SH Sabbir

SH Sabbir সবাই লাইক এবং ফলো দিয়ে সাথেই থাকুন।।

29/02/2024

আজ ( ২৯ ফেব্রুয়ারী ) আজ যদি কোনো শিশু জন্ম গ্রহণ করে, তাহলে তার পরবর্তী জন্মদিন পালন করতে অপেক্ষা করতে হবে ৪ বছর!

১২ পিস পিঠা বিক্রি করে লাভ হবে কম পক্ষে ২৪ টাকা।১২টি পিঠা এক সাথে বানাতে সময় লাগবে সর্বোচ্চ ৬মিনিট। তাহলে ওর ইনকাম প্রতি...
29/02/2024

১২ পিস পিঠা বিক্রি করে লাভ হবে কম পক্ষে ২৪ টাকা।
১২টি পিঠা এক সাথে বানাতে সময় লাগবে সর্বোচ্চ ৬মিনিট। তাহলে ওর ইনকাম প্রতি ৬ মিনিটে ২৪ টাকা, ১ ঘন্টায় ২৪০ টাকা। যদি সে প্রতিদিন বিকাল ০৫:০০ টা থেকে ১০:০০ টা পর্যন্ত মোট ৫ ঘন্টা ব্যবসা করে তাহলে তার আয় হচ্ছে, ৫x২৪০=১,২০০/- টাকা। হা হিসাব করে দেখেন ১,২০০ টাকা। এটা তার সর্বনিম্ন দৈনিক আয়। (১,২০০ টাকা)।
তাহলে এবার হিসাব করে দেখেন তার মাসিক ইনকাম.....
৩০ x ১,২০০ = ৩৬,০০০/- (৩৬ হাজার টাকা)।
একজন পিঠা বিক্রেতা মাসে আয় করেন ৩৬ হাজার টাকা।
হা ভাই এটাই হলো ব্যবসা।
যেখানে একজন লোক ৯-১০ ঘন্টা মজুরি করে আয় করে ৫০০/- (৫শত টাকা), মাসে ১৫ হাজার টাকা।
সেখানে একজন পিঠা বিক্রেতা দৈনিক ৫ ঘন্টা কাজ করে আয় করছেন ১,২০০/- (১হাজার ২শ টাকা), মাসে ৩৬ হাজার টাকা। তবে সেটা একদিনে হয়নি। কয়েক বছর লেগে থাকার পর এই অবস্থান তৈরি হয়েছে।
তাই আমি মনে করি সফলতার শেষ মন্ত্র একটাই "লেগে থাকা"।🥰🙂

জেনে নিন ফেসবুকে POKE এর আসল ব্যবহারঃ ফেসবুক ব্যবহার তো করেন, কিন্তু ফেসবুক পুক (Poke) এর আসল কাজ কে কে জানেন ? ফেসবুকের...
27/02/2024

জেনে নিন ফেসবুকে POKE এর আসল ব্যবহারঃ

ফেসবুক ব্যবহার তো করেন, কিন্তু ফেসবুক পুক (Poke) এর আসল কাজ কে কে জানেন ? ফেসবুকের অনেক ফিচার আছে যা ব্যাবহার করি কিন্তু যে কারনে ইউস করার কথা সে কারনে ইউস করি না। উদাহরণ সরুপ ট্যাগ, পুক বিশেষ করে এই দুইটা জিনিষের সঠিক ব্যাবহার খুব কম মানুষেই করে।

আজকে জানব পুক এর আসল কাজটা কি!

