AL-QURAN •→ with→ •bangla english arabic •

AL-QURAN •→ with→  •bangla english arabic • একটি সভ্য এবং সুন্দর জীবন ও পৃথিবী গড়তে কুরআনের বিকল্প কিছু নেই 📌 الله

🤲 আমিন 🤲
07/11/2023

🤲 আমিন 🤲

06/10/2023
06/10/2023

❤️❤️❤️
26/09/2023

❤️❤️❤️

সূরা ত্বোয়া-হা:113 - এমনিভাবে আমি আরবী ভাষায় কোরআন নাযিল করেছি এবং এতে নানাভাবে সতর্কবাণী ব্যক্ত করেছি, যাতে তারা আল্ল...
23/09/2023

সূরা ত্বোয়া-হা:113 - এমনিভাবে আমি আরবী ভাষায় কোরআন নাযিল করেছি এবং এতে নানাভাবে সতর্কবাণী ব্যক্ত করেছি, যাতে তারা আল্লাহভীরু হয় অথবা তাদের অন্তরে চিন্তার খোরাক যোগায়।

সূরা ত্বোয়া-হা:110 - তিনি ( আল্লাহ ) জানেন যা কিছু তাদের সামনে ও পশ্চাতে আছে এবং তারা তাকে জ্ঞান দ্বারা আয়ত্ত করতে পারে...
21/09/2023

সূরা ত্বোয়া-হা:110 - তিনি ( আল্লাহ ) জানেন যা কিছু তাদের সামনে ও পশ্চাতে আছে এবং তারা তাকে জ্ঞান দ্বারা আয়ত্ত করতে পারে না।

20/09/2023
20/09/2023
সূরা ত্বোয়া-হা:82 - আর যে তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে অতঃপর সৎপথে অটল থাকে, আমি তার প্রতি অবশ্যই ক্ষমাশীল।
19/09/2023

সূরা ত্বোয়া-হা:82 - আর যে তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে অতঃপর সৎপথে অটল থাকে, আমি তার প্রতি অবশ্যই ক্ষমাশীল।

❤️🌹
01/09/2023

❤️🌹

সূরা ত্বোয়া-হা:61 - মূসা (আঃ) তাদেরকে বললেনঃ দুর্ভাগ্য তোমাদের; তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করো না। তাহলে তিনি ...
31/08/2023

সূরা ত্বোয়া-হা:61 - মূসা (আঃ) তাদেরকে বললেনঃ দুর্ভাগ্য তোমাদের; তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করো না। তাহলে তিনি তোমাদেরকে আযাব দ্বারা ধবংস করে দেবেন। যে মিথ্যা উদভাবন করে, সেই বিফল মনোরথ হয়েছে।

সূরা ত্বোয়া-হা:62 - অতঃপর তারা তাদের কাজে নিজেদের মধ্যে বিতর্ক করল এবং গোপনে পরামর্শ করল।

সূরা ত্বোয়া-হা:63 - তারা বললঃ এই দুইজন নিশ্চিতই যাদুকর, তারা তাদের যাদু দ্বারা তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিস্কার করতে চায় এবং তোমাদের উৎকৃষ্ট জীবন ব্যবস্থা রহিত করতে চায়।

সূরা ত্বোয়া-হা:64 - অতএব, তোমরা তোমাদের কলাকৌশল সুসংহত কর, অতঃপর সারিবদ্ধ হয়ে আস। আজ যে জয়ী হবে, সেই সফলকাম হবে।

হাউযে কাউসারের বর্ণনা (১) ★ আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জা...
30/08/2023

হাউযে কাউসারের বর্ণনা (১)

★ আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতে ভ্রমন করছিলাম,

এমন সময় এক ঝর্ণার কাছে এসে দেখি, তার দুই পাড় ফাঁপা মুক্তার গন্বুজ দিয়ে খচিত;

আমি পানির স্রোতে হাত ঢুকিয়ে দিয়ে তাতে সুগন্ধিযুক্ত মিশক (আযফার সুগন্ধি মৃগনাভী) দেখতে পেলাম।

আমি বললাম, হে জিবরিল, এটা কি?
তিনি বললেন, এটা ঐ হাউযে কাউসার, যা আপনার প্রতিপালক আপনাকে দান করেছেন।
__________________________________________________
আস সুনান, তিরমিযি: ৩৩৫৯।

সূরা ত্বোয়া-হা:57 - সে বললঃ হে মূসা, তুমি কি যাদুর জোরে আমাদেরকে দেশ থেকে বহিষ্কার করার জন্যে আগমন করেছ?  সূরা ত্বোয়া...
29/08/2023

সূরা ত্বোয়া-হা:57 - সে বললঃ হে মূসা, তুমি কি যাদুর জোরে আমাদেরকে দেশ থেকে বহিষ্কার করার জন্যে আগমন করেছ?

সূরা ত্বোয়া-হা:58 - অতএব, আমরাও তোমার মোকাবেলায় তোমার নিকট অনুরূপ যাদু উপস্থিত করব। সুতরাং আমাদের ও তোমার মধ্যে একটি ওয়াদার দিন ঠিক কর, যার খেলাফ আমরাও করব না এবং তুমিও করবে না একটি পরিষ্কার প্রান্তরে।

সূরা ত্বোয়া-হা:59 - মূসা বললঃ তোমাদের ওয়াদার দিন উৎসবের দিন এবং পূর্বাহ্নে লোকজন সমবেত হবে।

সূরা ত্বোয়া-হা:60 - অতঃপর ফেরাউন প্রস্থান করল এবং তার সব কলাকৌশল জমা করল অতঃপর উপস্থিত হল।

সূরা ত্বোয়া-হা:56 - আমি ফেরাউনকে আমার সব নিদর্শন দেখিয়ে দিয়েছি, অতঃপর সে মিথ্যা আরোপ করেছে এবং অমান্য করেছে। AL-QURAN ...
22/08/2023

সূরা ত্বোয়া-হা:56 - আমি ফেরাউনকে আমার সব নিদর্শন দেখিয়ে দিয়েছি, অতঃপর সে মিথ্যা আরোপ করেছে এবং অমান্য করেছে। AL-QURAN •→ with→ •bangla english arabic •

সূরা ত্বোয়া-হা:55 - এ মাটি থেকেই আমি তোমাদেরকে সৃজন করেছি, এতেই তোমাদেরকে ফিরিয়ে দিব এবং পুনরায় এ থেকেই আমি তোমাদেরক...
19/08/2023

সূরা ত্বোয়া-হা:55 - এ মাটি থেকেই আমি তোমাদেরকে সৃজন করেছি, এতেই তোমাদেরকে ফিরিয়ে দিব এবং পুনরায় এ থেকেই আমি তোমাদেরকে উত্থিত করব। ゚

সূরা ত্বোয়া-হা:53 - তিনি তোমাদের জন্যে পৃথিবীকে শয্যা করেছেন এবং তাতে চলার পথ করেছেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন এব...
19/08/2023

সূরা ত্বোয়া-হা:53 - তিনি তোমাদের জন্যে পৃথিবীকে শয্যা করেছেন এবং তাতে চলার পথ করেছেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন এবং তা দ্বারা আমি বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি।

সূরা ত্বোয়া-হা:54 - তোমরা আহার কর এবং তোমাদের চতুস্পদ জন্তু চরাও। নিশ্চয় এতে বিবেক বানদের জন্যে নিদর্শন রয়েছে।

সূরা ত্বোয়া-হা:55 - এ মাটি থেকেই আমি তোমাদেরকে সৃজন করেছি, এতেই তোমাদেরকে ফিরিয়ে দিব এবং পুনরায় এ থেকেই আমি তোমাদেরকে উত্থিত করব।

সূরা ত্বোয়া-হা:51 - ফেরাউন বললঃ তাহলে অতীত যুগের লোকদের অবস্থা কি?  সূরা ত্বোয়া-হা:52 - মূসা বললেনঃ তাদের খবর আমার পা...
19/08/2023

সূরা ত্বোয়া-হা:51 - ফেরাউন বললঃ তাহলে অতীত যুগের লোকদের অবস্থা কি?

সূরা ত্বোয়া-হা:52 - মূসা বললেনঃ তাদের খবর আমার পালনকর্তার কাছে লিখিত আছে। আমার পালনকর্তা ভ্রান্ত হন না এং বিস্মৃতও হন না।

সূরা ত্বোয়া-হা:49 - সে বললঃ তবে হে মূসা, তোমাদের পালনকর্তা কে?  সূরা ত্বোয়া-হা:50 - মূসা বললেনঃ আমাদের পালনকর্তা তিনি...
18/08/2023

সূরা ত্বোয়া-হা:49 - সে বললঃ তবে হে মূসা, তোমাদের পালনকর্তা কে?

সূরা ত্বোয়া-হা:50 - মূসা বললেনঃ আমাদের পালনকর্তা তিনি, যিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতি দান করেছেন, অতঃপর পথপ্রদর্শন করেছেন।

সূরা ত্বোয়া-হা:46 - আল্লাহ বললেনঃ তোমরা ভয় করো না, আমি তোমাদের সাথে আছি, আমি শুনি ও দেখি।  সূরা ত্বোয়া-হা:47 - অতএব...
18/08/2023

সূরা ত্বোয়া-হা:46 - আল্লাহ বললেনঃ তোমরা ভয় করো না, আমি তোমাদের সাথে আছি, আমি শুনি ও দেখি।

সূরা ত্বোয়া-হা:47 - অতএব তোমরা তার কাছে যাও এবং বলঃ আমরা উভয়েই তোমার পালনকর্তার প্রেরিত রসূল, অতএব আমাদের সাথে বনী ইসরাঈলকে যেতে দাও এবং তাদেরকে নিপীড়ন করো না। আমরা তোমার পালনকর্তার কাছ থেকে নিদর্শন নিয়ে তোমার কাছে আগমন করেছি। এবং যে সৎপথ অনুসরণ করে, তার প্রতি শান্তি।

সূরা ত্বোয়া-হা:48 - আমরা ওহী লাভ করেছি যে, যে ব্যক্তি মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়, তার উপর আযাব পড়বে।

সূরা ত্বোয়া-হা:49 - সে বললঃ তবে হে মূসা, তোমাদের পালনকর্তা কে?

শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল কর্মরত সহকারি রেজিস্টার জনাব ডাঃ মুক্তাদির হোসাইন এর টাইমলাইন থেকে-------CCU তে কর্...
17/08/2023

শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল কর্মরত সহকারি রেজিস্টার জনাব ডাঃ মুক্তাদির হোসাইন এর টাইমলাইন থেকে-------

CCU তে কর্তব্যরত থাকায় আমার উপর সাঈদী হুজুরের চিকিৎসার দায়িত্ব ছিল। সাথে সিনিয়র স্যাররাও ছিলেন। প্রায় ঘন্টাখানেক উনার History taking & Physical examination & ECG করে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে BSMMU তে রেফার্ড করেছিলাম। এর মধ্যেই মাগরিবের আজান শুনে সঙ্গে সঙ্গেই নামাজ পড়লেন। ওযু আছে এমন কেউ উনার সাথে জামায়াতে শরীক হয়ে নামাজ পড়তে চায় কিনা বলার পর একজন পুলিশকে নিয়ে দুজন মিলে নামাজ পড়লেন। চিকিৎসা ও বিভিন্ন কথাবার্তা শেষে সিভিল সার্জন স্যারসহ সিনিয়র সকল স্যারগণ দোয়ার আদানপ্রদান করে ঢাকায় রেফার্ডপূর্বক উনাকে বিদায় দিয়েছেন। আমি আমার জন্য ও আমার পুত্রের জন্যও আলাদাভাবে দোয়া চেয়েছি। উনার প্রতি সব স্যারদের, পুলিশ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও কারা কর্তৃপক্ষের লোকজনের অত্যধিক শ্রদ্ধা ও বিনয় দেখে অনেকটাই অবাক হয়েছি। সিনিয়র সব স্যাররা এবং সরকারি কর্মকর্তানৃন্দ অত্যন্ত সম্মানের সাথে সাঈদী হুজুরকে স্যার বলে সম্বোধন করেছেন। সাঈদী হুজুর সিভিল সার্জন স্যারের মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা তোমার প্রতি এবং সবার প্রতি আমার কেবল একটা অনুরোধ, তোমরা কেউই নামাজ ছাড়বা না। কখন কার মৃত্যুর ডাক পড়ে যাবে তার কোন ঠিক নাই। কেউই নামাজ ছাড়বে না তোমরা বাবারা। সিভিল সার্জন স্যার বললেন, স্যার আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, আমার জন্য দোয়া করবেন। সাঈদী হুজুর বললেন, অবশ্যই দোয়া করবো, তোমরাও আমার জন্য দোয়া করবে। সিভিল সার্জন স্যার ও আমি কাউন্সেলিং শেষে ঢাকায় রেফার্ডের কথা জানালে হুজুর বললেন, ঢাকায় নেয়া লাগবে না, আমাকে আমার বাসায় পৌঁছে দাও। আমি নিভৃতে আল্লাহর ইবাদত করতে চাই। তোমরা আমার থাকার জায়গায় পৌঁছে দাও, অন্য কোথাও পাঠানোর(রেফার্ডের) প্রয়োজন নাই। আমি নিভৃতে ইবাদত করতে চাই। ধীরে ধীরে এই কথাগুলো কয়েকবার বলেছেন।

