koranginews24.com

koranginews24.com সব ধরনের খবর পেতে পেজে লাইক দিয়ে সাথেই থাকুন

03/07/2024

মিরপুর ইসলামি একাডেমির ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪ এর ৬ষ্ট শ্রেণির বাংলা বিষয়ের দলগত কাজের স্থির চিত্র...

চেক ডিজঅনার মামলার সাজা প্রাপ্ত আসামী শ্রী চন্দন চন্দ সাহা গ্রেফতারমঙ্গলবার (২ জুলাই) বিকেলে বানিয়াগাঁও গ্রামের সাবেক মে...
03/07/2024

চেক ডিজঅনার মামলার সাজা প্রাপ্ত আসামী শ্রী চন্দন চন্দ সাহা গ্রেফতার
মঙ্গলবার (২ জুলাই) বিকেলে বানিয়াগাঁও গ্রামের সাবেক মেম্বার আব্দাল মিয়ার বাসা থেকে গ্রেফতার করা হয়।
মামলার বাদী তিতারকোনা গ্রামের বাসিন্দা আব্দুল হামিদ বলেন, সে আমি ও সিলেটের এক ব্যক্তির চেক ডিজঅনার মামলার সাজাপ্রাপ্ত আসামী,বাহুবল মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।
আসামী হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পশ্চিম রুপসংকর গ্রামের বাসিন্দা।

02/07/2024

খাম খেয়ালী পনায় চলছে বাহুবল প্রাণী সম্পদ অফিস!
বাহুবলে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে বিকাল ৫টার পর থেকে অফিস রুম গুলোতে জ্বলছে বিদ্যুতিক বাতি ও ঘুরছে বৈদ্যুতিক পাখা!
ভিডিও গ্রহনের সময়- ২ জুলাই ২০২৪খ্রি,
রাত ৮টা ৫১মিনিট।

02/07/2024
বাহুবল উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন মজুমদার। যোগদানের পর থেকেই বেড়ে গেছে দুর্নীতি!
02/07/2024

বাহুবল উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন মজুমদার। যোগদানের পর থেকেই বেড়ে গেছে দুর্নীতি!

মো: জসিম উদ্দিন: হবিগঞ্জের বাহুবল উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে সরকারি বরাদ্দের প্রতিটি খাতেই অনিয়ম-দুর্নীতি.....

অভিনন্দন
01/07/2024

অভিনন্দন

https://www.koranginews24.com/news/68545
30/06/2024

https://www.koranginews24.com/news/68545

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ ৪ আসন থেকে বিমান প্রতিমন্ত্রীকে হারিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়া আল...

সম্পূর্ণ চালু অবস্থায় এই গাড়িটি বিক্রয় করা হইবে।লোকেশন: মিরপুর বাজার, উপজেলা-বাহুবল, জেলা-হবিগঞ্জ।বিস্তারিত জানতে কল করু...
29/06/2024

সম্পূর্ণ চালু অবস্থায় এই গাড়িটি বিক্রয় করা হইবে।
লোকেশন: মিরপুর বাজার, উপজেলা-বাহুবল, জেলা-হবিগঞ্জ।
বিস্তারিত জানতে কল করুন +8801954653009।

27/06/2024

আমিরাতে গ্রামীণ উন্নয়ন, প্রবাসীদের ভূমিকা শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত।

সংযুক্ত আরব আমিরাত সারজা রোলা বাংলাবাজার ওয়েলকাম প্যালেস রেষ্টুরেন্টে গ্রামীণ উন্নয়ন, প্রবাসীদের ভূমিকা শীর্ষক গোল টেবিল বৈঠকে বক্তারা বলেন প্রবাসীরা যেভাবে গ্রামীণ উন্নয়ন ও রাষ্ট্রের অর্থনৈতিক চাকা সচল রেখেছেন সে হিসাবে প্রবাসীদের মুল্যায়ন করা হয় না।বক্তারা বলেন প্রবাসীদেরকে বিমানবন্দরে হয়রানি ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং প্রবাসীদের ছেলে মেয়েদের বিনা বেতনে লেখাপড়া, এন আই ডি কার্ড সংশোধন, ই-পাসপোর্টসহ বিভিন্ন সরকারি দপ্তরের কাজগুলো অগ্রাধিকার ও সহজভাবে করতে পারলেই প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাটাতে উৎসাহিত হবে এবং দেশের রিজার্ভ বৃদ্ধি পাবে।

