News TV

News TV আপনাকে এই পেইজে স্বাগতম।।

আন্তর্জাতিক নিয়মে কোন দেশের আকাশ অন্য দেশের বানিজ্যিক বিমান ব্যবহার করলে অন্তত পাঁচশত ডলার দিতে হয় সেই দেশকে। দক্ষিন এশি...
05/02/2024

আন্তর্জাতিক নিয়মে কোন দেশের আকাশ অন্য দেশের বানিজ্যিক বিমান ব্যবহার করলে অন্তত পাঁচশত ডলার দিতে হয় সেই দেশকে।

দক্ষিন এশিয়ার একমাত্র বাংলাদেশের আকাশ ব্যাবহার করলে অন্তত ৯৫ ভাগ বানিজ্যিক বিমানকে বাংলাদেশকে কোন ডলার দিতে হয় না। বাংলাদেশের আকাশ ব্যাবহার করে কিন্তু চার্জ পায় ভারত। ভারতের রাডার থেকে সিগনাল রেজিস্ট্রার করা হয় তাই এইসব বিমান থেকে বাংলাদেশের আকাশ সীমা ব্যাবহারের সকল অর্থ পায় ভারত।

মুল কারন হল ,জিয়ার আমলে ১৯৮০ সালে শাহা জালাল বিমান বন্দরে একটি মাত্র রাডার বসানো হয় ও কমিশন করা হয়। এই একটি মাত্র রাডার দিয়ে ডিজিটাল বাংলাদেশের আকাশ পাহারা দেয়া হয়। ৪৪ বছরের পুরাতন রাডার যা অনেক বছর আগেই এক্সপায়ার হয়ে গেছে। এখনও বারবার মেরামত করে প্রথম প্রজন্মের এই রাডার ব্যবহার করতে হয়। এত পুরাতন রাডার দক্ষিন এশিয়ায় শুধুমাত্র বাংলাদেশই ব্যাবহার করে। যার কার্যক্ষমতা আন্তর্জাতিক মান দন্ডে প্রশ্নের মুখে বহুদিন থেকে।

মজার তথ্য হল হাজার হাজার কোটি টাকা ব্যয় করে ২০১৭ সালে মানে ছয় বছর আগে চট্টগ্রামের জন্যে নতুন একটি ৪র্থ প্রজন্মের রাডার কেনা হয়। উক্ত রাডারটি ২০১৭ সালে স্থাপন করা হলেও এখন পর্যন্ত চালু করে কমিশন করা সম্ভব হয় নাই। ভারতের কারনেই এই রাডার সচল করা হচ্ছে না। রাডারটি বসানোর সময়েও ভারত আপত্তি জানায়। অথচ ভারত তাদের রাডার ব্যাবহার করে বাংলাদেশের আকাশ সীমা ভারা গুনছে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো থেকে যার বার্ষিক আয়ের পরিমান প্রায় ১০০ কোটি ডলারর উপরে। এক ভারতকেই প্রতিদিন গড়ে একশোর উপর বিমান বাংলাদেশের আকাশ সীমা ব্যাবহার করে বিভিন্ন প্রদেশে যাতায়ত করতে হয়। অথচ ছয় বছর থেকে চট্টগ্রামের রাডারটি পরে থেকে মেয়াদ হারাচ্ছে প্রতিদিন।

সংগ্রহ

আজকের সেরা ছবি 🌹🌹
04/02/2024

আজকের সেরা ছবি 🌹🌹

আচ্ছালামুয়ালাইকুম ❤️ আমি লিজা চৌধুরী বয়স ২৪। আমি সরকারি চাকরি করি। আমার বিয়ে হয়েছিল, হাসবেন্ড নেশা করতো, আমাকে অনেক মারধ...
02/02/2024

আচ্ছালামুয়ালাইকুম ❤️ আমি লিজা চৌধুরী
বয়স ২৪।
আমি সরকারি চাকরি করি।
আমার বিয়ে হয়েছিল, হাসবেন্ড নেশা করতো, আমাকে অনেক মারধর করতো তাই ১ বছর হয়েছে ডিভোর্স দিয়েছি। ভালো ছেলে যদি পাই তাহলে বিয়ে করতে পারবো। ঢাকায় একটি বাড়ি আছে আমার, ছেলে গরীব হলেও সমস্যা নেই। ধন্যবাদ সবাইকে।

ঠিক!
30/01/2024

ঠিক!

