Sadi সাধারণ লোক

15/08/2024
12/07/2024

চুনারুঘাট থেকে শায়েস্তাগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে সিএনজিতে উঠে বসি। পিছনের সিটে ইতোমধ্যে আরেকজন বসা। আকারে আমারচে' স্থুল বডি হওয়ায় তিনি বেশাংশ জায়গা দখলে নিয়ে রাখছেন। এর মধ্যে এক ব্যাক্তি একজন নারীকে উঠিয়ে দেন। নারীর সম্মানের কারণে তাঁকেও স্বাভাবিক হয়ে বসার পরিমাণে জায়গা দেয়া উচিত। দিলাম। সিএনজির আকার যেহেতু সবার জানা তখন বুঝেন আমার জন্য কতটুকু বরাদ্দ! যে কারণে আমাকে যথেষ্ট গুছিয়ে বসতে হয়।

গাড়ি চলা শুরু হল৷ কিছুক্ষণ পরই এই নারী একজনকে ফোন করলেন। মাকে খুঁজলেন। না পেয়ে আরেকজনকে ফোন করলেন। সেখানেও পেলেন না। তবে তার সাথে কিছু বিষয় আলাপ করলেন। এতে ছোটখাটো একটা হিসেব দিলেন। একশ টাকাকে কয়েক খাতে খরচের পর অতিরিক্ত দশ টাকাও স্বামী নিয়ে গেছেন অভিমানের সুরে তাকে জানালেন। বুঝলাম বোনের সাথে আলাপ করলেন। টাকার পরিমাণ একেবারে অল্প হলেও এই টাকাটা স্বামীর নেয়া উচিত হয়নি এটা বুঝালেন!

তখন তার কথা দ্বারা বুঝলাম তিনি অলিপুর কোম্পানিতে জব করেন। নাইট ডিউটি তার যে কারণে এখন যেতে হচ্ছে। আর যে লোকটি তাকে উঠিয়ে দিলেন তিনি তারই প্রাণভ্রমর স্বামী। (প্রাণভ্রমর কেন বললাম পরে বলছি)

কিছুক্ষণ পর আবারো একজনকে ফোন দিলেন। তাকে নির্দেশনার মত করে বললেন, "চা খেয়ে তারাতাড়ি বাড়ি যান। বাচ্চাদের খাওয়ানোর পর তারারে নিয়ে ঘুমাইবেন।"
আরো কিছু বলে সব শেষে বললেন। আচ্ছা ভালা থাকইন!

এতক্ষণ পর্যন্ত তার কথা শুনে কিছু খারাপ লাগা ও কিছু ভালো লাগার বিষয় পেলাম।

তবে সবশেষে স্বামীকে ভালো থাকবেন কথাটা বলায় সব কিছু প্রেমময় মনে হল। বুঝা গেল তার স্বামী তার প্রাণভ্রমর। সে অনুচিত কাজ করলেও তাঁর কাছে তার স্বামী প্রেমিক।

(আপনি কি পুরোটা পড়ছেন?🖐️এত ধৈর্য্য কই পান?🤪 আমি তো গাড়ির অপেক্ষায় আছি।😛 গাড়ি ছাড়তে লেইট করছে। যে কারণে সময়টা লিখে কাটাইলাম)

এখান থেকে কি পেলেন?

✔️স্বামী যে কোন কারণে ইনকামে অক্ষম হলে তাকে ছেড়ে দেয়া নয়, আরো বেশি ভালোবেসে তাকে সাপোর্ট করা দরকার। প্রয়োজনে নিজের সম্মান অটুট রেখে ইনকাম করা দরকার।
✔️কর্মজীবী নারী কর্মে গেলেও তার সন্তানের প্রতি গুরুত্ব দেয়া দরকার। তার যা যা দরকার সবগুলো গুছিয়ে দিয়ে তবেই কাজে যাবে।
✔️খরচ করে উদ্ধৃত টাকা স্বামী নিয়ে গেলে নিজের খারাপ লাগলেও তাকে চা খেয়ে নিবেন বলা চাই। রাগ/অভিমান এলে বন্ধুর মত থাকা বোনদের কাছে বলা চাই।
✔️কর্মে যাওয়ার সময় এমন শালীন পোষাক পরা দরকার যা পরে বিনা বাধায় কাজ করা যায়।

ভিন্ন মত থাকলে বলে যান।😭

আমি নারীরা কাজ করলে দোষের কিছু মনে করি না। যদিও স্ত্রীর সম্পদ বা ইনকাম খেতে রাজি নই। সে যা করবে সন্তানরা পাবে। সে খরচ করবে। তার মা বাবাকে সাপোর্ট করবে। গাধার মত(বড় ধরনের কোন সমস্যা না হলে)
তার ইনকামের উপর নির্ভর করা অনুচিত।

