Miskat Arman BD

Miskat Arman BD কি সুন্দর আমার জীবন শখের বয়সে
মাথা ভর্তি ডিপ্রেশন¡¡ 😞🙃🤤

𝐏𝐥𝐞𝐚𝐬𝐞 𝐟𝐨𝐥𝐥𝐨𝐰 𝐦e 🤍☺️
New Page..!

17/06/2024

দেশে ও প্রবাসে থাকা সবাইকে জানাই ঈদ মোবারক ❤️

দ্বিতীয় বারের মতো আবারো জয়ী হলেন অভিনেতা দেব।শুভ কামনা রইলো আপনার জন্য ✌️
06/06/2024

দ্বিতীয় বারের মতো আবারো জয়ী হলেন অভিনেতা দেব।
শুভ কামনা রইলো আপনার জন্য ✌️

ইতিহাসের পাতা থেকে নেয়া..!!নবাব সিরাজউদ্দৌলাকে যখন গ্রেফতার করে টেনে হিচঁড়ে নিয়ে যাওয়া হয়, তখন অসংখ্য মানুষ নিরবে সেই দ...
22/05/2024

ইতিহাসের পাতা থেকে নেয়া..!!
নবাব সিরাজউদ্দৌলাকে যখন গ্রেফতার করে টেনে হিচঁড়ে নিয়ে যাওয়া হয়, তখন অসংখ্য মানুষ নিরবে সেই দৃশ্য উপভোগ করেছিলো। শুধু তাই নয়, পিঠে ছুরিকাঘাত করার পূর্বে নবাবকে কাটাওয়ালা সিংহাসন ও ছেড়া জুতা দিয়ে যখন অপমান করা হচ্ছিলো, তখন শত শত মানুষ সেই কৌতুকে ব্যাপক বিনোদিত হয়েছিলো! এই জাতি দুইশো বছরের গোলামী সাদরে গ্রহণ করেছিলো এভাবেই। লর্ড ক্লাইভ ব্যক্তিগত ডায়েরীতে লিখেছিল, নবাব কে ধরে অপমান করতে করতে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন দাঁড়িয়ে থেকে যারা এসব প্রত্যক্ষ করেছিল তারা যদি একটি করেও ঢিল ছুড়তো তবে ক্লাইভ কে করুন পরাজয় বরণ করতে হতো। প্রায় ১০ হাজার অশ্বারোহী, ৩০ হাজার পদাতিক এবং অসংখ্য কামান-গোলাবারুদসহ বিশাল সুসজ্জিত সৈন্যবাহিনী নিয়েই পলাশীর ময়দানে এসেছিলেন নবাব সিরাজউদ্দৌলা। কিন্তু তার বিপরীতে রবার্ট ক্লাইভের সৈন্যসংখ্যা ছিলো মাত্র ৩ হাজার, যার মধ্যে ৯শ জনই ছিলো হাতে পায়ে ধরে নিয়ে আসা ব্রিটিশ সেনাবাহিনীর শৌখিন অফিসিয়াল সদস্য। যাদের অধিকাংশেরই তলোয়ার ধরার মতো সুপ্রশিক্ষণ ছিলো না, কোন দিন যুদ্ধ করেনি। এতো কিছু জেনেও রবার্ট ক্লাইভ যুদ্ধে নেমেছিলো এবং জিতবে জেনেই নেমেছিলো। কারণ রবার্ট ক্লাইভ খুব ভালো করেই বুঝেছিলেন একটি হীনমন্য ব্যক্তিস্বার্থলোভী দ্বিধাগ্রস্ত জাতিকে পরাস্ত করতে খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই ।সাদ্দাম হোসেনকে ফাঁসির দেবার পর যখন তাঁর মরদেহ বাইরে রাখা হল, তখন একদল মানুষ সেখানে এসে এই মানুষটার মৃতদেহের ওপরে থুতু ছিটিয়েছিল, যারা প্রত্যেকেই ইরাকের নাগরিক; পক্ষান্তরে তার নিরাপত্তায় নিয়োজিত সেই ১২ জন আমেরিকার সেনা সদস্যের প্রত্যেকেই কেদেছিল।
ইন্দিরা গান্ধীর পরিণতি হয়েছিল আরও করুণ। শত্রুর গুলিতে না, তার মৃত্যু হয়েছিল নিজেরই দেহরক্ষীর গুলিতে।

