12/09/2024
বারোমাসি প্রকাশনী'র মাসিক সাময়িক পত্রিকা : কথোপকথন।
সাহিত্য, রাজনীতি, অর্থনীতি, সমকালীন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, প্রযুক্তি, অভিযোগ, কার্টুন সহ নানান বিষয়াদির লেখা থাকবে 'কথোপকথন' ম্যাগাজিনে। 'বাংলাদেশ'-এর অভ্যন্তরীণ ও বাংলাদেশের সাথে সম্পর্কিত যেকোনো বিষয় নিয়ে লেখা হবে। তবে প্রতিটি কাজই হতে হবে মৌলিক ও নিজস্ব।
যেহেতু ম্যাগাজিন শীঘ্রই প্রকাশিত হচ্ছে, পণ্য/সেবাদানকারী প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তিকে, তার কর্মের উপর বিজ্ঞাপন দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
ম্যাগাজিনের ৪টা রঙিন প্রচ্ছদে আগ্রহীরা রঙিন বিজ্ঞাপন দিতে পারবেন। মূল প্রচ্ছদের একদম নিচের অংশের অল্প জায়গায় এবং দ্বিতীয়, তৃতীয় ও শেষ প্রচ্ছদের পুরো পৃষ্ঠায় বিজ্ঞাপন নেওয়া হচ্ছে।
রঙিন প্রচ্ছদে বিজ্ঞাপনের জন্য প্লাটিনাম, গোল্ড, সিলভার, ব্রোঞ্জ- এই ৪টি ভাগের যেকোনো একটিতে আগ্রহীরা বিজ্ঞাপন দিতে পারবেন। রঙিন পৃষ্ঠার জন্য প্রতি বর্গ ইঞ্চি রাখা হয়েছে ১,০০০ টাকা।
যদি 'প্লাটিনাম' গ্রহণ করা হয়, তবে যেকোনো প্রচ্ছদের পুরো পৃষ্ঠায় ঐ বিজ্ঞাপন দেওয়া হবে। পুরো পৃষ্ঠায় খরচ ৫০ হাজার টাকা।
যদি 'গোল্ড' গ্রহণ করা হয়, তবে যেকোনো প্রচ্ছদের ৩/৪ অংশে ঐ বিজ্ঞাপন দেওয়া হবে। পৃষ্ঠায় ৩/৪ অংশের খরচ ৩৫ হাজার টাকা।
যদি 'সিলভার' গ্রহণ করা হয়, তবে যেকোনো প্রচ্ছদের ২/৪ অর্থাৎ অর্ধেক পৃষ্ঠায় বিজ্ঞাপন দেওয়া হবে। অর্ধ পৃষ্ঠায় খরচ ২৫ হাজার টাকা।
যদি 'ব্রোঞ্জ' গ্রহণ করা হয়, তবে যেকোনো প্রচ্ছদের ১/৪ অংশে ঐ বিজ্ঞাপন দেওয়া হবে। ১/৪ অংশের পৃষ্ঠায় খরচ ১০ হাজার টাকা।
সাদা কালো বিজ্ঞাপন নেওয়া হচ্ছে শুধু ভিতরের পাতায়। এখানে কোনো প্যাকেজ নেই। ভিতরের পুরো পৃষ্ঠার বিজ্ঞাপন খরচ পড়বে ৫,০০০ টাকা।
যারা উদ্যোক্তা হিসেবে আছেন অথবা নতুন ব্যবসা শুরু করেছেন, তাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এছাড়াও ছোটো, মাঝারি ও বড় প্রতিষ্ঠানের কেউ যদি তাদের সেবা/পণ্যের বিজ্ঞাপন দিতে আগ্রহী হন, তবে বিজ্ঞাপন বিষয়ক 'প্রপোজাল'ও পাঠানো হবে।
ম্যাগাজিনে দেশখ্যাত কিছু লেখক, কবি আছেন। বাকি সবাই তরুণ-তরুণী এবং তারা লেখালিখি ভালোবাসেন। সৃজনশীলতাকে ভালোবাসেন। এজন্য, তাদের সাহস দিতে, নতুন লেখক, লেখিকা, কবি, গল্পকার, প্রবন্ধকার, চিন্তাবিদ সহ সৃজনশীল ব্যক্তি গড়ে তোলার ব্যতিক্রম প্রয়াস হিসেবে, কিছু করার জন্য, বারোমাসি প্রকাশনী প্রকাশিত করছে সাময়িক পত্রিকা।
ইন শা আল্লাহ, প্রতিমাসের একটি নির্দিষ্ট সময়ে প্রকাশিত হবে এটি, তাই যারা প্রথম সংখ্যা কিংবা পরবর্তী সংখ্যার জন্য বিজ্ঞাপন কিংবা লেখা দিতে চান, যোগাযোগ করার অনুরোধ।
ম্যাগাজিনের প্রতিটি সংখ্যার একটি নির্দিষ্ট নাম ও বিষয়বস্তু আছে। প্রথম সংখ্যার নাম কথোপকথন : বহ্নিমান পর্ব এবং বিষয়বস্তু : জুলাই আগষ্ট।
দ্বিতীয় সংখ্যার নাম চূড়ান্ত করা হয়নি, তবে বিষয়বস্তু : দুর্গাপূজা। তাই যারা প্রথম সংখ্যায় বিজ্ঞাপন/লেখা দিতে পারেননি, দ্বিতীয় ও পরবর্তী সংখ্যায় যুক্ত হওয়ার আহবান।
মূলত, বিষয়বস্তুর উপর লেখা বেশি থাকবে। এর পাশাপাশি, ভিন্ন ভিন্ন বিষয়েরও লেখা থাকবে। প্রতিটি/উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়) 'কথোপকথন' যাতে পৌঁছে, সেজন্য চেষ্টা চালানো হবে। আপনারা যদি সহযোগিতা করেন ইন শা আল্লাহ ভালো কিছু দিবো।
হাজারের উপর (ছাপার সংখ্যা উল্লেখ করবো না) মতো কপি ছাপানোর ইচ্ছে আছে যাতে দেশের ৪৯৫টি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছানো যায়।
ম্যাগাজিন হবে নিউজপ্রিন্টে। পেপারব্যাকে। কম খরচে যাতে কেনা যায়।
যোগাযোগ : ০১৯৭১ ৬১ ১২ ১২
ইমেইল : [email protected]
: [email protected]
কথোপকথন-এ স্বাগত। 🌸