Assorted Bd Media シ

Assorted Bd Media シ This page will help educate your child in Islamic education. Follow now

01/12/2024

জানাযার নামাজের মাসআলা মাসায়েল প্রাকটিকাল নূরানী ৩য় এবং চতুর্থ শ্রেণির ছাত্র,দেখুন এবং উপভোগ করুন!

20/10/2024

Himaliya Hazrat Bilal (Ra.) Noorani Hafiziya Madrasar sundar poribesh.

Voice : -Hazrat Maulana Hafeez Mujammil Hoque Fayezi,

17/10/2024

আমাদের কয়েকটি করণীয় কাজ| সকালে ঘুম থেকে উঠিয়া | খুদ্দামুল কোরআন বাংলাদেশ|Mamun Miah

©আফসোস  #কুকুরটি এতোই বিশ্বস্ত ছিলো যে,মহিলা প্রায় ই তার বাচ্চা কে কুকুরটির সাথে একা বাসায় রেখে টুকটাক কাজ সেরে আসতেন ...
29/09/2024

©আফসোস #কুকুরটি এতোই বিশ্বস্ত ছিলো যে,মহিলা প্রায় ই তার বাচ্চা কে কুকুরটির সাথে একা বাসায় রেখে টুকটাক কাজ সেরে আসতেন এবং ফেরার পর প্রতিবার ই উনি দেখতে পেতেন বাচ্চাটি কুকুরটির সাথে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এমনই একদিন উনি নিজের বাচ্চাকে তার বিশ্বস্ত কুকুরটির কাছে রেখে বাজার করতে গেলেন...

বাজার সেরে বাসায় ফেরার পর সে দেখতে পায় এক বীভৎস দৃশ্য...সে দেখতে পায়,তার পুরো বাসা লণ্ডভণ্ড হয়ে আছে,বাচ্চাটি ও তার নিজের খাটে নেই এবং বাচ্চার diaper ও কাপড়-চোপড় ছিন্নভিন্ন হয়ে সারা বাসায় ছড়িয়ে আছে আর floor এর জায়গায় জায়গায় লেগে আছে রক্তের ছোপ ছোপ দাগ।

প্রচণ্ড আতঙ্কে মহিলাটি তার বাচ্চা কে হন্যে হয়ে খুঁজতে শুরু করেন। ঠিক তখন ই সে তার সে বিশ্বস্ত কুকুরটি কে খাটের নিচ থেকে বের হতে দেখতে পায়। তার সারা মুখ রক্তে মাখা ছিল। রক্ত তার মুখ বেয়ে বেয়ে এমনভাবে পড়ছিলো যেনো,এখনই কোনো প্রিয় সুস্বাদু খাবার খাওয়া শেষ করে উঠল সে।

মহিলাটির আর বুঝতে বাকি রইলো না যে,কুকুরটি তার বাচ্চা কে খেয়ে ফেলেছে। দ্বিতীয় কোনো চিন্তা না করে,সে তার কুকুরটি কে হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরে ফেলে। এরপর সে খুঁজতে থাকে তার বাচ্চার শরীরের কোনো অংশ আদৌ বাকি আছে কিনা আর তখন ই সে আবিষ্কার করে আরেক অবাক করা দৃশ্য...

সে দেখতে পায় বিছানার ওপাশেই carpet এর উপর তার বাচ্চা টি খেলা করছে সম্পূর্ণ সুস্থ অবস্থাতেই। তারপর বিছানার নিচে তাকাতেই মহিলাটি আবিষ্কার করে,সেখানে পড়ে আছে একটি সাপের ছিন্নভিন্ন শরীর।