ফেসবুকে Poke এর অর্থ এবং কাজঃ

যারা পুক শব্দটি প্রথম দেখেছেন ফেসবুকে তারা হয়তো কৌতহল মেটাতে অবিধানে (Dictionary ) খোঁজ করে পেয়েছেন যে পুক মানে খুঁচানো। ইংরেজিতে পুক মানে খুঁচানো ঠিক আছে কিন্তু ফেসবুকে পুক শুধু কাউকে খুঁচানোর জন্য ব্যাবহার হয় না।

অনেকেই মনে করেন পুক করা মানে হল কাউকে বিরক্ত করা। আমরা কাউকে সামনে পেলে “Hey! কি খবর?” এরকম বলি। পুক করলেও ঠিক এই কাজটিই করা হয়। ফেসবুকে পুক মানে হল কারো দৃষ্টি আকর্ষণ করা। এখন সেই দৃষ্টি আকর্ষণকে অনেকেই বিরক্তি মনে করে।

কেউ কেউ তো রেগে মেগে অস্থির, মনে হয় যেন কেউ তাকে বিদ্যুতের শক দিসে যাই হউক, এটা হচ্ছে পুক এরজেনারেল কাজ। আরেকটা সুবিধা আছে, কোন অপরিচিত লোক যে আপনার ফ্রেন্ড লিস্টে নাই, সে যদি আপনাকে পুক করে আর তার জবাবে আপনিও যদি তাকে পুক করেন তাহলে সেই ব্যাক্তি ৩ দিন পর্যন্ত আপনার প্রোফাইলের সব ছবি এবং স্ট্যাটাস দেখতে পারবে।

এখানে কাহিনিটা হল, আপনার ছবি বা স্ট্যাটাসের প্রাইভেসি যদি “Public” দেওয়া থাকে তাহলে আর পুক লাগবে না, এমনিতেই সবাই সবকিছু দেখতে পারবে। কিন্তু আপনার যে ছবি বা স্ট্যাটাসের প্রাইভেসি “Friends of Friend”/Friends দেওয়া আছে পুক (আপনি Poke Back করলে) করার পর ঐ ব্যাক্তি সেগুলোও দেখতে পারবে।

আমার মনে হয় এই শেষের কাজটা অনেকেই জানতেন না। আমিও জেনেছি কিছুদিন হল, এতদিন পুক করতাম বন্ধুদের রাগানোর জন্য। এখন আসুন আবার পুকের কাজগুলো এক নজরে দেখে নেই।

* কারো দৃষ্টি আকর্ষণ করা

* দুই বা তার বেশি বার পুক করে কাউকে বিরক্ত করা।

* ফ্রেন্ড না হওয়া সত্তেও কাউকে আপানার প্রোফাইল রিভিউ করার অনুমতি দেওয়া।

যে তথ্যগুলো দিলাম সেগুলো যারা আগে থেকে জানতেন তাদের জন্য ভালো তবে যারা না জানতেন আমি মনে করি তাদের কাজে লাগবে।

24/02/2024

রাগী মানুষ কখনো বেইমানি করে না; অতিরিক্ত ভালোবাসেই বলেই অল্পতেই রে*গে যায় আবার ক্ষ*মা চায়!😅❤️‍🩹

23/02/2024

⎯͢⎯⃝🖤🪽
🦋💙—𝗘𝘃𝗲𝗿𝘆 𝗽𝗲𝗿𝘀𝗼𝗻'𝘀 𝘀𝗺𝗶𝗹𝗲 𝗶𝘀 𝘃𝗲𝗿𝘆 𝗽𝗿𝗲𝗰𝗶𝗼𝘂𝘀 𝘁𝗼 𝘀𝗼𝗺𝗲𝗼𝗻𝗲!😇✨

🦋💜—প্রতিটা মানুষের হাসি কারো না কারোর কাছে অনেক দামি!🐰
⎯͢⎯⃝🖤🪽

22/02/2024

"কিচ্ছু হয়নি" শোনার পরেও "আরে বলো না কি হয়েছে, কিছু তো হয়েছে বুঝতেই পারছি.." এটা বলার মানুষগুলো স্পেশাল ❤️

20/02/2024

ফেসবুকে পরিচয় তারপর বিয়ে। এখন বিয়ের পর ফেসবুক ব্যবহার করলে একজন আরেকজনকে সন্দেহ করে।

20/02/2024

সাইকোলজি বলে \\

১/ যদি কোন মানুষ খাওয়ার সময় স'ভ্য ভাবে না খায় তবে সে খুব চিন্তি'ত

২/ যদি কোন মানুষ খুব সাম্যান্য ব্যাপারে কেঁ'দে ফেলে তবে সে নরম মনের মানুষ

৩/ যদি কোন মানুষ সামান্য ব্যাপারেই ঘন ঘন রে'গে যায় তবে তার ভালোবাসা প্রয়োজন..!!

