হামাকে নওগাঁ

হামাকে নওগাঁ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from হামাকে নওগাঁ, Media/News Company, Hat Naogaon.
(1)

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার ভ্যান, অটোরিক্সা ইত্যাদিতে লাগানো হচ্ছে রিফ্লেকটিভ স্টিকার/রং। এর ফলে...
06/06/2023

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার ভ্যান, অটোরিক্সা ইত্যাদিতে লাগানো হচ্ছে রিফ্লেকটিভ স্টিকার/রং। এর ফলে রাতের বেলায় রাস্তায় এ সকল গাড়ি সহজে চিহ্নিত করা যাবে।

নওগাঁয় র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় নতুন মোড়                                                           ...
03/06/2023

নওগাঁয় র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় নতুন মোড় ★★★★★★★★★★★★★★★★★★★★★ আলোচিত নওগাঁয় র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনাটি এবার নতুন মোড় নিতে শুরু করেছে। উচ্চ আদালতের নির্দেশে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটির সদস্যরা গত সোমবার (২৯ মে) নওগাঁ সার্কিট হাউসে এসে সুলতানা জেসমিনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এরপরই জেসমিন ও যুগ্ম সচিব এনামুল হকের মাঝে বিকাশে লেনদেনসহ জেসমিনের রেখে যাওয়া ৪৬টি চিরকুটে কী ছিল তা প্রকাশ করতে শুরু করেছেন তার পরিবারের সদস্যরা।

সুলতানা জেসমিনের মামা নাজমুল হক মন্টু বলেন, ভাগনির (জেসমিন) রেখে যাওয়া ৪৬টি চিরকুট থেকে তার সাথে এনামুল হকের প্রত্যেকটা লেনদেনের তথ্য আমরা পেয়েছি। জেসমিনকে পদোন্নতি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তার থেকে এক লাখ ৪০ হাজার টাকা উৎকোচ নিয়েছিলেন এনামুল হক। পরে জেসমিনের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে জয়পুরহাট ও ঢাকা জেলার বিভিন্নজনের থেকে প্রায় ২২ লাখ টাকা নেন অভিযুক্ত এনামুল হক। প্রথমে এসব টাকা জেসমিনের অ্যাকাউন্টে নিয়ে সেদিনই তা উত্তোলন করা হয়েছে এবং বিকাশ ও নগদের মাধ্যমে এনামুল টাকা গ্রহণ করেছেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিনেও পদোন্নতি না পাওয়ায় জেসমিন যখন এনামুলের এসব তথ্য ফাঁস করে দিতে চেয়েছিলেন, ঠিক সেই মুহূর্তে তাকে হত্যাচেষ্টা শুরু করা হয়। র‌্যাবের হাতে আটকের আগে বেশ কয়েক দিন ধরে জেসমিনের বাড়িতে কয়েকজন ব্যক্তি বিভিন্ন পরিচয়ে গিয়েছেন। বাড়ি ভাড়া নেওয়ার অজুহাত দেখিয়ে একজন রাতে গিয়ে বাড়িতে ঢোকার চেষ্টা করেছেন। হয়তো ওই দিন রাতে বাড়িতে ঢুকলে র‌্যাব তাকে মেরে সব প্রমাণ নিয়ে চলে যেত। বিকাশ ও নগদে লেনদেনের তারিখ, নম্বরসহ এনামুল সম্পর্কে অনেক কিছুই ভাগনি চিরকুটে লিখে রেখেছিলেন। যা তদন্ত কমিটির কাছে বুঝিয়ে দিয়েছি।

জেসমিনের ভাই সুলতান মাহমুদ সোহাগ সাংবাদিকদের বলেন, ওই দিন র‌্যাবের আটকের প্রক্রিয়াটা অবৈধ ছিল। তাকে আটকের পর কীভাবে হাসপাতালে নেওয়া হয়েছিল তার সিসিটিভি ফুটেজ আমরা কিছুদিন আগে দেখেছি। সেখানে তাকে দেখে কোনোভাবেই স্ট্রোকের রোগী মনে হয়নি। তার কোনো অসুস্থতা ছিল না। তাই বোনের মৃত্যুর জন্য এখনও আমরা পুরো পরিবার র‌্যাবকেই দায়ী করছি। আশা করি উচ্চ আদালতের এ তদন্ত কমিটি প্রকৃত সত্য উৎঘাটন করে দোষীদের আইনের আওতায় আনবে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সঠিক সময়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হলে কারা দোষী তা সবার সামনে বেরিয়ে আসবে।

তদন্ত কমিটির প্রধান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের বলেন, সুলতানা জেসমিন ও যুগ্ম সচিব এনামুলের মাঝে আর্থিক লেনদেনের কিছু তথ্য প্রমাণ তার পরিবারের সদস্যরা আমাদের কাছে দিয়েছেন। জেসমিনের পরিবারের সদস্য, ঘটনার প্রত্যক্ষদর্শী, হাসপাতাল কর্তৃপক্ষ, প্রত্যেকের সাথেই পর্যায়ক্রমে কথা বলা হচ্ছে। আমরা তদন্ত কমিটির সদস্যরা এখনও তদন্ত কাজ চালাচ্ছি। নির্ধারিত সময়ের আগেই উচ্চ আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করব।

