হাতিয়া / Hatiya

হাতিয়া / Hatiya হাতিয়ার সব খবর সবার আগে জানতে আমাদের স

★হাতিয়া★

হাতিয়া আমার জম্মভূমি, অপার সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই দ্বীপ। নোয়াখালী জেলার দক্ষিণাঞ্চলে বঙ্গোপসাগরের কোলঘেঁষে জেগে উঠেছে চির সবুজের এই দ্বীপ। এখানে নেই কোন বিশাল বিশাল অট্টালিকা, বাস ট্রাকের পেঁপু, যানজট, শিল্প কারখানা। ⛟

এখানে আছে প্রকৃতির অপূর্ব রুপের সমারোহ জনপদে নিস্তব্ধতা আঁকাবাঁকা খাল, নদী, পালতোলা নৌকা, মায়াবী হরিন, তরতাজা তরুতরকারি, মেঘনার হরেক রকমের তাজা মাছ, দধি, বাগানে

র খাঁটি মধু.....

এ ছাড়াও বিশ্ববিখ্যাত পর্যটক স্পট নিঝুমদ্বীপ, আরও আছে কাজির বাজার, কমলার দিঘী, সূর্যমূখী, কাটাখালীসহ প্রায় দশটা দর্শনীয় স্হান যাহা পর্যটক মনকে খুব সহজে আকৃষ্ট করে।

জটিল কিছু সমস্যা:- তীব্র নদী ভাংগন, বিদ্যুৎ বিচ্ছিন্নতা, চিকিৎসা সুব্যাবস্থা না থাকা, অউন্নত শিক্ষা ও যোগাযোগ ব্যাবস্থা, ভূমিহীনতা, আমাদের জীবনধারাকে গ্রাস করে রেখেছে
যদি প্রশ্ন করেন এত সমস্যার মাঝে কেমন করে থাকেন আপনারা..??

তবে বলব আমরা ভালো খারাপ দুটোর মাঝেই আছি, স্বপ্নের বন্দরে নোঙর ফেলে বসে আছি একদিন সব সমস্যা দুর করে আলোকিত হবে আমাদের প্রিয় জম্মভূমি হাতিয়া।

আমরা অতিথি পরায়ন আমন্ত্রণ রইল হাতিয়া ভ্রমণের, ধন্যবাদ সবাইকে
___________________________________
☞ হাতিয়ার সব খবর জানতে আমাদের সাথেই থাকুন ....

চেয়ারম্যান ঘাট🌸📍 হাতিয়া-নোয়াখালী❤️
04/10/2024

চেয়ারম্যান ঘাট🌸
📍 হাতিয়া-নোয়াখালী❤️

হাতিয়া- চট্টগ্রাম রুটের পরিত্যক্ত শীপ মনিরুল হক ও আব্দুল মতিন 🌸 #দ্বীপহাতিয়া  #হাতিয়া
04/10/2024

হাতিয়া- চট্টগ্রাম রুটের পরিত্যক্ত শীপ মনিরুল হক ও আব্দুল মতিন 🌸
#দ্বীপহাতিয়া #হাতিয়া

আলহামদুলিল্লাহ হাতিয়া নলচিরা টু চেয়ারম্যান ঘাটের সী-ট্রাকের দুই ট্রিপ বন্ধ করে এক ট্রিপ দেয়ার সংবাদে সোশাল মিডিয়ায় প্রতি...
23/09/2024

আলহামদুলিল্লাহ
হাতিয়া নলচিরা টু চেয়ারম্যান ঘাটের সী-ট্রাকের দুই ট্রিপ বন্ধ করে এক ট্রিপ দেয়ার সংবাদে সোশাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় উঠে। তারপর কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়। অতএব গতানুগতিক ভাবে প্রতিদিন দুই ট্রিপ করে যাতায়াত করবে সী-ট্রাক।
এ বিশেষ পদক্ষেপ গ্রহনের জন্য প্রতিবাদী সব সচেতন নাগরিক এবং বিশেষ করে হাতিয়া প্রশাসনকে দ্বীপাঞ্চল হাতিয়া পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

আলহামদুলিল্লাহ!  হাতিয়া বাসির জন্য সুখবর। আজ থেকে ঢাকা হাতিয়া ঢাকা রুটে রোটেশন প্রথা বাতিল করা হয়েছে। উল্লেখ্য আজথেকে রু...
16/09/2024