আপনি কত নাম্বারে?

19/02/2024

পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক হলো; যেখানে দুজন'ই দুইজনের কাছে গুরুত্ব পায়।

18/02/2024

ছেলেদেরকে বলছি,

আপনি যে মেয়েটাকে ভালোবাসেন, বিয়ে করবেন বলে স্বপ্ন দেখাচ্ছেন কষ্ট করে হলেও তাকেই বিয়ে কইরেন। যদি বুঝতে পারেন মেয়েটাও আপনাকে খুব ভালোবাসে, যদি মেয়েটা ক্ষমার অযোগ্য কোন ভুল না করে তাহলে তাকে ছেড়ে দ্বিতীয় কোন মেয়ের কথা প্লিজ ভাইবেন না।

কিছু মেয়েমানুষ কাদামাটির মত, আপনি ভালোবেসে যে আকার দিবেন তারা সেভাবেই নিজেকে গড়ে তুলবে। আপনার দেখানো টুকরো স্বপ্নতে তারা রাজপ্রাসাদ গড়বে তারপর আপনি যখন ছেড়ে চলে যাবেন মন থেকে ভেঙে কাঁচের মত গুড়িগুড়ি হয়ে যাবে।

আপনি চলে গেলে হয়ত মেয়েটার জীবনে না চাইতেও নতুন মানুষ আসবে কিন্তু মেয়েটা আপনার সমতুল্য ভালো আর কাউকেই বাসতে পারবে না। এই মেয়ে মানুষগুলো একবার যাকে ভালোবাসে তাকে নিজের সবটা দিয়ে বাসে, এই ভালোবাসার রিপ্লেসমেন্ট পৃথিবীর আর কারোর জন্য থাকে না।

আপনি হয়ত তারচেয়ে সুন্দর একটা মুখ পাবেন কিন্তু বিশ্বাস করেন ওই মেয়েটার মত নিরেট ভালোবাসা কোথাও পাবেন না। যদি বিয়ে করার ইচ্ছা না থাকে, যদি মায়ায় জড়িয়ে দিন-রাত মানসিক অশান্তি দেয়ার ইচ্ছে থাকে তাহলে প্লিজ এদের মন নিয়ে খেলবেন না। এরা সব সহ্য করতে পারলেও প্রিয় মানুষের দেয়া কষ্ট সহ্য করতে পারে না।

_নুজুম বিনতে তালুকদার

18/02/2024

হতাশ হবেন না...
বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তখন তার বয়স ৫৫ বছর।

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তখন তার বয়স ৬৯ বছর।

ঢাকায় যখন সকাল ৫ টা বাজে, লন্ডনে তখন রাত ১১ টা।সময়ের হিসেবে লন্ডন, ঢাকার থেকে ছয় ঘণ্টা পিছিয়ে..

এতে কিন্তু প্রমাণ হয় না যে, লন্ডন ঢাকার থেকে স্লো (slow)!পৃথিবীর সবকিছু আপন গতিতে এবং নিজ সময় অনুযায়ী চলে।

কেউ গ্রাজুয়েশন শেষ করে ২২ বছর বয়সে..কিন্তু চাকরি পেতে আরো ৫ বছর লেগে যায়।

আবার কেউ ২৭ বছরে গ্রাজুয়েশন শেষ করে পরের দিনই চাকরি পেয়ে যান!

অনেকে ২৫ বছর বয়সে কোম্পানির CEO হয়ে, মারা যান ৫০ বছর বয়সে।

আবার অনেকে ৫০ বছর বয়সে CEO হয়ে, মারা যান ৯০ বছরে।

কেউ ৩৩ বয়সে এখনও সিঙ্গেল,আবার কেউ ২২ বছর বয়সে বিয়ে করে সন্তান জন্ম দিয়েছেন!