মূলত ওখানে সাপটির সাথে কুকুরটির যুদ্ধ হচ্ছিল। বিশ্বস্ত কুকুরটি তার বাচ্চা কে বাঁচাতে তার সর্বশক্তি দিয়ে সাপটি কে প্রতিহত করেছিল। মহিলাটি সবকিছু বুঝতে পারলেও ততক্ষণে অনেক দেরী হয়ে যায়। তার ধৈর্যহীনতা ও সর্বগ্রাসী ক্রোধ ততক্ষণে তার কাছ থেকে কেড়ে নিয়েছে তার সবথেকে বিশ্বস্ত বন্ধু কে।

এই সত্য ঘটনাটি একটি পোষা কুকুরের সাথে ঘটলেও,এমন ভুল কি আমাদেরও আমাদের আপনজনদের সাথে হয়ে যায় না? তাই পরিস্থিতি বিচার করার জন্য সর্বদা ধৈর্য ধরুন এবং অহেতুক ভুলগুলি এড়ান যাতে আমাদের নিজের ভুলে আমরা আমাদের এমন কোনো আপনজন কে আর হারিয়ে না ফেলি # #

হিমালিয়া মক্তব।
29/09/2024

হিমালিয়া মক্তব।

19/09/2024
06/09/2024

বর্তমান সমাজে স্বামী স্ত্রীর অবস্থা~

"স্বামীঃ এটা কি ডাল বানিয়েছো?😡
- না আছে লবণ
- না আছে মরিচ। 😒
একটা মসলাও ঠিক মতো দাওনি।
সিরিয়াল দেখতে দেখতে রান্না করলে এমনই হয়।

স্ত্রীঃ খু*/ন্তি দেখেছো!! 😡😡
আগে মোবাইলটা সাইডে রাখো।
তখন থেকে দেখছি মোবাইলের দিকে তাকিয়ে ডাল রেখে পানির গ্লাসে রুটি ঢু*বি'য়ে ঢু*বি'য়ে খাচ্ছো। 🤣
আবার বড় বড় লেকচার। 🤨😐
❞।
স্বামী: 🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️

👉     এক শকুনের বাচ্চা তার বাপের কাছে বায়না ধরলো, -- "বাবা, আমি মানুষের মাংস খাব! "শকুন বলল--"ঠিক আছে বেটা, সন্ধ্যার সম...
05/09/2024

👉 এক শকুনের বাচ্চা তার বাপের কাছে বায়না ধরলো, -- "বাবা, আমি মানুষের মাংস খাব! "

শকুন বলল--"ঠিক আছে বেটা, সন্ধ্যার সময় এনে দেব। শকুন উড়ে গেল আর আসার সময় মুখে এক টুকরো শুকরের মাংস নিয়ে এসে বাসায় রাখলো ।

বাচ্চা বলল--"বাবা, এটা তো শুকরের মাংস, আমি মানুষের মাংস খেতে চাই।"

বাপ বলল --অপেক্ষা কর বাবা!

শকুনটা আবার উড়ে গেল আর আসার সময় এক মরা গরুর মাংস নিয়ে এলো।

বাচ্চা বলল --"আরে এটা তো গরুর মাংস নিয়ে এসেছ, মানুষের মাংস কোথায়?

এবার শকুনটা দুটো টুকরো একসাথে মুখে নিয়ে উড়াল দিল আর শুকরের মাংসটি একটা মসজিদের পাশে আর গরুর মাংস একটা মন্দিরের পাশে ফেলে দিয়ে চলে এলো!

কিছুক্ষণের মধ্যেই সেখানে শুরু হলো দাঙ্গা! কয়েকশ মানুষের লাশ পড়ে গেল! তখন গাছের ডাল থেকে নেমে বাপ-বেটা মিলে খুব তৃপ্তিতে মানুষের মাংস খেল।

বাচ্চাটা খেতে খেতে জিজ্ঞেস করছে-- "বাবা, এত মানুষের মাংস এখানে কি করে এলো ?"

