বারোমাসি প্রকাশনী

বারোমাসি প্রকাশনী বুদ্ধিবৃত্তিক বিকাশের সাধন আর আনন্দ পাওয়া পাঠের একমাত্র লক্ষ্য। আসুন, আড্ডা দেই নানা গল্প ও কাহিনিতে।

বারোমাসি প্রকাশনী'র মাসিক ম্যাগাজিন কথোপকথন এবং ম্যাগাজিনের ভিতরের পাতায় যেকোনো বিষয়েই আপনি দিতে পারবেন বিজ্ঞাপন। ছোটো থ...
22/10/2024

বারোমাসি প্রকাশনী'র মাসিক ম্যাগাজিন কথোপকথন এবং ম্যাগাজিনের ভিতরের পাতায় যেকোনো বিষয়েই আপনি দিতে পারবেন বিজ্ঞাপন।

ছোটো থেকে ছোটো বিজ্ঞাপনও দিতে পারবেন সুলভ মূল্যে। আপনার পণ্য/সেবা নিয়ে বিজ্ঞাপন দিন মাসিক ম্যাগাজিনে এবং পাঠক-পাঠিকা থেকে শুরু করে সর্বস্তরেই আপনার পরিচিত বাড়ান।

যোগাযোগ : ০১৯৭১ ৬১ ১২ ১২

সর্বমোট ৩৭ জনের ভিন্ন ভিন্ন লেখার সমন্বয়ে তৈরি হয়েছে প্রথম সংখ্যাটি, যেখানে প্রায় ৩০ জনই তরুণ-তরুণী; জেন-জি। থ্রিলার গল্...
17/10/2024

সর্বমোট ৩৭ জনের ভিন্ন ভিন্ন লেখার সমন্বয়ে তৈরি হয়েছে প্রথম সংখ্যাটি, যেখানে প্রায় ৩০ জনই তরুণ-তরুণী; জেন-জি।

থ্রিলার গল্প, ভৌতিক গল্প, জুলাই-আগষ্টের গল্প ও কবিতা, রাজনীতি, শিক্ষা, প্রবন্ধ, অভিজ্ঞতা, রাজনৈতিক ব্যঙ্গধর্মী গল্প, সাক্ষাৎকার সহ আরো কিছু বিষয়ের উপর লেখা আছে এতে।

ম্যাগাজিন : কথোপকথন
বর্ষ : ১
সংখ্যা : ১
প্রকাশনা : বারোমাসি প্রকাশনী
পৃষ্ঠা : ৮০
মূল্য : ৭৫ টাকা
বাঁধাই : পেপারব্যাক
কাগজ : নিউজপ্রিন্ট
প্রাপ্তিস্থান : রকমারি ও অন্যান্য বুকশপ। এছাড়াও, বিভিন্ন বইয়ের দোকানগুলোতে রাখার চেষ্টা চলছে।
..

#বারোমাসি #কথোপকথন #ম্যাগাজিন #বহ্নিমানপর্ব #আন্দোলন #জুলাইআগষ্ট #জুলাইগণঅভ্যুত্থান #জুলাইপর্ব #বারোমাসিপ্রকাশনী

প্রকাশ পেয়েছে কথোপকথন : বহ্নিমান পর্ব। জুলাই ও আগষ্টের ঘটনাগুলোকে আরো বেশি করে উপলব্ধি করতে পড়ুন ম্যাগাজিনটি। সেসাথে, এট...
08/10/2024

প্রকাশ পেয়েছে কথোপকথন : বহ্নিমান পর্ব। জুলাই ও আগষ্টের ঘটনাগুলোকে আরো বেশি করে উপলব্ধি করতে পড়ুন ম্যাগাজিনটি।

সেসাথে, এটি ইন শা আল্লাহ মাসিক ম্যাগাজিন হবে।

উপহার দিন পরিচিত ও অপরিচিতদের। এই জাতিকে বুদ্ধিবৃত্তিক বিকাশে আলোড়িত করতে নিন ছোট্টো পদক্ষেপ। জ্ঞানের দিকে ফিরুন, বইয়ের দিকে আসুন।

৭৫ টাকা। ৮০ পৃষ্ঠা। পেপারব্যাক। নিউজপ্রিন্ট।

যেকোনো বইয়ের দোকানে পেয়ে যাবেন বইটি ইন শা 'আল্লাহ। নতুবা অনলাইনে যোগাযোগ করুন।

নিয়োগ পোস্ট : (পুরো লেখা পড়ে যোগাযোগ করার অনুরোধ)বারোমাসি প্রকাশনীর জন্য একজন/বহুজন 'সেলস এক্সিকিউটিভ' প্রয়োজন। কমিশন ভি...
04/10/2024

নিয়োগ পোস্ট : (পুরো লেখা পড়ে যোগাযোগ করার অনুরোধ)

বারোমাসি প্রকাশনীর জন্য একজন/বহুজন 'সেলস এক্সিকিউটিভ' প্রয়োজন। কমিশন ভিত্তিক সম্মানী দেওয়া হবে উনাকে। মাসিক ভিত্তিতে না।

প্রকাশনীর বই ও ম্যাগাজিনের প্রচার প্রচারণা ও বিক্রির দিকে সর্বোচ্চ সহযোগিতা করবেন উনি। আপাতত ম্যাগাজিন নিয়ে কাজ চলবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী/শহরের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা সহ প্রতিষ্ঠানগুলোর মানুষদের উনি প্রচার প্রচারণা চালাবেন এবং ম্যাগাজিন ও বই বিক্রিতে সহযোগিতা করবেন।

