Dawat-ul-haq

Dawat-ul-haq Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dawat-ul-haq, TV Channel, Habiganj.

24/03/2024

আল কুরআনের গুরুত্ব ও ফজিলত। মাওলানা হাফিজুর রহমান হোসাইনী

17/03/2024

মাদ্রাসার যে অনুষ্ঠান ইতিহাস রচনা করলো,,
হাজার হাজার মানুষের ডল নামলো সেই অনুষ্ঠান দেখার জন্য।
//---প্র্যাক্টিক্যালি শিখুন জানাযার নামাজের নিয়ম---//
//★প্রিয় দর্শক ইসলাম প্রচারে সহযোগিতা করার জন্য এই পেজটি ফলো দিয়ে রাখবেন ★//
video video new style

15/03/2024

গরিব রোজাদার ইফতারের কষ্টের গঠনা।

15/03/2024

রমজান মাসে ইবাদতের দাম ও ইফতার করানোর ফজিলত।

14/03/2024

সেরা ৫ জন বক্তার কন্ঠ নকল করে ভাইরাল।

06/03/2024

তাফসীর ও হাদিস অস্বীকারে মওদুদী।
মওদুদী ভ্রান্তির জবাব। পর্ব-১

মাওদুদী সাহেবের মতে কুরআন, সুন্নাহ ও ইসলামী আইন শিক্ষার জন্যে একদিকে যেমন তাফসীর ও হাদীসের পুরাতন ভাণ্ডারের প্রয়োজন নেই, অপর দিকে এর জন্যে আলেম হওয়াও জরুরী নয়, বরং গভীর দৃষ্টিতে অধ্যয়ন করলে এসবের জন্যে একজন প্রফেসরই যথেষ্ট। মিষ্টার মওদূদী সাহেব তানকীহাত নামক বইয়ে লিখেছেন-
قرآن و سنت رسول کی تعلیم سب پر مقدم ہے مگر تفسیر و حدیث کے پرانے ذخیروں سے نہیں ان کے پڑہا نے والے ایسے ہونا چاہئیی جو قرآن حدیث کے مغز کو پا چکے ہیی اسلامی قانون کی تعلیم بھی ضروری ہے مگر یہاں بھی پرانی کتابیں کام نہ دینگی
কুরাআন ও হাদিসের শিক্ষা সবকিছুর উপর প্রাধান্য পাবে কিন্তুু তাফসীর ও হাদিসের পুরাতন ভাণ্ডার দিয়ে নয়। এর শিক্ষক এমন হওয়া উচিত যিনি কুরাআন, হাদিসের সারাংশ বা মগজ লাভ করেছেন অর্থাৎ তার মর্ম যথাযথ হ্নদয়ঙ্গম করতে সক্ষম হয়েছেন। ইসলামি আইনের শিক্ষাও আবশ্যক, তবে এক্ষেত্রেও পূর্বের কিতাবসমূহ কাজে আসবে না। -তানকীহাত : পৃ. ১৭৫

অন্যত্র লিখেছেন,
قرآن کے لئے کسی تفسیر کی حاجت نہیں ایک اعلی درجہ کافی ہے جس نے قرآن کا بنظر غئر مطالعہ کیا ہو اور جو طرز جدید پر قرآن پڑہانے اور سمجہانے کی اہلیت رکہتا ہو وہ اپنے لکچروں سے انڑ میڑیٹ میی طلبہ کے اندر قرآن فہمی کی ضروری استعداد پیدا کرےگا
কুরাআনের জন্য কোন তাফসীরের প্রয়োজন নেই। একজন প্রথম শ্রেনীর প্রফেসরই যথেষ্ট। যিনি কুরাআনের অধ্যায়ন গভীর দৃষ্টিতে করেছেন এবং আধুনিক পদ্ধতিতে কুরআন পড়ানো এবং শিখানোর যোগ্যতা রাখেন। তিনি তার লেকচারের দ্বারা ইন্টারমিডিয়েট (H.S.C) পড়ুয়া ছাএদের মধ্যে কুরাআন বোঝার যোগ্যতা সৃষ্টি করবেন। -তানকীহাত : পৃ. ২৯১