ইতিহাসের পৃষ্ঠায় পৃষ্ঠায়, এক একটা সাম্রাজ্যের পতন হয়েছে তাদের সব চাইতে কাছের মানুষদের হাত ধরে। সৌদি আরবের বাদশা ফয়সাল যখন তার ভাইপোকে আলিঙ্গন করার উদ্দেশ্যে দু হাত বাড়িয়ে দিলেন, প্রতিউত্তরে হঠাৎই পকেট থেকে পিস্তল বের করে পরপর তিনটা গুলি করে বসলেন।

গোয়েন্দারা আসামী সনাক্ত করার জন্য অনেক গুলো পদ্ধতি অবলম্বন করে থাকে, তার একটি হল প্রত্যেককেই সন্দেহের দৃষ্টিতে দেখা। সব চাইতে বেশি সন্দেহ তাকে করা যাকে মনে হবে সব চাইতে কম সন্দেহজনক।
ইতিহাস আমাদের বার বার শিখিয়ে গেছে, মানুষের জীবনের সব চাইতে বড় যে শত্রু তাকে কখনোই চেনা যায় না, সে থাকে সব থেকে কাছের বন্ধুর মত করে।

আপনার ব্যক্তিগত জীবনেও তাই...

আপনি সব চাইতে বেশি প্রতারিত হবেন আপনার কাছের মানুষদের কাছ থেকে। আপনাকে সব চাইতে বেশি কষ্ট দেয়া মানুষের তালিকা করলে সেখানে শত্রু না, বন্ধুদের নাম দেখতে পাবেন। শত্রু কখনো বিশ্বাস ঘাতক হয় না, বিশ্বাসঘাতকতা করে কেবল বন্ধুরাই।

কি নির্মম চিত্র!ইব্রাহিম রাইসির মাথার পাগড়ি গাছের মাথায়।😓
22/05/2024

কি নির্মম চিত্র!
ইব্রাহিম রাইসির মাথার পাগড়ি গাছের মাথায়।😓

আলহামদুলিল্লাহ ❤️ময়মনসিংহ মহানগর ছাত্রদলের অন্যতম সদস্য এবং পরিশ্রমী মেধাবী ছাত্রনেতা নিলয় কুমার ঘোষ (Åñàñt Nîlôy) স্বেচ...
15/05/2024

আলহামদুলিল্লাহ ❤️
ময়মনসিংহ মহানগর ছাত্রদলের অন্যতম সদস্য এবং পরিশ্রমী মেধাবী ছাত্রনেতা নিলয় কুমার ঘোষ (Åñàñt Nîlôy) স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাঁর নতুন নাম মোঃ আব্দুল্লাহ

মহান আল্লাহ তা’আলা মোঃ আব্দুল্লাহকে ইসলামের পথে কবুল করে নিক এবং তাঁকে নেক হায়াত এবং তাঁর জীবনে বরকত দান করুন আমিন💜🌸

15/05/2024

❤️🥰

তাসকিন ভাই মানে তুলনাহীন। সব সময়ই নিরহংকারী, ভক্তদের আবদার মিটানোর চেষ্টায় থাকে 🥰🥰Follow me page 🙏 [ ]                  ...
15/05/2024

তাসকিন ভাই মানে তুলনাহীন।
সব সময়ই নিরহংকারী, ভক্তদের আবদার মিটানোর চেষ্টায় থাকে 🥰🥰
Follow me page 🙏 [ ]

উম্মে হাবিবা মীম। সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে মীম এ প্লাস অর্জন করেছে। মামলা ও গ্রেফতারী পরোয়ানার কারণে সবসময় প...
13/05/2024

উম্মে হাবিবা মীম। সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে মীম এ প্লাস অর্জন করেছে।

মামলা ও গ্রেফতারী পরোয়ানার কারণে সবসময় পরিবার থেকে দূরে অবস্থান করা চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের তৎকালীন সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল আলম নুরু ভাই রাতের আঁধারে সন্তানদের দেখতে বাড়িতে এসেছিলেন, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি।

নুরু ভাইকে সেই রাতেই আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায় এবং পরেরদিন সকালে (২০১৭ সালের ৩০শে মার্চ) কর্ণফুলী নদীর তীরে নুরু ভাইয়ের চোখ, হাত-পা বাঁধা এবং সারা শরীরের নির্যাতনের কালো দাগে পরিপূর্ণ মাথায় গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়!