উল্লেখ্য,, র‌্যাব হেফাজতে নওগাঁর ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় উচ্চ আদালতের এক আদেশের পরিপ্রেক্ষিতে গত ২২ মে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির প্রধান করা হয় মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মাহমুদুল হোসাইন খানকে। কমিটির অন্যান্য সদস্য হিসেবে রাখা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব, নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নওগাঁর পুলিশ সুপারের মনোনীত একজন অতিরিক্ত পুলিশ সুপার।

এর আগে র‌্যাব-৫-এর জয়পুরহাট ক্যাম্পের একটি দল গত ২২ মার্চ রাজশাহী স্থানীয় সরকার বিভাগের পরিচালক যুগ্ম সচিব এনামুল হকের মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে সাথে নিয়েই নওগাঁ পৌরসভা-চন্ডিপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনকে আটক করা হয়। আটকের পর ২৪ মার্চ সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেসমিন মারা যান। তার মৃত্যুর পর রাজশাহীর রাজপাড়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে যুগ্ম সচিব এনামুল হকের করা একটি মামলার কথা জানা যায়, যেটি রেকর্ডের সময় ২৩ মার্চ, বিকেল বেলা। জেসমিন ও তার কথিত সহযোগী আল আমিনকে এতে আসামি করা হয়। আল আমিনকে ২৬ মার্চ ঢাকা থেকে আটক করে র‌্যাব। তিনি একজন মোবাইল ব্যাংকিং এজেন্ট।

এনামুল হকের অভিযোগ, জেসমিন ও আল আমিন নামের ওই ব্যক্তি তার (এনামুল) ফেসবুক আইডি হ্যাক করে চাকরি দেওয়ার প্রলোভন দেখাচ্ছিলেন বিভিন্নজনকে। এভাবে তারা প্রতারণা করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিলেন।

এক বোটাই তিন আম
25/05/2023

এক বোটাই তিন আম

নওগাঁয় বাথরুমের বালতির পানিতে ডুবে শিশুর করূন মৃত্যনওগাঁর মহাদেবপুরে একটি মাদরাসার বালতির পানিতে ডুবে ২ বছর বয়সের এক কন্...
22/05/2023

নওগাঁয় বাথরুমের বালতির পানিতে ডুবে শিশুর করূন মৃত্য

নওগাঁর মহাদেবপুরে একটি মাদরাসার বালতির পানিতে ডুবে ২ বছর বয়সের এক কন্যা শিশুর করূন মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত ওয়াসিফা খাতুন (২) নাটশাল গ্রামের মাওলানা মো. জয়নাল আবেদীনের মেয়ে। রোববার (২০ মে,২০২৩) দুপুরে উপজেলার নাটশাল জামিলাতুন নেছা ইসলামিয়া মহিলা ক্বওমী এতিমখানা মাদরাসায় এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই মাদরাসার শিক্ষিকা ও শিশুটির মা মাইমুনা খাতুন শিশুটিকে পাশে রেখে মাদ্রাসায় ছাত্রীদের ক্লাস নিচ্ছিলেন।

এ সময় শিশুটি খেলতে খেলতে বাথরুমে গিয়ে বালতি পানিতে পড়ে ডুবে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

20/05/2023

মিচ্চানা এক হাতা এমবি ধার দিলে কি হবে।আঞ্চলিক ভাষায় ফানি ভিডিও।

প্রিয় নওগাঁ  ll  Naogaon জেনে নেই কিছু তথ্য---পড়া শেষে Done লিখুন রাজশাহী বিভাগের অন্যতম বড় জেলা নওগাঁ।আয়তন          : ৩...
20/05/2023

