The Habiganj

The Habiganj হবিগঞ্জের ইতিহাস ঐতিহ্য সাথে সমসাময়ীক বিষয়।
(2)

হবিগঞ্জের ইতিহাস এবং এতিহ্যর সাথে সমসাময়িক বিযয় তুলে ধরাই হল দ্যা হবিগঞ্জের উদ্দেশ্য।

সাথে থাকছে,

১।বাংলাদেশ এর নানা ভিদ এতিহ্যবাহী স্থান।
২।দেশের সমসাময়িক এবং বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া জিনিস তুলে ধরা।
আশা করি আমাদের সাথেই থাকবেন।

ধন্যবাদ
এডমিন
দ্যা হবিগঞ্জ

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং বৃন্দাবন কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন আফরোজ   কে ব্রাহ্...
17/02/2024

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং বৃন্দাবন কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন আফরোজ কে ব্রাহ্মণডোরা ইউনিয়ন চেয়ারম্যান আদিল হোসেন জজমিয়া সারারাত তার ইউনিয়ন অফিসে বেঁধে রেখে মারধর করে পরবর্তীতে চুরির মামলা সাজিয়ে থানায় দেয় ।
সকালে বিজ্ঞ আদালত ঘটনাটি পরিকল্পিত বুঝতে পেরে আফরোজকে জামিন মঞ্জুর করে এবং পরবর্তীতে আফরোজ কোর্টে মামলা দায়ের করলে সাথে সাথে বিজ্ঞ আদালত মামলাটি এফ-আই-আর করে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য শায়েস্তাগঞ্জ থানাকে আদেশ দেন।

হারানো বিজ্ঞপ্তি ⚠️আসসালামু আলাইকুম সবাইকে।  যাত্রীর আগামীকাল 🇨🇦কানাডা🇨🇦 যাওয়ার কথা ছিল এর মধ্যে ওর পাসপোর্ট টা হারিয়ে...
12/02/2024

হারানো বিজ্ঞপ্তি ⚠️
আসসালামু আলাইকুম সবাইকে।
যাত্রীর আগামীকাল 🇨🇦কানাডা🇨🇦 যাওয়ার কথা ছিল এর মধ্যে ওর পাসপোর্ট টা হারিয়ে গিয়েছে। সম্ভবত সিলেট থেকে গোয়াইনঘাট,মাতুরতল আসার পথে হারিয়েছে। যদি কোন হৃদয়বান ব্যক্তি পাসপোর্ট টি পেয়ে থাকেন তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করবেন।
মোবাইল:
01793281038 মোঃ জামিল আহমেদ
01732121396 আব্দুল করিম
01732499582 জাবেদ আহমদ

স্বজনের খোঁজে। জরুরি পরিবারের সন্ধান প্রয়োজন। আজ সোমবার সকাল ৭টায় এয়ার এরাবিয়া বিমান যোগে ওমান থেকে মানসিক ভারসাম্য হারি...
05/02/2024

স্বজনের খোঁজে। জরুরি পরিবারের সন্ধান প্রয়োজন।

আজ সোমবার সকাল ৭টায় এয়ার এরাবিয়া বিমান যোগে ওমান থেকে মানসিক ভারসাম্য হারিয়ে খালেদা বেগম নামের গৃহকর্মী ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরেছেন। ভুক্তভোগী দেশে ফিরলে বিমান কতৃপক্ষ বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেস্কে নিয়ে যায়। প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে জরুরি খাবার প্রদান করেন ভুক্তভোগীকে। এরপর প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে খালেদা বেগমের পরিবার খুঁজে নিরাপদে হস্তান্তরের জন্য ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার আশকোনায় পাঠান। প্রবাসী কল্যাণ ডেস্ক ও ব্র্যাক যৌথ উদ্যোগে এখন খালেদার পরিবার খুঁজে হস্তান্তরের চেষ্টা করছে।

খালেদা বেগম বর্তমানে আশকোনায় ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে অবস্থান করছেন। খালেদা বেগমকে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে রিক্রুটিং এজেন্সি এ্যরাবিয়ান গাল্ফ এসোসিয়েট গৃহকর্মী হিসাবে ওমান পাঠান। মানসিক অসুস্থ খালেদা বেগমের পরিবারে সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করছি। কোন উপায়ন্তর না পাওয়ায় ভুক্তভোগীর পরিবার পেতে ছবি দেওয়া হলো।

ট্রাভেল পাশে দেওয়া তথ্য অনুযায়ী ভুক্তভোগীর ঠিকানা:
নাম: খালেদা বেগম
পিতা: মনফরউল্লা
মাতা: তাহমিনা বেগম
গ্রাম: শায়েস্তাগঞ্জ
থানা: শায়েস্তাগঞ্জ
জেলা: হবিগঞ্জ।

কারো কাছে তথ্য থাকলে যোগাযোগ: আল আমিন নয়ন 01712197854

আজ থেকে শুরু হল মোহনপুর নর্থ ব্রাদার্স আয়োজিত ১০ম বার্ষিক নাইট ক্রিকেট টুর্নামেন্ট। চলবে ৬ তারিখ পর্যন্ত। টুর্নামেন্টে প...
04/02/2024

আজ থেকে শুরু হল মোহনপুর নর্থ ব্রাদার্স আয়োজিত ১০ম বার্ষিক নাইট ক্রিকেট টুর্নামেন্ট।
চলবে ৬ তারিখ পর্যন্ত।
টুর্নামেন্টে প্রতিবারের মত ৫টি টিম অংশগ্রহণ করছে।
স্থান : মোহনপুর উত্তর মসজিদ সংলগ্ন মাঠ।