সেই নুরু ভাইয়ের বড় মেয়ে মীমের আজকের এই অর্জন তিনি দেখতে পারলেন না।

অভিনন্দন, মীম। অনেক বড় হও।

10/05/2024

আলহামদুলিল্লাহ ❤️
ভারতে কমছে হিন্দুদের সংখ্যা
বেড়েছে মুসলমান।

10/05/2024

হে আল্লাহ!আমি সহ পৃথিবীর সকল মানুষের সুস্থতা কামনা করছি!
আমিন

হাতিয়া নলচিরা ঘাট ,,,হাতিয়া নোয়াখালীকি সুন্দর যাতায়াত ব্যবস্থা।🙃
10/05/2024

হাতিয়া নলচিরা ঘাট ,,,হাতিয়া নোয়াখালী
কি সুন্দর যাতায়াত ব্যবস্থা।🙃

10/05/2024

সবাইকে জুম্মা মোবারক ❤️🥰

01/05/2024

কণ্ঠের প্রেমে পড়ে গেছি।🙃🥰

Follow me please







,
❤️

আমেরিকান প্রবাসী ছেলে তার জীবনের প্রথম মাসের বেতন পেয়ে তার বাবাকে ফোন করলো -হ্যালো আব্বু?- হ্যা,বাবু কেমন আছিস?বাবা আমি...
01/05/2024