প্রিয় নওগাঁ ll Naogaon
জেনে নেই কিছু তথ্য-
--
পড়া শেষে Done লিখুন

রাজশাহী বিভাগের অন্যতম বড় জেলা নওগাঁ।
আয়তন : ৩,৪৩৫.৬৭ বর্গকিলোমিটার।
গঠিত : ১ মার্চ, ১৯৮৪।
বিভাগ : রাজশাহী।
পোস্ট কোড : ৬৫০০।
-
ll ইতিহাস
নওগাঁ শব্দের উৎপত্তি হয়েছে 'নও = নতুন' (নও ফরাসী শব্দ ) ও ‘গাঁ = গ্রাম' শব্দ দু’টি হতে । এই শব্দ দু’টির অর্থ হলো নতুন গ্রাম । অসংখ্য ছোট ছোট নদীর লীলাক্ষেত্র এ অঞ্চল । আত্রাই নদী তীরবর্তী এলাকায় নদী বন্দর এলাকা ঘিরে নতুন যে গ্রাম গড়ে উঠে, কালক্রমে তা-ই নওগাঁ শহর এবং সর্বশেষ নওগাঁ জেলায় রুপান্তরিত হয়। নওগাঁ শহর ছিল রাজশাহী জেলার অন্তর্গত । কালক্রমে এ এলাকাটি গ্রাম থেকে থানা এবং থানা থেকে মহকুমায় রুপ নেয় । ১৯৮৪ এর ১ মার্চ- এ নওগাঁ মহকুমা ১১টি উপজেলা নিয়ে জেলা হিসেবে ঘোষিত হয়।
-
অবস্থান ::
উত্তরে : ভারতের দক্ষিণ দিনাজপুর,
দক্ষিণে : নাটোর ও রাজশাহী জেলা,
পূর্বে : জয়পুরহাট ও বগুড়া।
পশ্চিমে : ভারতের মালদহ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা।
-
ll উপজেলা ::
- পত্নীতলা
- ধামইর হাট
- মহাদেবপুর
- পোরশা
- সাপাহার
- বদলগাছী
- মান্দা
- নিয়ামতপুর
- আত্রাই
- রানীনগর
- নওগাঁ সদর
-

ll পৌরসভা তিনটি :
- নওগাঁ পৌরসভা
- নজিপুর পৌরসভা
- ধামইরহাট পৌরসভা।

-

ll
নওগাঁ জেলার সকল সংসদ সদস্যদের নাম ও মোবাইল নম্বর।

***জনাব সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ -1
01711894823, 01776083784
***জনাব সহিদুজ্জামান সরকার, নওগাঁ-2
01712090509
***জনাব মোঃ ছলিম উদ্দীন তরফদার, নওগাঁ-3
01711412227, 01842412227
***জনাব মুহঃ ইমাজ উদ্দীন প্রামানিক, নওগাঁ-4
01715138844
***জনাব মোঃ আব্দুল মালেক, নওগাঁ-5
01716743611
***জনাব মোঃ ইসরাফিল আলম, নওগাঁ-6
01711848508
-

ll নওগাঁ জেলার সকল ' ওসি 'র নম্বর।
ওসি নওগাঁ - ০১৭১৩৩৭৩৮৩৬
ওসি রানি নগর - ০১৭১৩৩৭৩৮৩৭
ওসি আত্রাই - ০১৭১৩৩৭৩৮৩৮
ওসি ধামইর হাট - ০১৭১৩৩৭৩৮৩৯
ওসি বাদলগাছি - ০১৭১৩৩৭৩৮৪০
ওসি মহাদেবপুর - ০১৭১৩৩৭৩৮৪১
ওসি পাটনীতলা - ০১৭১৩৩৭৩৮৪২
ওসি নিয়ামতপুর - ০১৭১৩৩৭৩৮৪৩
ওসি মান্দা - ০১৭১৩৩৭৩৮৪৪
ওসি সাপাহার - ০১৭১৩৩৭৩৮৪৫
ওসি পোরশা - ০১৭১৩৩৭৩৮৪৬
-
ইউনিয়ন :: ৯৯ টি
গ্রাম। :: ২৭৯৯ টি
মৌজা :: ২৫৬৫ টি
-
ll জনসংখ্যা :: ২৬,০০,১৫৮+ জন
ll জনসংখ্যা ঘনত :: ৯৩৮ জন প্রতি বর্গ কি.মি।
-
ll ধর্ম ::
ইসলাম ৮৯.৭৩%
হিন্দু ৮.২৭%
খ্রীস্টান ১%
বৌদ্ধ ০.৬৫৬%
অন্যান্য ০.৩৪৪%
-

ll আদিবাসীদের নাম ::
সাঁওতাল, মু্ডা, ওঁরাও, মাহালী, বাঁশফোঁড়দ, কুর্মি, মাল পাহাড়ী।

ll থানা অনুসারে তাদের অবস্থান :
:: সাঁওতাল : ধামুরহাট, নিয়ামতপুর, পোরশা, সাপাহার, পত্নীতলা, মান্দা।
:: মু্ডা : মহাদেবপুর, ধামুরহাট, পত্নীতলা, নিয়ামতপুর, পোরশা।
:: ওঁরাও : মহাদেবপুর, পত্নীতলা, পোরশা, বদলগাছি।
:: মাহালী : পত্নীতলা, ধামুরহাট, সাপাহার, বদলগাছি।
:: বাঁশফোঁড় : পত্নীতলা, নওগাঁ সদর, মহাদেবপুর, সাপাহার, ধামুরহাট।
:: কুর্মি : পত্নীতলা, মহাদেবপুর, ধামুরহাট, বদলগাছি।
:: মাল পাহাড়ী : পত্নীতলা, মহাদেবপুর, পোরশা, সাপাহার, নিয়ামতপুর।
-

ll সর্বাধিক : চাউল কল নওগাঁয়।
ll উত্তরবঙ্গে বিখ্যাত :
:: মসজিদ : কুসুম্বা - মান্দা।
:: মন্দির : রঘুনাথ মন্দির - মান্দা।