অনলাইন-অফলাইন উভয় জায়গায়।

যেকোনো বিশ্ববিদ্যালয়/যেকেউ আগ্রহী হলে জানানোর অনুরোধ করা হলো।

উদাহরণ সহ বিস্তারিত :

বারোমাসি প্রকাশনীর বই ও ম্যাগাজিন প্রকাশ করে যাচ্ছে৷ একজন সেলস এক্সিকিউটিভ প্রতি বইতে ৩৫% কমিশন এবং ম্যাগাজিনে ২০% কমিশন পাবেন।

বিশ্ববিদ্যালয়/এলাকা যেখানেই সম্ভব হবে, বারোমাসি প্রকাশনীর বই ও ম্যাগাজিনের প্রচার প্রচারণা ও বিক্রির সর্বোচ্চটা করবেন।

ম্যাগাজিনের দাম ৭৫ টাকা। ৮০ পৃষ্ঠা। পেপারব্যাক। নিউজপ্রিন্ট কাগজ। ২০% কমিশনে ১৫ টাকার মতো আসে অর্থাৎ ১ কপিতে ১৫ টাকা, ১০ কপিতে ১৫০ টাকা এবং ১০০ কপিতে ১৫০০ টাকা সহ কিছু অতিরিক্ত পাবেন।

অন্যদিকে, বইয়ের ক্ষেত্রে কমিশন বেশি। ৩৫%। এখন পর্যন্ত প্রায় ৪০+ বই প্রকাশিত হয়েছে বারোমাসি প্রকাশনী থেকে। দেশ সেরা অনেক লেখক, লেখিকা, কবিদের লেখা আছে এখানে।

প্রতি মাসেই বারোমাসি প্রকাশনী ম্যাগাজিন আনবে ইন শা আল্লাহ। বিশ্ববিদ্যালয়/যেখানে সম্ভব হবে, প্রচার প্রচারণা করে পাঠক-পাঠিকাদের কাছে বিক্রি করাতে হবে।

অনলাইনে বেশি প্রচার প্রচারণা করবেন। আরো প্রশ্ন থাকলে নিম্নোক্ত নম্বরে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেসেজ লিখে, যোগাযোগ করার অনুরোধ।

সবশেষে বলতে চাই, ১৫ থেকে ৪৫ বছরের সবাইকে ম্যাগাজিনের পাঠক ও পাঠিকা বানাতে চাই। নতুন বাংলাদেশে বই পড়া ও প্রশ্ন করার যোগ্যতা অর্জন করাতে চাই।

আর, যিনি আসলেই আমাদের সহযোগিতা করতে পারবেন প্রচার প্রচারণা ও বিক্রিতে— উনাকেই যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি।

নম্বর : 01971 61 12 12

জুলাই বিপ্লবকে কেন্দ্র করে বারোমাসি প্রকাশনী থেকে প্রকাশিত হচ্ছে 'কথোপকথন' : বহ্নিমান পর্ব। ছবিটা সূচিপত্রের৷ ইন শা আল্ল...
03/10/2024

জুলাই বিপ্লবকে কেন্দ্র করে বারোমাসি প্রকাশনী থেকে প্রকাশিত হচ্ছে 'কথোপকথন' : বহ্নিমান পর্ব। ছবিটা সূচিপত্রের৷ ইন শা আল্লাহ ম্যাগাজিনটি প্রতি মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হবে।

যারা ভালো লেখা পড়তে চান ও বাংলাদেশের ভিতরের বিভিন্ন অবস্থা সম্পর্কে জানতে চান— তাদেরকে পড়ার অনুরোধ।

লাইক/রিএক্ট না দিয়ে প্রি অর্ডার বা আগ্রহী ব্যক্তিদের জানানোর অনুরোধ। প্রচার প্রচারণায় সহযোগিতা করে ভালো কিছুকে ছড়িয়ে দেওয়ার আহবান। 🌸
..

সর্বমোট ৩৭ জনের ভিন্ন ভিন্ন লেখার সমন্বয়ে তৈরি হয়েছে প্রথম সংখ্যাটি, যেখানে ৩০ জনই তরুণ-তরুণী; জেন-জি।

থ্রিলার গল্প, ভৌতিক গল্প, জুলাই-আগষ্টের গল্প ও কবিতা, রাজনীতি, শিক্ষা, প্রবন্ধ, অভিজ্ঞতা, রাজনৈতিক ব্যঙ্গধর্মী গল্প, সাক্ষাৎকার সহ আরো কিছু বিষয়ের উপর লেখা আছে এতে।

ম্যাগাজিন : কথোপকথন
বর্ষ : ১
সংখ্যা : ১
প্রকাশনা : বারোমাসি প্রকাশনী
পৃষ্ঠা : ৮০
মূল্য : ৭৫ টাকা
বাঁধাই : পেপারব্যাক
কাগজ : নিউজপ্রিন্ট
প্রাপ্তিস্থান : রকমারি ও অন্যান্য বুকশপ। এছাড়াও, বিভিন্ন বইয়ের দোকানগুলোতে রাখার চেষ্টা করছি।
..

#বারোমাসি #কথোপকথন #ম্যাগাজিন #বহ্নিমানপর্ব #আন্দোলন #জুলাইআগষ্ট #জুলাইগণঅভ্যুত্থান #জুলাইপর্ব #বারোমাসিপ্রকাশনী
..