আমেরিকান প্রবাসী ছেলে তার জীবনের প্রথম মাসের বেতন পেয়ে তার বাবাকে ফোন করলো -
হ্যালো আব্বু?
- হ্যা,
বাবু কেমন আছিস?
বাবা আমি ভাল আছি। তুমি ভাল আছো তো?
- শরীর ভাল, তবে তোকে খুব মনে পড়ে।
বাদ দে তোর কি খবর বল?
আমিও ভাল আছি। একটা নাম্বার দিচ্ছি লেখ। (মানিগ্রাম)
- কিসের নাম্বার খোকা?
আমি সেলারী পেয়েছি বাবা। পুরা এক লাখ
- আলহামদুলিল্লাহ্‌।
বাবা একটা কথা বলি? ( কিছুটা দুষ্টামির ছলে )
- এতদিন পর ফোন করেছিস মাত্র একটা কথাই বলবি?
বাবা তুমি তো বলেছিলে পিতৃ ঋণ কোন দিন শোধ হয় না। তুমি ছাব্বিশ বছরে আমার পেছনে যত টাকা খরচ করেছ তুমি কি জানো আমি আগামী পাঁচ বছরে সে টাকা তোমায় ফিরিয়ে দিতে পারবো। আমার এখানে এক টাকা তোমার ওখানে একশ টাকা বাবা'।
- বাবা : ( কিছুটা মুচকি হেসে) বাবা একটা গল্প শুনবি?
ছেলেটা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। নিচু স্বরে বললো-
বলো বাবা শুনবো......
- বাবা : তোর বয়স যখন চার আমার বেতন তখন তিন হাজার টাকা। ১,২০০ টাকা ঘর ভাড়া দিয়ে ১,৮০০ টাকায় চলে সংসার। আমি আমার সাধ্যের মধ্যে সব সময় চেষ্টা করেছি তোর 'মা কে 'সুখী করতে। তোকে যেই বার স্কুলে ভর্তি করলাম সেবার ই প্রথম আমরা আমাদের ম্যারিজডে টা পালন করিনি। সে বছর তোর মাকে কিছুই দিতে পারিনি আমি।
তুই যখন কলেজে উঠলি আমাদের অবস্থা তখন মোটা মুটি ভাল। কিন্তু খুব কষ্ট হয়ে গেছিল যখন আমার ট্রান্সফার নারায়ণগঞ্জ হয়। রোজ রোজ উত্তরা থেকে নারায়ণগঞ্জ বাসে করে, পায়ে হেটে, ঘামে ভিজে খুব দুর্বিষহ লাগছিল। একদিন শোরুম থেকে একটা বাইক দেখে আসলাম। সে রাতে আমি স্বপ্নেও দেখেছিলাম আমি বাইকে চড়ে অফিস যাচ্ছি। কিন্তু পরের দিন তুই বায়না ধরলি উত্তরা থেকে বনানী ভার্সিটি করতে তোর কষ্ট হয়। তোর কষ্টে আমার কষ্ট হয় বাবা। আমি তোকে বাইক টা কিনে দিয়েছিলাম।
আমার এক টাকা তোর ওখানে এখন এক পয়সা! কিন্তু মনে করে দেখ এই এক টাকা দিয়ে তুই বন্ধুদের নিয়ে পার্টি করেছিস। ব্রান্ড নিউ মোবাইলে হেড ফোন কানে লাগিয়ে সারা রাত গান শুনেছিস। পিকনিক করেছিস, ট্যুর করেছিস, কন্সার্ট দেখেছিস। তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতন।
আর তোর একশ টাকা নিয়ে আমি এখন হার্টের বাইপাস করাই ডায়াবেটিক মাপাই । জানিস বাবা আমার মাছ খাওয়া নিষেধ, মাংস খাওয়া নিষেধ, কি করে এত টাকা খরচ করি বল! তোর টাকা নিয়ে তাই আমি কল্পনার হাট বসাই। সে হাটে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই। বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাই। তোর মায়ের হাত ধরে চাঁদনী পসরে সেন্ট মার্টিনের বালুচরে হেঁটে বেড়াই।
- ছেলে : বাবা চুপ করো প্লীজ! আমি তোমার কাছে চলে আসব। টাকা না তোমার ভালবাসা তোমায় ফিরিয়ে দিব।
- বাবা : হাহাহা বোঁকা ছেলে! বাবাদের ভালবাসা কখনো ফিরিয়ে দেয়া যায় না। ছোট্ট শিশুর মল মুত্রও মোছা যায় আর বুড়োদের ঘরেও ঢোকা যায় না।
তোকে একটা প্রশ্ন করি বাবা। ধর তুই আমি আর তোর খোকা তিন জন এক নৌকায় বসে আছি। হঠাৎ নৌকা টা ডুবতে শুরু করলো ..... যে কোন একজনকে বাঁচাতে পারবি তুই। কাকে বাঁচাবি বল?
ছেলেটা হাজার চেষ্টা করেও এক চুল ঠোঁট নড়াতে পারছেনা!
- বাবা : উত্তর দিতে হবে না। ছেলেরা বাবা হয়, বাবা কখনো ছেলে হতে পারে না। পৃথিবীতে সব চেয়ে ভারী জিনিস কি জানিস?
পিতার কাঁধে পুত্রের লাশ!
আমি শুধু জায়নামাজে বসে একটা জিনিস চাই। আমার কবরের ঘরটায় যেন আমি আমার ছেলের কাঁধে চড়ে যাই। তাহলেই তুই একটা ঋণ শোধ করতে পারবি, তোকে কোলে নেয়ার ঋণ।

সংগ্রহে মাহবুব আলম

👉এই সেই জায়গা যেথায় নবীজির উপর ওহী নাজিল হত😍😍 সুবহানাল্লাহ❤❤Today's the best Photo 🌿🥰•🔴 Beautiful                       ...
01/05/2024

👉এই সেই জায়গা যেথায় নবীজির উপর ওহী নাজিল হত😍😍

সুবহানাল্লাহ❤❤
Today's the best Photo 🌿🥰

•🔴 Beautiful














































Today's the best Photo 🌿🥰কিছু ছবির ক্যাপশন খুঁজে পাওয়া যায় না।🖤•🔴 Beautiful
01/05/2024

Today's the best Photo 🌿🥰
কিছু ছবির ক্যাপশন খুঁজে পাওয়া যায় না।🖤

•🔴 Beautiful




























সকল শিক্ষা প্রতিষ্ঠান হেরে যাচ্ছে গরমের কাছে আর গরম হেরে যাচ্ছে দ্বীনের খাদেম মাদ্রাসার ছাত্রদের কাছে। মাশাআল্লাহ 🖤❤️
28/04/2024