ll আয়ের উৎস ::
কৃষিজ : ৮০% l অন্যান্ন : ২০%
-

ll শিক্ষা ::
শিক্ষার হার : গড় ৬২.৫২%
পুরুষ- ৬৬.৪৩% ll মহিলা- ৫৮.৬০%

ll শিক্ষা প্রতিষ্ঠান ::
: সরকারী প্রাথমিক বিদ্যালয় ঃ ৭৯৪ টি
: রেজিঃ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ৪৮২ টি
: সরকারী উচ্চ বিদ্যালয়ঃ ৪ টি
: বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ঃ ৩৭৫ টি
: বেসরকারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ঃ ৭৫ টি
: বিশ্ববিদ্যালয় কলেজঃ ১৫টি
: সরকারী মহাবিদ্যালয়ঃ ১১ টি
: বেসরকারী মহাবিদ্যালয়ঃ ৭৪ টি
: বেসরকারী পলিটেকনিক কৃষি কলেজঃ ৩টি
: কামিল মাদ্রাসাঃ ২ টি
: ফাজিল মাদ্রাসাঃ ৩৩ টি
: আলিম মাদ্রাসাঃ ৪০ টি
: দাখিল মাদ্রাসাঃ ২০২ টি
: সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজঃ ১টি
: এস,এস,সি (ভোকেশনাল) স্কুলঃ ৩৮ টি
: এইচ,এস,সি ( বি,এম ) কলেজঃ ৪৪ টি
: শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র (পি,টি,আই)ঃ ১টি
: সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটঃ ১টি
: বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউটঃ ৮টি

ll পুলিশ লাইনস্ : নওগাঁ পুলিশ লাইন।
ll বিজিবি : ১৬ বিজিবি ক্যাম্প রয়েছে- ১টি।
-
ll মসজিদ : ৩৮৬৪টি
ll মন্দির : ১০১৮টি,
ll চার্চ : ৯৬টি এবং
ll বৌধ মন্দির : ৫১টি
ll নদী :: পুনর্ভবা, যমুনা, আত্রাই, রানি, তুলশিগঙ্গা, শিব নদী।
ll প্রধান শস্য :: ধান, গম, সরিষা, আখ, কালাই, পাট, ভুট্টা, বেগুন, রসুন, তেল বীজ এবং পেঁয়াজ।
ll বৃহৎ : বৃটিশ আমলের গাঁজা সোসাইটি নওগাঁয়।
ll বিলুপ্রায় : ঢেঁকি, গরুর গাড়ি, হোঁকা।
-

ll দর্শনীয় স্থান ঃ
/ পাহাড়পুর বৌদ্ধবিহার - বদলগাছি।
/ কুসুম্বা মসজিদ - মান্দা
/ বলিহার রাজবাড়ি - নওগঁা সদর।
/ দুবলহাটি রাজবাড়ি - নওগঁা সদর।
/ রঘুনাথ মন্দির - মান্দা।
/ জগদ্দল বিহার - ধামুইর হাট।
/ দিব্যক জয়স্তম্ভ
/ পতীসরː রবি ঠাকুরের কুঠি বাড়ী - আত্রাই।
/ ভীমের পানটি।
/ দিবর দিঘী।
/ আলতাদিঘী জাতীয় উদ্যান।
/ বিজয় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ '৭১ - নওগাঁ সদর।
/ ১০৮ ঘর বিশিষ্ট মাটির বাড়ি।
/ বান্দাইখাড়াতে ৫০০ বছরের পুরাতন মন্দির আছে, যেখানে দেশের সবচেয়ে বড় কালিপূজা অনুষ্ঠিত হয়।
/ বৃটিশ আমলে বান্দাইখাড়াতে মুন্সেপকোর্ট ও গুরুট্রেনিং স্কুল ছিলো।
ঘুঘুডাঙ্গা তালতলি- নিয়ামতপুর।
-

ll মুক্তিযুদ্ধে নওগাঁ:
ll উত্তরবঙ্গের জেনারেল : আব্দুল জলিল
ll মুক্তিযোদ্ধের বিশেষ স্থান সমূহ :
: কে.ডি সরকারি স্কুল
: বি এম সি কলেজ, নওগাঁ
: ধামুর হাট
: পাকুড়িয়া, মান্দা
: চকের ব্রিজ,
: মধুইল
: আত্রাই থানার সাহাগোলা রেল ব্রিজ।
: বান্দাইখাড়া।
: শান্তাহার।

ll মুক্তিযুদ্ধে অবদানের শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ :
: ক্যাপ্টেন গিয়াস উদ্দিন
: মেজর নাজমুল হক
: আব্দুল জলিল
: বয়তুল্লাহ এম এন এ
: মোজাফফর
: ন্যাপের এম, এ, রকীব
: ভাষানী ন্যাপের মযহারুল হক এ্যাডভোকেট
: এ,কে,এম, মোরশেদ
: মোকলেসুর রহমান
: মকাই চৌধুরী
: ওহিদুর রহমান ও
: আলমগীর কবির
: মুহঃ ইমাজ উদ্দিন প্রামানিক
: আখতার আহম্মেদ ছিদ্দিকী
: জালান হোসেন চৌধুরী
: আরও কয়েক জন স্থানীয়।