রুমে এতো মানুষ থাকার পরও
স্বল্প সময়ে হুজুরের কথাবার্তায় ও আচরণে এক পিনপতন নিরবতার মতো অনেকটা সম্মোহনী পরিবেশ তৈরি হয়ে যায়। এর আগে আমার কখনো হুজুরের এতো কাছে যাওয়ার সুযোগ হয় নি। এতোদিন শুধু মানুষের কাছে শুনেছি। চিকিৎসা দিতে গিয়ে এগুলো স্বচক্ষে অবলোকন করলাম রবিবার সন্ধ্যায়। দলমত, ধর্মবর্ণ, উর্ধ্বতন কর্মকর্তা-অধস্তন কর্মচারী নির্বিশেষে সকল মতাদর্শের মানুষ কিভাবে একটা মানুষের এতো ভক্ত হতে পারে তা ভেবে পাই না। তবে ১ ঘন্টার মধ্যেই হুজুরের আচরণ ও ব্যক্তিত্বের যে প্রখর প্রভাব দেখলাম এবং এতো অসুস্থতা ও ম্যাসিভ হার্ট এটাক নিয়েও যে কনফিডেন্স, মানসিক শক্তি আর আল্লাহর উপর তাওয়াক্কুল লক্ষ্য করলাম, তা হয়তো উনার মতো মানুষের পক্ষেই সম্ভব। আল্লাহ্ উনাকে ও আমাদেরকে জান্নাত নসিব করুন। আমিন।।

সন্ধ্যা ৬.১০ থেকে ৭.১০(প্রায়);
১৩ আগষ্ট, ২০২৩ ইং,
সহকারী রেজিস্ট্রার,
কার্ডিওলজি বিভাগ,সিসিইউ/আইসিইউ
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল।
Collected

একজন আলেম কখনোই নাস্তিক বা নর্তকীর পছন্দের মানুষ না হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ এদের হেদায়েত দান করুন।,, 🙂
17/08/2023

একজন আলেম কখনোই নাস্তিক বা নর্তকীর পছন্দের মানুষ না হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ এদের হেদায়েত দান করুন।,, 🙂

😭😭😭😭😭হে প্রশান্ত আত্মা!তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। শামিল হয়ে যাও আমার (মুত্তাকী) বা...
14/08/2023

😭😭😭😭😭
হে প্রশান্ত আত্মা!
তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। শামিল হয়ে যাও আমার (মুত্তাকী) বান্দাদের মধ্যে এবং প্রবেশ করো আমার জান্নাতে৷
— সুরা ফজর : ২৭-৩০

শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি রহ. আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

মহান রাব্বুল আলামীন তাঁকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করুন।

❤️❤️❤️ ভালোলাগা ভালোবাসার একজন মানুষ ছিলেন আপনি,  হে প্রিয়ো 😭
14/08/2023

❤️❤️❤️ ভালোলাগা ভালোবাসার একজন মানুষ ছিলেন আপনি, হে প্রিয়ো 😭

সূরা ত্বোয়া-হা:45 - তারা (মুসা ও হারুন) বললঃ  হে আমাদের পালনকর্তা, আমরা আশঙ্কা করি যে, সে (ফেরআউন) আমাদের প্রতি জুলুম ক...
14/08/2023

সূরা ত্বোয়া-হা:45 - তারা (মুসা ও হারুন) বললঃ হে আমাদের পালনকর্তা, আমরা আশঙ্কা করি যে, সে (ফেরআউন) আমাদের প্রতি জুলুম করবে কিংবা উত্তেজিত হয়ে উঠবে।

সূরা ত্বোয়া-হা:46 - আল্লাহ বললেনঃ তোমরা ভয় করো না, আমি তোমাদের সাথে আছি, আমি শুনি ও দেখি।

11/08/2023

কোরআন প্রতদিন ( ২০:৪৫-৪৮ ) ゚viral ゚

11/08/2023

হে মূসা, তোমার ডানহাতে ওটা কি? 📌 ( কোরআন ২০:১৭-৪০ ) ゚viral ゚

সূরা ত্বোয়া-হা:41 - এবং আমি তোমাকে আমার নিজের জন্য তৈরী করে নিয়েছি।  সূরা ত্বোয়া-হা:42 - তুমি ও তোমার ভাই আমার নিদর্...
11/08/2023

