কাটখইর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের গাওয়া গান।।।
নওগাঁ জেলার, "কাটখইর উচ্চ বিদ্যালয়ের "শিক্ষক তোফাজ্জল হোসেন বাবু #Tofazzol Hossainস্যারে গলায় গাওয়া গান।।।
নওগাঁর ঘটনা।
করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মুজিবুর রহমান। এরপর তার একমাত্র মেয়েটি এভাবেই লাশের পাশে বসে কাঁদছিলো। তাদের বাড়ি নওগাঁ জেলার নিতপুর কলনিপাড়ায়। গুরুত্বর শ্বাসকষ্ট নিয়ে গত সোমবার রাজশাহীতে নেয়া হলে হাসপাতালে ভর্তির পূর্বেই মজিবুরের মৃত্যু হয়। সোমবার সন্ধ্যা ৬টায় নিজ গ্রামেই তার দাফন সম্পন্ন হয়। মৃত মুজিবুরের চাচা সাদেকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। আসুন এই করোনা মহামারি থেকে বাঁচতে সৃষ্টিকর্তার সহায়তা কামনার পাশাপাশি স্বাস্থ্য বিধি মেনে চলি-
নওগাঁর হাঁসাইগাড়ী বিল
নওগাঁর হাঁসাইগাড়ী বিল
সবুজ মিউজিশিয়ানস।
বিনোদনের খোরাক জোগায় গান।প্রিয় শিল্পী মাহবুব হোসেন সবুজ মিউজিশিয়ানস।শিল্পীর লাইভ পোগ্রাম পেতে চাইলে লাইক, কমেন্ট করে সাথেই থাকুন
কাটখইর হাট,নওগাঁ।
নওগাঁ সদর জেলার কাছের বাজার।কাটখইর হাট,হাঁসাইগাড়ী ইউনিয়ন, নওগাঁ সদর, নওগাঁ।ঐতিহাসিক হাট বার প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আর রবিবার । এই দিনে এলাকার মানুষ সপ্তাহের কেনাকাটা করে থাকে।