আলহামদুলিল্লাহ! হাতিয়া বাসির জন্য সুখবর। আজ থেকে ঢাকা হাতিয়া ঢাকা রুটে রোটেশন প্রথা বাতিল করা হয়েছে।
উল্লেখ্য আজথেকে রুট পারমিট প্রাপ্ত টোটাল ৬টি নৌযান আপ ও ডাউন ট্রিপ পরিচালনা করবে। নৌযান গুলি হলো ফারহান ৩,৪ তাসরিফ ১,২ ও ফারহান ১০, ৮। আজ তিনটি লঞ্চ ঢাকা থেকে ছেড়ে গেছে হাতিয়ার উদ্দেশ্য। এরি সাথে শেষ হলো রোটেশন নামের যাত্রী হয়রানির এক কালো অধ্যায়।
হাতিয়া / Hatiya

15/09/2024

নলচিরা ঘাটের বর্তমান অবস্থা

15/09/2024

হাতিয়া নলচিরা ঘাট

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ৭টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে...
14/09/2024

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ৭টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে...

বিস্তারিত কমেন্টে
13/09/2024

বিস্তারিত কমেন্টে

13/09/2024

হাতিয়া নলচিরা ঘাট ।

হিসাব বরাবর..
13/09/2024

হিসাব বরাবর..

হাতিয়ার অভিভাবকের পতনের পর হাতিয়া আফাজিয়া ঘাটে যাত্রী হয়রানি এবং চাঁদাবাজি অনেকাংশে কমে এসেছে।তবে ভিন্ন চিত্র ফুটে উঠেছে...
13/09/2024

হাতিয়ার অভিভাবকের পতনের পর হাতিয়া আফাজিয়া ঘাটে যাত্রী হয়রানি এবং চাঁদাবাজি অনেকাংশে কমে এসেছে।তবে ভিন্ন চিত্র ফুটে উঠেছে হাতিয়া চেয়ারম্যান ঘাটে!চেয়ারম্যান ঘাটে তিন গ্রুপের রাজত্ব চলমান!

তথ্য আছে রামগতির এক গ্রুপ এসে ৫ দিনের জন্য ঘাট দখল করে, নোয়াখালীর গ্রুপ এসে ৩ দিনের জন্য দখল করে আবার চেয়ারম্যান ঘাটের দখলদাররা ভোগ করে ৫ দিন!এভাবেই চলছে বর্তমানে চেয়ারম্যান ঘাটের নীরব চাঁদাবাজি!

অন্যদিকে যাত্রীরা হচ্ছেন নানানভাবে সেবা বঞ্চিত!দ্রুত যাতায়াতের জন্য নেই পর্যাপ্ত স্পিড বোট! ফিটনেসবিহীন কিছু স্পীডবোট চালানো হচ্ছে তাও আবার ধারণক্ষমতার চেয়ে ৩-৪ জন যাত্রী বেশি নিয়ে বোট চালাচ্ছেন বাড়তি দান্দার জন্য!অভিযোগ আছে অন্য ঘাট থেকে কিছু স্পীডবোট এই রুটে পরিচালনা করছেন একটা চক্র!

আবার দেখা গিয়েছে অদৃশ্য কারণে হাতিয়া আফাজিয়া ঘাটে ১৩ টি স্পিডবোট নিরাপদ ছাউনি দিয়ে বেঁধে রাখা হয়েছে।অনেকেই জানে এই ১৩টি বোটের মালিক বড় হুজুর আর এতবছর পরিচালনার দায়িত্বে ছিলেন ঘাট মালিক অঘোষিত শিল্পপতি কাজল!এতদিন এই বোটগুলো দিয়ে ৫০০-৬০০ টাকা ভাড়া আদায় করে চুষে খেয়েছে সাধারন যাত্রীদের অর্থ।

এখন যখন ভাড়া কমিয়ে ৩০০ নির্ধারন করলো তখনি তারা এই বোটগুলোর চলাচল বন্ধ করে ঘাট থেকে সরিয়ে নেয়া নিয়েছে!এই বোটগুলো কোনটা কোন ড্রাইভারের দায়িত্ব ছিলো তারও একটা তালিকা রয়েছে!

