Dwip Online Shop

Dwip Online Shop Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dwip Online Shop, News & Media Website, Hatiya.

04/08/2023

sharmin & sazid

01/08/2023

মধ্যরাতে ২.৪৫ মিনিট ০২/০৮/২৩ আমার বাসায় ডিবির হানা! VP Nurul Haque Nur

দ্বীপের দধি
25/07/2023

দ্বীপের দধি

14/05/2023

চট্টগ্রাম বন্দরের বর্তমান অবস্থা
আল্লাহ সবাইকে হেফাজত করুক

আহা! হাতিয়ার কিংবদন্তী রাজনৈতিক নেতা সাবেক এম এল এ মরহুম মাওলানা আব্দুল হাই সাহেবের ছেলে বিশিষ্ট রাজনৈতিক নেতা এডভোকেট আ...
09/02/2023

আহা! হাতিয়ার কিংবদন্তী রাজনৈতিক নেতা সাবেক এম এল এ মরহুম মাওলানা আব্দুল হাই সাহেবের ছেলে বিশিষ্ট রাজনৈতিক নেতা এডভোকেট আব্দুল আলীম বুলবুল মিয়ার মেয়ে ও নাতনিদের কী করুণ দশা! কেউ কি দেখার নেই?

৫ ভাইয়ের একটি মাত্র বোন। ভাইদের একজন বিসিএস কর্মকর্তা, একজন কানাডা প্রবাসী। বাবার রেখে যাওয়া সম্পত্তিও আছে যথেষ্...

17/05/2022
28/10/2021

নোয়াখালীর হাতিয়ায় বরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে সংঘর্ষে কনের মাসহ উভয় পক্ষের ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (২৭ অক্টোবর) রাতে নোয়াখালীর হাতিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডে আহম্মদ মিয়া বাজারের পাশে কনের বাড়িতে এ ঘটনা ঘটে। আহতদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরমধ্যে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল পর্যন্ত কনের মা কুলসুমা বেগমের জ্ঞান ফেরেনি। আহতরা সবাই বর-কনের পারিবারিক আত্মীয়।

স্থানীয়রা জানান, প্রায় ৩ মাস পূর্বে পারিবারিক ভাবে বিয়ে হয় পৌরসভার ১নং ওয়ার্ডের কামাল উদ্দিনের ছেলে মো. মিলন ও কনে পৌরসভা ৭নং ওয়ার্ডের রাশেদ উদ্দিনের মেয়ে রাশেদা বেগম এর। বুধবার বরযাত্রী আসে কনের বাড়িতে।

বরের ভাই মিরাজ জানান, উভয় পক্ষের আন্তরিকতার মধ্যেই খাওয়া দাওয়া শেষ হয়। বিদায় নেওয়ার সময় বর কনেকে একই মঞ্চে আনা হয়। এ সময় বরের সাথে সেলফি তোলা নিয়ে নারীদের মধ্যে কথা কাটাকাটি নিয়ে সংঘর্ষ বাধে। পরে কনে পক্ষের কিছু উত্তেজিত লোকজন বর পক্ষের লোকজনের ওপর হামলা করে।

এ ব্যাপারে হাতিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর দিদারুল ইসলাম খান বলেন, সংঘর্ষের সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে লোকজন নিয়ে কনের বাড়িতে যাই। পরে উভয় পক্ষকে শান্ত করে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

04/09/2021

শার্টের কলার পরিষ্কার করার সহজ উপায়

সাদা বা হালকা রঙের শার্ট গরমে বেশ আরামদায়ক। কিন্তু এই হালকা রঙের শার্টের কলারে ময়লা জমলে তা তুলতে যেয়ে বেশ সমস্যা হয়। ওয়াশিং মেশিনে কাচলেও কলারের দাগ বেশির ভাগ সময়ে একই রকম থেকে যায়। হাত দিয়ে ঘষলেও সহজে উঠতে চায় না। আর এভাবে যদি নোংরা শার্ট দিনের পর দিন পরেন তাহলে দাগ তোলা অসম্ভব হয়ে পড়ে। এখন প্রশ্ন হলো কীভাবে তুলবেন এই দাগ।