বারোমাসি প্রকাশনীর ম্যাগাজিন 'কথোপকথন' এবং বিষয়বস্তু জুলাই-আগষ্ট। প্রথম সংখ্যা : 'কথোপকথন : বহ্নিমান পর্ব।' ৩৫ জনের ভিন্...
30/09/2024

বারোমাসি প্রকাশনীর ম্যাগাজিন 'কথোপকথন' এবং বিষয়বস্তু জুলাই-আগষ্ট। প্রথম সংখ্যা : 'কথোপকথন : বহ্নিমান পর্ব।'

৩৫ জনের ভিন্ন ভিন্ন লেখার সমন্বয়ে তৈরি হয়েছে প্রথম সংখ্যাটি, যেখানে ৩০ জনই তরুণ-তরুণী; জেন-জি। থ্রিলার গল্প, ভৌতিক গল্প, জুলাই-আগষ্টের গল্প ও কবিতা, রাজনীতি, শিক্ষা, প্রবন্ধ, অভিজ্ঞতা, রাজনৈতিক ব্যঙ্গধর্মী গল্প, সাক্ষাৎকার সহ আরো কিছু বিষয়ের উপর লেখা আছে এতে।

সূচিপত্র সহ ম্যাগাজিনের লেখাগুলো কেমন- তা পড়ার জন্য ও ভালো লাগলে তা প্রি অর্ডারের জন্য রকমারি'র লিংক নিচে দিয়েছি। আমাদের ইচ্ছা, এই ম্যাগাজিনের মাধ্যমে আমি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ত্রিশোর্ধ্ব সব মানুষদের একত্র করবো।

বুদ্ধিবৃত্তিক বিকাশের এই যাত্রায় আপনাকে স্বাগত। পাশে থাকার অনুরোধ। প্রচার প্রসারণায় সহযোগিতা করার অনুরোধ। আশা করছি, লেখা পড়ে হতাশ হবেন না।

প্রি-অর্ডার লিংক :

https://www.rokomari.com/book/431873/kothopokothon-bonhiman-porbo

আজ বারোমাসি ৭২ মাসে তথা ৬ বছরে পা দিলো। বারোমাসি'র সমস্ত অঙ্গ প্রতিষ্ঠানের ক্রেতা, দর্শক ও পাঠক-পাঠিকাদের ধন্যবাদ। আপনাদ...
26/09/2024

আজ বারোমাসি ৭২ মাসে তথা ৬ বছরে পা দিলো।

বারোমাসি'র সমস্ত অঙ্গ প্রতিষ্ঠানের ক্রেতা, দর্শক ও পাঠক-পাঠিকাদের ধন্যবাদ। আপনাদের ছাড়া টিকে থাকা অসম্ভব ছিলো। 🌸

❝শঠতার ভিড়ে পণ্য ক্রেতার যখন হাঁসফাঁস,
বারোমাসি তখন আস্থা-পণ্য দিবে বারোমাস।❞

দো'আ চাই প্রত্যেকের কাছে। আপনাদের সবাইকেই সহযোগিতা করতে/সেবা দিতে চায় বারোমাসি। দো'আ করবেন, যাতে আমরা কাজ করতে পারি। 🌺

বারোমাসি ও তার সমস্ত অঙ্গ প্রতিষ্ঠান নিয়ে কথা হবে দ্রুতই। ইন শা আল্লাহ। কথা দিচ্ছি। নানা গল্প শোনানো হবে আপনাদের।

মাত্র ৫,০০০* টাকায় পুরো পৃষ্ঠা জুড়ে বিজ্ঞাপন দিন কথোপকথন-এ। আপনার সেবা/পণ্য নিয়ে বিজ্ঞাপন দিতে/নিজেকে নিয়ে বিজ্ঞাপন দিতে...
20/09/2024

মাত্র ৫,০০০* টাকায় পুরো পৃষ্ঠা জুড়ে বিজ্ঞাপন দিন কথোপকথন-এ। আপনার সেবা/পণ্য নিয়ে বিজ্ঞাপন দিতে/নিজেকে নিয়ে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন দ্রুতই।

*শর্ত সাপেক্ষ।

বারোমাসি প্রকাশনী'র মাসিক সাময়িক পত্রিকা : কথোপকথন।  সাহিত্য, রাজনীতি, অর্থনীতি, সমকালীন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, প্র...
12/09/2024

বারোমাসি প্রকাশনী'র মাসিক সাময়িক পত্রিকা : কথোপকথন।

সাহিত্য, রাজনীতি, অর্থনীতি, সমকালীন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, প্রযুক্তি, অভিযোগ, কার্টুন সহ নানান বিষয়াদির লেখা থাকবে 'কথোপকথন' ম্যাগাজিনে। 'বাংলাদেশ'-এর অভ্যন্তরীণ ও বাংলাদেশের সাথে সম্পর্কিত যেকোনো বিষয় নিয়ে লেখা হবে। তবে প্রতিটি কাজই হতে হবে মৌলিক ও নিজস্ব।

যেহেতু ম্যাগাজিন শীঘ্রই প্রকাশিত হচ্ছে, পণ্য/সেবাদানকারী প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তিকে, তার কর্মের উপর বিজ্ঞাপন দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

ম্যাগাজিনের ৪টা রঙিন প্রচ্ছদে আগ্রহীরা রঙিন বিজ্ঞাপন দিতে পারবেন। মূল প্রচ্ছদের একদম নিচের অংশের অল্প জায়গায় এবং দ্বিতীয়, তৃতীয় ও শেষ প্রচ্ছদের পুরো পৃষ্ঠায় বিজ্ঞাপন নেওয়া হচ্ছে।

রঙিন প্রচ্ছদে বিজ্ঞাপনের জন্য প্লাটিনাম, গোল্ড, সিলভার, ব্রোঞ্জ- এই ৪টি ভাগের যেকোনো একটিতে আগ্রহীরা বিজ্ঞাপন দিতে পারবেন। রঙিন পৃষ্ঠার জন্য প্রতি বর্গ ইঞ্চি রাখা হয়েছে ১,০০০ টাকা।

