AL-QURAN •→ with→ •bangla english arabic •

AL-QURAN •→ with→  •bangla english arabic • একটি সভ্য এবং সুন্দর জীবন ও পৃথিবী গড়তে কুরআনের বিকল্প কিছু নেই 📌 الله

নভোমন্ডল, ভূমন্ডল এবং এতদুভয়ে অবস্থিত সবকিছুর আধিপত্য আল্লাহরই। তিনি সবকিছুর উপর ক্ষমতাবান।—আল মায়িদাহ - ১২০
01/04/2024

নভোমন্ডল, ভূমন্ডল এবং এতদুভয়ে অবস্থিত সবকিছুর আধিপত্য আল্লাহরই। তিনি সবকিছুর উপর ক্ষমতাবান।
—আল মায়িদাহ - ১২০

اَلَمۡ تَعۡلَمۡ اَنَّ اللّٰہَ لَہٗ مُلۡکُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ یُعَذِّبُ مَنۡ یَّشَآءُ وَیَغۡفِرُ لِمَنۡ یَّشَآءُ...
31/03/2024

اَلَمۡ تَعۡلَمۡ اَنَّ اللّٰہَ لَہٗ مُلۡکُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ یُعَذِّبُ مَنۡ یَّشَآءُ وَیَغۡفِرُ لِمَنۡ یَّشَآءُ ؕ وَاللّٰہُ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ

তুমি কি জান না যে আল্লাহর নিমিত্তেই নভোমন্ডল ও ভূমন্ডলের আধিপত্য। তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন এবং যাকে ইচ্ছা ক্ষমা করেন। আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান।
—আল মায়িদাহ - ৪০

যখন রামাদানের শেষ দশ রাত এসে যেত তখন রাসূলুল্লাহ (ﷺ) রাত্রি জাগরিত থাকতেন, তাঁর পরিবারের সদস্যদেরকে জাগিয়ে দিতেন, তিনি অ...
30/03/2024

যখন রামাদানের শেষ দশ রাত এসে যেত তখন রাসূলুল্লাহ (ﷺ) রাত্রি জাগরিত থাকতেন, তাঁর পরিবারের সদস্যদেরকে জাগিয়ে দিতেন, তিনি অত্যন্ত উদ্দীপনার সাথে ইবাদত-বন্দেগিতে রত থাকতেন এবং সাংসারিক, পারিবারিক বা দাম্পত্য কাজকর্ম বন্ধ করে দিতেন।"'

বুখারী, আস-সহীহ ২/৭১১; মুসলিম, আস-সহীহ ২/৮৩২।

সূরা আন নিসা:80 - যে লোক রসূলের হুকুম মান্য করবে সে আল্লাহরই হুকুম মান্য করল। আর যে লোক বিমুখতা অবলম্বন করল, আমি আপনাক...
27/03/2024

সূরা আন নিসা:80 - যে লোক রসূলের হুকুম মান্য করবে সে আল্লাহরই হুকুম মান্য করল। আর যে লোক বিমুখতা অবলম্বন করল, আমি আপনাকে (হে মুহাম্মদ), তাদের জন্য রক্ষণাবেক্ষণকারী নিযুক্ত করে পাঠাইনি।

সূরা আন নিসা:56 - এতে সন্দেহ নেই যে, আমার নিদর্শন সমুহের প্রতি যেসব লোক অস্বীকৃতি জ্ঞাপন করবে, আমি তাদেরকে আগুনে নিক্ষে...
27/03/2024

সূরা আন নিসা:56 - এতে সন্দেহ নেই যে, আমার নিদর্শন সমুহের প্রতি যেসব লোক অস্বীকৃতি জ্ঞাপন করবে, আমি তাদেরকে আগুনে নিক্ষেপ করব। তাদের চামড়াগুলো যখন জ্বলে-পুড়ে যাবে, তখন আবার আমি তা পালটে দেব অন্য চামড়া দিয়ে, যাতে তারা আযাব আস্বাদন করতে থাকে। নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী, হেকমতের অধিকারী।

সূরা আন নিসা:48 - নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না, যে লোক তাঁর সাথে শরীক করে। তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পা...
27/03/2024

