিষয়। কোনো নির্দিষ্ট ভূমিকম্পকে সরাসরি নির্ণয় করা যায় না। ভূমিকম্পবিষয়ক দুর্যোগ মোকাবিলার জন্য সরকারের সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকাটা অত্যন্ত জরুরি।

আবার ব্যক্তিপর্যায়েও ভূমিকম্পের সময় কিছু করণীয় আছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ভূমিকম্পের সময় করণীয় নিয়ে একগুচ্ছ পরামর্শ দিয়েছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এটি দেওয়া আছে।

নিচে করণীয়গুলো তুলে ধরা হলো:

= ভূকম্পন অনুভূত হলে আতঙ্কিত হবেন না।

= ভূকম্পনের সময় বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে টেবিল, ডেস্ক বা শক্ত কোনো আসবাবের নিচে আশ্রয় নিন।

= রান্নাঘরে থাকলে গ্যাসের চুলা বন্ধ করে দ্রুত বেরিয়ে আসুন।

= বিম, কলাম ও পিলার ঘেঁষে আশ্রয় নিন।

= শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থানকালে স্কুলব্যাগ মাথায় দিয়ে শক্ত বেঞ্চ অথবা শক্ত টেবিলের নিচে আশ্রয় নিন।

= ঘরের বাইরে থাকলে গাছ, উঁচু বাড়ি, বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে খোলাস্থানে আশ্রয় নিন।

= গার্মেন্টস ফ্যাক্টরি, হাসপাতাল, মার্কেট ও সিনেমা হলে থাকলে বের হওয়ার জন্য দরজার সামনে ভিড় কিংবা ধাক্কাধাক্কি না করে দুহাতে মাথা ঢেকে বসে পড়ুন।

= ভাঙা দেয়ালের নিচে চাপা পড়লে বেশি নড়াচড়ার চেষ্টা করবেন না। কাপড় দিয়ে মুখ ঢেকে রাখুন, যাতে ধুলাবালু শ্বাসনালিতে না ঢোকে।

= একবার কম্পন হওয়ার পর আবারও কম্পন হতে পারে। তাই সুযোগ বুঝে বের হয়ে খালি জায়গায় আশ্রয় নিন।

= ওপর তলায় থাকলে কম্পন বা ঝাঁকুনি না থামা পর্যন্ত অপেক্ষা করতে হবে; তাড়াহুড়ো করে লাফ দিয়ে বা লিফট ব্যবহার করে নামা থেকে বিরত থাকুন।

= কম্পন বা ঝাঁকুনি থামলে সিঁড়ি দিয়ে দ্রুত বেরিয়ে পড়ুন এবং খোলা আকাশের নিচে অবস্থান নিন।

= গাড়িতে থাকলে পদচারী–সেতু, উড়ালসড়ক, গাছ ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে গাড়ি থামান। ভূকম্পন না থামা পর্যন্ত গাড়ির ভেতরে থাকুন।

= ব্যাটারিচালিত রেডিও, টর্চলাইট, পানি এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম বাড়িতে রাখুন।

= বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করুন।

= হাসপাতাল, ফায়ার স্টেশন ও স্বাস্থ্য কেন্দ্র গুলোর জরুরী টেলিফোন নাম্বার প্রকাশ্যে ঝুলিয়ে রাখতে হবে, যাতে সহজেই সবার চোখে পড়ে।

Address

Purbohati (Pallibidyut Office)
Hemayetpur
1340

Website

Alerts

Be the first to know and let us send you an email when Neel Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Hemayetpur media companies

Show All