11/11/2022

খুব মজার খাবার।

ছবিটি সৌদি আরবের একটি ফেসবুক পেইজে পেলাম। ঘটনা পড়ে চোখ ভিজে এলো তাই আপ্নাদের সাথে শেয়ার করছি। ঘটনাটি একটি গরিব পরিবারের...
19/10/2022

ছবিটি সৌদি আরবের একটি ফেসবুক পেইজে পেলাম। ঘটনা পড়ে চোখ ভিজে এলো তাই আপ্নাদের সাথে শেয়ার করছি।

ঘটনাটি একটি গরিব পরিবারের। পরিবারটি পিছনের বিল্ডিং এর দ্বিতীয় তলায় বাস করে। ছেলেটি প্রতিদিন ভোর চারটায় উঠে দূরের শহরে কাজে যায়। তার মা প্রতিদিন এসময় উঠে তাকে প্রস্তুত করে দেয়, খাবার বক্সে দিয়ে দেয়, শেষে নিচে নেমে এগিয়ে দেয়। প্রতিদিন মায়ের এমন কষ্ট দেখতে ছেলেটির ভাল লাগে না। মানা করে। বলে, তুমি খাবার রেডি করে শুয়ে যেও, বসে থাকতে হবে না, নিচে নামতে হবে না। কিন্তু মা শুনেন না। একদিন বেশ রাগারাগিও করে। তারপরও মা শুনে না। রাগরাগির পর মা বলে, আমি এখন আর নামি না। তুমি চলে যেও, সমস্যা নাই।

তারপরও মা নিয়মিত ভোর চারটায় নিচে নামেন, ছেলে পিছনের দিকে তাকালে মা আড়ালে লুকিয়ে পড়েন।

মা যে প্রতিদিন নামেন, এটা মাকে প্রুভ দেখানোর জন্য পিছনের দিকে না ঘুরে এক্টা সেল্ফি তুলেন, সেল্ফিতে দেখা যায় মা আড়ালে দাড়িয়ে আছেন। মা এখানে ততক্ষণ দাড়িয়ে থাকেন যতক্ষণ ছেলেকে দেখা যায়।

(এর নাম “মা”। মায়ের ভালোবাসার রং সব দেশে একই। নিস্বার্থ ভালোবাসা, সীমাহীন ভালোবাসা। তাই মাকে কখনো কষ্ট দিবেন না।)

-Mahmudul Hasan

🍁 গুরুত্বপূর্ণ বিষয় .......এড়িয়ে যাবেন না!মেয়ের বয়স পাঁচ মাস।শীতকাল তখন।উঠোনে মেয়েকে নিয়ে রোদ পোহাচ্ছে ময়না। সকালের...
21/09/2022

🍁 গুরুত্বপূর্ণ বিষয় .......এড়িয়ে যাবেন না!

মেয়ের বয়স পাঁচ মাস।শীতকাল তখন।উঠোনে মেয়েকে নিয়ে রোদ পোহাচ্ছে ময়না। সকালের রোদ বাচ্চার জন্য খুব উপকারী। বাচ্চাকে রোদে শুইয়ে রাখল। হঠাৎই সেখানে আসল পাশের ঘরের রবিন। ইরার চাচা হয় রবিন।এসেই ইরাকে কোলে নিল।আদর করতে লাগল। হাসানোর চেষ্টা করল।কিছুক্ষণ পর সে ইরাকে আকাশের দিকে ছেড়ে দিয়ে আবার বল ক্যাচ ধরার মত করে ধরছে।