সূরা আন নিসা:48 - নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না, যে লোক তাঁর সাথে শরীক করে। তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ, যার জন্য তিনি ইচ্ছা করেন। আর যে লোক অংশীদার সাব্যস্ত করল আল্লাহর সাথে, সে যেন অপবাদ আরোপ করল।

সূরা আন নিসা:36 - আর উপাসনা কর আল্লাহর, শরীক করো না তাঁর সাথে অপর কাউকে। পিতা-মাতার সাথে সৎ ও সদয় ব্যবহার কর এবং নিকটাত...
27/03/2024

সূরা আন নিসা:36 - আর উপাসনা কর আল্লাহর, শরীক করো না তাঁর সাথে অপর কাউকে। পিতা-মাতার সাথে সৎ ও সদয় ব্যবহার কর এবং নিকটাত্নীয়, এতীম-মিসকীন, প্রতিবেশী, অসহায় মুসাফির এবং নিজের দাস-দাসীর প্রতিও। নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না দাম্ভিক-গর্বিতজনকে।

সূরা আল ইমরান:129 - আর যা কিছু আসমান ও যমীনে রয়েছে, সেসবই আল্লাহর। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন, যাকে ইচ্ছা আযাব দান করবে...
27/03/2024

সূরা আল ইমরান:129 - আর যা কিছু আসমান ও যমীনে রয়েছে, সেসবই আল্লাহর। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন, যাকে ইচ্ছা আযাব দান করবেন। আর আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী, করুণাময়।

সূরা আল ইমরান:109 - আর যা কিছু আসমান ও যমীনে রয়েছে সে সবই আল্লাহর এবং আল্লাহর প্রতিই সব কিছু প্রত্যাবর্তনশীল।
27/03/2024

সূরা আল ইমরান:109 - আর যা কিছু আসমান ও যমীনে রয়েছে সে সবই আল্লাহর এবং আল্লাহর প্রতিই সব কিছু প্রত্যাবর্তনশীল।

আশহাদু আললা-ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকালাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ❤️ আমি সাক্ষ...
25/03/2024

আশহাদু আললা-ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকালাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।

❤️ আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত
সত্যিকারের কোনাে মা'বূদ নেই, তিনি এক, তাঁর
কোনাে শরীক নেই। আমি আরাে সাক্ষ্য দিচ্ছি
যে, মুহাম্মদ (সা:) তাঁর বান্দা' ও রাসূল। ❤️

সকল প্রশংসা আল্লাহর, আর প্রশংসা জ্ঞাপনই (তাঁর মহত্ত্বপ্রকাশের জন্য) যথেষ্ট। শান্তি বর্ষিত হোক তাঁর সেসব বান্দারউপর, যাদে...
13/03/2024

সকল প্রশংসা আল্লাহর, আর প্রশংসা জ্ঞাপনই (তাঁর মহত্ত্ব
প্রকাশের জন্য) যথেষ্ট। শান্তি বর্ষিত হোক তাঁর সেসব বান্দার
উপর, যাদের তিনি বাছাই করে নিয়েছেন।

আমি সাক্ষ্য দিচ্ছি—আল্লাহ ছাড়া কোনও ইলাহ বা সার্বভৌম
সত্তা নেই, তিনি একক, তাঁর (সার্বভৌম ক্ষমতায়) কোনও
অংশীদার নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি—মুহাম্মাদ (সাঃ) তাঁর দাস ও রাসূল।

🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲সকল প্রশংসা মহান আল্লাহর জন্য যিনিআমার দেহকে (ক্ষয়ক্ষতি, অসুখ-বিসুখ হতে)সুস্থ রেখেছেন, আমার রূহ আমার কাছে ফ...
10/03/2024

🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
সকল প্রশংসা মহান আল্লাহর জন্য যিনি
আমার দেহকে (ক্ষয়ক্ষতি, অসুখ-বিসুখ হতে)
সুস্থ রেখেছেন, আমার রূহ আমার কাছে ফেরত
পাঠিয়েছেন এবং আমাকে তাঁর যিকির করার
অবকাশ দিয়েছেন।