মনে হতেই পারে, পরিচিতদের মধ্যে আপনার থেকে কেউ অনেক এগিয়ে আছেন,

আবার কেউ আছেন অনেক পিছিয়ে,কিন্তু আপনার ধারনা ভুল,

প্রত্যেকেই তার নিজ নিজ সময়, অবস্থান এবং গতিতে আছেন।

আগে থাকাদের হিংসা না করে, পিছিয়ে থাকাদের অবহেলা না করে,
সব সময় শান্ত থাকুন।

আপনি এগিয়েও নেই, পিছিয়েও নেই!আপনার পথ আপনার, অন্যের পথ অন্যের।

শুধু সময়কে গুরুত্ব দিয়ে পরিশ্রম করে যান,একদিন সফল হবেন,ইনশাআল্লাহ।

17/02/2024

সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে,
কাজের পাশাপাশি প্রিয় মানুষটাকেও সময় দিন।
তা নাহলে অভিমান জমতে জমতে একসময় দূরত্ব তৈরি হতে পারে।

17/02/2024
17/02/2024

হুদাই - উল্টা পাল্টা ভাবি,হুদাই মন খারাপ হয়, হুদাই কষ্ট পাই! আবার হুদাই বলি সব ঠিক হয়ে যাবে,ব্যাপার না!😊💔

17/02/2024

নিজেকে তৈরি করার জন্য, এত সময় ব্যয় করো🕰️
যেন অন্য কিছু মনে আসার বাড়তি কোনও সময় হাতে না থাকে।⏱️

-সুশান্ত পাল❤️

16/02/2024

- যাদের মাথা গরম তাদের মন নরম!

- যেমন আমি!💞😘

15/02/2024

🥰🥰

15/02/2024

- অতিরিক্ত কেয়ার এবং ভালোবাসা গুলো.!🙂

- এক সময় Block list এ সীমাবদ্ধ থাকে.!🌺😇

15/02/2024

- যে সত্যি তোমাকে ভালোবাসবে.!🖤
- সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না,হয়তো অভিমান করে কথা বলবে না.🥀

- তবু সে সারাক্ষণ তোমাকেই মিস করবে.💔

15/02/2024

শুভ সকাল।
সকল এসএসসি / দাখিল ও সম মানের পরীক্ষার্থীদের জন্য শুভকামনা & দোয়া রইল 🤲🥰

আপনি যাকে ভালোবাসেন তাকে পাওয়ার সম্ভাবনা কতটুক?🙂❤️
15/02/2024

আপনি যাকে ভালোবাসেন তাকে পাওয়ার সম্ভাবনা কতটুক?🙂❤️

14/02/2024

রাজনীতি করা ছেলেগুলোকে বেশিরভাগ মেয়েই পার্সোনাল
লাইফে এড়িয়ে চলতে চায়।
আজ ভালবাসা দিবসে শ্রদ্ধা জানাই সেইসব দুঃসাহসিনীদের,
যারা অনেক কিছু থেকে নিশ্চিত বঞ্চিত হবে জেনেও সেইসব ছেলেদের অকৃত্রিম নির্মোহে ভালোবেসে যায়!
Happy Valentine's day .
এবং সবাইকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা ও সরস্বতী পূজার শুভেচ্ছা।
ভালো ও সুস্থ রাখুক সবাইকে মহান আল্লাহতালা।

14/02/2024

ফেব্রুয়ারি মাসে ভালোবাসা দিবস পালন করার জন্য তোমাকে ভালোবাসিনি..!
আমি তোমাকে Always ভালোবাসি "🌸

13/02/2024

ভালোবাসা ছেড়ে দেয়া যায়, ভুলে যাওয়া ও যায়, কারো মায়ায় পড়ে গেলে সেটা কাটিয়ে উঠা যায়না!

