CRT Naim

CRT Naim একটাই লক্ষ 🤲, হতে হবে দক্ষ ✊

01/08/2024

গুরুত্ব না পেলে দূরত্ব বাড়িয়ে দিন💔🥀

31/07/2023

দূরত্ব রিলেশনশিপ সত্যি খুব সুন্দর। long distance rilationship....☺️🥀🥰

23/06/2023

ডিপ্রেশান দূর করুন। Remove deepresion motivational story Freelancer Nasim..

10/06/2023
09/06/2023

ডিপ্রেশান দূর করুন। Remove Deepresion motivational story Freelancer Nasim..🥰😊

07/06/2023

যে ব্যক্তি ব্যর্থতা ঢাকার জন্য নানান তালবাহানা খোঁজে সে কখনো সফলতা অর্জন করতে পারবে না। কারণ যেখানে সংসয়‌ থাকে সফলতা অর্জন করাটা খুবই কষ্টকর। জীবনে সফলতা অর্জন করতে হলে শর্টকাট কোনো রাস্তা খোজা যাবে না। কর্মক্ষেত্রের রাস্তা যতই কঠিন হবে তা থেকে শিক্ষা নেয়া যাবে। এবং সেই শিক্ষা অনুযায়ী কাজে এগিয়ে গেলে সফলতা অর্জন করা যাবে। সফলতা অর্জন করার জন্য আরো কয়েকটি দিক লক্ষ্য রাখা উচিত। কাজের প্রতি সঠিক জ্ঞান, সৃজনশীলতা, কাজের প্রতি জেদ, কাজের প্রতি উৎসাহ ও আত্মবিশ্বাস। এগুলো সাফল্যের একটি মাধ্যম কারণ একটি সুন্দর পরিকল্পনা একজন ব্যক্তির সফলতা অর্জন করার জন্য যথেষ্ট।

তাই ব্যর্থতা কথা চিন্তা না করে, একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে সেই লক্ষ্যকে চিন্তা করে কাজে এগিয়ে যেতে হবে। তাই জীবনে সফলতা অর্জন করার জন্য পরিশ্রম করতে হবে এবং সেই বিষয়ে জ্ঞান অর্জন করে কাজে লেগে যেতে হবে একদিন সফলতা আসবেই।

05/06/2023

সফলতা অর্জন করার একটাই রাস্তা হচ্ছে চেষ্টা চালিয়ে যাওয়া। একটি লক্ষ্য ঠিক করে, সেই কাজের সমস্ত খুঁটিনাটি জেনে কাজ করলে অবশ্যই সফলতা অর্জন করা যায়। তবে এ জন্য প্রয়োজন অধিক ধর্য্য তাহলে জীবনে সফল হওয়া খুবই সহজ হয়ে যায়।

অনেক জায়গাতে শুনেছেন ডিজিটাল মার্কেটিং করুন, কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে করবেন? তাহলে এই পোষ্ট আপনার জন্য, কারণ এই...
03/06/2023

অনেক জায়গাতে শুনেছেন ডিজিটাল মার্কেটিং করুন, কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে করবেন? তাহলে এই পোষ্ট আপনার জন্য, কারণ এই পোষ্টে আমি আপনাকে শেয়ার করবো ডিজিটাল মার্কেটিং কি ।
বর্তমানে ব্যবসায়িক বিজ্ঞাপনের সবথেকে বড় ও উন্নত মাধ্যমটির নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং।
অনেকে আবার এটাও জিজ্ঞাসা করেন, ডিজিটাল মার্কেটিং শিখে ক্যারিয়ার গড়া সম্ভব কিনা, এখানে আয় কেমন, কি যোগ্যতা থাকা দরকার, আবার কাদের জন্যই বা ডিজিটাল মার্কেটিং।
ডিজিটাল মার্কেটিং (Digital Marketing) কি?
what-is-digital-marketing
ডিজিটাল মার্কেটিং হল ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পণ্য, প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের প্রচারনাকে বোঝায়। বর্তমান যুগে ইন্টারনেট ব্যবহার করে আমরা এখন ঘরে বসে বিশ্বের সব খবরাখবর রাখতে পারছি, দুর দূরান্তের মানুষের সাথে সরাসরি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে একে অন্যকে দেখতে পারছি।
এই ইন্টারনেট ব্যবস্থাকে কাজে লাগিয়ে যে ব্যবসায়িক মাধ্যম গড়ে উঠেছে তাকেই মূলত আমরা ডিজিটাল মার্কেটিং বলি।
আরো সহজ ভাবে বলি, আমরা প্রতিনিয়ত ফেসবুক, গুগল, ইউটিউব ইত্যাদি সাইট ব্যবহার করছি। এই সাইটগুলতে আমার আপনার মত আরো লক্ষ্য লক্ষ্য লোক ব্যবহার করে থাকে। যেহেতু এখানে অনেক অডিয়েন্স আছে সেহেতু এখানে যদি আমরা আমাদের পণ্যের প্রচারণা করতে পারি তাহলে খুব সহজেই আমরা কাস্টমার পেতে পারি এবং এই অডিয়েন্স এর কাছে নিজের পণ্যের প্রচারণার মাধ্যমকেই আমরা ডিজিটাল মার্কেটিং বলি।



