18/05/2023
ইন্সটাগ্রাম মার্কেটিং কি?
ইন্সটাগ্রাম ব্যবহার করে ব্র্যান্ড এওয়ারনেস তৈরি এবং নতুন প্রোডাক্ট লঞ্চ করার পদ্ধতিই হচ্ছে ইন্সটাগ্রাম মার্কেটিং। ইন্সটাগ্রাম আপনাকে আপনার ব্র্যান্ড তৈরি করতে সহায়তা করে এবং আপনার সাথে কাস্টমারদের কানেকশন তৈরি করতে সাহায্য করে ।
ইন্সটাগ্রাম মার্কেটিং হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সবচেয়ে ক্রিয়েটিভ পার্টগুলির একটি। আপনার যত ক্রিয়েটিভ আইডিয়া আছে তার সবটার প্রতিফলন আপনি ইন্সটাগ্রাম মার্কেটিং এ ঘটাতে পারেন।
ইন্সটাগ্রাম হচ্ছে ভিজ্যুয়াল কন্টেন্ট ভিত্তিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এখানে ছবি এবং ভিডিও’র মাধ্যমেই সাধারণত মানুষ পরস্পরের সাথে যোগাযোগ করে থাকে। সুতরাং,ইন্সটাগ্রামের মার্কেটিং স্ট্র্যাটেজিতে ইমেজ এবং ভিডিও’র ক্ষেত্রে আপনি যতবেশি ক্রিয়েটিভিটি দেখাতে পারবেন তত আপনি কাস্টমার গ্যাদার করতে সক্ষম হবেন।
ইন্সটাগ্রাম মার্কেটিং পেইড এবং অর্গানিক এই দুই পদ্ধতিতে হয়।
ইন্সটাগ্রাম মার্কেটিং কিভাবে কাজ করে?
ইন্সটাগ্রামে আপনার ছবি এবং ভিডিও’র মাধ্যমে ইউজাররা আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতে পারে। ফলে ইন্সটাগ্রাম মার্কেটিং এ কাস্টমার এঙ্গেজমেন্টের ক্ষেত্রে সবচেয়ে বড় টুল অবশ্যই পিকচার এন্ড ভিডিও। তবে পার্সোনাল একাউন্ট থেকে তো আপনি আপনার বিজনেস চালাতে পারবেন না। সেইক্ষেত্রে আপনাকে অবশ্যই বিজনেস একাউন্ট খুলতে হবে। ইন্সটাগ্রামে আপনি সর্বোচ্চ ৫ টি একাউন্ট রাখতে পারবেন এবং লগ আউট না করেই এক একাউন্ট থেকে অন্য একাউন্টে সুইচ করতে পারবেন।
ইন্সটাগ্রামে বিজনেস একাউন্ট খোলার সুবিধা হচ্ছে সেইক্ষেত্রে আপনি কিছু ই-কমার্স ফিচার পাবেন যা অন্য কোন সোশ্যাল মিডিয়া একাউন্টে পাবেন না।
এইসব ফিচারের মধ্যে রয়েছে শপাবল স্টোরিজ,ইন্সটাগ্রাম শপস ইত্যাদি। এইগুলো ইন্সটাগ্রামের সেলস ফানেল হিসেবে কাজ করে থাকে।
এইসব ফিচার ব্যবহার করে আকর্ষণীয় ভাবে ইমেজ এবং ভিডিও দ্বারা আপনার ব্র্যান্ড প্রোমোশন করলে আপনি ভাল পরিমান কাস্টমার এঙ্গেজ করতে পারবেন । এতে আপনার সেলস বৃদ্ধি পাবে। ব্র্যান্ড এওয়ারনেসও বাড়বে।