যদি 'প্লাটিনাম' গ্রহণ করা হয়, তবে যেকোনো প্রচ্ছদের পুরো পৃষ্ঠায় ঐ বিজ্ঞাপন দেওয়া হবে। পুরো পৃষ্ঠায় খরচ ৫০ হাজার টাকা।

যদি 'গোল্ড' গ্রহণ করা হয়, তবে যেকোনো প্রচ্ছদের ৩/৪ অংশে ঐ বিজ্ঞাপন দেওয়া হবে। পৃষ্ঠায় ৩/৪ অংশের খরচ ৩৫ হাজার টাকা।

যদি 'সিলভার' গ্রহণ করা হয়, তবে যেকোনো প্রচ্ছদের ২/৪ অর্থাৎ অর্ধেক পৃষ্ঠায় বিজ্ঞাপন দেওয়া হবে। অর্ধ পৃষ্ঠায় খরচ ২৫ হাজার টাকা।

যদি 'ব্রোঞ্জ' গ্রহণ করা হয়, তবে যেকোনো প্রচ্ছদের ১/৪ অংশে ঐ বিজ্ঞাপন দেওয়া হবে। ১/৪ অংশের পৃষ্ঠায় খরচ ১০ হাজার টাকা।

সাদা কালো বিজ্ঞাপন নেওয়া হচ্ছে শুধু ভিতরের পাতায়। এখানে কোনো প্যাকেজ নেই। ভিতরের পুরো পৃষ্ঠার বিজ্ঞাপন খরচ পড়বে ৫,০০০ টাকা।

যারা উদ্যোক্তা হিসেবে আছেন অথবা নতুন ব্যবসা শুরু করেছেন, তাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এছাড়াও ছোটো, মাঝারি ও বড় প্রতিষ্ঠানের কেউ যদি তাদের সেবা/পণ্যের বিজ্ঞাপন দিতে আগ্রহী হন, তবে বিজ্ঞাপন বিষয়ক 'প্রপোজাল'ও পাঠানো হবে।

ম্যাগাজিনে দেশখ্যাত কিছু লেখক, কবি আছেন। বাকি সবাই তরুণ-তরুণী এবং তারা লেখালিখি ভালোবাসেন। সৃজনশীলতাকে ভালোবাসেন। এজন্য, তাদের সাহস দিতে, নতুন লেখক, লেখিকা, কবি, গল্পকার, প্রবন্ধকার, চিন্তাবিদ সহ সৃজনশীল ব্যক্তি গড়ে তোলার ব্যতিক্রম প্রয়াস হিসেবে, কিছু করার জন্য, বারোমাসি প্রকাশনী প্রকাশিত করছে সাময়িক পত্রিকা।

ইন শা আল্লাহ, প্রতিমাসের একটি নির্দিষ্ট সময়ে প্রকাশিত হবে এটি, তাই যারা প্রথম সংখ্যা কিংবা পরবর্তী সংখ্যার জন্য বিজ্ঞাপন কিংবা লেখা দিতে চান, যোগাযোগ করার অনুরোধ।

ম্যাগাজিনের প্রতিটি সংখ্যার একটি নির্দিষ্ট নাম ও বিষয়বস্তু আছে। প্রথম সংখ্যার নাম কথোপকথন : বহ্নিমান পর্ব এবং বিষয়বস্তু : জুলাই আগষ্ট।

দ্বিতীয় সংখ্যার নাম চূড়ান্ত করা হয়নি, তবে বিষয়বস্তু : দুর্গাপূজা। তাই যারা প্রথম সংখ্যায় বিজ্ঞাপন/লেখা দিতে পারেননি, দ্বিতীয় ও পরবর্তী সংখ্যায় যুক্ত হওয়ার আহবান।

মূলত, বিষয়বস্তুর উপর লেখা বেশি থাকবে। এর পাশাপাশি, ভিন্ন ভিন্ন বিষয়েরও লেখা থাকবে। প্রতিটি/উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়) 'কথোপকথন' যাতে পৌঁছে, সেজন্য চেষ্টা চালানো হবে। আপনারা যদি সহযোগিতা করেন ইন শা আল্লাহ ভালো কিছু দিবো।

হাজারের উপর (ছাপার সংখ্যা উল্লেখ করবো না) মতো কপি ছাপানোর ইচ্ছে আছে যাতে দেশের ৪৯৫টি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছানো যায়।

ম্যাগাজিন হবে নিউজপ্রিন্টে। পেপারব্যাকে। কম খরচে যাতে কেনা যায়।

যোগাযোগ : ০১৯৭১ ৬১ ১২ ১২

ইমেইল : [email protected]
: [email protected]

কথোপকথন-এ স্বাগত। 🌸

বারোমাসি প্রকাশনী'র সাময়িক পত্রিকা কথোপকথন।  সাহিত্য নিয়ে ইতোমধ্যে ভালো ও দারুণ লেখা জমা হয়েছে। তবুও আন্দোলনের সাথে যুক্...
12/09/2024

বারোমাসি প্রকাশনী'র সাময়িক পত্রিকা কথোপকথন।

সাহিত্য নিয়ে ইতোমধ্যে ভালো ও দারুণ লেখা জমা হয়েছে। তবুও আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং ভালো লিখেন তাদের স্বাগত জানাচ্ছি লেখা জমা দিতে ও অন্যদের জানাতে।

নারীদের আহবান-অনুরোধ ম্যাগাজিনে যুক্ত হওয়ার।
আর কার্টুনিস ভাই-বোনদেরও আমন্ত্রণ জানাচ্ছি কিছু পলিটিক্যাল স্যাটায়ার জাতীয় কার্টুন/জুলাই আগষ্ট নিয়ে কিছু এঁকে ও লিখে তা জমা দেওয়ার।