এতে যেন ইরা আরও খুশি হচ্ছে। ময়নাও দেখে হাসছে। মেয়ে হাসলে যেকোন মায়েরই ভালো লাগে।

ময়নারও ভালো লাগছে।

আর রবিন কেন!সবাই ই তো এভাবে খেলা করে বাচ্চাকে নিয়ে।

রবিন আবার ইরাকে আকাশের দিকে ছেড়ে দিল। ঠিকঠাক মত ক্যাচও ধরল।

🍁কিন্তু একি হল ??

ইরা হাসছে না। চোখ বন্ধ করে আছে। রবিন ভয় পেয়ে গেল।

ময়নাকে ডাক দিল।

ময়না দৌড়ে এসে ইরাবতীকে কোলে নিল ইরাকে।নানান নামে ডাকতে শুরু করল।হাত দিয়ে চোখ খুলার চেষ্টা করল।

কিন্তু না!ইরা চোখ খুলছে না।

চিৎকার করে কেঁদে উঠল ময়না।

বাড়ির সব মানুষ এসে ভীড় করল।

সবাই সাধ্যমতো চেষ্টা করল ইরাকে জাগানোর। কেউ ই পারল না।

উঠোনে শুয়ে গড়াগড়ি খেতে লাগল ময়না।

🍁তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হল ইরাকে। ইমার্জেন্সিতে নেওয়ার পর ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে দিলেন ইরা মারা গেছে।

আর হাসবে না সে।

চিরদিনের জন্য তার হাসি বন্ধ হয়ে গেছে। অজ্ঞান হয়ে যায় ময়না।

একমাত্র মেয়েকে হারানোর ব্যাথা

সে নিতে পারছে না।

ঘরের পিছনে কবর দেওয়া হয় ইরাকে।

মাঝে মাঝেই রাতে পাগলের মত আচরণ করে ময়না। মেয়ের কবরের কাছে দৌড়ে চলে যায়। বিড়বিড় করে কথা বলে! ইরাকে ভুলতে পারছে না।

খাওয়া দাওয়া করছে না।

শুকিয়ে যাচ্ছে।অগত্যা ময়নাকে নিয়ে শহরে পাড়ি জমায় রাজিব।

🌷ঘটনার ব্যাখ্যাঃ-

বাচ্চাদের আকাশে তুলে আবার কোলে নিয়ে আমরা অনেক আনন্দ পাই।বাচ্চারাও পায়।

কিন্তু বাচ্চাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ম্যাচিউর হতে অনেকদিন সময় লাগে।

খুব সহজেই সেগুলো আঘাতপ্রাপ্ত হতে পারে। ইরাকে যখন বারবার উপরে তোলা হচ্ছিল তখন গ্রাভিটির এগেইনস্টে তাকে বারবার উপরে তোলায় তার ব্রেইনের সাথে মাথার খুলির হাড়ের বারবার ধাক্কা লাগছিল।

যেহেতু তার ব্রেইন টাও নরম আর মাথার হাড়টাও নরম তাই হাড়ের সাথে বারবার ধাক্কা লেগে তার ব্রেইনের ধমনী ছিড়ে যায়।

ধমনী শিরাতে রক্ত চলাচল করে।

ব্রেইনের ধমনী ছিড়ে রক্তক্ষরণ শুরু হয় মাথার ভিতরে।

রক্তে থাকে গ্লুকোজ।

গ্লুকোজ না পেলে ব্রেইন ৪-৫ মিনিটের ভিতর মারা যায়।সাথে জীবন্ত মানুষটাও।রক্ত সব ধমনী দিয়ে বের হয়ে আল্টিমেটলি

ব্রেইন ডেথ হয় ছোট্ট ইরার।

🌷তাই এসব ব্যাপারে সঠিকভাবে জানতে হবে,সতর্ক হতে হবে, সামান্য একটি ভুলের কারণে আমরা আমাদের প্রিয়জনকে হারাতে পারি!!