প্রশাসনের কাছে দাবি জানাই যাত্রী দূর্ভোগ বন্ধে ঐ ১৩ টি স্পিডবোট পুনরায় চালু করা হোক এবং চেয়ারম্যান ঘাটে চাঁদাবাজি ও দখলবাজি বন্ধে যথাযথ প্রদক্ষেপ গ্রহণ করা হোক।

ব্রেকিং নিউজ  আজ (13)9(2024ইং বিকাল পাঁচটার সময় নিঝুম দ্বীপে প্রচন্ড পরিমাণে বাতাসের কবলে পড়ে  নিঝুম দ্বীপের দক্ষিণ অঞ...
13/09/2024

ব্রেকিং নিউজ
আজ (13)9(2024ইং বিকাল পাঁচটার সময় নিঝুম দ্বীপে প্রচন্ড পরিমাণে বাতাসের কবলে পড়ে নিঝুম দ্বীপের দক্ষিণ অঞ্চলে ছয়টি বোর্ড ডুবে গেছে।
বুট গুলোর মালিকের নাম।
1/আবুল খায়ের 2/এনাম মাঝি 3/জাহাঙ্গীর মাঝি
4/মিলাদ মাঝি 5/কালন মাঝি।
বাবার মাঝি সহ আরো অনেকগুলো বোর্ড এখনো নিখোঁজ।
এই কয়েকটি বোর্ডের মাঝে কিছু বোর্ডের মানুষ উদ্ধার করা গেলেও অধিকাংশ ভোটের মানুষের কোন সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি।
নিঝুম দ্বীপের নামার বাজারের মাছ ব্যবসায়ী পার্টিদের তরফ থেকে নিখোঁজ হওয়া মানুষের উদ্ধার তৎপরতা চালিয়ে যাওয়া হচ্ছে।

আগামীকাল রবিবার  ১৮/০৮/২৪  তিন নম্বর সতর্ক সংকেত জাহাজ,সিট্রাক চলাচল বন্ধ থাকবে।আবহাওয়া ভালো থাকলে সার্ভিস বোড চলাচল করব...
17/08/2024

আগামীকাল রবিবার ১৮/০৮/২৪ তিন নম্বর সতর্ক সংকেত জাহাজ,সিট্রাক চলাচল বন্ধ থাকবে।
আবহাওয়া ভালো থাকলে সার্ভিস বোড চলাচল করবে।

আলহামদুলিল্লাহ নলচিরা ঘাটে যাত্রী চাউনির কাজ চলমান.. জনগণের সকল চাওয়া পাওয়া এক এক করে পূরন করা হবে.. ইনশাআল্লাহ ।।
17/08/2024

আলহামদুলিল্লাহ
নলচিরা ঘাটে যাত্রী চাউনির কাজ চলমান..
জনগণের সকল চাওয়া পাওয়া এক এক করে পূরন করা হবে..
ইনশাআল্লাহ ।।

07/06/2024

পৃথিবীতে মায়ের থেকে বড় আপন আর কেউ হয় না ❤️
দেখুন মা হরিণ বাচ্চাটিকে বাঁচানোর জন্য কি করলো 👍❤️
#মা #হরিণ

20/05/2024

নোয়াখালী হাতিয়া / Hatiya ইউছুফ মাঝির জাল এর ইলিশ মাছ শিকার এর দৃশ্য।

বাংলাদেশর সবচেয়ে সুন্দর দ্বীপ নিঝুম দ্বীপ,হাতিয়া,নোয়াখালী❤️
20/05/2024

বাংলাদেশর সবচেয়ে সুন্দর দ্বীপ

নিঝুম দ্বীপ,হাতিয়া,নোয়াখালী❤️

10/05/2024

মসজিদে প্রবেশের নিয়ম,ও আযানের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন,
হাজী ইমরাত আলী জামে মসজিদের সম্মানিত খতিব,
মাওলানা কারি মাহমুদুল হাসান সাহেব,,,,,

ভিড়িও ধারনঃ Md Monir

05/05/2024

প্রকৃতির প্রেমে পড়ে দেখুন...
আল্লাহর সৃষ্টি কত সুন্দর ❤️

Address

Hatiya

Website

Alerts

Be the first to know and let us send you an email when হাতিয়া / Hatiya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হাতিয়া / Hatiya:

Videos

Share