শকুন বললো -- "এই মানুষ জাতটাই এরকম। সৃষ্টিকর্তা এদেরকে সৃষ্টির সেরা জীব মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, কিন্তু ধর্ম আর রাজনীতির নামে এদেরকে আমাদের থেকেও হিংস্র বানানো যেতে পারে! "

বাচ্চা বললো তুমি ধর্মকে ব্যবহার করলে কেন, কতগুলো নীরিহ লোক মারা গেল , রাজনীতি করলেই পারতে!

বাবা হেসে উত্তর দিল, তাতেও নিরীহ লোকগুলোই মারা পড়তো! ধর্মটা আবেগের যায়গা তাই ফলাফলটাও তাৎক্ষণিক! তুমি আজই খেতে চেয়েছিলে! রাজনীতি টা কুটিল এবং জটিল, এটি শুরু হতে সময় নেয় কিন্তু হলে আর থামেনা!

বাচ্চা বললো- "তোমার অনেক বুদ্ধি, বাবা"

শকুন -- "আরেহ, ধুর! এটা তো আমি মানুষের কাছ থেকেই শিখছি, এদের একটা অংশ যখনই কোন অনিষ্ট করার চেষ্টায় ব্যর্থ হয় তখনই সহজ রাস্তা হিসেবে হয় ধর্মকে নয়তো রাজনীতিকে ব্যবহার করে!

29/08/2024

আগামী ১ সেপ্টেম্বর ২০২৪ থেকে বাংলাদেশে সকল পর্নোগ্রাফি সাইট বন্ধ থাকবে। বাংলাদেশ হাইকোর্টের নির্দেশনায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এই নির্দেশনা অনুযায়ী, পরবর্তী ছয় মাসের জন্য সকল পর্নোগ্রাফি সাইট ব্লক থাকবে। মূলত যুবসমাজের নৈতিক ও মানসিক বিকাশ সুরক্ষার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি) ইতিমধ্যেই এই নির্দেশনা কার্যকর করতে শুরু করেছে)

ওর নাম মাইসা।। আমার ফ্রেন্ড এর ভাতিজি।১৩ বছর বয়স।বাড়ি ফেনির ছাগলনাইয়া।।ছাগলনাইয়ার একটি মাদ্রাসায় পড়ে। মাদ্রাসা ছুটি হওয়া...
25/08/2024

ওর নাম মাইসা।। আমার ফ্রেন্ড এর ভাতিজি।১৩ বছর বয়স।বাড়ি ফেনির ছাগলনাইয়া।।ছাগলনাইয়ার একটি মাদ্রাসায় পড়ে। মাদ্রাসা ছুটি হওয়াতে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু পানি বেড়ে যাওয়ায় বাড়িতে পৌছাতে পারেনি,,,মাদ্রাসায় ও ফিরত যায়নি।
আজকে এক সাপ্তাহ পরিবার থেকে বিচ্ছিন্ন।।
ওর পরিবার অনেক দুশ্চিন্তায় আছে।
আমার ফ্রেন্ডলিস্টে অনেকেই ফেনি যাচ্ছেন,, যদি কোন আশ্রয় কেন্দ্রে ওরে দেখে থাকেন প্লিজ জানাবেন।।
প্রয়োজনে: 01608-059930
পোস্টটা সবাই শেয়ার দিবেন।।
কপি পোস্ট,

24/08/2024

আল্লাহ! একটা বিপদ কাটতে না কাটতেই আরেকটা বিপদ এসে হাজির।
এসব কারো ষড়যন্ত্র নয় তো?