সংগৃহীত

রাস্তায় পড়ে থাকা বিদ্যুৎতের তারে পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু।ঘটনাটি ঘটে বাহুবল উপজেলার চক্রামপুর দাস হাটি নামক স্থানে।স্থান...
19/09/2022

রাস্তায় পড়ে থাকা বিদ্যুৎতের তারে পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু।
ঘটনাটি ঘটে বাহুবল উপজেলার চক্রামপুর দাস হাটি নামক স্থানে।স্থানীয় সুত্রে জানা যায়,মধ্যরাতে কোনো এক সময় বিদ্যুৎতের কুটি থেকে এই তার রাস্তায় ছিটকে পড়ে।সকালে ও-ই বৃদ্ধা মহিলা রাস্তা দিয়ে যাওয়ার কালে বিদ্যুৎতের সাথে জরিয়ে পড়ে।
ঘটনাটি জানার পর সাথে সাথে পল্লীবিদ্যুৎকে বারবার ফোন করলেও তারা ফোন ধরেনি।
স্বজনদের আহাজারিতে জানা যায়, পল্লী বিদ্যুৎ সাথে সাথে ফোন ধরলে এই বৃদ্ধা মহিলাকে হয়তো বাছানো যেত।

13/09/2022

বাংলাদেশে ১৪০০ টাকা ইলিশের
কেজি ইন্ডিয়াতে ৫০০ টাকা।।

10/09/2022

আরবের এই ছবিটি ভাইরালতিন ভাইবোন মিলে স্কুল থেকে ফিরছে। ভাইটি নিজের ব্যাগের পাশাপাশি ক্লান্ত দুইবোনের ব্যাগও কাঁধে নিয়েছে...
08/09/2022

আরবের এই ছবিটি ভাইরাল

তিন ভাইবোন মিলে স্কুল থেকে ফিরছে। ভাইটি নিজের ব্যাগের পাশাপাশি ক্লান্ত দুইবোনের ব্যাগও কাঁধে নিয়েছে।

সমানাধিকারের জুজু তোলা নারীবাদীরা এসব দেখবে কি? একমাত্র ইসলামই সর্বত্র নারীকে সম্মানিত করেছে। ©

08/09/2022

বাহুবলে কাঁচা রাস্তা নিয়ে মারামারি।।।

চীনে লং টাইম Class করার পর বাচ্চাদের ১৫ থেকে ২০ মিনিট ঘুমানোর সুযোগ দেওয়া হয়।এতে বাচ্চাদের মনযোগ বাড়ে এবং পড়াশোনায় বেশী ...
06/09/2022

চীনে লং টাইম Class করার পর বাচ্চাদের ১৫ থেকে ২০ মিনিট ঘুমানোর সুযোগ দেওয়া হয়।

এতে বাচ্চাদের মনযোগ বাড়ে এবং পড়াশোনায় বেশী Concern হতে পারে। ❤️

নারীদের জন্য দেশের প্রথম বাস সার্ভিস দোলনচাঁপা চালু হয়েছে। উক্ত বাসের ড্রাইভার ও হেল্পার সবাই নারী।
03/09/2022

নারীদের জন্য দেশের প্রথম বাস সার্ভিস দোলনচাঁপা চালু হয়েছে। উক্ত বাসের ড্রাইভার ও হেল্পার সবাই নারী।

কিছুদিন আগে পুটিজুরী  কারেন্টে লাগা সেই মেয়ে নওশীন কে শত চেষ্টা করেও বাঁচানো গেলনা, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দা...
30/08/2022

কিছুদিন আগে পুটিজুরী কারেন্টে লাগা সেই মেয়ে নওশীন কে শত চেষ্টা করেও বাঁচানো গেলনা, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন আমিন

