Abdullah Agro Farm

Abdullah Agro Farm Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Abdullah Agro Farm, Digital creator, Hat Naogaon.

11/01/2025
গরুর খামার তৈরিতে যে ১২টি সমস্যা জানা প্রয়োজন♦️---------------------------------------------------------------♦️বর্তমানে...
03/08/2024

গরুর খামার তৈরিতে যে ১২টি সমস্যা জানা প্রয়োজন
♦️---------------------------------------------------------------♦️
বর্তমানে দুধ ও মাংসের ব্যাপক ঘাটতি রয়েছে। বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রাপ্ত বয়স্ক মানুষের দৈনিক দুধ ও মাংসের চাহিদা যথাক্রমে ২৫০ মিলি ও ১২০ গ্রাম । চাহিদার তুলনায় দৈনিক জন প্রতি দুধ ও মাংসের প্রাপ্ততা যথাক্রমে ৬০-৮০ মিলি ও ৪০ গ্রাম। এই ঘাটতি পূরণ সহ মানুষের সুস্থ ও সবলভাবে বেচে থাকার জন্য আমিষসমৃদ্ধ খাদ্য (দুধ ও মাংস) এর উৎপাদনে গরুর খামার তৈরি বিকল্প নেই। গবাদিপশু পালন ও কৃষি ।
দুধ ও মাংস আমিষের একটি মূল্যবান উৎস। শিশু-কিশোর, যুবক, বৃদ্ধ ও রোগী সবার জন্য দুধ পুষ্টিকর খাবার । শুধুমাত্র শিশু খাদ্য হিসাবে আমাদের দেশে প্রতি বছর বিপুল পরিমাণ দুধের চাহিদা রয়েছে। প্রতি বছর কয়েক শত কোটি টাকার কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা ব্যয় করে আমদানী করতে হচ্ছে দুধ। তাই আমাদের উচিত গরুর খামার তৈরি করতে যে সকল সমস্যা রয়েছে তা দূর করে স্বনীর্ভর হওয়া।

বাংলাদেশে গরুর খামার তৈরি করলে ১২টি সমস্যাঃ

(১) দুধ সংগ্রহ কেন্দ্র স্থাপনের মাধ্যমে কাঁচা দুধ বাজারজাতকণের ব্যবস্থা না থাকা।

(২) কাচা দুধ প্যাকেটজাত করে বাজারজাতকণের ব্যবস্থা না থাকা।

(৩) উন্নত জাতের বকনা প্রাপ্তি সম্পর্কে তথ্য না থাকা।

(৪) প্রয়োজনীয় পরিমাণ কাচা ঘাসের সংস্থান না খাকা।

(৫) সঠিক পরিমান ঋণের প্রাপ্যতা না থাকা।

(৬) আঁশ ও দানাদার জাতীয় খাদ্যের উচ্চ মূল্য।

(৭) পশু চিকিৎসা সেবা প্রাপ্তির স্বল্পতা ও চিকিৎসা সেবার উচ্চ মূল্য।

(৮) খামারীদের আদর্শ গোয়াল ঘর তৈরীতে কারিগরী সহায়তা অভাব।

(৯) গাভীর রোগ-বালাই পরীক্ষা করার জন্যে ভেটেরিনারী ল্যাবরেটরীর অপ্রতুলতা।

(১০) টিকা সংরক্ষণ ও গুণগতমানের ঔষধ প্রাপ্তি সহজলভ্য করতে মিনি ভেটেরিনারী ফার্মেসী না থাকা।

(১১) দুধ দোহনকারী/গোয়ালা/দুধ সংগ্রহকারীদেরকে স্বাস্থ্যসম্মত উপায়ে দুধ দোহন, পরিবহন, সংরক্ষণ ও দুধের গুণাগুণ রক্ষা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ না থাকা।

(১২) সরকার কর্তৃক বিভিন্ন নতুন নতুন উন্নত জাতের ঘাস (নেপিয়ার, পারা, জার্মান) চাষে সহায়তা না থাকা।
🌀শেয়ার করে রেখে দিন অনেকের উপকারে আসবে ।

ডেইরী খামার ক্ষতি গ্রস্থ হওয়ার কারনঃ-----------------------------------------------------1) সঠিক জ্ঞান না নিয়ে খামার শুর...
19/04/2024

ডেইরী খামার ক্ষতি গ্রস্থ হওয়ার কারনঃ
-----------------------------------------------------
1) সঠিক জ্ঞান না নিয়ে খামার শুরু করলে ক্ষতি গ্রস্থ হয়।
2) জাত-মান সম্পর্কে সঠিক জ্ঞান না থাকলে।
3) ঘাসের ব্যবস্থা না থাকলে।
4) গাভী বা বকনা হিটে না আসলে এবং হিটে আসলেও কনসিভ না করলে ডেইরী খামার ক্ষতি গ্রস্থ হয়।
5) দুধের দাম পর্যাপ্ত না পাওয়ার কারনে।গবাদিপশু পালন ও কৃষি।
6) চিকিৎসা বিষয়ে প্রাথমিক ধারনা না থাকা। যার ফলে ভুলভাল চিকিৎসা দিয়ে ক্ষতি ডেকে আনা।
7) ভিটামিন জাতীয় খাদ্য সম্পর্কে ধারনা না থাকা।
8) নিয়মিত কৃমি মুক্ত না করলে ডেইরী খামার ক্ষতি গ্রস্থ হয়।
9) ভ্যাক্সিন আপডেট না করলে ডেইরী খামার ক্ষতির সম্মুখিন হয়।
10) ডেইরী খামার নিয়মিত পরিষ্কার না করলে ক্ষতি গ্রস্থ হয়।

উপরে উল্লেক্ষিত কারন গুলো ডেইরী খামার ক্ষতি গ্রস্থের মূল। প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনার খামারে উক্ত কারন গুলো বিদ্যমান থাকতে দিবেন না, তবেই আপনি খামার করে লাভের মুখ দেখতে পাবেন ইনশাআল্লাহ্!