(তিরমিযী-৫/8৭৩, সহীহ তিরমিযী-৩/১৪৪)

আলহামদু লিল্লা-হিল্লাযী আ-ফা-নী ফী
জাসাদী ওয়ারাদ্দা আলাইয়্যা রূহী ওয়া আযিনা লী
বিযিকরিহী।

একমাত্র আল্লাহ ছাড়া সত্যিকারের কোনাে উপাস্য নেই, তাঁর কোনাে অংশীদার নেই, রাজত্ব ও সকল প্রশংসা একমাত্র তাঁরই জন্য এবং তি...
02/02/2024

একমাত্র আল্লাহ ছাড়া সত্যিকারের কোনাে উপাস্য নেই,
তাঁর কোনাে অংশীদার নেই, রাজত্ব ও সকল প্রশংসা একমাত্র তাঁরই জন্য এবং তিনি সকল বস্তুর ওপর ক্ষমতাবান।

আল্লাহর পবিত্রতা বর্ণনা করি এবং সকল প্রশংসা তাঁরই জন্য
নিবেদিত। আল্লাহ ব্যতীত সত্যিকারের কোনাে মাবুদ নেই, আল্লাহ সবচেয়ে বড়। সর্বশক্তিমান মহান আল্লাহর রহমত ছাড়া পাপকাজ থেকে বেচে থাকার এবং সৎকাজ করার কারাে কোনাে শক্তি-সামর্থ্য নেই।

তারপর এই বলে দুআ করে,
হে আল্লাহ! আমাকে ক্ষমা কর, তখন তাকে ক্ষমা
করা হয়। ওয়ালীদ বলেন অথবা বর্ণনাকারী এ
স্থলে বলেছেন, দুআ করলে দুআ কবুল হবে।
(বুখারী, ফতহুল বারী-৩/৩৯, ইবনে মাজাহ-২/৩৩৫)

একমাত্র আল্লাহ ছাড়া কোনাে হক্ক ইলাহ নেই, তাঁর কোনোশরীক নেই; রাজত্ব তাঁরই, প্রশংসাও তাঁরই; আর তিনি সকল কিছুর ওপর ক্ষমতা...
24/01/2024

একমাত্র আল্লাহ ছাড়া কোনাে হক্ক ইলাহ নেই, তাঁর কোনো
শরীক নেই; রাজত্ব তাঁরই, প্রশংসাও তাঁরই; আর তিনি সকল কিছুর ওপর ক্ষমতাবান। আল্লাহ পবিত্র-মহান। সকল হামদ-প্রশংসা আল্লাহর।

আল্লাহ ছাড়া কোনাে হক্ক ইলাহ নেই। আল্লাহ সবচেয়ে বড়। সুউচ্চ সুমহান আল্লাহর সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনাে উপায় এবং (সৎকাজ করার) কোনাে শক্তি কারাে নেই।

হে (আল্লাহ) রব্ব! আমাকে ক্ষমা করুন"।

রাসূলু্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, "যে ব্যক্তি আল্লাহর কিতাব (কুরআন) থেকে একটি হরফ পাঠ করে, সে তার বিন...
23/01/2024

রাসূলু্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন,

"যে ব্যক্তি আল্লাহর কিতাব (কুরআন) থেকে একটি হরফ পাঠ করে, সে তার বিনিময়ে একটি সওয়াব পায় ; আর একটি সওয়াব হবে দশটি সওয়াবের সমান।

আমি আলিফ, লাম ও মীমকে একটি হরফ বলছি না। বরং 'আলিফ একটি হরফ, 'লাম একটি হরফ এবং "মীম একটি হরফ ।

[ তিরমিযী ৫/১৭৫, নং ২৯১০। শাইখ আলবানী একে সহীহ বলেছেন; দেখুন, সহীহুত তিরমিযী, ৩/৯; সহীহ জামে সগীর-৫/৩৪০। ]

Address

Habiganj
3310

Alerts

Be the first to know and let us send you an email when AL-QURAN •→ with→ •bangla english arabic • posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AL-QURAN •→ with→ •bangla english arabic •:

Videos

Share