সাহিত্য নিয়ে অনেক লেখা পেলেও সমকালীন অবস্থা, সমাজ, রাষ্ট্র, আইন, পরিবেশ, শিক্ষা সহ খুব গুরুত্বপূর্ণ ও কাঠামো ভিত্তিক বিষয় নিয়ে কোনো লেখাই পাইনি।

আমিই হয়তো ঠিকমতো ওভাবে পৌঁছাতে পারিনি তাই সরাসরি নামলাম। আগ্রহীদের ও ভালো লিখতে পারেন এমন ব্যক্তিদের আমন্ত্রণ জানাচ্ছি। আর যারা পড়তে চান, তারা বিজ্ঞ ব্যক্তিদের উক্ত পোস্টে উল্লেখ করে লেখা জমা দেওয়ার ব্যাপারে জানান দিন।

জ্ঞানী ও বিজ্ঞদের লেখা পড়ে আমরা সবাই নতুনভাবে উন্মোচন করবো এতোদিন ধরে মরিচা পড়া আমাদের অন্তর চক্ষু। খবর পেতে বারোমাসি প্রকাশনী গ্রুপে যুক্ত হয়ে থাকুন। পেজ তো আছেই।

আসছে... শীঘ্রই।

আঁকা : আর কে? Shahadat Hossain ভাই। 🌺

29/08/2024

বাংলা সাহিত্যকে অভূতপূর্ব, আষ্টেপৃষ্ট ও অবিস্মরণীয়ভাবে বদলে দেওয়া কবি'র আজ ৪৮ তম মৃত্যুবার্ষিকী! বেহেশত আপনার হোক, প্রিয় কবি। ❤️

03/08/2024

অসহযোগ আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে আগামীকাল থেকে আমাদের সমস্ত কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। বিপ্লব সফল হোক। ❤️

17/07/2024

দেশজুড়ে শিক্ষার্থীদের ডাকা আগামীকালের শাটডাউনের প্রতি আমি সহমত পোষণ করলাম, সাথে আমার প্রতিষ্ঠান 'বারোমাসি' বন্ধ রাখলাম।

মৃত মহিলার পেট থেকে বাচ্চাটাকে অপসারণ করার পর ভীষণভাবে চমকে উঠলেন প্রফেসর হায়দার। সাপের সঙ্গে নবজাতকের চেহারার অদ্ভুত ম...
25/03/2024

মৃত মহিলার পেট থেকে বাচ্চাটাকে অপসারণ করার পর ভীষণভাবে চমকে উঠলেন প্রফেসর হায়দার। সাপের সঙ্গে নবজাতকের চেহারার অদ্ভুত মিল রয়েছে। মানুষের পেটে সাপের বাচ্চা এলো কী করে? চিন্তার ঝড় বয়ে যায় প্রবীণ চিকিৎসকের মাথায়। আসল ঘটনাটা কী?

শিকারে ব্যর্থ ক্লান্ত এক শিকারি ফিরছিলেন জঙ্গলের ধার দিয়ে। সেই আরণ্যক সন্ধ্যায় হঠাৎ গাছের উপর থেকে ভেসে আসে মানব শিশুর কান্নার আওয়াজ। এক নিমিষে বুকের রক্ত হিম হয়ে যায় দুর্দান্ত সাহসী শিকারির। এই নির্জন জঙ্গলে গাছের ডালে মানব শিশু এলো কোথা থেকে?

এক সকালে বাড়ির অদুরে দূর্ভেদ্য বাঁশঝাড়ের ভিতর ঝুলে থাকতে দেখা গেল রাজ্জাক মিয়ার মেয়ের লাশ। ধরবে দুর্ভেদ্য কাঁটাঝাড়ি বাঁশ ঝারের এতটা উপরে উঠলো কি করে মেয়েটা? এটা কি হত্যা, আত্মহত্যা, না-কি জ্বীনের কাজ? চরম আতঙ্ক নেমে আসে গ্রাম জুড়ে।

চাঁদ থেকে সরে গেছে কালো মেঘের আড়াল, স্নিগ্ধ আলোয় ভয়ানক গোরস্থান যেন পরিণত হয়েছে এক টুকরো স্বর্গে। ঠিক তখনই কবরের গুহা থেকে ভেসে এলো নবজাতকের কান্নার আওয়াজ। মৃত্যু গুহায় জন্মের উৎসবে মেতে উঠলো ফুটফুটে শিশু। বিষয়টা কী?

কাল কেউটে, রহস্যময় নিশাচর এক সাপ, অতি সন্তর্পণে ছোবল হানে মানুষের গায়ে। স্নায়ু-বিনাশী বিষ যখন কাজ করতে শুরু করে তখন আর করার কিছুই থাকে না। তার প্রিয় খাদ্য অন্য সাপ, তারই ছোবলে গল্পের যুবকের মত আজও বহু মানুষের মৃত্যু হয় গ্রামে।

সর্পমানব গ্রন্থটিতে রহস্য, শিহরণ আর ভয়ের পাশাপাশি পাঠক খুঁজে খুঁজে পাবেন অকুতোভয় এক যোদ্ধাকে, মৃত্যুর শিল্পী ছিলেন তিনি। দেখা হবে ক্ষুধার্ত এক শিয়ালের সাথে, মৃত্যু ক্ষুধায় যে স্বজাতির মাংস খেতে বাধ্য হয়েছে।

আর আছে সেই বিচিত্র মানুষটির পুরুষালী গল্প, মেয়ে হয়েও যে মেয়ে নয়। সবকিছু মিলিয়ে বলা যায়, সর্প মানব গ্রন্থটি পাঠকে এই কঠিন বাস্তবতা থেকে এক টানে তুলে নিয়ে যাবে অন্য আরেক ভুবনে।