গ্রামীণ ঐক্য ফোরামের সভাপতি শেখ লুতফুর রহমানের সভাপতিত্বে এবং হবিগঞ্জ জেলা উন্নয়ন পরিষদের যুগ্ম সম্পাদক মোঃএখলাছউর রহমান শান্তর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ খেলামত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জনাব মুনতাসীর আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত প্রবীণ প্রবাসী বাংলাদেশ কমিউনিটি পরিচিত মুখ বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি জনাব আলহাজ্ব সরাফত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত মাওলানা মোঃদেলোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত কমিউনিটি পরিচিত মুখ ও সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সহসভাপতি সিরাজুল ইসলাম নবাব,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত কমিউনিটি পরিচিত মুখ ও সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক হাজী শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে সরকারি চাকরিজীবি মিউনিসিপালিটির সিনিয়র অফিসার মোঃতৈয়ব আলী, প্রবাসী বাহুবল ঐক্য সংস্থা সভাপতি বচন মিয়া তালুকদার, প্রবীণ প্রবাসী তোফাজ্জুল হক এনাম,হবিগঞ্জ জেলা উন্নয়ন পরিষদের সহসভাপতি মাওলানা নোমান আহমেদ হানিফ, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক রুজেল তরফদার, গ্রামীণ ঐক্য ফোরামের সদস্য আজিজুল হক,প্রমূখ।

আরো উপস্থিত ছিলেন মামুন মিয়া মাসুক মিয়া,মারুফখান,নুরুল হক,তাজুল ইসলাম,শাকিল মিয়া খলিলুর রহমান, জাহাঙ্গীর,বশির মিয়া,সাইফুল ইসলামসহ অনেকে।

সবই গায়ের জোরে করছেন হবিগঞ্জের ডিপিইও গোলাম মাওলা! এ যেন পৈত্রিক সম্পত্তি।জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহর নামে  ক্ষমতার অপ...
27/06/2024

সবই গায়ের জোরে করছেন হবিগঞ্জের ডিপিইও গোলাম মাওলা! এ যেন পৈত্রিক সম্পত্তি।

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহর নামে ক্ষমতার অপব্যবহার করলেন হবিগঞ্জ এর ডিপিইও গোলাম মাওলা
প্রাথমিক শিক্ষা পদক বিতরণ ও জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের নাম করে প্রাথমিক শিক্ষার প্রশিক্ষণ বাস্তবায়নের অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন হবিগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম মাওলা । ক্ষমতার অপব্যবহার করে তিনি হবিগঞ্জ সদর উপজেলার উপজেলা শিক্ষা অফিসারকে প্রাপক করে ২৬জুন ২০২৪ খ্রি. তারিখে উদ্দেশ্য প্রনোদিত স্মারক নম্বর জেপ্রাশিঅ/হবি/১১৪২ মূলে গভীর রাতে এক পত্র জারী করেন ।
বিভাগীয় উপপরিচালক প্রাথমিক শিক্ষা , সিলেট বিভাগি সিলেট , হবিগঞ্জ পিটিআই সুপার এবং হবিগঞ্জ সদর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অনুলিপি প্রদান করেন । জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সমমর্যাদার অফিসার হলেও তিনি হবিগঞ্জ পিটিআই এর সুপারকে পিটিআই এ চলমান ইনডাকশন এবং হবিগঞ্জ সদর উপজেলা রিসোর্স সেন্টারে চলমান প্রধান শিক্ষকগণের লিডারশীপ প্রশিক্ষণ বন্ধের নির্দেশনা প্রদান করেন যা তার এখতিয়ারের বাইরে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে যে প্রশিক্ষণ চলছে তা বন্ধ করার ক্ষমতা হবিগঞ্জ এর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম মাওলার না থাকলেও তিনি গায়ের জোরে অবৈধ আদেশ জারী করেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রশিক্ষণ বন্ধ করে এরকম ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচারিত অনুষ্ঠান দেখার জন্য কোন ধরনের নির্দেশনা না থাকলেও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অনেকটা গায়ের জোরে নির্দেশনা প্রদান করেন।
প্রাথামিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক সাধারণ প্রশাসন মোঃ নজরুল ইসলাম এর ২৫ জুন ২০২৪ তারিখে স্বাক্ষরিত ৩৮.০১.০০০০.১০৭.২৪.০০৩.২০২৩-১২৭৬ স্মারক মূলে ২৭ জুন ২০২৪ খ্রি. তারিখে সকাল সাড়ে নয়টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৪ অনুষ্ঠিত হবে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন ।
উক্ত অনুষ্ঠান বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড, বাংলাদেশ বেতার এবং বেসরকারি টিভি চ্যালেন সরাসরি সম্প্রচার করবে। উক্ত সম্প্রচারিত উদ্ধোধনী অনুষ্ঠান প্রাথমিক শিক্ষার দপ্তরের জনগুরুত্বপূর্ণ স্থানে মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রচার করার কথা থাকলেও জুন মাসে প্রশিক্ষণ বন্ধ করে এ অনুষ্ঠান দেখতে বাধ্য করার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কোন নির্দেশনা প্রদান না করলেও হবিগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গায়ের জোরে এখতিয়ারবহির্ভূত পত্র জারী করেন । এরকম নির্দেশনা দেশের কোথাও না দেওয়া হলেও হবিগঞ্জ এর ডিপিইও গোলাম মাওলা শিক্ষার জন্য ক্ষতিকর কাজ গুলো করে যাচ্ছেন। এ নিয়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ।