" এবার, কুমিল্লা ক্যান্টমেন্ট রমনা মটর্সে ভয়াবহ আগুন!🥲

24/08/2024

⚠️আপনার মেয়েকে/বোনকে অবশ্যই শেখাবেন:-💝

১. মাটি থেকে কখনও কোনো কিছু উঠাতে গেলে অবশ্যই বুকের উপর এক হাত দিয়ে তারপর উঠাতে যাবে।
সতর ঢাকার সতর্কতা স্বরুপ এটা করা উচিত।

২. পুরুষ মানুষের সামনে কখনও পায়ের উপর পা তুলে বসবে না, দুই পা'কে মিলিয়ে বা খুব কাছাকাছি রেখে বসবে।

৩. সিঁড়িতে উপরের দিকে উঠার সময় যদি পেছনে কোনো পুরুষ মানুষ থাকে, তাহলে এক কোনায় গিয়ে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়াবে, পুরুষ লোকটি চলে গেলে তারপর উঠবে।

৪. লিপ্টে ওঠার সময় যদি অপরিচিত পুরুষ মানুষ থাকে এবং মাত্র একজনই থাকে, তাহলে তার সাথে ওঠবে না, অপেক্ষা করবে, সেই অপরিচিত লোকটি বের হলে তারপর উঠবে।

৫. সবসময় মুচকি হাসার অভ্যাস করবে, উঁচু আওয়াজে অট্টহাসি হাসবে না।

৬. তোমার চাচাতো ভাই, খালাতো ভাই বা ফুফাতো ভাইদের সাথে মুসাফাহা করবে না, যদিও তোমার কাছে তাদের ছোট মনে হয়।

৭. কোনো প্রয়োজনে পুরুষ মানুষের সাথে কথা বলতে হলে, অবশ্যই শারীরিকভাবে যথেষ্ট পরিমাণ দূরত্ব বজায় রেখে কথা বলবে।

৮. নিকটাত্মীয় হলেও কাজকর্মে বা কথা বার্তায় অবশ্যই একটা সীমারেখা বজায় রাখবে। নিজের ভাবগাম্ভীর্য এমনভাবে বজায় রাখবে, যেন তোমার প্রতি তার ভিতরে খারাপ কল্পনা তৈরি না হয়।

৯. রাস্তাঘাটে নিজ বান্ধবীদের সাথে হাসি ঠাট্টা করবে না, রাস্তার শিষ্টাচার বজায় রাখবে।

১০. তারা যেন বেপর্দা না করে এবং বেপর্দা করে যেন বাহির না হয় ! যেমন- চুল খোলা রাখা অতিরিক্ত ফিটিং কাপড় পড়া ইত্যাদি ইত্যাদি।

* মহান আল্লাহ নারীদেরকে এবং আমাদেরকে সংশোধন হবার তাওফিক দান করুন!
আমীন🥀💝

🌟🌟 ভালো লাগলে শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ দিন ধন্যবাদ 😊

💫ফলো দিয়ে পাশে থাকুন,অগ্রীম ধন্যবাদ। 💙💚💜

মাওলানা ফরিদুদ্দীন আল মোবারক হাফি. 'র মাদ্রাসা ফেনি ছাগলনাইয়া মাদ্রাসার ছাত্র নাম আরাফাত প্রথম শ্রেণীতে পড়ে তাকে খুঁজে ...
24/08/2024

মাওলানা ফরিদুদ্দীন আল মোবারক হাফি. 'র মাদ্রাসা ফেনি ছাগলনাইয়া মাদ্রাসার ছাত্র
নাম আরাফাত
প্রথম শ্রেণীতে পড়ে
তাকে খুঁজে পাচ্ছি না
তার কোন সন্ধান পাচ্ছি না
আমরা চিন্তিত ও বাসার সবাই কাঁদছে তার জন্য ।
তথ্য দিয়ে একটু সহযোগিতা করুন কোথায় ছাত্র গুলোকে রাখা হয়েছে।
01812358969

এই বাচ্চার পরিবার অনেক বেশি চিন্তিত তাই সবাই পোস্টটা শেয়ার করে বাচ্চাটির খোঁজ পেতে সহযোগিতা করুন

#কপি পোস্ট

24/08/2024

বাংলাদেশী হিসেবে আমাদের শক্তি এতদিন আমরাও জানতাম না।স্বৈরাচারীরা আমাদের সব ভাবনা চিন্তা আর সামর্থ্যরে থামাইয়া রাখছিলো।