সকল শিক্ষা প্রতিষ্ঠান হেরে যাচ্ছে গরমের কাছে আর গরম হেরে যাচ্ছে দ্বীনের খাদেম মাদ্রাসার ছাত্রদের কাছে।
মাশাআল্লাহ 🖤❤️

⎯͢⎯⃝🩷 Today's the best Photo 🌿💜🌺∙──༅༎﷽༎༅──∙🌺                                  
28/04/2024

⎯͢⎯⃝🩷 Today's the best Photo 🌿💜

🌺∙──༅༎﷽༎༅──∙🌺


























28/04/2024

নদীর অপরুপ সৌন্দর্য সাথে আছে জেলেদের মাজ ধরার নৌকা
কতই না সুন্দর নদীর বুকে এইসব। 🥰❤️
- হাতিয়া চেয়ারম্যান ঘাট - নোয়াখালী।

• Today's the best Photo 🌿🥰•🔴 Miskat Arman BD 🍒                                                                         ...
27/04/2024

• Today's the best Photo 🌿🥰

•🔴 Miskat Arman BD 🍒














































মিল্টন সমাদ্দার নাকি গাদ্দার? আসলে কি, কেউ কিছু করলে তার পেছনে লাগা এবং তার ক্ষতি করার ইচ্ছেটা আমরা বংশ পরম্পরায় লালন কর...
27/04/2024

মিল্টন সমাদ্দার নাকি গাদ্দার?

আসলে কি, কেউ কিছু করলে তার পেছনে লাগা এবং তার ক্ষতি করার ইচ্ছেটা আমরা বংশ পরম্পরায় লালন করে আসছি যুগযুগ ধরে। কারও ভালো না চাওয়া আমাদের ধমনীতে প্রবাহমান।

বিশেষ করে, সোশ্যাল মিডিয়ায় কারও ক্ষতি করার সুযোগ পেলে বা কারও বিরুদ্ধে কিছু লিখতে অনেক আনন্দ পাই। না জেনে না বুঝে না দেখে, একটা নেতিবাচক কমেন্ট লিখতে তো পয়সা লাগেনা, তাই লিখে ফেলি।

মিল্টন সমাদ্দার শত শত মানুষকে রাস্তা থেকে নিয়ে লালন পালন করছে। বয়স্ক মানুষগুলোকে যখন স্বজনেরা রাস্তায় ফেলে চলে যায়, নিজে চলতে পারেনা, আবর্জনা খেয়ে বেঁচে থাকার চেষ্টা করে তখন এই মিল্টন সমাদ্দার ওদেরকে খাইয়ে পরিয়ে অন্তত একটা ছাদের নিচে শান্তিতে মৃত্যুর ব্যবস্থা করে।

গত এক যুগ ধরে কাজটি করে আসছে শুনেছি।

এখন বলা হচ্ছে সে এখানে অনেক দুর্নীতি করছে, সে এই দোষ করছে ওই দোষ করছে ইত্যাদি ইত্যাদি।

ভাই একদম সরল কথা হলো, আপনার ভালো না লাগলে কালকেই আপনি আরেকটা ওল্ড হোম খোলেন। আপনি আরও দ্বিগুন গতিতে এই কাজ করতে শুরু করেন।

আপনি আরও ভালো করে বয়স্ক মানুষের হাগু মুতু সাফ করে দেখিয়ে দেন আপনি পারেন।

মিল্টন তো রাস্তায় থাকা মানুষগুলিকে একাই উদ্ধার করে সবকিছু করবে বলে ঠিকাদারি নেয়নাই।

বাস্তব হলো, মিল্টন যে কাজটি করে, সে কাজটি আপনাকে আমাকে মাসে ৫ লক্ষ টাকা দিলেও সম্ভব নয়।

বাকি রইলো অভিযোগ, অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি। যদি এটির কোনো রকম সত্যতা থাকে, তাহলে অবশ্যই তাকে চুড়ান্ত শাস্তি দিতে হবে তদন্ত সাপেক্ষে।