ll মুক্তিযোদ্ধের নাটক : 'রক্ত শপথ'
রচনা করেন : অধ্যাপক খন্দকার মকবুল হোসেন। প্রযোজনা করেন : আব্দুল জলিল (রাজনীতিবিদ)
নির্দেশনায় : মমিন-উল-হক ভুঁটি
বিষয় : স্বাধীনতা সংগ্রামের ভবিষ্যৎ রূপরেখা সম্পর্কে আভাস দেয়া।
মঞ্চস্থ হয় : নওগাঁ বি.এম.সি. কলেজ প্রাঙ্গনে। (২৩ মার্চ, ১৯৭১)

যুদ্ধের ৭১এ...
ll পাকিস্তানির প্রথম প্রবেশ : ২২এপ্রিল দুপুর ১২টা
ll নওগাঁবাসির প্রথম ট্রেনিং : ২৪এপ্রিল বালুরঘাটে।
ll বঙ্গবন্ধুর খুনি : মেজর ফারুকের বাসা।
ll সর্বহারা, বাংলা ভাইয়ের উৎপত্তি নওগাঁয়।
-

ll বিখ্যাত ব্যক্তি ::
: মোহাম্মদ বয়তুল্লাহ - বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম ডেপুটি স্পীকার;
: শিশির নাগ - সাংবাদিক, সংগঠক এবং বিপ্লবী কমিউনিস্ট পার্টির কর্মী।
: আব্দুল জলিল - রাজনীতিবিদ;
: আখতার হামিদ সিদ্দীকি - বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পীকার।
: নুর মুহাম্মদ সাবেক রাষ্ট্রপতির সচিব
: ড. মাহাবুবুজ্জামান সাবেক সচিব
: মোকায় চৌধুরী - বীর মুক্তিযোদ্ধা
: মুহঃ ইমাজ উদ্দিন প্রাং - রাজনীতিবিদ + স্বাধীনতা পদকপ্রাপ্ত নওগাঁর একজনই।
: আলমগীর কবির - রাজনীতিবিদ।
: তৈয়ব উদ্দিন আহমেদ - সাবেক বাংলাদেশ পুলিশের আইজিপি।
: ডাঃ মঞ্জুরুল - ভাষা সৈনিক।
: খন্দকার মোঃ আলী হাসান।
: বিপ্লবী কৃষক আস্তান মোল্লা।
: কবি তালিম হোসেন (একুশে পদকপ্রাপ্ত)।
: মো আয়েজ উদ্দিন ( সচিব )।
: মোরশেদ। - রাজনীতিবিদ।
: শহীদ মুক্তিযোদ্ধা মামুন।
: অধ্যাপক এমাজ উদ্দিন।
: জেমস - সঙ্গীত শিল্পী।
: পথিক নবী - সঙ্গীত শিল্পী।
: রিংকু - সঙ্গীত শিল্পী।

---------------
"আমাদের প্রানের নওগাঁ। #
নওগাঁ তোমায় ভালবাসি, যেখানেই থাকি।"

---------------
বি.দ্র : কিছু তথ্য সময়ের ব্যবধানে পরিবর্তন হতে পারে। তাই দু'একটি তথ্য চুড়ান্ত ধরা যাবেনা। ধন্যবাদ।

সংগ্রহিত

18/05/2023

নওগাঁর আলোচিত RAB হেফাজতে নি*হ*ত জেসমিনের সাথে কি ঘটেছিল সেদিন.!!
দীর্ঘ ২ মাস পর মিলল সিসিটিভি ফুটেজ ।
#জেসমিন #নওগাঁ

17/05/2023

ভিডিও করবা যায়ে লিচু চুরির অপবাদ।
নওগাঁর আঞ্চলিক ভাষায় ফানি ভিডিও।

16/05/2023

এ জীবুনত নান্টু ঘটকের সাতে দেকা হয় নি তাই অল্প বয়সে বিয়া টাও হয়নি।আঞ্চলিক ভাষায় ফানি ভিডিও।

15/05/2023

ম্যাগ গুলোর অত্যাচারে টিকটকে ঢুকাই যাওচে না🤣🤣

14/05/2023

নওগাঁর আঞ্চলিক ভাষায় ফানি ভিডিও।
ননদ,শাশুড়ী, বউ এর যুদ্ধ। triple fight।

07/05/2023

ঢাকার গরম কমানো চিপ হুইপ
এর নামে পেজের অভাব নাই।
পাবলিক পারেও বটে😁

একটি হারানো বিজ্ঞপ্তি ,,,তারিখঃ 21/1/2023দুপুর ১ টার পর থেকে পাওয়া যাচ্ছে না ঠিকানা ঃনওগাঁ. জেলা নওহাটার মোড়// গ্রাম জা...
23/01/2023