 #রুটির_দামএক রাজ্যের রাজধানীতে এক রেষ্টুরেন্ট ব্যবসায়ী বাজারে পাঁচ টাকা দামে রুটি বিক্রি করতো। সে তার রুটির দাম বাড়াত...
30/08/2022

#রুটির_দাম
এক রাজ্যের রাজধানীতে এক রেষ্টুরেন্ট ব্যবসায়ী বাজারে পাঁচ টাকা দামে রুটি বিক্রি করতো। সে তার রুটির দাম বাড়াতে চাইতো, কিন্তু রাজার অনুমতি ছাড়া সেই রাজ্যে যে কোন দ্রব্যের মূল্যবৃদ্ধি দণ্ডণীয় অপরাধ ছিলো।
একদিন, সেই ব্যবসায়ী রাজার সঙ্গে দেখা করে বললো, মহারাজ, আমি এই আয় দিয়ে পরিবার প্রতিপালনে অক্ষম, আমি তাই আমার রুটির দাম বাড়িয়ে ১০ টাকা করতে চাই।
রাজা বললেন, তুমি তোমার রুটির দাম ১০ টাকা নয়, ৩০ টাকা করে দাও।
ব্যবসায়ী বললো, মহারাজ, এতে তো রাজ্যে হাহাকার শুরু হয়ে যাবে!
রাজা বললেন - এই চিন্তা তোমাকে করতে হবে না, তুমি তোমার লাভের চিন্তা করো, তুমি এখন থেকে ৩০ টাকা করে রুটি বেচবে।
রাজার কথায় হোটেল ব্যবসায়ী পরদিন থেকেই তার রুটির দাম বাড়িয়ে ৩০ টাকা করে দিলো। সারা শহরে হাহাকার দেখা দিলো।
রাজার কাছে অভিযোগ জানিয়ে বললো, মহারাজ,এই ব্যবসায়ী রাজ্যবাসীকে শোষণ শুরু করেছে, ৫ টাকার রুটি ৩০ টাকায় বিক্রি করছে।
রাজা সিপাহীকে আদেশ দিলেন, এই দুষ্কৃত ব্যবসায়ীকে দরবারে ধরে নিয়ে এসো।
ব্যবসায়ীকে দরবারে হাজির করা মাত্র রাজা হুংকার দিয়ে উঠলেন, শালা হারামখোর, তোর এতো বড় সাহস, আমার অনুমতি ছাড়া তুই রুটির মূল্য বৃদ্ধি করেছিস। এরা আমার প্রজা, তুই কি এদেরকে উপোস করিয়ে মেরে ফেলতে চাস!
রাজা তখনই ব্যবসায়ীকে আদেশ দিলেন - কাল থেকে তুই রুটি অর্ধেক দামে বিক্রি করবি, নইলে আমি তোকে শূলে চড়াবো।
রাজার আদেশ শুনেই প্রজারা "জয় মহারাজের জয়" ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুললো। তারপর রাজার আদেশে পাঁচ টাকার রুটি ১৫ টাকায় বিক্রি শুরু হলো। প্রজা সাধারণ খুশি আর ব্যবসায়ীতো মহাখুশি।

পরদিন রাজা ব্যবসায়ীকে চুপিসারে ডেকে পাঠালেন। ব্যবসায়ী দরবারে উপস্থিত হতেই রাজা বললেন, "তোমাকে গতকাল জনসমক্ষে গালাগালি, তুইতোকারি করেছি, কিছু মনে করো না। আর হ্যাঁ, তোমার রুটির দাম ১০ টাকা পেলেই চলবে বলেছো, তাই রুটি প্রতি অতিরিক্ত ৫ টাকা করে মোট অর্থ তুমি প্রতিদিন রাজ ভান্ডারে জমা করবে।
(সংগৃহিত ও সম্পাদিত)

