11/02/2023
(ব্লকচেইন)
ইন্টারনেট জগতের এক বিষ্ময়কর আবিষ্কার ব্লকচেইন। বিটকয়েনের মত অসংখ্য ক্রিপ্টোকারেন্সির চালিকা শক্তি হিসেবে কাজ করছে এই ব্লক চেইন প্রযুক্তি। অনেকই বলেন, ইন্টারনেট আবিষ্কারের পর সবচেয়ে যুগান্তকারী উদ্ভাবন হল ব্লকচেইন। বৈপ্লবিক এই প্রযুক্তি আমাদের ভবিষ্যৎকে নতুন করে নির্মান করতে যাচ্ছে। ব্লক চেইন প্রযুক্তি ইন্টারনেট ব্যবস্থায় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে; একই সাথে ইন্টারনেট পরিসেবাগুলোকে বিকেন্দ্রীকরণ করছে।
কয়েক বছর আগে ব্লকচেইন প্রযুক্তি উত্সাহীদের মধ্যে আলোচনার প্রধান বিষয় ছিল, কিন্তু আজ এই প্রযুক্তি অর্থনীতিতে প্রবেশ করছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ব্লকচেইনকে বিশ্ব অর্থনীতিকে শক্তিশালী করার উপায় হিসেবে দেখে এবং COVID-19-এর প্রভাবে ক্ষতিগ্রস্ত সাপ্লাই চেইনের অখণ্ডতা পুনরুদ্ধার করে। বাজারের প্রবণতাও পথ নির্দেশ করছে।
সাম্প্রতিক একটি সমীক্ষা অনুসারে, ব্লকচেইন-ভিত্তিক সাপ্লাই চেইন সলিউশনের বাজার বর্তমান আকার থেকে 2026 সাল নাগাদ $3.3 বিলিয়ন হবে। সমগ্র সাপ্লাই চেইন শিল্পের জন্য, এটি একটি বিপ্লবের প্রতিনিধিত্ব করে।
২০০৫-২০০৭ এ যখন বিশ্ব অর্থনীতি মন্দার দিকে যায়। তখন গ্রহক ও ব্যংকের লেনদেনের ত্রূটি সামনে আসে। সেই মন্দার পরেই এক কাল্পনিক চরিত্র পৃথিবীর পুরোনো ব্যবস্থা বাতিল করে নতুন এক ব্যবস্থার জন্ম দেই। একে বলা হয় ব্লক চেইন।
ব্লক চেইন ব্যবস্থায় কোন একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে টাকা গচ্ছিত রাখতে হয় না। একজন ব্যাংক কর্মকর্তা চাইলে আপনার একাউনের তথ্য পরিবর্তনের মাধ্যমে আপনার টাকা স্থানান্তর করতে পারে কিন্তু ব্লক চেইনে সম্ভব নয়। কারন ব্লক চেইনে সব কিছুই ঘটে প্রকাশে। বিশাল কোন তথ্য ব্যবস্থা সবাই মিলে ছোট ছোট করে সংরক্ষণ করাই হলো ব্লক চেইন। ব্লক চেইনে আদান প্রদানের সাথে সাথে তা লিপিবদ্ধ করা হয়। ব্লক চেইন ব্যবহারের মাধ্যমে ব্যাংকের মত মধ্যভোগীদের এরিয়ে চলা সম্ভব । এর ফলে বিশ্ব অর্থনীতি গুটি কয়েক কম্পানির দাসত্ব থেকে মুক্তি পাই। ব্যক্তি সরাসরি ব্যক্তির সাথে দেল দেন করে।
ব্লক চেইন হলো বর্তমান তথ্য সংরক্ষণের আর একটি ব্যবস্থা। একটি ব্লক একটি বিশয়ের সামান্য তথ্য। এভাবে একটির সাথে ওপরটি সম্পৃক্ত হয়ে তৈরি হয় ব্লক চেইন। ব্লক চেইনে থাকা তথ্য সুরক্ষিত এবং পৃথিবীর যেকোন প্রান্ত থেতে ব্লক চেইনের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারে।১০০ টাকা একটি ব্যাংকে না রেখে ১০ জন লোকের ভাগ করে রাখা এবং নিজের প্রয়জনে কোন মাধ্যম ছাড়াই টাকাটি ব্যবহার ব্যক্তির কাছে স্থানান্তরই হলো ব্লক চেইন। একই ভাবে তথ্যও কো এক জায়গায় গচ্ছিত না রেখে অনেক গুলো কম্পিউটারে ক্ষুদ্র ক্ষুদ্র করে রাখা এবং সেই কম্পিউটার গুলোকে একটা অদৃশ্য চেইনে কানেক্টেড রাখার প্রযুক্তি হলো ব্লক চেইন।এক্ষেত্রে কোন মিডিল স্টোরেজের দরকার হয় না ব্লক চেইন থেকে যেকোন কম্পিউটার (ব্লক) থেকে আপনি তথ্য গ্রহন করতে পরেন।যেটি নতুন একটি ব্লক ৎৈরির মাধ্যমে আপনার কাছে পৌছায়।
সেই অত্যধুনিক সুবিধা, সর্বোচ্চ নিরাপত্তা সম্পন্ন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পৃথিবীকে নতুন কিছু উপহার দিতে যাচ্ছে আগামি দিনে আমরা & & Software এর মত অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাচ্ছি একই প্লাটফর্মে।যা মানুষের কর্ম জীবন বনকে আরো সহজ করবে। সময় বাঁচাতে সাহায্য করবে এবং একই সাথে দিবে সর্বোচ্চ নিরাপত্তা। "Onpassive" Total Onlain Business Solution..