https://www.koranginews24.com/news/68481
25/06/2024

https://www.koranginews24.com/news/68481

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী বাহুবল উপজেলায় অবস্থিত লস্করপুর রেলওয়ে স্টেশন। ১৮....

25/06/2024

রাজেন্দ্রপুর দারুস সালাম জামে মসজিদে গভীর নলকূপ স্থাপনের কার্যক্রম পরিদর্শনে মিরপর ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমদ।
২৫/০৬/২০২৪ খ্রি.

24/06/2024

ভাই-ভাতিজাদের নির্যাতনে অতিষ্ট বিলাল মিয়া!
বাহুবল উপজেলাটা যেন এক মগের মুল্লুকে পরিণত হয়েছে।
ভুক্ত ভোগী বিলাল মিয়া হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের দাসপাড়া গ্রামের বাসিন্দা।
এ নির্যাতনের শেষ কোথায় ?

দর্শনার্থীদের ক্ষোভ
22/06/2024

দর্শনার্থীদের ক্ষোভ

দর্শনার্থীদের ক্ষোভ জামাল হোসেন লিটন, চুনারুঘাট ॥ হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানের প্রবেশ ফি তিনগুণ...

20/06/2024

বাহুবলে পোল্ট্রি ব্যবসায়ীকে শ্বশুরবাড়ীর লোকজন কর্তৃক হত্যার অভিযোগ।
নিহত ব্যক্তি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের রহমান মিয়ার ছেলে মাসুক মিয়া (৩৫)।
বৃহস্পতিবার (২০ জুন) রাত ১০টায় এ ঘটনার খবর পায় লোকজন।
খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

20/06/2024

গুড ডে পার্ক
রতনপুর, মাধবপুর।

20/06/2024

ঘুরে এলাম ইতিহাস-ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা অনন্য এক গ্রাম বানিয়াচংয়ের কমলাবতীর সাগর দীঘি।

https://www.koranginews24.com/news/68399
19/06/2024

https://www.koranginews24.com/news/68399

করাঙ্গীনিউজ: সিলেটে চলমান দ্বিতীয় দফা বন্যায় মহানগর ও জেলাজুড়ে প্রায় ৭ লাখ মানুষ পানিবন্দী রয়েছেন। এর মধ্যে মহান...

18/06/2024

চুনারুঘাটের গ্রীনল্যান্ড পার্ক বখাটেপনাদের দখলে!
ঈদের দিনেও পার্কে নেই দর্শনার্থী।

17/06/2024

বেপরোয়া ভাবে মোটরসাইকেল চালক, আহত ২
করাঙ্গী ব্রীজ,নতুন বাজার,বাহুবল, হবিগঞ্জ।

17/06/2024

গ্রীণ ল্যান্ড পার্ক

https://www.koranginews24.com/news/68393
16/06/2024

https://www.koranginews24.com/news/68393

করাঙ্গী নিউজ : প্রবৃত্তির দাসত্ব, লোভ-লালসা, হিংসা-বিদ্বেষসহ মনের পশুত্বকে পরাভূত করার শিক্ষা নিয়ে আবারও এসেছে কো....

ঈদ শুভেচ্ছাপবিত্র ঈদুল আজহা উপলক্ষে সকল পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতাসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা। -সম্পাদক
16/06/2024

ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সকল পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতাসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা। -সম্পাদক

Address

Habiganj
3301

Alerts

Be the first to know and let us send you an email when koranginews24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to koranginews24.com:

Videos

Share



You may also like