28/08/2022
28/08/2022

আজকের জমানায় যদি কবি নজরুল বেঁচে থাকতেন বা লেখালেখি করতেন তবে তিনি চিহ্নিত হতেন সবচেয়ে বড় আগুন সন্ত্রাসী হিসাবে ! চিন্তা করুন , একশ বছর আগে ব্রিটিশরা যদি হাছিনার মত হতেন তবে কবি নজরুলের কী দশা হতো ?
কারণ তিনিই প্রথম লিখেছিলেন ,
“ লাথি মার ভাঙরে তালা / যত সব বন্দী-শালায়/আগুন জ্বালা/আগুন জ্বালা “

এই কবির অনেক কবিতা ও গান আছে যেগুলি আজকের দিনে লিখলে উনাকে জঙ্গী সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করে গুম করে ফেলা হত! খেয়াল করুন কী ভয়ংকর কথা লিখেছে , বাজিছে দামামা বাঁধরে আমামা শির উচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙ্গা কিল্লায় উড়ে নিশান।
তাঁর এরকম ভয়ংকর কবিতার বইগুলো সাদা মলাটে ভরে উপরে লেখা হত - জেহাদি বই !
মূলত: এই রেনেসাঁর কবিই সকল স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামে
আমাদের মূল প্রেরণা হয়ে থাকবেন । তাঁর উচ্চারিত সেই কথাগুলো শুধু অন্তরেই নয় , সাহস করে মুখেও উচ্চারণ করতে হবে । বলতে হবে , “ এই দেশ ছাড়বি কি না বল , নইলে কিলের চোটে হাড় করিব জল !”

৪৬তম মৃত্যু দিবসে তাঁর রুহের মাগফেরাত কামনা করি !

শেষ পর্যন্ত প্রকাশ হলো প্রিয় কণ্ঠশিল্পী সংসদ সদস্য ড. মমতাজ আপার ৮ম স্বামী!  নাম মইন আহমেদ
28/08/2022

শেষ পর্যন্ত প্রকাশ হলো প্রিয় কণ্ঠশিল্পী সংসদ সদস্য ড. মমতাজ আপার ৮ম স্বামী! নাম মইন আহমেদ

টাকা বীহিন জীবনের কোন রং নেই😭😭😭ঘটনাটি পড়লে আশাকরি বুঝতে পারবেন,রাত ২.৩০ টায় রোগীটা মারা গেল। বয়স প্রায় ৭০, সাথে শুধু স্ত...
28/08/2022

টাকা বীহিন জীবনের কোন রং নেই
😭😭😭
ঘটনাটি পড়লে আশাকরি বুঝতে পারবেন,

রাত ২.৩০ টায় রোগীটা মারা গেল। বয়স প্রায় ৭০, সাথে শুধু স্ত্রী।
জিজ্ঞেস করলাম, বাড়িতে খবর দিয়েছেন? রোগী তো সন্ধ্যা থেকেই খারাপ ছিলো। কেউ আসেনি?

এরপর এক নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হলাম যার জন্য আমার কোন মানসিক প্রস্তুতি ছিল না--

রোগীর দুই ছেলে, বড় জন সৌদি আরব, ছোট ছেলে বাড়িতে। বড় ছেলের জোরাজুরিতেই হাসপাতালে আসা। ছোট ছেলের আপত্তি অগ্রাহ্য করে কেন হাসপাতালে আনা হলো, এই অপরাধে বৃদ্ধ বাবাকে একবারও দেখতে আসেনি সে। উল্টো তাকে বাবার খারাপ অবস্থা জানানো হলে তার ভাষ্য ছিলো-
" আমি তো হাসপাতালে নিতে বলিনাই, সৌদি থিকা আইসা বাপেরে দেইখা যাইতে কও"!

জিজ্ঞেস করলাম, আত্মীয় স্বজন?