একটি হারানো বিজ্ঞপ্তি ,,,
তারিখঃ 21/1/2023
দুপুর ১ টার পর থেকে পাওয়া যাচ্ছে না
ঠিকানা ঃনওগাঁ. জেলা নওহাটার মোড়// গ্রাম জালাল পুর
৩ টি ছেলের নামঃ(নাইম) (মুমিন)( জিহাদ)
একাসাথে ৩ টি ছেলে হারিয়ে গেছে যদি কোন রিদয় বান ব্যাক্তি পেয়ে থাকেন তাহলে যোগাযোগ করুন,,,,01311647432,,,01835550814
01730678021😭😭

06/01/2023

ডান্স দেকে I আম ত অবাক🕺🕺

লাস্টে বিনোদন আচে😄

13/02/2022
19/01/2022

ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারে কিছু সময় ঘুরাঘুরি। 😊

16/01/2022

ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুর বিহার।

24/09/2021

নজিপুর উদ্দ্যাক্তা বাজারে কম দামে সকল পূর্ণ পাওয়া যাচ্ছে। সাপাহার মেইন রোডের পাশে মাষ্টার পাড়ায় অস্থায়ী এ বাজা....

07/08/2021
"জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে রাণীনগর থানা পুলিশের সহায়তায় জীবন বাঁচল আত্মহত্যার চেষ্টাকারী একজন যুবকের।"নওগাঁ জেল...
17/05/2021

"জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে রাণীনগর থানা পুলিশের সহায়তায় জীবন বাঁচল আত্মহত্যার চেষ্টাকারী একজন যুবকের।"
নওগাঁ জেলার রাণীনগর থানাধীন বড়বড়িয়া নামক প্রত্যন্ত গ্রামের যুবক শরিফ (৩৫) পারিবারিক কলহের জেরে গতকাল ১৬/০৫/২০২১ তারিখে রাত্রি আনুমানিক ২২.৩০ ঘটিকায় আবেগবশত হয়ে কীটনাশক জাতীয় বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। বিষের প্রতিক্রিয়া শুরু হলে ছটফট করতে থাকে সে। এ সময় টের পেয়ে তার প্রতিবেশীরা তাকে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করলেও হাসপাতালে প্রেরণের জন্য এতো রাতে প্রত্যন্ত গ্রামে এম্বুলেন্স বা গাড়ির ব্যবস্থা করতে ব্যর্থ হন। পরবর্তীতে, শরিফের অবস্থার অবনতি হতে থাকলে নিরুপায় হয়ে স্থানীয় লোকজন ‘জাতীয় জরুরি সেবা-৯৯৯’ এ ফোন করেন। ৯৯৯ থেকে রাণীনগর থানা পুলিশকে জানালে তৎক্ষণাৎ ওসি, রাণীনগর থানা ঘটনাস্থলে থানার গাড়িসহ পুলিশ পাঠিয়ে শরিফকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেন। থানা পুলিশ দ্রুততম সময়ে গাড়ি দিয়ে তাকে হাসাপাতালে পৌঁছে দেওয়ায় বিষক্রিয়া শরীরে পুরোপুরি বিস্তার করার আগেই চিকিৎসা দিতে পারায় জীবন ফিরে পান শরিফ উদ্দীন। মহান সৃষ্টিকর্তার রহমতে ৯৯৯ এর মাধ্যমে রাণীনগর থানা পুলিশের সহায়তায় জীবন বাঁচে আত্মহত্যার চেষ্টাকারী যুবকের। চিকিৎসা শেষে আজ সোমবার বিকেলে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন শরিফ‌। তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেন নওগাঁ জেলা পুলিশ ও জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর প্রতি।

সূত্রঃ জেলা পুলিশ নওগাঁ

নওগাঁ জেলার আঞ্চলিক ভাষার ফেসবুক গ্রুপ হামাকে নওগাঁর উদ্যোগে সপ্তাহ ব্যাপি ঈদ উপহার সামগ্রী বিতরণ এর অংশ হিসেবে,আজ নওগাঁ...
09/05/2021

নওগাঁ জেলার আঞ্চলিক ভাষার ফেসবুক গ্রুপ হামাকে নওগাঁর উদ্যোগে সপ্তাহ ব্যাপি ঈদ উপহার সামগ্রী বিতরণ এর অংশ হিসেবে,আজ নওগাঁ সদর উপজেলার শিকারপুর এবং দুবলহাটি ইউনিয়ন এর কিছু গ্রামে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে কিছু অসহায় মানুষদের হাতে।

এই উপহার পৌছিয়ে দিতে বিশেষ ভাবে সহায়তা করেছেন,নওগাঁ সদরের প্রতিনিধি জনাব মো:মহসিন আলী।

ফেসবুক গ্রুপ ‘হামাকে নওগাঁ’র এডমিন প্যানেল ও সদস্যদের আর্থিক সহযোগিতায় ১০০ অসহায় মায়ের মুখে হাসি ফুটেছে।
09/05/2021

ফেসবুক গ্রুপ ‘হামাকে নওগাঁ’র এডমিন প্যানেল ও সদস্যদের আর্থিক সহযোগিতায় ১০০ অসহায় মায়ের মুখে হাসি ফুটেছে।

ফেসবুক গ্রুপ ‘হামাকে নওগাঁ’র সদস্যদের আর্থিক সহযোগিতায় ১০০ অসহায় মায়ের মুখে হাসি ফুটেছে। শুক্রবার থেকে রোববার .....