03/06/2023

সফলতা অর্জন করার জন্য প্রথমত প্রয়োজন কাজের প্রতি উৎসাহ অর্জন করা। সফলতা অর্জন করার জন্য কয়েকটি দিক এর উপর খেয়াল রাখতে হয়। কাজের প্রতি জ্ঞান রাখা কঠোর পরিশ্রম ও সৃজনশীলতার সাথে একাগ্রতা। এসব দিক খেয়াল রাখলে সফলতা অর্জন করাটা খুবই সহজ হয়ে যায়। জীবনে সফলতার পাশাপাশি ব্যর্থতাও আসে। তবে এ ব্যর্থতা কে কেন্দ্র করে কাজে থেকে পিছিয়ে পড়া যাবে না।

এমন অনেক বিখ্যাত মনীষীরা আছে জীবনে সফলতা অর্জন করার আগে ব্যর্থ হয়েছে। কিন্তু তারা ব্যর্থতার কারণ বের করে আবার কাজ শুরু করেছে এবং সফলতা অর্জন করতে পেরেছে। তাই জীবনের ব্যর্থতা আসলে তা থেকে জ্ঞান অর্জন করে সেই কাজে আবার মনোযোগী হতে হবে। তাহলে সফলতা অর্জন করা যাবে। 😇🥰✊

02/06/2023

সফলতা কথাটা বলা যত সহজ কিন্তু এই সফলতা অর্জন করাটা অত সহজ নয় এই সফলতা অর্জন করার জন্য নানান ধরনের পরিস্থিতির মোকাবেলা করতে হয়। সফল হওয়ার পর যত বড় আর বাধা-বিপত্তি পেরিয়ে সফলতা অর্জন করা হয় সেই সফলতায় অনেক আনন্দিত হওয়া যায়। আপনি যা করছেন সে কাজে যদি গুরুত্ব দিয়ে থাকেন। সেই কাজে সফলতা হওয়ার ইচ্ছা যদি থাকে তাহলে অবশ্যই সে কাজে পরিশ্রম করুন। দেখবেন সফলতা আপনি খুব সহজে অর্জন করতে পেরেছ।🥰✊

01/06/2023

“অতৃপ্ত এই পৃথিবীতে আজ যত আয়োজন, অর্ধেক তাঁর মিথ্যে মায়া, বাকি অর্ধেক প্রয়োজন।” 🥰🥀

31/05/2023

ফ্রিল্যান্সিং এর সুবিধা:


ফ্রিল্যান্সিং এর সুবিধা সম্পর্কে আলোচনা করে শেষ করা যাবে না। তারপরও সব থেকে গুরুত্বপূর্ণ সুবিধাগুলো নিচে বর্ণনা করা হলোঃ

সময়ের স্বাধীনতা:
আগেই বলা হয়েছে যে, এ কাজে আপনার সুবিধা অনুযায়ী সময়ে আপনি কাজ করতে পারবেন। এর পুরোটাই নির্ভর করবে আপনার উপরে। আপনি যদি চান আপনি এখন কাজ করবেন না, আপনাকে কেউ জোর করবে না এখন কাজ করতে।