যেই আমাদের দেশের মালিকানা আমাদের হইলো,
তখন বুঝতে পারলাম,
একসাথে আমরা অনন্য।
অদম্য, অকুতোভয়।
আমাদের থামানো অসম্ভব।

বুকে গুলি করছে আমরা বুক পাইত্যা দিসি।
পানি ছাড়ছে আমরা পানিতে নাইম্যা গেসি।

যেই ছেলে কোনোদিনও একটা রিকশা ঠিক কইরা নিজের বাসা থাইকা বাইর হয় নাই সে চইলা গেছে ফেনীতে! নোয়াখালীতে! কুমিল্লায়! ফটিকছড়িতে!

শ্যাম্পু আর আইলাইনারে আটকানো মাইয়াডা এখন সারাদিন বন্যা বন্যা করে।
নিজের জামাগুলা ভাঁজ কইরা দৌড়াইতেছে ত্রাণ সংগ্রহ শালায়।

পাঁচ আগস্টের পর থাইকা রাইতে ঘুমাই না ঠিকমত।
ঘুম কেমনে হয়, কন? দেশের সব কিছুর দেখভালের চিন্তা মাথায়। আমার দেশ তো।
আমাদের দেশ তো, আমাদের দায়িত্ব!
কী যে ভালো লাগে, এই দুশ্চিন্তা, এই ছুইট্টা যাওয়া, এই কাব-জাব, এই পেরেশানি, এই ঘামে ভেজা শরীর।

ছোট ছোট কন্ট্রিবিউশানে বিকাশ শূণ্য, নগদ শূণ্য, ব্যাংক একাউন্ট শূণ্য তাও মনে শান্তি আর শান্তি।

সিনেমা মুভিরে ছাপাইয়া গেছে আমাদের দেশের মানুষ।
কী যে শুরু হইলো দেশটাতে?

এই দেখি, হাসপাতাল থাইকা রিলিজ পাওয়া এক পোলা, হাতে ক্যানোলা লাগানো রইছে এখনো, ছুটুতেছে ত্রাণের গাড়ির সাথে।
মাথার সিলাই এখনো শুকায় নাই। চইলা গেছে স্বেচ্ছাসেবকের কাজ করতে আস সুন্নাহতে।

ক্রাচে ভর দিয়া হাটে অথচ চইলা গেছে ত্রাণ প্যাকেট করতে।

পোলাপান স্পিডবোটে বাচ্চা কোলে নিয়া চুমা খায় আর কান্দে আনন্দে।
পেডে খাবার নাই, সারাদিনের ক্লান্ত শরীর, কাঁধ পাইত্যা দিয়া বলতেছে,
--চাচা, আমার কান্ধে পাড়া দিয়া নামেন। কোন ভয় নাই।

বাংলাদেশের সেনাবাহিনী, হাঁটু গাইড়া বইসা আছে।
তার হাঁটুতে পাড়া দিয়া মা -বোনেরা গাড়িতে উঠতেছে।
গায়ে ইউনিফর্ম নৌবাহিনীর, কোলে ছোট্ট বাবু নিয়া নতুন মায়ের মত খুশি হইয়া তাকায় আছে বাবুর দিকে।
এই বেডা তুই তো আমারে কান্দায় ফেললি।

কান্ধের মধ্যে গরু বাছুর লইয়া পোলাপান বুক সমান পানি দিয়া হাটতাছে মহানন্দে।

সারারাত কাজ করে, তাও আনন্দ।
সারাদিন না খাওয়া, তাও মুখে হাসি।
পানিতে হাইট্টা পা কাইট্টা গেছে তাও কয়,
কিছু হয় নাই। বৃষ্টিতে ভিইজ্যা গায়ে জ্বর, গলায় টনসিলের ব্যথা তাও কয়,
অল ওকে। আমাদের আরও আগাইতে হবে।