২০২৪ এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য, ১. ওএমআর শিট পূরণ করার সময় কলম ব্যবহারে সাবধান হতে হবে বলপয়েন্ট কলম ব্যবহার করতে হব...
12/02/2024

২০২৪ এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য,
১. ওএমআর শিট পূরণ করার সময় কলম ব্যবহারে সাবধান হতে হবে বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে।
২.ওয়েমার শিটে যে অংশটুকু শিক্ষার্থীদের জন্য সেখানে শুধু লিখতে হবে বাকি অংশে কোন চিহ্ন বা কোন কিছু লেখা যাবে না ।
৩. রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ও প্রশ্নের সেট ইত্যাদি বিষয়গুলো সুন্দর ভাবে পূরণ করতে হবে কোন কাটাছেঁড়া করা যাবে না।
৪.সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বৃত্ত ভরাট করার সময়ের আগে রোল ও রেজিষ্ট্রেশন নম্বর এর খালিঘরে লিখে নিতে হবে বারবার দেখতে হবে কোন ভুল হয়েছে কিনা পরীক্ষার পেপার জমা দেওয়ার আগে একবার দেখে নিতে হবে ।
কোন প্রকার সমস্যার সম্মুখীন হলে কক্ষ এ দায়িত্বরত শিক্ষক কে বলবে।
৫.উত্তর পত্র বা ওএমআর এর কোন অংশে দাগ দেওয়া যাবেনা ।
৬.ওএমআর শিট কোনরকম ভাবে ভাঁজ করা যাবেনা তাহলে মেশিনে সেটা কাজ করবেনা ।
৭. পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখবে ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে।
সর্বোপরি কক্ষ এ দায়িত্বরত শিক্ষকের সাথে সৌহার্দপূর্ণ ব্যবহার করবে।

ভালোবাসা দিবসের শুভেচ্ছামুন্সীগঞ্জ শ্রীনগরে কামারগাঁও মোকার দোকান এলাকায় ঢাকা-দোহার সড়কে ট্রাক চাপায় পদ্মা কলেজে শিক্ষার...
12/02/2024

ভালোবাসা দিবসের শুভেচ্ছা

মুন্সীগঞ্জ শ্রীনগরে কামারগাঁও মোকার দোকান এলাকায় ঢাকা-দোহার সড়কে ট্রাক চাপায় পদ্মা কলেজে শিক্ষার্থী স্বর্ণা আক্তার নিহত। মোটরসাইকেলে করে প্রেমিকাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন এক যুবক। বাইকের পেছন থেকে পড়ে যায় মেয়েটি ট্রাকের চাকার নিচে চলে যায় মেয়েটি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে প্রেমিকার লাশ রেখেই মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান ওই যুবক।
ভালবাসা

হে আমার বোন আর কবে বুঝবে তুমি 😭😥😥🥹🥹🥹

12/02/2024

পিছনে বদনাম করে সামনে এসে জড়িয়ে ধরা মানুষদের জানাই...HAPPY HUG DAY"🙂

12/02/2024

ধা'র নিয়ে আগামী সপ্তাহে ফেরত দিব বলে, সঠিক সময়ে ফেরত না দেওয়া সকল মানুষকে জানাই Promise Day'এর শুভেচ্ছা।🤫

11/02/2024

হ্যাঁ তুমি দেখতে সুন্দর,

তা দেখে তোমায় ভালোবাসিনা। তোমার সাথে কথা বলে মানসিক শান্তি খুঁজে পাই। এজন্যই তোমাকে ভালোবাসি!🤍

11/02/2024

আমি আমার দিক থেকে বিনা কারণে কারোর সাথে সম্পর্ক নষ্ট করি না, কিন্তু কেউ সম্পর্ক রাখতে চাইছে না, এটুকু বুঝতে পারলে তার সাথে দূরত্ব বাড়িয়ে নিতে আমার এক মিনিটও সময় লাগে না।

Address

Hat Naogaon
6570

Website

Alerts

Be the first to know and let us send you an email when SH Sabbir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share



You may also like