৩০০ টাকা মুদ্রিত মূল্যের এই বইটি পেয়ে যাবে রকমারি ডট কম ও বারোমাসি'তে। চমৎকার কিছুর সাক্ষী হবেন, নিশ্চিত বলছি। আসুন, পড়ুন।

25/03/2024

কালোরাত্রির বিভীষিকা প্রত্যেক বাংলাদেশীর হৃদয়কে দেশপ্রেম উদ্বুদ্ধ করুক। শহীদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আর কৃতজ্ঞতা! ❤️🇧🇩

বারোমাসি প্রকাশনী থেকে শেখ সোহাগ রেহমান-এর লেখা 'স্পিরিচ্যুয়াল ব্ল্যাকবোর্ডে চৈতন্য একটি পাখি' বইটি প্রকাশিত হয়েছে। অভিন...
28/02/2024

বারোমাসি প্রকাশনী থেকে শেখ সোহাগ রেহমান-এর লেখা 'স্পিরিচ্যুয়াল ব্ল্যাকবোর্ডে চৈতন্য একটি পাখি' বইটি প্রকাশিত হয়েছে। অভিনন্দন উক্ত কবিকে।

বর্ণিল আলোকসজ্জা, বাহারি ভাবনা আর নানান সব প্রেক্ষাপটকে সামনে রেখে লেখা হয়েছে কবির উক্ত কাব্যগ্রন্থ। পাঠককে মনোযোগী হওয়ার আহবান।
..

বইয়ের সারসংক্ষেপ/ব্যাক ফ্ল্যাপের কাহিনি :

এক নির্ঘাত সংঘর্ষে পতিত আত্মায় শিশুতোষ মার্বেল রঙ। দারুণ সব কারুকাজে ফুটে থাকা জোনাকচিহ্ন এড়িয়ে লু হাওয়ায় কান পাতি, শুনি — দীর্ঘ এক মৌন চিৎকার — যা বর্ণে কালো।

‘স্পিরিচ্যুয়াল ব্ল্যাকবোর্ডে চৈতন্য এক পাখি’, যার সন্ধানে বনের দিকে যাত্রা করি। অচিরেই স্পষ্ট আলোয় একটি বেদনার্ত বান ছুটে আসতে দেখে গা ঢাকা দিলে বেরিয়ে আসে সরস অংকের গরল সমীকরণ — ‘ফুলের অরণ্যে ক্ষুধা শিকারের’।

প্রিয় পাঠক, আপনাকে আমন্ত্রণ।
..

📙 বই : স্পিরিচ্যুয়াল ব্ল্যাকবোর্ডে চৈতন্য একটি পাখি
🗿কবি : সোহাগ রেহমান
🎬 প্রকাশনী : বারোমাসি
🗂️ ঘরানা : কবিতা
💰 মূল্য : ২০০ টাকা
🔖 পৃষ্ঠা : ৩২
🎞️ প্রচ্ছদ : Shahadat Hossain

📇 এছাড়াও, বইটি যেকোনো বুকশপে যোগাযোগ করে কিনে নিতে পারবেন। বারোমাসির বই/লেখা বিষয়ক যেকোনো সহযোগিতা কিংবা পরামর্শ প্রদানে 'বারোমাসি'তে আপনার মূল্যবান মতামত জানানোর অনুরোধ থাকলো।
..

📖 ❝বইয়ের ভালোবাসায় বদলে যাক পৃথিবী,
📚 বই হোক আপনার জীবনের সারথি।❞

আলহামদুলিল্লাহ। বারোমাসি প্রকাশনী থেকে শিক্ষক, গবেষক ও লেখক Khairul Islam-এর লেখা 'স্বপ্ন' বইটি দ্রুতই প্রকাশিত হতে যাচ্...
21/02/2024

আলহামদুলিল্লাহ। বারোমাসি প্রকাশনী থেকে শিক্ষক, গবেষক ও লেখক Khairul Islam-এর লেখা 'স্বপ্ন' বইটি দ্রুতই প্রকাশিত হতে যাচ্ছে। ইন শা আল্লাহ আগামী ২৩ ফেব্রুয়ারি, শুক্রবার, মেলার ১৪২ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে।

বাস্তব জীবনে ঘটে যাওয়া নানা প্রেক্ষাপট নিয়ে রচিত হওয়া এই উপন্যাস আপনাকে ভাবাবে বেশ কিছু ঘটনা সম্পর্কে। আসুন, পড়ুন।
..

বইয়ের সারসংক্ষেপ/ব্যাক ফ্ল্যাপের কাহিনি :

শুভ'র স্বপ্ন দেখার মধ্য দিয়ে গল্পের শুরু আর স্বপ্ন দেখার মধ্য দিয়েই শেষ। মিতুকে ঘিরে শুভ যতবার স্বপ্ন দেখেছে, ততবারই ভাগ্যচক্রে ভেঙ্গে গিয়েছে ওই স্বপ্ন। কিন্তু তারপরও হার মানেনি শুভ।

মূলত জীবন সংগ্রামের নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হয়েও, এক তরুণের হার না মানার গল্পই হলো ❝স্বপ্ন❞। সমাজে ব্যর্থতা যখন তরুণদের জন্য এক ভয়াবহ অভিজ্ঞতা, শুভ'র স্বপ্ন দেখার সামর্থ্য, এগিয়ে যাওয়ার সাহস ও নিজেকে দৃঢ় রাখার মানসিকতা কিছুটা হলেও নজরে আসবে।
..

📙 বই : স্বপ্ন
🗿কবি : খাইরুল ইসলাম
🎬 প্রকাশনী : বারোমাসি
🗂️ ঘরানা : উপন্যাস
💰 মূল্য : ৩০০ টাকা
🔖 পৃষ্ঠা : ৮০
🎞️ প্রচ্ছদ : Shahadat Hossain

📇 এছাড়াও, বইটি যেকোনো বুকশপে যোগাযোগ করে কিনে নিতে পারবেন। বারোমাসির বই/লেখা বিষয়ক যেকোনো সহযোগিতা কিংবা পরামর্শ প্রদানে 'বারোমাসি'তে আপনার মূল্যবান মতামত জানানোর অনুরোধ থাকলো।
..

📖 ❝বইয়ের ভালোবাসায় বদলে যাক পৃথিবী,
📚 বই হোক আপনার জীবনের সারথি।❞ ❤️

ভাষার মাসকে আরো তাৎপর্যপূর্ণ করতে এবং সাধারণ মানুষের মনে ভাষা ও সাহিত্যের ভালোবাসা ফিরিয়ে আনতে, নেত্রকোনা জেলায় শুরু হয়ে...
20/02/2024

ভাষার মাসকে আরো তাৎপর্যপূর্ণ করতে এবং সাধারণ মানুষের মনে ভাষা ও সাহিত্যের ভালোবাসা ফিরিয়ে আনতে, নেত্রকোনা জেলায় শুরু হয়েছে বইমেলা।

৬ দিন ব্যাপী এই বইমেলা গত ১৬ ফেব্রুয়ারি উদ্বোধন হয়েছে এবং অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে, বারোমাসি প্রকাশনী সেখানে স্টল পেয়েছে এবং পাঠক ও পাঠিকা সাদরে গ্রহণ করছে প্রকাশনীর বইগুলো।

পাশাপাশি, নতুন লেখক, কবিদের বইও নিচ্ছে। তবে সময়ের পরিক্রমায় পাঠক-পাঠিকার সংখ্যা না বাড়ায় সমাজের প্রেক্ষাপট বদলাচ্ছে না। সেজন্য, নেত্রকোনা জেলার পাঠক-পাঠিকার সংখ্যা বাড়ানোর ব্যাপারেও কিছু কার্যক্রম নিয়ে ভাবছি। ইন শা আল্লাহ, ভালো কিছু হবে।

বারোমাসি প্রকাশনী-র ঢাকায় স্টল নম্বর ১৪২,
নেত্রকোনা-য় স্টল নম্বর ১৪ এবং
রাজবাড়ী জেলার কালুখালী-র বইমেলাতেও ইন শা 'আল্লাহ বারোমাসি-র সমস্ত বই পাওয়া যাবে। ❤️
..

বইয়ের ভালোবাসায় বদলে যাক পৃথিবী,
বই হোক আপনার জীবনের সারথি।

আলহামদুলিল্লাহ। বারোমাসি প্রকাশনী থেকে নবীন কবি ফায়েকুজ্জামান ফাহাদ-এর লেখা 'আজ একটি কবিতা রচনা হবে' বইটি বিক্রির ঊর্ধ্ব...
11/02/2024

আলহামদুলিল্লাহ। বারোমাসি প্রকাশনী থেকে নবীন কবি ফায়েকুজ্জামান ফাহাদ-এর লেখা 'আজ একটি কবিতা রচনা হবে' বইটি বিক্রির ঊর্ধ্ব তালিকায় আছে।

বাস্তব জীবনের নানান প্রেক্ষাপটকে সামনে রেখে লেখা হয়েছে কাব্যগ্রন্থ। পাঠককে আনন্দ দেওয়ার পাশাপাশি চিন্তার খোরাক হিসেবে কাজ করবে বইটি।
..

বইয়ের সারসংক্ষেপ/ব্যাক ফ্ল্যাপের কাহিনি:

স্বভাবত মানুষের জীবনটাই বৈচিত্র্যময়! প্রকৃতির আড়ালেই কখনো প্রেম-বিরহ আবার কখনো-বা প্রতিবাদ-বিদ্রোহ লুকিয়ে থাকে, আমাদের সাথে, আমাদের মাঝে।

সময়ে সময়ে প্রকৃতি থেকে দূরে সরে যাই আমরা। ক্ষণে ক্ষণে নিজেকেও হারাতে থাকি— হারিয়ে যাই গোটা জীবন থেকেই, যান্ত্রিকতায়৷ তখনই যেন আমাদের শব্দে, সাহিত্যে জন্ম হয়। ঠিক আমাদের জীবনের মতই এই বইটা বিচিত্র সব বিষয়ে রচিত কবিতার ভাণ্ডার।
প্রিয় পাঠক, আপনাকে আমন্ত্রণ।
..

📙 বই : আজ একটি কবিতা রচনা হবে
🗿কবি : ফায়েকুজ্জামান ফাহাদ
🎬 প্রকাশনী : বারোমাসি
🗂️ ঘরানা : কবিতা
💰 মূল্য : ২৭০ টাকা
🔖 পৃষ্ঠা : ৫৮
🎞️ প্রচ্ছদ : Shahadat Hossain

📇 এছাড়াও, বইটি যেকোনো বুকশপে যোগাযোগ করে কিনে নিতে পারবেন। বারোমাসির বই/লেখা বিষয়ক যেকোনো সহযোগিতা কিংবা পরামর্শ প্রদানে 'বারোমাসি'তে আপনার মূল্যবান মতামত জানানোর অনুরোধ থাকলো। ..