অর্থাৎ কুরআন বুঝার জন্য তাফসীর বা হাদিস প্রয়োজন নেই এবং আলেম হওয়াও জরুরি নয়, বরং একজন জেনারেল শিক্ষিত মানুষও চিন্তা-ভাবনার মাধ্যমেই কুরআন বুঝতে সক্ষম। আর এজন্য তিনি তার তাফসীরের ভূমিকায় এ প্রসঙ্গে স্বীয় স্বীকারোক্তি এভাবে প্রদান করেছেন যে,
اس میی جس چیز کی کوشش میی نے کی ہے وہ یہ ہے کہ قرآن کو پڑہ کر جو مفہوم میری سمجھ میی اتا ہے اور جو اثر میرے قلب پڑتا ہے حتی الامکان جو کاتو اپنی زبان میی منتقل کردو
এতে আমি যে বিষয়ে চেষ্টা করেছি তা হলো, কুরআন পড়ে যে ভাবার্থ আমার বুঝে আসে এবং এর যে প্রভাব আমার অন্তরে পড়ে, তা যথাসাধ্য নিজের ভাষায় হুবুহু তুলে ধরতে চেয়েছি।- তরজমানুল কুরাআন, মুহাররম ১৩৬১ হিজরী

ইসলাম কী বলে?
এটি সর্বজনবিদিত মত যে, কুরআনের প্রথম তাফসীরকারক হলেন স্বয়ং রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আর তাঁর তাফসীরের নামই হলো হাদীস। এই তাফসীর করার জন্য খোদ আল্লাহ তাআলাই নবিজি সা. কে নির্দেশ প্রদাণ করেন। মহান রব বলেন,
وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ
(হে নবি) আমি তোমার প্রতিও এই কিতাব নাযিল করেছি, যাতে তুমি মানুষের সামনে সেই সব বিষয়ের ব্যাখ্যা করে দাও, যা তাদের প্রতি নাযিল করা হয়েছে এবং যাতে তারা চিন্তা করে। -সুরা নাহল : ৪৪

পাশাপাশি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর হাদীসের আলোকে ও কুরআন নাযিলের প্রত্যক্ষদর্শী হিশাবে দ্বিতীয় তাফসীরকারক হলেন সাহাবায়ে কেরাম রা.। যে ব্যাখ্যার নাম হলো আছারে সাহাবা। হাদীস ও আছারে সাহাবার আলোকে কুরআনের তাফসীর ও ইসলামী আইনের ব্যাখ্যা বিশ্লেষণ করে গেছেন, এ কাজের জন্যে প্রয়োজনীয সকল জ্ঞানে সর্বোচ্চ পারদর্শী আঈম্মায়ে কিরামগণ। যা অবিচ্ছিন্ন সূত্র পরস্পরায় আজও উম্মতের নিকট হুবহু সংরক্ষিত। এই তাফসীরগুলো যুগে যুগে ইসলামী পন্ডিত ও যোগ্য সকল উলামায়ে কেরাম গ্রহণ করেছেন এবং কুরআনে কারীম বুঝতে সেই পুরোনো তাফসীরের দিকেই নজর দিয়েছেন। যোগ্যতা সম্পন্ন হওয়ার পরও কেউ নিজের মনগড়া তাফসীর করার ধৃষ্টতা দেখান নি, সাহসও করেন নি, নিজের বুঝ মতো বুঝতে চেষ্টাও করেন নি। কারণ যদি সে গুলো হতে বিমূখ হয়ে কোনো তাফসীর আবিষ্কার করা হয়, তাহলে সেটা হবে মনগড়া। যার পরিণতি নিশ্চিত গোমরাহী ও ভ্রষ্টতা। যার বাস্তব নমুনা গোলাম আহমাদ কাদিয়ানী ও স্যার সৈয়দ-আহমাদ খানের তাফসীরের কিতাবগুলো।

এমন গোমরাহী হতে উম্মতকে বাঁচানোর জন্যই আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অত্যন্ত স্পষ্ট ও কঠোর ভাষার বলে গেছেন,
من قال في القران برأيه فليتبوأ مقعده من النار
যে ব্যক্তি কুরআনের মনগড়া ব্যাখ্যা করবে সে যেন যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। -জামে তিরমিযী : হাদিস নং : ২৯৫১

হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রা. থেকে বর্ণিত, নবিজি সা. বলেন,
من قال في القران برأيه فاصاب فقد اخطأ
যে ব্যক্তি কুরআনের মনগড়া ব্যাখ্যা করবে সে (ঘটনাক্রমে) সঠিক ব্যাখ্যা করলেও তা ভুল গণ্য হবে। -জামে তিরমিযী : হাদিস নং : ২৯৫২

মোটকথা হাদীস ও আছারে সাহাবা-এর সেই পুরোনো ভাণ্ডার বাদ দিয়ে মনগড়া তাফসীর গোমরাহীর মোক্ষম হাতিয়ার; যার কারণে এর পরিনতি জাহান্নাম এবং এমন তাফসীর সবাংশেই ভুল বলে গণ্য। সুতরাং এক্ষেত্রে মওদুদী সাহেবের উপরিউক্ত দুইটি বক্তব্যই সরাসরি হাদীস পরিপন্থী ও কুরআনের ব্যাপারে আত্মঘাতি। যার ফলাফল আহলে কুরআনদের মতো হাদিস অস্বীকার।

মূল টার্গেট কী?
মূলত ইসলাম বিদ্বেষীরা কুরআনকে পৃথিবী থেকে উঠিয়ে দিতে এমন কোনো প্রচেষ্টা নেই যা করে নি। কিন্তু কুরআন হিফাযতের দায়িত্ব মহান রবের কাছে। আল্লাহর চ্যালেঞ্জে হেরে গিয়ে তারা ভিন্ন পথ অবলম্বন করে। আর সে পথটা হলো, কুরআনের ব্যাখ্যা বিনষ্ট করা। আর এই ব্যাখ্যা বিকৃত করতে এই পথটিই তারা বেঁছে নেয়। অর্থাৎ কুরআন থাকবে, কিন্তু পূর্বের ব্যাখ্যা নষ্ট করতে পারলে ও তার বাস্তব অর্থ বিকৃত করতে পারলে কুরআন থেকেও না থাকার অর্থ বহন করবে।

06/03/2024

দাঁড়ি না রাখা , মুন্ডিয়ে ফেলা বা এক মুষ্ঠির কম রাখা হারাম ও কবীরা গুনাহ। যে দাঁড়ি মুন্ডায় বা এক মুঠের চেয়েও ছোট করে...

06/03/2024

নাউযুবিল্লাহ। কতো বড় ধৃষ্টতা! রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ওপর কতোবড় অপবাদ!

06/03/2024

দ্বীনের মূল উদ্দেশ্য আল্লাহর খেলাফত কায়েম করা:

05/03/2024

মৃত্যুর যন্ত্রণা কতো যে ভয়ঙ্কর একবার শুনেন কাঁদতে হবে।

05/03/2024

বিশ্ব নবীর সুন্দর্যের বর্ণনা শুনে কিশোরগঞ্জবাসী পাগলপারা।

04/03/2024

মাহে রমজানের সেরা ওয়াজ

29/02/2024

হাসান বিন আব্দুল মজিদ যশোরী

29/02/2024

মরণ নিয়ে চমৎকার গজল

আলহামদুলিল্লাহ আজকের  মাহফিল সুন্দর ভাবে শেষ  করলাম।
24/02/2024

আলহামদুলিল্লাহ আজকের মাহফিল সুন্দর ভাবে শেষ করলাম।

17/02/2024

হাশরের মাঠে কোটি কোটি উম্মতের ভয়াবহতা দেখে সকল নবীর আহারে কি কান্না।

17/02/2024

হৃদয় নিংড়ানো মনোমুগ্ধকর কিছু আলোচনা রাব্বুল আলামীনের গোলামেরা শুনুন।

17/02/2024

প্রিয় বন্ধুরা আমার নতুন পেইজটি সকলেই follow করে দ্বীন প্রচারে সহযোগী হন।

Address

Habiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dawat-ul-haq posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dawat-ul-haq:

Videos

Share

Category


Other TV Channels in Habiganj

Show All