নওগাঁ জেলার সেরা ফেসবুক হামাকে নওগাঁ  এর উদ্যোগে সপ্তাহ ব্যাপি ঈদ সামগ্রী উপহার প্রদানের অংশ হিসেবে আজ (০৮/০৫/২০২১ইং) আত...
08/05/2021

নওগাঁ জেলার সেরা ফেসবুক হামাকে নওগাঁ এর উদ্যোগে সপ্তাহ ব্যাপি ঈদ সামগ্রী উপহার প্রদানের অংশ হিসেবে আজ (০৮/০৫/২০২১ইং) আত্রাই উপজেলা এর চকবিষ্টপুর, জগদাস, পাটিকাবাড়ি, গুড়নই ( পাঁচুপুর ইউপি) এর বেশ কিছু অসহায় পরিবারের হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হলো।

সার্বিক সহায়তায় হামাকে নওগাঁ এডমিন প্যানেল এবং সদস্য বৃন্দু।

পৌছে দেবার গুরু দায়িত্ব পালন করেছেনঃ

মোঃ নওয়াজ শরীফ
মোঃ আশাদুল্লাহিল গালিব
মোঃ নাহিদ
মোঃ জাকিরুল ইসলাম
মোঃ আকাশ
মোঃ মিঠুন
মোঃ তানভির
মোঃ আরিফ
মোঃ রাজিব
মোঃ সাব্বির
মোঃ সাকিব

আত্রাই প্রতিনিধি : নওয়াজ শরিফ।

আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের সহযোগিতায় হামাকে নওগাঁ ফেসবুক গ্রুপের পক্ষ থেকে মান্দা থানার, প্রসাদপুর ইউনিয়নে...
07/05/2021

আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের সহযোগিতায় হামাকে নওগাঁ ফেসবুক গ্রুপের পক্ষ থেকে মান্দা থানার, প্রসাদপুর ইউনিয়নের, ইনায়েতপুর, বাইবোল্লা,এবং দ্বারিয়াপুরের গ্রামের স্বল্প সংখ্যক কিছু মানুষকে ঈদ সামগ্রী বিতরন করলাম।

__মান্দা প্রতিনিধি: Md Arif Hossain

আলহামদুলিল্লাহ😍 আবারো অসহায় মানুষদের মুখে হাসি ফুটাতে সক্ষম হয়েছে হামাকে নওগাঁ ফেসবুক গ্রুপ।হামাকে নওগাঁ গ্রুপের এডমিন প...
07/05/2021

আলহামদুলিল্লাহ😍 আবারো অসহায় মানুষদের মুখে হাসি ফুটাতে সক্ষম হয়েছে হামাকে নওগাঁ ফেসবুক গ্রুপ।

হামাকে নওগাঁ গ্রুপের এডমিন প্যানেল ও মেম্বারদের সার্বিক সহযোগিতায় সাপাহার ডাঙ্গাপাড়া গ্রামের কিছু সংখ্যক দুস্ত ও অসহায় মানুষের মাঝে পৌছে দেওয়া হলো ঈদের উপহার।

__সাপাহার প্রতিনিধিঃ রাসেল রানা।❤

আলহামদুলিল্লাহ! হামাকে নওগাঁ ফেসবুক গ্রুপের এডমিন প্যানেলের পক্ষে থেকে মহাদেবের মাতাজীহাট এলাকার দোজাটিয়া,বিড়মগ্রামে পৌঁ...
07/05/2021

আলহামদুলিল্লাহ! হামাকে নওগাঁ ফেসবুক গ্রুপের এডমিন প্যানেলের পক্ষে থেকে মহাদেবের মাতাজীহাট এলাকার দোজাটিয়া,বিড়মগ্রামে পৌঁছায়ে দেওয়া হলো কিছু পরিবারকে হামাকে নওগাঁর ঈদ উপহার।।

__মহাদেবপুর প্রতিনিধিঃ আবু হানিফ।

নওগাঁ জেলার সেরা ফেসবুক গ্রুপ হামাকে নওগাঁ এর  পক্ষ থেকে ঈদ উপহার তুলে দেওয়া হলো, বদলগাছী উপজেলার,৩ং পাহাড়পুর ইউনিয়ন এর,...
07/05/2021

