![নওগাঁর মান্দায় আত্রাই নদীতে এক শিশু ড্রেজারের গর্তে পড়ে নিখোঁজের তিন ঘন্টা পর ডুবুরি দল গিয়ে উদ্ধার করে। ঘটনাটি মন্দা...](https://img3.medioq.com/902/847/1094688369028476.jpg)
25/10/2024
নওগাঁর মান্দায় আত্রাই নদীতে এক শিশু ড্রেজারের গর্তে পড়ে নিখোঁজের তিন ঘন্টা পর ডুবুরি দল গিয়ে উদ্ধার করে। ঘটনাটি মন্দার মদনচক-লক্ষীরামপুর সংলগ্ন এলাকায়। আনুমানিক দুপুর ১২.৩০ টায় পানিতে পড়া মাত্রই স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়। পরে থানায় খবর দিলে একটি ডুবুরি দল এসে কয়েক দফা চেষ্টায় বিকাল ৩:১৫ টায় উদ্ধার করতে সক্ষম হয়। ডুবুরি দল জানায় গর্তের গভীরতা অনেক বেশি হওয়ায় তাদের অক্সিজেন নিয়ে নামতে হয়। প্রায় ৭০ ফিট গভীর থেকে শিশুটিকে উদ্ধার করে।
শিশুটি লক্ষীরামপুর তার আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিল।