MP Barrister Sumon

MP Barrister Sumon মানুষের কল্যাণে কাজ করাও একটা ইবাদত..
(2)

21/04/2024

পুলিশের সাবেক আই জি পি বেনজির সাহেবের এতো সম্পদের তদন্ত করতে দুদকের বাধা কোথায়?

সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।



Dhaka, Bangladesh Bangladesh Mashrafe Bin Mortaza MP Barrister Sumon ntv Nachrichten Rtv । আরটিভি

জার্মানির এক নামকরা ব্যাংকে ব্যাংক ডাকাতির সময় ডাকাত দলের সর্দার বন্দুক হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বললো, "কেউ কোনো নড়াচড়া ...
20/04/2024

জার্মানির এক নামকরা ব্যাংকে ব্যাংক ডাকাতির সময় ডাকাত দলের সর্দার বন্দুক হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বললো, "কেউ কোনো নড়াচড়া করবেন না, টাকা গেলে যাবে সরকারের, কিন্তু জীবন গেলে যাবে আপনার আর তাই ভাবনা চিন্তা করে আপনার পরবর্তী পদক্ষেপ ঠিক করুন।"
এই কথা শোনার পর, সবাই শান্ত হয়ে চুপচাপ মাথা নিচু করে শুয়ে পড়েছিল। এই ব্যাপারটাকে বলে "Mind Changing Concept”, অর্থাৎ মানূষের ব্রেইনকে আপনার সুবিধা অনুযায়ী অন্যদিকে কনভার্ট করে ফেলা।
সবাই যখন শুয়ে পড়েছিল, তখন এক সুন্দরী মহিলার কাপড় অসাবধানতা বসত তার পা থেকে কিছুটা উপরে ঊঠে গিয়েছিল এমন সময় ডাকাত দলের সর্দার তার দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠলো, "আপনার কাপড় ঠিক করুন! আমরা এখানে ব্যাংক ডাকাতি করতে এসেছি, রেপ করতে না।"
এই ব্যাপারটাকে বলে "Being Professional”, অর্থাৎ আপনি যেটা করতে এসেছেন, সেটাই করবেন। যতই প্রলোভন থাকুক অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না।
যখন ডাকাতরা ডাকাতি করে তাদের আস্তানায় ফিরে এলো তখন এক ছোট ডাকাত(এমবিএ পাশ করা) ডাকাত দলের সর্দার(যে ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছে)কে বললো, "বস চলেন টাকাটা গুনে ফেলি"
ডাকাত দলের সর্দার মুচকি হেসে বললো, তার কোনোই প্রয়োজন নেই, কেনোনা একটু পরে টিভি ছাড়লে নিউজ চ্যানেলগুলোই বলে দেবে আমরা কতো টাকা নিয়ে এসেছি।
এই ব্যাপারটাকে বলে "Experience"। অভিজ্ঞতা যে গতানুগতিক সার্টিফিকেট এর বাইরে গিয়েও কাজ করতে পারে, ইহা তার একটি ঊৎকৃষ্ট প্রমাণ।
ডাকাতরা চলে যাওয়ার সাথে সাথেই ব্যাংক এর এক কর্মচারি ব্যাংক ম্যানেজারের কাছে ছুটে এসে বললো, স্যার তাড়াতাড়ি চলেন পুলিশকে ফোন করি, এখনই ফোন করলে ওরা বেশিদূর যেতে পারবে না। ব্যাংক ম্যানেজার কর্মচারিকে থামিয়ে দিয়ে বললো, ওদেরকে আমাদের সুবিধার জন্যই এই ২০ মিলিয়ন টাকা নিয়ে যেতে দেওয়া উচিৎ, তাহলে আমরা যে ৭০ মিলিয়ন টাকার গরমিল করেছি, তা এই ডাকাতির ভিতর দিয়েই চালিয়ে দেওয়া যাবে।
এই ব্যাপারটাকে বলে, Swim with the tide, অর্থাৎ নিজের বিপদকেও বুদ্ধি দিয়ে নিজের সুবিধা হিসেবে ব্যবহার করা।
কিছু সময় পরেই, টিভিতে রিপোর্ট আসলো, ব্যাংক ডাকাতিতে ১০০ মিলিয়ন টাকা লোপাট। ডাকাতরা সেই রিপোর্ট দেখে বারবার টাকা গুনেও ২০ মিলিয়ন এর বেশি বাড়াতে পারলো না। ডাকাত দলের সর্দার রাগে ক্রুদ্ধ হয়ে বললো, "শালা আমরা আমাদের জীবনের ঝুকি নিয়ে, এতো কিছু ম্যানেজ করে মাত্র ২০ মিলিয়ন টাকা নিলাম আর ব্যাংক ম্যানেজার শুধুমাত্র এক কলমের খোঁচাতেই ৮০ মিলিয়ন টাকা সরিয়ে দিল। শালা চোর-ডাকাত না হয়ে পড়াশোনা করলেই তো বেশি লাভ হত।"
এই ব্যাপারটাকে বলে "Knowledge is worth as much as gold!" অর্থাৎ অসির চেয়ে মসী বড়।
ব্যাংক ম্যনেজার মন খুলে হাসছে, কেনোনা তার লাভ ৮০ মিলিয়ন টাকা। ৭০ মিলিয়ন টাকার গরমিল করেও সে আরও ১০ মিলিয়ন টাকা এই সুযোগে তার নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছে।
এই ব্যাপারটাকে বলে,
"Seizing the opportunity.” Daring to take risks!
অর্থাৎ সুযোগ থাকলে তাকে কাজে লাগানোই উচিৎ...!

@ copy

19/04/2024

'প্রথম আলো ' নিউজের জবাব .....!!

শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।।

বরগুনার পাথরঘাটার মানুষের মন সমুদ্রের মতই বিশাল ।
16/04/2024

বরগুনার পাথরঘাটার মানুষের মন সমুদ্রের মতই বিশাল ।

দেশপ্রেম থাকলে সব কিছু বদলে দেওয়া যায়👈 ইতিহাসের অংশ হতে এসেছি... নতুন করে সাজাতে চাই চুনারুঘাট ও মাধবপুরকে...!!
14/04/2024

দেশপ্রেম থাকলে সব কিছু বদলে দেওয়া যায়👈 ইতিহাসের অংশ হতে এসেছি... নতুন করে সাজাতে চাই চুনারুঘাট ও মাধবপুরকে...!!

14/04/2024

শুভ নববর্ষ!

12/04/2024

আমরা মানুষ চিনতে ভুল করি কারণ আমরা আমাদের বিবেক এর চেয়ে আবেগকে বেশী প্রাধান্য দেই ।

11/04/2024

মানুষের কল্যাণে কাজ করতে পারলেই আমি খুশি।। MP Barrister sumon 👈
#সিলেটিস #সিলেটি #হবিগ

11/04/2024

ঈদ মোবারক...

06/04/2024

I gained 37,002 followers, created 112 posts and received 429,658 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

I got 13,104 reactions and 87 replies on my recent top post! Thank you all for your continued support. I could not have ...
06/04/2024

I got 13,104 reactions and 87 replies on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

তরুণ প্রজন্মের আইডল ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন । যিনি কিনা একা লড়ে যাচ্ছেন ফুটবলকে পুনরায় জীবন দিতে ।

01/04/2024

আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছেন .
Alhamdulillah 🥰

একজন প্রবাসী বাংলাদেশি ভাই বাংলাদেশ এয়ারলাইন্সে উঠে ভিডিও করে বলছেন অনেক কষ্ট করে বিমানের টিকেট নিয়েছি তারা বলেছে বিমানে...
29/03/2024

একজন প্রবাসী বাংলাদেশি ভাই বাংলাদেশ এয়ারলাইন্সে উঠে ভিডিও করে বলছেন অনেক কষ্ট করে বিমানের টিকেট নিয়েছি তারা বলেছে বিমানের সিট খালি নেই । বিমানে উঠে দেখি যাত্রী নেই। তাই বিমানে ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছি.....! কখন দেশের মানুষ জাগবে।।

শিক্ষনীয় পোস্টকি দেখছেন, মরুভূমিতে জাহাজ পড়ে আছে ?ছবিটি কাজাকিস্তানের। এক সময় এখানে বিশাল সাগর ছিলো, নাম অ্যারাল সাগর। ...
19/03/2024

শিক্ষনীয় পোস্ট

কি দেখছেন, মরুভূমিতে জাহাজ পড়ে আছে ?