কাজের স্বাধীনতা:
আপনি নিজেই নিজের কাজ বেছে নিতে পারবেন। আপনার যে কাজটি সব থেকে ভালো লাগে সেটিকে বেছে নিতে পারবেন ও চাইলে যতদিন ইচ্ছা ওই কাজ করে যেতে পারবেন।

নিজের বেতন নিজে ঠিক করা:
আপনার নিজের পেমেন্ট রেট (Payment Rate) আপনি নিজে বেছে নিতে পারবেন। প্রায় প্রত্যেকটা মার্কেটপ্লেসেই নিজের পেমেন্ট রেট উল্লেখ করার সুযোগ রয়েছে। আপনি যত বেতনে কাজ করতে চান সেটি অনুযায়ী কাজ পাবেন এখানে।

বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করা সুযোগ:
ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানে কাজ না করে বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিভিন্ন দেশের ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবেন। এক্ষেত্রেও ক্লায়েন্ট (Client) বা প্রতিষ্ঠান নির্বাচন পুরোটাই আপনার নিজের উপরে।

দলগত কাজের সুযোগ:
একক ভাবে কাজের পাশাপাশি এখানে আপনারা দলগত কাজেরও সুযোগ পেয়ে যাবেন।

পড়ালেখার পাশাপাশি কাজের সুযোগ:
এই পেশাটি আপনি চাইলে ফুল টাইমও (Full Time) নিতে পারেন আবার পার্ট টাইম (Part Time) হিসাবেও কাজ করতে পারেন। তাই ছাত্র থাকা অবস্থায়ও এই কাজ আপনি করতে পারবেন বিনা ঝামেলায়।

নিজের মন মতো কাজের পরিবেশ:
আপনি চাইলেই নিজের ইচ্ছা মতো ওয়ার্কস্টেশন (Workstation) বানিয়ে নিতে পারবেন কাজ করার জন্য। আপনার কাজের জায়গা আপনি নিজেই তৈরি করতে পারবেন।
#ফ্রিল্যান্সিং

30/05/2023

ফ্রিল্যান্সিং মার্কেটে কাজ কিভাবে পাবেন?

ফ্রিল্যান্সিং মার্কেটে কাজ পেতে হলে আপনাকে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে। একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে অনেক অনেক ফ্রিল্যান্সার রয়েছেন। একজন ক্লায়েন্ট কেন আপনাকেই কাজটি দিবে?

তার জন্য আপনাকে অবশ্যই খুবই ভালো মানের যোগাযোগ ব্যবস্থায় ভালো হতে হবে। তাছাড়া আপনাকে যে কাজটির জন্য ক্লায়েন্ট পেমেন্ট করবে সেই কাজটিও আপনাকে অত্যন্ত ভালোভাবে সুসম্পন্ন করতে হবে।

মনে রাখবেন, বায়ারের সাথে যতো ভালো সম্পর্ক তৈরি হবে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ততো বেশি সুন্দর হবে। তাই অবশ্যই চেষ্টা করবেন প্রতিটি বায়ারের সাথে সুসম্পর্ক তৈরি করার।
#ফ্রিল্যান্সিং

29/05/2023

ফ্রিল্যান্সিং কি? (What is Freelancing?)

ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন।

দেখা গেলো আপনার এখন কাজ করতে ইচ্ছা করছে না; আপনি করবেন না। যখন ইচ্ছা করবে তখন আবার চাইলেই করতে পারবেন। ধরাবাঁধা কোনো অফিস টাইম নেই। এরপরে এখানে আপনার নির্দিষ্ট কোনো ইমপ্লয়ার (Employer) নেই। যখন যে বায়ারের কাজ নিবেন তখন সে-ই আপনার ইমপ্লয়ার (Employer)।

সাধারন চাকরি থেকে এখানে আরেকটি বিষয়-এর ভিন্নতা আছে। সেটি হলো কাজের স্থান। ফ্রিল্যান্সিং (Freelancing) এর নির্দিষ্ট কোনো অফিস নেই। মূলত আপনার বাড়িই হচ্ছে আপনার অফিস।

এখানে বসেই আপনি বিভিন্ন দেশের বায়ারদের সাথে কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিং (Freelancing) এর ক্ষেত্রে খুব সহজেই সরকারি বেসরকারি অনেক চাকরির থেকে বেশি বেতনে কাজ করতে পারবেন আপনার যদি যথেষ্ট পরিমাণে দক্ষতা থাকে।

এটা আমরা সবাই জানি যে, আমাদের দেশে দক্ষতার কদর হয় না সেভাবে; কিন্তু বাইরের দেশ গুলোতে হয়। আপনি সেসব দেশের বায়ারদের সাথে কাজ করে বাংলাদেশের তুলনায় দ্বিগুণ/তিনগুণ অর্থ উপার্জন করতে পারেন।

29/05/2023

কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন?