Calf Milk Replacer 🍼🍼ছাগলের বাচ্চা এবং  #বাছুরের_দুধ  #ইউরোলাক গ্রীন Eurolac GreenSave Milk , Safe Calfপণ্যের নাম: ইউরোল...
07/02/2024

Calf Milk Replacer 🍼🍼
ছাগলের বাচ্চা এবং #বাছুরের_দুধ #ইউরোলাক গ্রীন
Eurolac Green
Save Milk , Safe Calf

পণ্যের নাম: ইউরোলাক গ্রীন
পণ্যের ওজন : 1 কেজি

পণ্যের বিবরণ : ১০০% প্রোটিন ভিত্তিক বাছুর এবং ছাগলের বাচ্চার দুধ রিপ্লেস করে থাকে।

পণ্যের উপকারিতা:

এটি ছাগলের বাচ্চার জন্য পারফেক্ট ১০০% দুগ্ধ প্রোটিন এটি ছাগলের রুমেন ডেভেলপমেন্ট করবে, কোন উদরাময় বা পাতলা পায়খানা হয় না, সুন্দর সাস্থ্য গঠনে সহয়তা করবে।এছাড়া FMD Disease হওয়ার ফলে বাছুর তার মায়ের দুধ খেতে পায়না / দুধের বিকল্প সেক্ষেত্রে এই মিল্ক রিপ্লেচার খুবিই জরুরি এবং অাদর্শ খাবার।

এছাড়া আপনার গরুর বাছুর কে দুধ পান করাতে পারবেন। এবং বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বাছুরের সাদা উদারাময় পায়খানা, এবং বদহজম এসব হয় না। বাছুরের রুমেন দ্রুত ডেভলাপ করে। এই পন্যটি বাছুরের স্বাস্থ্য বৃদ্ধি করতে সাহায্য করে।বাছুরের মৃত্যুহ্রাস সাহায্য করে।

প্রোটিন : ২০%
চর্বি:১৬%
মিনারেল: ১০.৫%
খনিজ : ১০.৫
ক্রুড ফাইবার : ০.২%
ভিটামিন ''এ" :২৫০০০ iu
ভিটামিন "ডি" :৩-৫০০০ iu
ভিটামিন সি : ১০০ মিলি গ্রাম
ভিটামিন ই : ১০০ মিলিগ্রাম

তৈরি করার প্রক্রিয়া :
বাছুরের জন্য: ১৬০ গ্রাম পাউডার সাথে ১ লিটার গরম পানি মিশিয়ে দিনে চার বার করে ১ মাস খাওয়াতে হবে।

ছাগলের বাচ্চার জন্য: ৫০ গ্রাম ইউরোলাক গ্রিণ এর সাথে ১ লিটার হাল্কা কুসুম গরম(৪২-৪৫°) পানিতে মিশিয়ে দিনে ২-৩ বার খাওয়াতে হবে।

গবাদিপশুর বাসস্থানের মশা-মাছি দূর করতে করণীয়ঃ 1 লিটার পানির মধ্যে 2 মিলি তারপিন তেল (খাঁটি) ও 2 গ্রাম কর্পূর বা ন্যাপথা...
16/01/2024

গবাদিপশুর বাসস্থানের মশা-মাছি দূর করতে করণীয়ঃ

1 লিটার পানির মধ্যে 2 মিলি তারপিন তেল (খাঁটি) ও 2 গ্রাম কর্পূর বা ন্যাপথালিন বড়ি স্প্রে বোতলে নিয়ে গরুর গায়ে স্প্রে করবেন। ওলানে স্প্রে করলে এই গন্ধ দুধেও আসতে পারে। তাই ওলানে স্প্রে না করায় ভালো। তবে এতে মশা-মাছি আর কাছে আসবে না।

যারা গবাদিপশুর বাসস্থানের আশেপাশে গোবর রাখেন- তারাও 1 লিটার পানিতে 10 মিলি ফরমালিন এবং 2 টা ন্যাপথালিন বড়ি গুড়া করে মিশিয়ে ছেঁকে নিয়ে স্প্রে বোতলে তুলবেন৷ তারপর প্রতি বর্গমিটারে 250 মিলি করে স্প্রে করবেন। প্রথম সপ্তাহে দিনে 3-4 বার করে স্প্রে করবেন। পরবর্তীতে সপ্তাহে দুই দিন করে স্প্রে করবেন৷ এতে গবাদিপশুর বাসস্থানের মশা-মাছি দূর হবে ইনশাআল্লাহ্!!

Address

Hat Naogaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdullah Agro Farm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share