সূরা ত্বোয়া-হা:41 - এবং আমি তোমাকে আমার নিজের জন্য তৈরী করে নিয়েছি।

সূরা ত্বোয়া-হা:42 - তুমি ও তোমার ভাই আমার নিদর্শনাবলীসহ যাও এবং আমার স্মরণে শৈথিল্য করো না।

সূরা ত্বোয়া-হা:43 - তোমরা উভয়ে ফেরআউনের কাছে যাও সে খুব উদ্ধত হয়ে গেছে।

সূরা ত্বোয়া-হা:44 - অতঃপর তোমরা তাকে নম্র কথা বল, হয়তো সে চিন্তা-ভাবনা করবে অথবা ভীত হবে।

সূরা ত্বোয়া-হা:40 - যখন তোমার ভগিনী এসে বললঃ আমি কি তোমাদেরকে বলে দেব কে তাকে লালন পালন করবে। অতঃপর আমি তোমাকে তোমা...
05/08/2023

সূরা ত্বোয়া-হা:40 - যখন তোমার ভগিনী এসে বললঃ আমি কি তোমাদেরকে বলে দেব কে তাকে লালন পালন করবে। অতঃপর আমি তোমাকে তোমার মাতার কাছে ফিরিয়ে দিলাম, যাতে তার চক্ষু শীতল হয় এবং দুঃখ না পায়। তুমি এক ব্যক্তিকে হত্যা করেছিলে, অতঃপর আমি তোমাকে এই দুশ্চিন্তা থেকে মুক্তি দেই; আমি তোমাকে অনেক পরীক্ষা করেছি। অতঃপর তুমি কয়েক বছর মাদইয়ান বাসীদের মধ্যে অবস্থান করেছিলে; হে মূসা, অতঃপর তুমি নির্ধারিত সময়ে এসেছ।

সূরা ত্বোয়া-হা:37 - আমি তোমার প্রতি আরও একবার অনুগ্রহ করেছিলাম।  সূরা ত্বোয়া-হা:38 - যখন আমি তোমার মাতাকে নির্দেশ দি...
05/08/2023

সূরা ত্বোয়া-হা:37 - আমি তোমার প্রতি আরও একবার অনুগ্রহ করেছিলাম।

সূরা ত্বোয়া-হা:38 - যখন আমি তোমার মাতাকে নির্দেশ দিয়েছিলাম যা অতঃপর বর্ণিত হচ্ছে।

সূরা ত্বোয়া-হা:39 - যে, তুমি (মূসাকে) সিন্দুকে রাখ, অতঃপর তা দরিয়ায় ভাসিয়ে দাও, অতঃপর দরিয়া তাকে তীরে ঠেলে দেবে। তাকে আমার শক্র ও তার শক্র উঠিয়ে নেবে। আমি তোমার প্রতি মহব্বত সঞ্চারিত করেছিলাম আমার নিজের পক্ষ থেকে, যাতে তুমি আমার দৃষ্টির সামনে প্রতি পালিত হও।

সূরা ত্বোয়া-হা:33 - যাতে আমরা বেশী করে আপনার পবিত্রতা ও মহিমা ঘোষনা করতে পারি।  সূরা ত্বোয়া-হা:34 - এবং বেশী পরিমাণে ...
03/08/2023

সূরা ত্বোয়া-হা:33 - যাতে আমরা বেশী করে আপনার পবিত্রতা ও মহিমা ঘোষনা করতে পারি।

সূরা ত্বোয়া-হা:34 - এবং বেশী পরিমাণে আপনাকে স্মরণ করতে পারি।

সূরা ত্বোয়া-হা:35 - আপনি তো আমাদের অবস্থা সবই দেখছেন।

সূরা ত্বোয়া-হা:36 - আল্লাহ বললেনঃ হে মূসা, তুমি যা চেয়েছ তা তোমাকে দেয়া হল।

সূরা ত্বোয়া-হা:29 - এবং আমার পরিবারবর্গের মধ্য থেকে আমার একজন সাহায্যকারী করে দিন।  সূরা ত্বোয়া-হা:30 - আমার ভাই হারুন...
03/08/2023

সূরা ত্বোয়া-হা:29 - এবং আমার পরিবারবর্গের মধ্য থেকে আমার একজন সাহায্যকারী করে দিন।