ছবিটি কাজাকিস্তানের। এক সময় এখানে বিশাল সাগর ছিলো, নাম অ্যারাল সাগর। যার আয়তন ছিলো ৬০ হাজার বর্গ কিলোমিটার। আর এখন সেটা বিস্তৃত মরুভূমি।

আমরা যারা নিজের অবস্থান নিয়ে প্রচন্ড আত্মবিশ্বাসী এবং সেটাকে অহংকারের পর্যায়ে নিয়ে যাই তাদের জন্য এই ছবিটি প্রতীকী।

সময় যখন বদলায় সাগরও শুকিয়ে বিলীন হয়। সমাজ ব্যবস্থার সাথে এমন কিছু প্রাণি আছে যারা দেখতে স্মার্ট, সুন্দর ও ভদ্র কিন্তু অন্যের ক্ষতি করার চেষ্টায় মেতে উঠে। তাদেরও মনে রাখা প্রয়োজন যে, তাদেরও সময় ফুরিয়ে আসবে এক সময়।

19/03/2024

সালাম মোর্শেদীর কারণে ফুটবল ছেড়েছে অনেকেই, এখন তাকেই বাড়ি ছাড়তে হচ্ছে!

Bangladesh Mashrafe Bin Mortaza Dhaka, Bangladesh Barrister Sheikh Fazle Noor Taposh Barrister Biplab Barua

একাই হাসারাঙ্গার ১১ বলে ৪০ রান  তুলেছেন রিশাদ 🔥 রিশাদ কে নিয়ে এক লাইন বলে যান......!!
18/03/2024

একাই হাসারাঙ্গার ১১ বলে ৪০ রান তুলেছেন রিশাদ 🔥 রিশাদ কে নিয়ে এক লাইন বলে যান......!!

17/03/2024

মাধবপুর ও চুনারুঘাটে এক লক্ষ ফলের গাছ লাগাবেন MP Barrister sumon 👈
Bangladesh Mashrafe Bin Mortaza Dhaka, Bangladesh Chief Allen

বাংলাদেশ বিমানকে ধংস্ব করার জন্য বিমান বাংলাদেশ দায়ী। 🙂বাংলাদেশ বিমানের লন্ডন টু বাংলাদেশ ফ্লাইটের চিএ ১৩/০৩/২০২৪।।সব সি...
16/03/2024

বাংলাদেশ বিমানকে ধংস্ব করার জন্য বিমান বাংলাদেশ দায়ী। 🙂
বাংলাদেশ বিমানের লন্ডন টু বাংলাদেশ ফ্লাইটের চিএ ১৩/০৩/২০২৪।।

সব সিট ফাঁকা। কিন্তু টিকিট করতে গেলে সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে এবং ফুল্লী বুকড ইত্যাদি দেখায় ।

কিছু সিন্ডিকেট চোর বাটপারদের কারনে প্রতি বছর শত শত কোটি টাকা লোকসান গুনতে হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে তথা বাংলাদেশ সরকারকে।
ওদের কারনে বিমানের টিকিট মূল্য সব সময় বেশী এবং বিমান কে সারা বছর লোকসান গুনতে হয় ।
মাত্র ৬০ জন যাত্রী ১৭০ সিট খালি।

(collected)

ছোট পরিবর্তন দিয়েই হোক বড় কিছুর সূচনা.. MP Barrister sumon 👈
11/03/2024

ছোট পরিবর্তন দিয়েই হোক বড় কিছুর সূচনা.. MP Barrister sumon 👈

ছবি যখন কথা বলে.....!!! বিশ্ব সেরা হাফেজ কে সংবর্ধনা প্রদান করলেন এমপি ব্যারিস্টার সুমন ❤️❤️
11/03/2024

ছবি যখন কথা বলে.....!!! বিশ্ব সেরা হাফেজ কে সংবর্ধনা প্রদান করলেন এমপি ব্যারিস্টার সুমন ❤️❤️