📖 ❝বইয়ের ভালোবাসায় বদলে যাক পৃথিবী,
📚 বই হোক আপনার জীবনের সারথি।❞ ❤️

দেশ সেরা অন্যতম সাহিত্যিকের যেকোনো ঘরানার বই আছে বারোমাসি প্রকাশনীতে। চলে আসুন ১৪২-এ এবং পড়ুন অসাধারণ সব গল্প। নির্মলেন্...
09/02/2024

দেশ সেরা অন্যতম সাহিত্যিকের যেকোনো ঘরানার বই আছে বারোমাসি প্রকাশনীতে। চলে আসুন ১৪২-এ এবং পড়ুন অসাধারণ সব গল্প।

নির্মলেন্দু গুণ, সেলিনা হোসেন, নূরুল হুদা, শরীফ খান, ধ্রুব এষ, তপন বাগচী, অনীশ দাস অপু এবং সরওয়ার পাঠান সহ দশের অধিক নবীন সাহিত্যিকের লেখা পাওয়া যাচ্ছে ১৪২ নম্বর স্টলে। 😀

ইন শা আল্লাহ, আশাহত হবেন না বইগুলো পড়ে। 🌸

Sarwar Pathan, দুর্দান্ত আর চিন্তনশীল লেখক। তার লেখা চমৎকার দুইটা থ্রিলার বই আসছে বারোমাসি প্রকাশনী থেকে। যারা ভালো গল্প...
06/02/2024

Sarwar Pathan, দুর্দান্ত আর চিন্তনশীল লেখক। তার লেখা চমৎকার দুইটা থ্রিলার বই আসছে বারোমাসি প্রকাশনী থেকে। যারা ভালো গল্প চান এবং ভালো বই খুঁজেন — আসুন বইমেলার ১৪২-এ। 😀

বইয়ের কাহিনী আপনাকে অভিভূত ও আনন্দিত করবে, নিঃসন্দেহে। 🌸

আলহামদুলিল্লাহ। বারোমাসি প্রকাশনী থেকে সাজিদুর রহমান-এর লেখা 'আধা কেজি চাঁদের মাংস' বইটি দ্রুতই প্রকাশিত হতে যাচ্ছে।পরাব...
01/02/2024

আলহামদুলিল্লাহ। বারোমাসি প্রকাশনী থেকে সাজিদুর রহমান-এর লেখা 'আধা কেজি চাঁদের মাংস' বইটি দ্রুতই প্রকাশিত হতে যাচ্ছে।

পরাবাস্তবের ভাবনায় ঠিক কতটুকু প্রবেশ ঘটেছে আমাদের? আমরা কতটুকুই বা ভেবেছি এ নিয়ে? যদি আগ্রহী হন, তবে আসুন। পড়ুন।
..

বইয়ের সারসংক্ষেপ/ব্যাক ফ্ল্যাপের কাহিনি :

প্রত্যেকটি কবিতাই পরাবাস্তববাদী জার্নি বলা যেতে পারে। বাস্তবতার সঙ্গে প্রশ্নবিদ্ধ জীবনের অনুষঙ্গ কতটা নিবিড়তম সেটারই বহিঃপ্রকাশ এই কবিতাগুলো। আপনাকে আমন্ত্রণ, কবিতায়।
..

📙 বই : আধা কেজি চাঁদের মাংস
🗿কবি : সাজিদুর রহমান
🎬 প্রকাশনী : বারোমাসি
🗂️ ঘরানা : কবিতা
💰 মূল্য : ২৭০ টাকা
🔖 পৃষ্ঠা : ৬৪
🎞️ প্রচ্ছদ : Shahadat Hossain

📇 এছাড়াও, বইটি যেকোনো বুকশপে যোগাযোগ করে কিনে নিতে পারবেন। বারোমাসির বই/লেখা বিষয়ক যেকোনো সহযোগিতা কিংবা পরামর্শ প্রদানে 'বারোমাসি'তে আপনার মূল্যবান মতামত জানানোর অনুরোধ থাকলো।
..

📖 ❝বইয়ের ভালোবাসায় বদলে যাক পৃথিবী,
📚 বই হোক আপনার জীবনের সারথি।❞ ❤️

নবীন ও প্রবীণ প্রায় ২৩ জন লেখক-লেখিকা-কবির সর্বমোট ৩২টা ভিন্ন ভিন্ন ধাঁচের বই নিয়ে প্রথমবারের মতো, বাংলাদেশে সর্বপ্রথমবা...
28/01/2024

নবীন ও প্রবীণ প্রায় ২৩ জন লেখক-লেখিকা-কবির সর্বমোট ৩২টা ভিন্ন ভিন্ন ধাঁচের বই নিয়ে প্রথমবারের মতো, বাংলাদেশে সর্বপ্রথমবারের কিস্তিতে বই বিক্রির ধারা শুরু করা প্রতিষ্ঠান, ❝বারোমাসি❞ মেলায় অংশ নিচ্ছে।

বারোমাসি প্রকাশনী স্টল নম্বর : ১৪২, উদ্যানে থাকা পুকুরের শেষ সারিতে। আসুন, দেখুন, পড়ুন। স্বাগত আপনাকে। শীঘ্রই আরো কিছু চমক থাকছে যুগলবন্দি পাঠক-পাঠিকাদের জন্য।

অঙ্কন : Shahadat Hossain

24/01/2024

ছুম্মা আলহামদুলিল্লাহ। বারোমাসি প্রকাশনী-র স্টল নম্বর ১৪২। সবাইকে স্বাগত। আসবেন। 😃

Address

25, Badda Nagar Lane
Hazaribag
1209

Alerts

Be the first to know and let us send you an email when বারোমাসি প্রকাশনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies

  • Md yasir

    Md yasir

    Road No 2 Azad Nagar Hazaribag

Other Hazaribag media companies

Show All