প্রতিটা উদ্ধারকারী একেকটা শিশু কোলে নেয়ার সময় এমন কইরা খুশি হয়, সেই দৃশ্য দেখলে বুকের ভিতরটা ছ্যাৎ কইরা উঠে।

টিএসসিতে এখন বস্তা রাইখা কুলানো যায় না। সারাদিন বস্তা টাইন্যাও এরা বলে, ঘুমামু না। ত্রাণ প্যাকেট করমু।

মসজিদ মন্দির গীর্জা প্যাগোডা সব মিইশ্যা গেছে একসাথে।

কী যে মহামারী আইলো দেশটায়!
দেশপ্রেমের মহামারী। মানুষে মানুষে ভালোবাসার মহামারী!
কেউ রক্ষা পাইতেছে না এই মহামারী থাইকা।
সবাই খালি ভালোবাসতে চায় দেশরে।
দেশের মানুষরে।

নিজের সবকিছু উজার কইরা দিয়া বলে,
দেশের জন্য জানডা যদি লাগে তাও দিয়া দিবো।
কখন লাগবে শুধু বইলেন।

এইডা কোনো কথা?
এমন কইরা দেশরে ভালোবাসবেন আপনারা আগে কইবেন না? এখন তো সব স্বপ্নের মত লাগতেছে।

23/08/2024

কুমিল্লার এই অবস্থা দেখে একজন পাথর হৃদয়ের মানুষও কেঁদে ফেলবে।

22/08/2024

কান্না করতে ভয় লাগে যদি আরেক ফোঁটা পানি বেড়ে যায়!!
(ফেনীর এক ভাইয়ের আর্তনাদ)

20/08/2024

একজন বিজ্ঞ আলেম ছিলেন। যার অনেক ছাত্র ছিল। যখনই তার কাছে নতুন কোন শিষ্য আসতো তিনি তখন তার পরীক্ষা নিতেন।

তিনি কিছু পাখি পালতেন। আর পাখিগুলোকে তিনি একটি কথা শিক্ষা দিয়েছিলেন, কথাটি হল; "শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি"। অর্থাৎ "শিকারি আসবে, খাবার দিবে, জাল পাতবে, ফেঁসে যেও না।"

যখনই নতুন কোন ছাত্র আসতো তখনই তিনি তাকে কিছু দানা আর একটি জাল দিয়ে বলতেন, "যাও ঐ গাছের নিচ থেকে কিছু পাখি ধরে নিয়ে আসো।"

পাখিগুলো মানুষ দেখামাত্রই এই বলে গান গাইতে শুরু করতো যে, "শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি"। তখন বেশিরভাগ ছাত্রই ফিরে আসতো এই ভেবে যে, এত চালাক পাখি ধরা যাবে না!

কিন্ত যদি কোন ছাত্র জাল পাততো আর দানা দিতো তবে দেখতো যে, পাখিগুলো মুখে ঐ কথা বলছে ঠিকই কিন্ত দানা খেতে আসছে আর জালে ফেঁসে যাচ্ছে। অর্থাৎ তাদের মুখের কথা তাদের কোন কাজেই আসছে না।

এই পাখিগুলো আসলে কি বলছে তারা সেটা নিজেরাই জানে না। পাখিগুলো জানে না- 'শিকারি' কি জিনিস! 'জাল' কি জিনিস! 'ফাসনা' কি জিনিস! তাই তারা মুখে যতই গান গাওক না কেন, তাও জালে ফেঁসে মৃত্যু ডেকে আনছে।

★ আজকের জামানায় আমাদের অবস্থাও ঠিক যেন পাখিদের মতই হয়ে গেছে। আমরা মুখে 'লা~ইলাহা ইল্লাল্লাহ' বলে সাক্ষ্য দিচ্ছি, কিন্তু আমরা এর মর্ম জানি না। প্রত্যেক সালাতে সূরা ফাতিহা পড়ি কিন্তু আমরা বুঝি না এর ভিতর আল্লাহ কি বলতে চেয়েছেন।