সূরা ত্বোয়া-হা:30 - আমার ভাই হারুনকে।

সূরা ত্বোয়া-হা:31 - তার মাধ্যমে আমার কোমর মজবুত করুন।

সূরা ত্বোয়া-হা:32 - এবং তাকে আমার কাজে অংশীদার করুন।

সূরা ত্বোয়া-হা:24 - ফেরাউনের নিকট যাও, সে দারুণ উদ্ধত হয়ে গেছে।  সূরা ত্বোয়া-হা:25 - মূসা বললেনঃ হে আমার পালনকর্তা আমা...
03/08/2023

সূরা ত্বোয়া-হা:24 - ফেরাউনের নিকট যাও, সে দারুণ উদ্ধত হয়ে গেছে।

সূরা ত্বোয়া-হা:25 - মূসা বললেনঃ হে আমার পালনকর্তা আমার বক্ষ প্রশস্ত করে দিন।

সূরা ত্বোয়া-হা:26 - এবং আমার কাজ সহজ করে দিন।

সূরা ত্বোয়া-হা:27 - এবং আমার জিহবা থেকে জড়তা দূর করে দিন।

সূরা ত্বোয়া-হা:28 - যাতে তারা আমার কথা বুঝতে পারে।

সূরা ত্বোয়া-হা:22 - তোমার হাত বগলে রাখ, তা বের হয়ে আসবে নির্মল উজ্জ্বল হয়ে অন্য এক নিদর্শন রূপে; কোন দোষ ছাড়াই।  সূর...
02/08/2023

সূরা ত্বোয়া-হা:22 - তোমার হাত বগলে রাখ, তা বের হয়ে আসবে নির্মল উজ্জ্বল হয়ে অন্য এক নিদর্শন রূপে; কোন দোষ ছাড়াই।

সূরা ত্বোয়া-হা:23 - এটা এজন্যে যে, আমি আমার বিরাট নিদর্শনাবলীর কিছু তোমাকে দেখাই।

সূরা ত্বোয়া-হা:19 - আল্লাহ বললেনঃ হে মূসা, তুমি ওটা নিক্ষেপ কর।  সূরা ত্বোয়া-হা:20 - অতঃপর তিনি তা নিক্ষেপ করলেন, অমনি...
02/08/2023

সূরা ত্বোয়া-হা:19 - আল্লাহ বললেনঃ হে মূসা, তুমি ওটা নিক্ষেপ কর।

সূরা ত্বোয়া-হা:20 - অতঃপর তিনি তা নিক্ষেপ করলেন, অমনি তা সাপ হয়ে ছুটাছুটি করতে লাগল।

সূরা ত্বোয়া-হা:21 - আল্লাহ বললেনঃ তুমি তাকে ধর এবং ভয় করো না, আমি এখনি একে পূর্বাবস্থায় ফিরিয়ে দেব।

সূরা ত্বোয়া-হা:17 - হে মূসা, তোমার ডানহাতে ওটা কি?  সূরা ত্বোয়া-হা:18 - তিনি বললেনঃ এটা আমার লাঠি, আমি এর উপর ভর দেই ...
02/08/2023

সূরা ত্বোয়া-হা:17 - হে মূসা, তোমার ডানহাতে ওটা কি?

সূরা ত্বোয়া-হা:18 - তিনি বললেনঃ এটা আমার লাঠি, আমি এর উপর ভর দেই এবং এর দ্বারা আমার ছাগপালের জন্যে বৃক্ষপত্র ঝেড়ে ফেলি এবং এতে আমার অন্যান্য কাজ ও চলে।

সূরা ত্বোয়া-হা:15 - কেয়ামত অবশ্যই আসবে, আমি তা গোপন রাখতে চাই; যাতে প্রত্যেকেই তার কর্মানুযায়ী ফল লাভ করে।  সূরা ত্বো...
02/08/2023

সূরা ত্বোয়া-হা:15 - কেয়ামত অবশ্যই আসবে, আমি তা গোপন রাখতে চাই; যাতে প্রত্যেকেই তার কর্মানুযায়ী ফল লাভ করে।

সূরা ত্বোয়া-হা:16 - সুতরাং যে ব্যক্তি কেয়ামতে বিশ্বাস রাখে না এবং নিজ খাহেশের অনুসরণ করে, সে যেন তোমাকে তা থেকে নিবৃত্ত না করে। নিবৃত্ত হলে তুমি ধবংস হয়ে যাবে।

Address

Habiganj
3310

Alerts

Be the first to know and let us send you an email when AL-QURAN •→ with→ •bangla english arabic • posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AL-QURAN •→ with→ •bangla english arabic •:

Videos

Share



You may also like