পরিশেষে বলবো, কারও সমালোচনা করার আগে একবার ভাবুন।

রোদে পুড়ে পচে গলে যাওয়া একটা মানুষকে যখন কেউ দেখছিলোনা। যখন আমি আপনি নাক সিঁটকিয়ে অবহেলা করে দূরত্ব বজায় রেখে হেঁটে যাচ্ছি। তখন এই মানুষগুলো ওদেরকে কুড়িয়ে নিচ্ছে।

বাহবা না দেই অন্তত সমালোচনা করার অধিকার আমার আপনার নেই।
Miskat Arman ✍️

হাতিয়ায় একটি বিরল প্রজাতির সাপ দেখা গিয়েছে। গত বুধবার বিকেলে চর ইশ্বর ইউনিয়নের কাজির বাজারের কমলার দিঘি সমুদ্র সৈকতে সাপ...
27/04/2024

হাতিয়ায় একটি বিরল প্রজাতির সাপ দেখা গিয়েছে। গত বুধবার বিকেলে চর ইশ্বর ইউনিয়নের কাজির বাজারের কমলার দিঘি সমুদ্র সৈকতে সাপটি দেখা যায়। বন বিভাগ বলছে, সাপটির নাম ইয়েলো-বেলিড সি স্নেক। এটি অত্যন্ত বিষধর প্রজাতির একটি সাপ।

স্থানীয়রা জানান, ওই এলাকার বাসিন্দা কমলার দিঘি সমুদ্র সৈকতে প্রথম এই সাপটি দেখতে পান। সাপটি দেখতে সৈকতে ঘুরতে যাওয়া পর্যটকরাও ভিড় করেন।

মুহাম্মদ তাসনিম মাহমুদ তামিম বলেন, ‘আমি প্রথমে সাপটি দেখে ভয় পেয়েছি। এমন সাপ আগে কখনো দেখিনি। সাপটির পেটের রঙ হলুদ এবং দেহের উপরিভাগ কালো। পরে ইন্টারনেটের মাধ্যমে জানতে পারলাম এটি বিষধর সাপ।’

হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাহবুব মোর্শেদ লিটন জানান, বুধবারের আগে এই সাপটি কখনোই হাতিয়ায় দেখা যায়নি। তিনি বলেন, ‘এটি বিশ্বের চতুর্থ বিষধর সাপ। আমাদের জন্য খুবই চিন্তার বিষয়। আমরা বনবিভাগসহ ঊর্ধ্বতনদের সাথে কথা বলেছি। সত্যিকারার্থে হাতিয়ার জেলে ও নদী তীরবর্তী মানুষরা আতঙ্কিত। আমরা চাই যেনো নিরাপদ ভাবে পর্যটকরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারে। উপকূল যেনো সবার জন্য নিরাপদ থাকে।

ইন্ডিপেন্ডেন্ট টিভি

27/04/2024

ভালো কিছু করতে গেলে বাধা আসবেই।
আর এই হলো আমাদের সমাজ 🙃

27/04/2024

ছোট কালের সেই স্মৃতি গুলো আজও মনে পড়ে।❤️
এভাবেই কত দুষ্টামি করতাম তখন, আজ আর সে দিনগুলো নেই।😓

Today's the best Photo!!🔴 🥰বৃষ্টির জন্য ইস্তিকার নামাজ আদায়। আল্লাহ কবুল করুন। আমিনস্থান - সাগরিয়া বাজার হাই স্কুল মাঠ।...
27/04/2024

Today's the best Photo!!🔴 🥰
বৃষ্টির জন্য ইস্তিকার নামাজ আদায়। আল্লাহ কবুল করুন। আমিন
স্থান - সাগরিয়া বাজার হাই স্কুল মাঠ।
- হাতিয়া নোয়াখালী

𝐏𝐥𝐞𝐚𝐬𝐞 𝐟𝐨𝐥𝐥𝐨𝐰 𝐦e 🤍☺️
•🔴 Beautiful





Address

Hatiya

Alerts

Be the first to know and let us send you an email when Miskat Arman BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Miskat Arman BD:

Videos

Share


Other Digital creator in Hatiya

Show All