নওগাঁ জেলার সেরা ফেসবুক গ্রুপ হামাকে নওগাঁ এর পক্ষ থেকে ঈদ উপহার তুলে দেওয়া হলো, বদলগাছী উপজেলার,৩ং পাহাড়পুর ইউনিয়ন এর,ধর্মপুর এবং মালঞ্চা গ্রামের কিছু সংখ্যক পরিবারের হাতে, আলহামদুলিল্লাহ। ❤❤

_সার্বিক সহায়তায় এডমিন প্যানেল এবং মেম্বার ভাই বোনেরা,ধন্যবাদ সংশ্লিষ্ট সকলকে।❤❤

__ বদলগাছী প্রতিনিধি: মোহাম্মদ রায়হান

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক এবং আইজিপি, বাংলাদেশ মহোদয়ের তত্ত্বাবধানে নওগাঁ জেলায় আগত ধান কাটা শ্রমিকদের আগম...
23/04/2021

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক এবং আইজিপি, বাংলাদেশ মহোদয়ের তত্ত্বাবধানে নওগাঁ জেলায় আগত ধান কাটা শ্রমিকদের আগমন ও অবস্থান নিশ্চিতকল্পে শ্রমিক সহায়তা কন্ট্রোল রুম এর ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত অভিভাবক জনাব মোঃ আব্দুল বাতেন,বিপিএম, পিপিএম, ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়। নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, বিপিএম মহোদয়ের পরিকল্পনায় জেলা পুলিশ, নওগাঁ কর্তৃক প্রতিষ্ঠিত এই কন্ট্রোল রুম এর মাধ্যমে নওগাঁ জেলায় আগত সকল শ্রমিকদের আগমন ও অবস্থানকালীন সময়ে সবধরনের সহায়তা ও সেবা প্রদান করা হবে। এছাড়াও শ্রমিকগণ জেলার যে থানায় অবস্থান করবেন সেখানকার সংশ্লিষ্ট বিট অফিসারদের মাধ্যমে তাদের স্বাস্থ্য ও অন্যান্য বিষয় খোঁজ নেয়া হবে এবং যেকোন প্রয়োজনে কন্ট্রোল রুম এর মাধ্যমে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। অদ্য ২১/০৪/২০২১ খ্রি. তারিখে আগত শ্রমিকগণদের পুলিশ সুপার মহোদয় রিসিভ করেন, তাদের তাপমাত্রা পরিমাপ করে, হ্যান্ড স্যানিটাইজ করে তাদের হাতে মাস্ক এবং ইফতার সামগ্রী তুলে দেয়া হয়। পরবর্তীতে, সংশ্লিষ্ট থানার অফিসার ইন চার্জদের মাধ্যমে তাদের নির্দিষ্ট গন্তব্যে প্রেরণ করা হয়।

__ জেলা পুলিশ নওগাঁ। ❤

ইয়াদ আলী চাচার ইচ্ছা ছিলো তার এই ফাঁকা দোকানে কিছু মালামাল উঠানো যা টাকার অভাবে সম্ভব হচ্ছিলনা,আলহামদুলিল্লাহ হামাকে নওগ...
22/04/2021

ইয়াদ আলী চাচার ইচ্ছা ছিলো তার এই ফাঁকা দোকানে কিছু মালামাল উঠানো যা টাকার অভাবে সম্ভব হচ্ছিলনা,আলহামদুলিল্লাহ হামাকে নওগাঁর এডমিন প্যানেল ইয়াদ আলী চাচার দোকানে মাল তুলে দেবার সিধান্ত নেয়,এবং এডমিন প্যানাল,গ্রুপ এর মেম্বার,এবং প্রিয় প্রবাসী ভাই দের সহায়তায় তার ইচ্ছা পূরণ হলো,আলহামদুলিল্লাহ।

নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া বিপিএম মহোদয়ের নেতৃত্বে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ ...
14/04/2021

নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া বিপিএম মহোদয়ের নেতৃত্বে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ অফিসার ফোর্সগণ সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়ন করার লক্ষ্যে অদ্য ১৪/০৪/২০২১ খ্রিস্টাব্দ তারিখ সকাল ৮.০০ঘটিকা হতে পুরো জেলাব্যাপী মোবাইল ডিউটি পরিচালনা করছেন যা এখনো অব্যাহত আছে। সরকার ঘোষিত নিষেধাজ্ঞা মেনে চলার জন্য সম্মানিত পুলিশ সুপার মহোদয় নওগাঁ জেলাবাসীকে বিশেষভাবে অনুরোধ করেছেন পুলিশ সুপার মহোদয়।

___ জেলা পুলিশ নওগাঁ। ❤

14/03/2021

নওগাঁ জেলা পরিষদ পার্কের বেয়াল দশা

Address

Hat Naogaon

Telephone

+966500315791

Website

Alerts

Be the first to know and let us send you an email when হামাকে নওগাঁ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হামাকে নওগাঁ:

Videos

Share



You may also like