08/03/2024

সবচেয়ে লম্বা ব্রিজের কাজ শেষ করলেন.. MP Barrister sumon

04/03/2024

একজন সংসদ সদস্য চাইলে কি না পারেন।। সম্পূর্ণ ভিডিওটি দেখুন।।
Barrister Syed Sayedul Haque Suman Mashrafe Bin Mortaza Bangladesh Barrister Sheikh Fazle Noor Taposh

MP Barrister sumon কাজ শেষে মাটিতে বসে ভাত খাচ্ছেন।।এমন সহজ - সরল জীবন যাপন আমি কোনো এমপিকে দেখি নি।। ভালোবাসা আরো বেড়ে...
02/03/2024

MP Barrister sumon কাজ শেষে মাটিতে বসে ভাত খাচ্ছেন।।এমন সহজ - সরল জীবন যাপন আমি কোনো এমপিকে দেখি নি।। ভালোবাসা আরো বেড়ে গেল।। Bangladesh Barrister Syed Sayedul Haque Suman Mashrafe Bin Mortaza Barrister Sheikh Fazle Noor Taposh Barrister Biplab Barua

কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা গল্পের শুধু প্রথম অংশটাই পড়েছি।আপনি কি জানতেন যে, এই গ...
02/03/2024

কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা গল্পের শুধু প্রথম অংশটাই পড়েছি।

আপনি কি জানতেন যে, এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে! যা হয়তো আমরা কেউ কেউ পড়েছি বা শুনেছি, কিন্তু বেশিরভাগ মানুষই পড়িনি।

গল্পের বাকি অংশটুকু এবার জেনে নিন🥰🥰

🔰১ম অংশ:
এই অংশটা আমরা ছোটবেলায় বইয়ে পড়ছি। এখানে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তারমানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!

🔰২য় অংশ:
হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল।

এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়।

আর কচ্ছপ বুঝল, ধীর স্থির ভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতা মূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!

🔰৩য় অংশ:
কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমারা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল।

যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি।

কারণ দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল।

খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।

গল্প কিন্তু এখানেই শেষ নয়‼️

🔰চতুর্থ অংশ:
এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরংএবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!

শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো।এবার কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল।তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী দৌড় শেষ করল আর এবার তার দু জনই একসাথে জয়ী হল।

📚এখান থেকে আমরা আসলে কি শিখলাম?

আমরা শিখলাম, ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো। কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে।

গল্পটি ভালো লাগলে সবাই একটি করে শেয়ার দিবেন।।আর এমন শিক্ষনীয় গল্প পেতে পেইজটি ফলো করবেন, ধন্যবাদ।।

ক্যাপ্টেনের এমন ভালো কাজগুলো কার না ভালো লাগবে......!!
01/03/2024

ক্যাপ্টেনের এমন ভালো কাজগুলো কার না ভালো লাগবে......!!

ফুটবলের গণজাগরণে আপনি কাকে মনে করেন???
01/03/2024

ফুটবলের গণজাগরণে আপনি কাকে মনে করেন???

01/03/2024

ব্যারিস্টার সুমন কি বলছেন ক্রিকেটার মাশরাফি সম্পর্কে... শুনুন ✌️✌️✌️

Bangladesh Saju Rana Barrister Syed Sayedul Haque Suman Barrister Sheikh Fazle Noor Taposh Barrister Biplab Barua Mashrafe Bin Mortaza

29/02/2024

আপনি কি জানেন??ইতিহাসে ৩০শে ফেব্রুয়ারি একবারই এসেছিল ....কত সালে?

এই জায়গাতে কি আপনি ভ্রমন করেছেন?? তারা করছেন,তারা বলেন এটি কোন জায়গা??
28/02/2024

এই জায়গাতে কি আপনি ভ্রমন করেছেন?? তারা করছেন,তারা বলেন এটি কোন জায়গা??

Address

Habiganj

Alerts

Be the first to know and let us send you an email when MP Barrister Sumon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MP Barrister Sumon:

Videos

Share

Category