১/লেবুর রস

শার্টের কলারে লেবুর রস লাগিয়ে মিনিট দশেক রেখে দিন। এর পর সাবান পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে ফেলুন। দাগ উঠে যাবে।

২/টুথব্রাশ

কাপড় কাচার পাউডার বা লিকুইড সাবান কলারে লাগিয়ে নিন। তার পর জামাটি গরম পানিতে ভিজিয়ে রাখুন। এ বার অব্যবহৃত কোনও টুথব্রাশ দিয়ে ঘষে ঘষে ময়লা তুলে ফেলুন। শেষে ঠান্ডা পানিতে ধুয়ে নিন।

২/বেকিং সোডা

প্রথমে শার্টটি পানিতে ভিজিয়ে তারপর দাগের উপর দুই টেবিল চামচ বেকিং সোডা ছিটিয়ে নিন। একটি নরম ব্রাশ দিয়ে দু’মিনিট ঘষুন। ন‌োংরা উঠে যাবে।

৩/বাসন মাজার সাবান

যে তরল সাবান দিয়ে বাসন মাজা হয়, তা পোশাকের নোংরা দাগও তুলে দিতে পারে। সামান্য সাবান কলারে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। তারপর ভাল করে ধুয়ে ফেলুন। কলারের দাগ উঠে যাবে। তবে কলার বাদে অন্য কোন জয়গায় এ সাবান ব্যবহারের প্রয়োজন নেই।

অনার্সে আবেদন কৃত শিক্ষার্থীদের জন্য
02/09/2021

অনার্সে আবেদন কৃত শিক্ষার্থীদের জন্য

02/09/2021

শিশুদের গেমস খেলতে সময় নির্ধারণ করলো চীন

শিশুদের গেমিং আসক্তি রোধে নতুন নীতিমালা জারি করছে চীন সরকার। এই নীতিমালা অনুযায়ী ১৮ বছরের কম বয়সীরা দিনে অনলাইনে এক ঘন্টার বেশি গেম খেলতে পারবে না। দেশটির সরকারি সংস্থা ' দ্য ন্যাশনাল প্রেস অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন' জানিয়েছে, ছুটির দিনে ও এক ঘন্টার বেশি গেম খেলতে পারবে না ১৮ বছরের কম বয়সীরা। শিশুরা কেবল শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন সর্বোচ্চ এক ঘন্টা করে অনলাইন ভিডিও গেম খেলার সুযোগ পাবে। তবে সুবিধা টি রাত ৮ টা থেকে ৯ টা পর্যন্ত কার্যকর থাকবে।নীতিমালা কার্যকর করতে অনলাইন গেমিং প্রতিষ্ঠান উপর নজরদারি বাড়াচ্ছে চীন সরকার। তবে এর আগে শিশুরা গেম খেলার সুযোগ পেত দেড় ঘন্টা ছুটির দিনে তিন ঘন্টা খেলার সুযোগ পেত। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী অনলাইন গেমস খেলায় কডাকডি আরোপ করলো দেশটি। মূলত চীনের সরকার নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা আগষ্ট মাসের শুরুর দিকে ভিডিও গেমসকে (ভার্চুয়াল আফিম) বলে আখ্যা দেয়। পরবর্তী প্রজম্নে উপর নেতিবাচক প্রভাব পড়তে এমন সিদ্ধান্তে উপনীত হয়েছে দেশটির সরকার।

01/09/2021

You (কার কার এই অবস্থা ) are not assigned any subject in the 1st Merit List of Hons Admission 2020-21. - NU Authority. Powered by Teletalk.

আলহামদুলিল্লাহ
16/02/2021

আলহামদুলিল্লাহ

16/02/2021

আলহামদুল্লিলা

Address

Hatiya

Telephone

+8801799717191

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dwip Online Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other News & Media Websites in Hatiya

Show All