ফ্রিল্যান্সিং শুরু করার জন্য সর্ব প্রথম আপনাকে যেকোনো একটি স্কিলে খুব ভালো মানের দক্ষতা অর্জন করতে হবে। যেমন ধরুন আপনি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এর উপর খুব ভালো দক্ষতা অর্জন করলেন।

এবার আপনাকে যেকোনো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে একাউন্ট তৈরি করতে হবে। একাউন্ট তৈরি করার পর আপনাকে যথাসম্ভব চেষ্টা করতে হবে একটি অর্ডার পাওয়ার জন্য।

সত্যি কথা বলতে একজন নতুন ওয়েব ডিজাইনারকে কেউই কাজ দিতে খুব একটা আগ্রহী হয় না। আর তাই আপনার প্রোফাইলে যদি ভালো কিছু রিভিউ থাকে, তাহলে আপনাকে আর কাজ পেতে খুব একটা বেগ পেতে হবে না।

28/05/2023

মানুষ স্বভাবত কল্পনাপ্রবণ কিন্তু জীবন বাস্তবতায় পরিপূর্ণ ; আর এই কল্পনা ও বাস্তবের মধ্যে যখন অমিল দেখা যায় তখনই শুরু হয় মানসিক সংঘাত। তবে যাই হোক না কেন, যত কঠিন বাস্তব হোক না কেন আমাদের অবশেষে সেটিকেই মেনে নিতে হয় আর এটাই প্রকৃতির নিয়ম।

28/05/2023

কিভাবে শিখবেন ফ্রিল্যান্সিং?

এই বিষয়টিতে অনেকেই ভুল করে থাকেন। বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরুন আপনি আপনার একাডেমিক পড়াশোনা করে একটি ব্যাংকে ব্যাংকার হিসেবে যোগদান করলেন। অন্যদিকে আপনারই আরেকজন বন্ধু একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে একাউন্টেন্ট হিসেবে যোগদান করলো।

আমি যদি বলি আপনারা দু’জনেই চাকরিজীবী; কথাটি কি তাহলে মিথ্যা বলা হবে? না, এটি মিথ্যা হবে না। আবার আমি যদি বলি আপনি একজন ব্যাংকার এবং আপনার বন্ধু একজন একাউন্টেন্ট, তাহলে কি কথাটি মিথ্যা হবে? না, তাও হবে না।

উপরের দু’টি কথাই একদম নির্ভুল ও নির্ভেজাল খাঁটি সত্য কথা। আসলে বিষয়টি হচ্ছে আপনাদের দু'জনের পদবী ভিন্ন হলেও আপনারা দু’জনেই চাকরিজীবী।

একইরকমভাবে ফ্রিল্যান্সিং জগতেও কেউ হচ্ছেন গ্রাফিক্স ডিজাইনার, কেউ ওয়েব ডিজাইনার আবার কেউবা ডিজিটাল মার্কেটার। প্রত্যেকের পদবী ভিন্ন কিন্তু সবাই ফ্রিল্যান্সার।

এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে কিভাবে চাকরি করা শেখা যায় - এর কি কোনে সদুত্তর আপনার কাছে আছে? নিশ্চয়ই নেই।

একই রকমভাবে ফ্রিল্যান্সিং আসলে শেখার মতো কিছু নেই। আপনাকে নির্দিষ্ট কোনো একটি কাজে দক্ষতা অর্জন করতে হবে। তাহলেই আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন।
#ফ্রিল্যান্সিং