(আপনি এখনো পড়ছেন?🤪 পাঠক অফ দা ফেসবুক পুরুস্কার আপনিই নেন ভাই❤️)

06/07/2024

স্বাধীন এ দেশ বই-ম্যাগেজিন এসবেই যায় দেখা,
দেশ-জনতার ভাগ্যে শালার বন্দীশালাই লেখা!
চৌদ্দ শিখের সীমানা কম, দেশের সীমা বড়,
শিখের ভিতর কিবা বাইরে বেঁচে থাকতে লড়ো।
দেশটা তো নয় নিরাপদ আজ, আমরা তো নই স্বাধীন,
দেশের জন্যে আরেক যুদ্ধ হোক, তবু হোক স্বাধীন,

ধান-কৃষিতে স্বনির্ভর তো দেশটা কবেই হত,
সবজি খেয়ে রপ্তানিও অনেক করা যেত,
পাট রপ্তানি করে আমরা হতাম বিশ্বে সেরা,
কিন্তু এসব ধ্বংস কেন? কেও করে না জেরা!

নদীর পানির হিস্যা কি পাই, নদীর আইনটা মেনে?
মারে কেও লোক সীমানাতে তারের বেড়া টেনে!
আমার দেশের আঙিনাতে তোমার কাজটা কিসের?
কেও বলে না কেও বলিনি প্রশ্ন সত্যি বিষের!
ভালো যদি বাসোই তবে কেন্ দিয়েছ বেড়া?
আমরা মানুষ স্বাধীন নাকি আজ কারোর হই অধীন?

গার্মেন্টস শিল্প কোন রকম টায় দাঁড়িয়ে আছে,
এটা-ও কেও বর্গা দিবে স্বার্থে কারোর কাছে!
শ্রমিক বাজার হয় ব্যবহার কভু সঠিক মত?
এমন হলে বিশ্ব বাজার আজ আমাদের হত।
নাই অধিকার সমান বাঁচার শ্রমিক, গরীব লোকের,
নেই কেহ আজ, ধৈর্য্য নিয়ে শুনবে কথা দুঃখের।
এক লক্ষ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশে?
আজ আমাদের বসবাস তো অপরাধীর বেশে!

পরের স্বার্থে নিজের জমি, পথ-ঘাট সব দিয়ে,
ফিরি আমরা খুশি খুশি! মুলা হাতে নিয়ে।
নিজের বাজার সংস্কৃতি সব নিলামে তোলে!
দেখে শুধু নিজের আসন থাকবে কি-রে ঝুলে!
আমরাও ভাই কম কিসে আর ডরে ভয়ে থাকি,
কেও গোপনে নিরব নিরব আল্লাহ আল্লাহ ডাকি!
আল্লাহ মিয়ার পড়ছে টেকা টেনে তোলতে তোরে,
নিজ অধিকার ফিরাতে তুই যাস না যদি লড়ে!
এমন হলে যুদ্ধ-লড়াইর কথা বলতেন কেন?
লড়াই ছাড়া মুক্তি যে নাই, ভালো করে জেন।
অস্থিতিশীল এই পরিবেশ স্থির হবে ঠিক এ দিন,
আম জনতা লড়াই করে ফিরাবে তা যে দিন।

06/07/2024

বলাবলি শেষ হল কি? বেশ হয়েছে এটা,
এবার না হয় ভিন্ন ইস্যু টানরে পাগল বেটা!
পাগলামিটা ঠিকঠাক মত পারস যদি করতে,
পকেটটাকে পয়সা দিয়ে পারবি পুরো ভরতে।🤪

03/07/2024

ছোট বেলা এই গান ভাল্লাগতো

02/07/2024

দাওয়াতে যাই🤪

মানুষ মনে করে দাওত খাওয়া সহজ! বাস্তবেই কি সহজ!!

কত মানুষের কত আবদার পুরণ করতে হয়! এমন জানলে আপনি আসতেন??

01/07/2024

জি, এভাবেই বসে বসে বিডিও তৈরি করা যায়! Kazi tayab

30/06/2024

চুনারুঘাটের ছেলেরা রেডি তো?

29/06/2024

#ঘুরাঘুরি

29/06/2024

#ওআমারপরানপাখি
#গজল

25/06/2024

❤️❤️

23/06/2024

!

Address

Habiganj
3320

Alerts

Be the first to know and let us send you an email when Sadi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share