একই সাথে আমরা সুদ-ঘুষ, পরনিন্দা, অহংকার, যিনা, গীবত, অশ্লীলতা, পর্দাহীনতা, ও অসংখ্য হারাম কাজ করছি আর কথা বলা পাখির মতই আবার কালেমা বলছি আর নিজেকে মুসলমান হিসেবে দাবীও করছি! কাজেই আমাদের এই সাক্ষ্যদান কথা বলা পাখির মতন। আমরা মুখে কালেমা জপার পরেও শিকারির জালে ফেঁসে যাচ্ছি।
আল্লাহ তাআলা আমাদের যথাযথভাবে অনুবাধন করার তৌফিক দান করুন আমীন যার অনেক ছাত্র ছিল। যখনই তার কাছে নতুন কোন শিষ্য আসতো তিনি তখন তার পরীক্ষা নিতেন।

তিনি কিছু পাখি পালতেন। আর পাখিগুলোকে তিনি একটি কথা শিক্ষা দিয়েছিলেন, কথাটি হল; "শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি"। অর্থাৎ "শিকারি আসবে, খাবার দিবে, জাল পাতবে, ফেঁসে যেও না।"

যখনই নতুন কোন ছাত্র আসতো তখনই তিনি তাকে কিছু দানা আর একটি জাল দিয়ে বলতেন, "যাও ঐ গাছের নিচ থেকে কিছু পাখি ধরে নিয়ে আসো।"

পাখিগুলো মানুষ দেখামাত্রই এই বলে গান গাইতে শুরু করতো যে, "শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি"। তখন বেশিরভাগ ছাত্রই ফিরে আসতো এই ভেবে যে, এত চালাক পাখি ধরা যাবে না!

কিন্ত যদি কোন ছাত্র জাল পাততো আর দানা দিতো তবে দেখতো যে, পাখিগুলো মুখে ঐ কথা বলছে ঠিকই কিন্ত দানা খেতে আসছে আর জালে ফেঁসে যাচ্ছে। অর্থাৎ তাদের মুখের কথা তাদের কোন কাজেই আসছে না।

এই পাখিগুলো আসলে কি বলছে তারা সেটা নিজেরাই জানে না। পাখিগুলো জানে না- 'শিকারি' কি জিনিস! 'জাল' কি জিনিস! 'ফাসনা' কি জিনিস! তাই তারা মুখে যতই গান গাওক না কেন, তাও জালে ফেঁসে মৃত্যু ডেকে আনছে।

★ আজকের জামানায় আমাদের অবস্থাও ঠিক যেন পাখিদের মতই হয়ে গেছে। আমরা মুখে 'লা~ইলাহা ইল্লাল্লাহ' বলে সাক্ষ্য দিচ্ছি, কিন্তু আমরা এর মর্ম জানি না। প্রত্যেক সালাতে সূরা ফাতিহা পড়ি কিন্তু আমরা বুঝি না এর ভিতর আল্লাহ কি বলতে চেয়েছেন।

একই সাথে আমরা সুদ-ঘুষ, পরনিন্দা, অহংকার, যিনা, গীবত, অশ্লীলতা, পর্দাহীনতা, ও অসংখ্য হারাম কাজ করছি আর কথা বলা পাখির মতই আবার কালেমা বলছি আর নিজেকে মুসলমান হিসেবে দাবীও করছি! কাজেই আমাদের এই সাক্ষ্যদান কথা বলা পাখির মতন। আমরা মুখে কালেমা জপার পরেও শিকারির জালে ফেঁসে যাচ্ছি।
আল্লাহ তাআলা আমাদের যথাযথভাবে অনুবাধন করার তৌফিক দান করুন আমীন।
Ramiz Sikder
C❤️RS❤️

Address

Habiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Assorted Bd Media シ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share