🤷একটাই লক্ষ্য হতে হবে দক্ষ,📲             তাই Skill  এর বিকল্প আর কিছুই নেই। 🧮আগামী ৫ বছরে যে স্কিলস গুলোর ডিমান্ড বাড়বে!...
28/05/2023

🤷একটাই লক্ষ্য হতে হবে দক্ষ,📲
তাই Skill এর বিকল্প আর কিছুই নেই। 🧮

আগামী ৫ বছরে যে স্কিলস গুলোর ডিমান্ড বাড়বে! 🖥️

🙋আজ যদি আপনি এই যেকোনো একটা সেক্টরে নিজেকে নিয়োজিত করে ক্যারিয়ার গড়ার সংকল্প নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে শুরু করতে পারলে তাহলে আপনি বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন ।

🥀🥀একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা দক্ষতা অর্জন করা অত্যন্ত জরুরী ।🥀🥀

🍀🍀বর্তমান এই তথ্য প্রযুক্তির যুগে নিজেকে স্কিল আপ না রাখলে ,🍀🍀

💥💥আসলেই অনেক পিছিয়ে পড়তে হয় ।💥

🥀🥀তা হয়তো আমাদের ভার্সিটির সিনিয়রদের দেখলেই বুঝা যায় ।🥀🥀🤲🤲

🥺🥺কথাটা শুনতে আসলেই খারাপ লাগে ।
কিন্তু ফাইভার অনেক ছেলে মেয়েদের ইনকামের একটা বেস্ট জায়গা ,,, 💥🤲

🥀🥀আমার স্বপ্ন আমাকে বাঁচিয়ে রাখতেছে,,
আপনিও স্বপ্ন দেখুন🥀🥀

🍀🍀ইনকাম করুন আর সেরা প্রসেস টা খুঁজে বের করুন 🍀🍀🤲💥

দেশ-বিদেশ থেকে কানেক্টেড শতাধিক ভাইবোনকে নিয়ে চলছে অসাধারণ ফ্রীল্যান্সিং প্রশিক্ষণ এবং স্কিল ডেভেলপমেন্ট ।
সাথে থাকছে কারিগরী শিক্ষাবোর্ড এর সার্টিফিকেট 🥀🥀

#ফ্রিল্যান্সিং



27/05/2023

– মোনাজাত শেষে একটাই চাওয়া,
– ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা!
– আমিন!❤️

27/05/2023

নতুনরা কিভাবে ফ্রিল্যান্সিং পেশায় আসতে পারে?

আমি যদি ২০১০ সালের কথা আজকে চিন্তা করি তাহলে ভাবতেই অবাক লাগে সেই সময় আমরা কিভাবে করে কাজ করতাম আর কিভাবে কাজগুলি শিখেছিলাম। ১০ বছরের ব্যবধানে আজকে নতুনদের জন্য ফ্রিল্যান্সিং এর জগতে আসাটা যতোটা সহজ হয়েছে, সেটি আসলে বলার মতো নয়।

সেই সময়, ২০১০ সালের দিকে খুব বেশি মানুষের বাসায় কম্পিউটারই ছিল না। বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় এটি এখন অনেকটাই সহজ হয়ে গিয়েছে।

তাই ফ্রিল্যান্সিং এর জগতে নতুনদের আসতে এখন আর খুব বেশি কোনো সমস্যা হয় না। ফ্রিল্যান্সিং সর্ম্পকিত সমস্ত তথ্য ইন্টারনেটেই আছে। আপনি গুগল কিংবা ইউটিউবে কিছুটা ঘাটাঘাটি করলে এই বিষয়ে আরো জানতে পারবেন।

তাছাড়া বর্তমানে বিভিন্ন প্রফেশনাল মানের অনলাইন কোর্স থেকে শুরু করে অনেক ভালো ভালো ট্রেনিং সেন্টারও রয়েছে; যেখানে আপনি ট্রেনিং করে দক্ষতা অর্জন করতে পারবেন।

তবে একটি বিষয় অবশ্যই চিন্তা করা প্রয়োজন। ফ্রিল্যান্সিং এমন কোনো পেশা নয় যেখানে আপনি এক মাস কাজ করলেই খুব ভালো আয় করতে পারবেন।