জানালো কেউ আসবে না, যখন তাদের প্রয়োজন ছিল তখন এসেছে। এখন লাশ নিতে আসলে যদি দুই পয়সা খরচ করতে হয়!
রাত ২.৩০ টায় ষাটোর্ধ্ব নারী তার সদ্য প্রয়াত স্বামীকে নিয়ে একটি উপজেলা হাসপাতালের ওয়ার্ডে, সাথে নেই কোন চেনা মুখ! কল্পনা করতেও বোধহয় কষ্ট হয়!
আমাকে জিজ্ঞেস করলেন, কয়টা বাজে? আজান দিতে আর কতক্ষণ?
আমি বললাম বেশিক্ষণ না, দুই-আড়াই ঘণ্টা!

ভদ্রমহিলা আমার হাত ধরে ফেললেন-
"আমারে হাসপাতাল থেকে বাইর করে দিয়েন না, সকাল হইলেই ভ্যান নিয়া চইলা যামু"!

শোকার্ত নারীটি যেন ঠিকমতো শোক প্রকাশ করারও সুযোগ পাচ্ছে না। একবার লাশের কাপড় ঠিক করছে, কিছুক্ষণ দোয়া পড়ছে, কিছুক্ষণ আস্তে আস্তে কান্না করছে, আবার একা একা এই লাশ বাড়ি পর্যন্ত কিভাবে নিয়ে যাবে সেটাও বোধহয় আনমনে ভাবছে।

আমি শুধু তার মাথায় হাত রেখে আস্তে করে বলতে পারলাম, "থাকেন। কোন সমস্যা নাই"।

ওয়ার্ড থেকে বের হয়ে ৭০ বছরের বৃদ্ধের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম জীবন ঠিক কতটা নিষ্ঠুর হতে পারে। শেষ পরিণতি হিসেবে মৃত্যুর পর লাশটা নেওয়ার মানুষটাও নেই।
আহারে জীবন!

এই জীবন নিয়ে আবার কত বড়াই!
অথচ ঠিকমতো দাফন-কাফন পাবো কিনা তার কোন নিশ্চয়তা নেই!

সংগৃহীত।

টমাস ফুলার হচ্ছেন একজন আফ্রিকান দাস যিনি 1724 সালে 14 বছর বয়সে দাসত্বে বিক্রি হয়েছিলেন।গনিতে তার ছিল অসাধারণ পান্ডিত্য...
25/08/2022

টমাস ফুলার হচ্ছেন একজন আফ্রিকান দাস যিনি 1724 সালে 14 বছর বয়সে দাসত্বে বিক্রি হয়েছিলেন।

গনিতে তার ছিল অসাধারণ পান্ডিত্য যে কারনে কখনো কখনো সে "ভার্জিনিয়ার ক্যালকুলেটর" নামেই মানুষের কাছে অধিক পরিচিতি পেত। তার মাথায় ছিল জটিল গণিত সমস্যা সমাধান করার অসাধারণ ক্ষমতা।

তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে দেড় বছরে কত সেকেন্ড হয়, তিনি প্রায় দুই মিনিটের মধ্যে উত্তর দেন, 47,304,000

আবার তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ৭০ বছর ১৭ দিন ১২ ঘন্টা বয়সে একজন মানুষ মারা গেলে সে মোট কত সেকেন্ড বেঁচে ছিলেন?

কৃতদাসটি দেড় মিনিটে উত্তর দেয় 2,210,500,800

22/08/2022

এই হলো আবাল কৃষিমন্ত্রী। কিভাবে উস্কানিমূলক বক্তব্য দিলো দেখুন। হেফাজত নাকি জঙ্গি।

21/08/2022

পররাষ্ট্রমন্ত্রী মোমেনের পদত্যাগ চেয়ে ইসলামী যুবদল বিক্ষোভ প্রতিবাদ করেছেন।

16/08/2022

গ্রামের ভিতরে বাঘের ছানা আতংকে গ্রামবাসী।

Address

Putizury, Bahubal
Habiganj
3310

Alerts

Be the first to know and let us send you an email when News TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News TV:

Videos

Share

Category



You may also like