আপনাকে ধৈর্য্য সহকারে কাজ করে যেতে হবে। পথটা দুর্গম ও কষ্টকর হলেও আপনার ইচ্ছাশক্তি ও মনোবল থাকলে এটি কোনো সমস্যা হবে না আপনার জন্য।

ফ্রিলান্সারদের জন্য "সরকারিভাবে পরিচয়পত্র প্রদান ও খুব অল্প সময়ের মধ্যে দেশে পে_পাল চালু করা হবে" -জুনাইদ আহমেদ পলক, তথ্...
27/05/2023

ফ্রিলান্সারদের জন্য "সরকারিভাবে পরিচয়পত্র প্রদান ও খুব অল্প সময়ের মধ্যে দেশে পে_পাল চালু করা হবে" -জুনাইদ আহমেদ পলক, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী।
#

26/05/2023

নতুনরা কিভাবে ফ্রিল্যান্সিং পেশায় আসতে পারে?

আমি যদি ২০১০ সালের কথা আজকে চিন্তা করি তাহলে ভাবতেই অবাক লাগে সেই সময় আমরা কিভাবে করে কাজ করতাম আর কিভাবে কাজগুলি শিখেছিলাম। ১০ বছরের ব্যবধানে আজকে নতুনদের জন্য ফ্রিল্যান্সিং এর জগতে আসাটা যতোটা সহজ হয়েছে, সেটি আসলে বলার মতো নয়।

সেই সময়, ২০১০ সালের দিকে খুব বেশি মানুষের বাসায় কম্পিউটারই ছিল না। বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় এটি এখন অনেকটাই সহজ হয়ে গিয়েছে।

তাই ফ্রিল্যান্সিং এর জগতে নতুনদের আসতে এখন আর খুব বেশি কোনো সমস্যা হয় না। ফ্রিল্যান্সিং সর্ম্পকিত সমস্ত তথ্য ইন্টারনেটেই আছে। আপনি গুগল কিংবা ইউটিউবে কিছুটা ঘাটাঘাটি করলে এই বিষয়ে আরো জানতে পারবেন।

তাছাড়া বর্তমানে বিভিন্ন প্রফেশনাল মানের অনলাইন কোর্স থেকে শুরু করে অনেক ভালো ভালো ট্রেনিং সেন্টারও রয়েছে; যেখানে আপনি ট্রেনিং করে দক্ষতা অর্জন করতে পারবেন।

তবে একটি বিষয় অবশ্যই চিন্তা করা প্রয়োজন। ফ্রিল্যান্সিং এমন কোনো পেশা নয় যেখানে আপনি এক মাস কাজ করলেই খুব ভালো আয় করতে পারবেন।

আপনাকে ধৈর্য্য সহকারে কাজ করে যেতে হবে। পথটা দুর্গম ও কষ্টকর হলেও আপনার ইচ্ছাশক্তি ও মনোবল থাকলে এটি কোনো সমস্যা হবে না আপনার জন্য।

2023 SSC EXAM যারা শেষ করলেন,....😊তাদের দৃষ্টি  আকর্ষণ করছি আপনাদের হাতে এখন অনেক সময় রয়েছে এই সময় টাকে অযথা অনলাইনে নস্...
26/05/2023

2023 SSC EXAM যারা শেষ করলেন,....😊
তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের হাতে এখন অনেক সময় রয়েছে এই সময় টাকে অযথা অনলাইনে নস্ট না করে,অনলাইন থেকে কিভাবে ইনকাম করা যায় এটা শিখেতে পারেন,এখনি সময় ও সুযোগ যা কাজে লাগাতে পারলে আপনার আগামী দিন গুলো সুন্দর হবে।

ফ্রিল্যান্সিং এ ডিজিটাল মার্কেটিং কোর্স করে খুব কম সময়ের মধ্যে সুন্দর ক্যারিয়ার গড়া সম্ভব,তো বিষয় গুলো অনেকে জানেন না,সঠিক গাইডলাইন দেওয়ার জন্য আমরা আছি,আপনার লাগবে প্রবল ইচ্ছাশক্তি,বিস্তারিত জানতে ইনবক্সে আসতে পারেন..
Best of good luck ⏰⏰🥰


Address

Rajshahi
Hat Naogaon

Alerts

Be the first to know and let us send you an email when CRT Naim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby media companies