03/02/2024

চুনারুঘাটে এসে তাসরিফ খানের মোবাইল চুরি।

আগামী হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী।
02/02/2024

আগামী হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী।

আফগানিস্তানের সম্প্রতি জনপ্রিয় হওয়া পামির কোলা আসতেছে বাংলাদেশে।
01/02/2024

আফগানিস্তানের সম্প্রতি জনপ্রিয় হওয়া পামির কোলা আসতেছে বাংলাদেশে।

01/02/2024

মাতৃগর্ভে থাকা শিশুর লিঙ্গ প্রকাশ করা যাবে না, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও চিকিৎসকসহ মানতে হবে সবাইকে।

03/06/2023

আগামীকাল থেকে বন্ধ থাকবে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন।
সুত্রঃ সাইবার ৭১

হবিগঞ্জ কি ২য় নারায়নগঞ্জ হওয়ার পথে।কয়েকদিনের ব্যাবধানে কতগুলো লাশ পাওয়া গেল।
01/05/2023

হবিগঞ্জ কি ২য় নারায়নগঞ্জ হওয়ার পথে।
কয়েকদিনের ব্যাবধানে কতগুলো লাশ পাওয়া গেল।

15/04/2023

হবিগঞ্জ শহরে ২ ঘন্টা পরপর ১ ঘন্টা করে দিনে-রাতে ৮ ঘন্টা লোডশেডিংয়ের সিডিউল দিয়েছে পিডিবি!
শতভাগ বিদ্যুতায়নের দেশ।

বাংলাদেশ পুরছে....
04/04/2023

বাংলাদেশ পুরছে....

04/04/2023

স্থান অনুযায়ী টমটম ভাড়া নির্ধারন দরকার:

➡️বাজার থেকে শায়েস্তা নগর ১০ টাকা
➡️বাজার থেকে বাসস্ট্যান্ডে ১০ টাকা
➡️বাজার থেকে ২ নং পুল ১০টাকা
➡️বাজার থেকে মোদক ৫ টাকা
➡️মোদক থেকে হসপিটাল ৫ টাকা
➡️সদর হসপিটাল থেকে শায়েস্তানগর ৫ টাকা
➡️থানা থেকে বাসস্ট্যান্ডে ৫ টাকা
➡️বাসস্ট্যান্ডে থেকে কলেজ ৫ টাকা
➡️কলেজ থেকে রাজনগর ৫ টাকা
🟥সাধারন মানুষ,শিক্ষার্থীদের কথা চিন্তা করে শহরের টমটম ভাড়া নির্ধারন করা হোক।

ঢাকা সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার বাগান বাড়ি নামক স্থানে হবিগঞ্জ সিলেট বিরতিহীন এক্সপ্রেস দুর্ঘটনায় নিহত ৪ নিহতের সংখ্য...
16/02/2023

ঢাকা সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার বাগান বাড়ি নামক স্থানে হবিগঞ্জ সিলেট বিরতিহীন এক্সপ্রেস দুর্ঘটনায় নিহত ৪

নিহতের সংখ্যা বাড়তে পারে, আহত অনেক।
জানা যায় সন্ধ্যা আনুমানিক ৭টায় সিলেট থেকে হবিগঞ্জগামী বিরতিহীন বাস বেপরোয়া গতিতে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে ঘটনাস্তলেই তিনজন এবং একজনকে সিলেট নিয়ে যাওয়ার পথে নিহত হন।

08/02/2023

ল্যাংটা বাবার দরবার।

26/01/2023
25/01/2023

এবার মাধবপুর শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান বাবুলের নেত্ত্রে তার সহযোগী সহ রাতের অন্ধকারে মাওলানা শোয়াইব আশ্রাফির মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্তাপনকালে নির্মিত সাইনবোর্ডে ভাংচুর করল।

উল্লেখ্য মাদ্রাসা ভিত্তিপ্রস্তর স্তাপনকালে প্রশাসনের অনুমতি থাকা সত্ত্বেও প্রশাসনকে বৃদ্ধা আঙুল দেখিয়ে ওয়াজ মাহফিলে এলাকার মানুষকে উষ্কে দিয়ে মাদ্রাসা স্থাপনা বন্ধ করতে চেয়েছিল।

এই বাবুল চেয়ারম্যানের কুটির জোর কোথায় সবাই জানতে চায়।

সবাই শেয়ার করে এই মাদ্রাসা বিরোধী বাবুল চেয়ারম্যানকে আইনের আনার জন্য সবার সহযোগিতা কমনা করছি।

লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের খেলার মাঠকে পুকুরে রুপান্তরিত করা হচ্ছে।এলাকার চেয়ারম্যান সাহেব কি করছে এখানে?যেখানে দেশে ...
24/01/2023

লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের খেলার মাঠকে পুকুরে রুপান্তরিত করা হচ্ছে।
এলাকার চেয়ারম্যান সাহেব কি করছে এখানে?
যেখানে দেশে খেলার মাঠ সংকট সেখানে একটি মাঠকে পুকুরে রুপান্তির করে কে পায়দা নিতে চায়?

জেলা প্রশাসন,হবিগঞ্জ।
লাখাই উপজেলা

12/01/2023

সদ্য পাওয়া...
গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ৫ শতাংশ বাড়িয়েছে সরকার। নতুন এই দর চলতি জানুয়ারি মাস থেকেই কার্যকর হবে।

মাধবপুরে শাহজাহানপুরে মাওলানা শোয়াইব আশ্রাফির নতুন মাদ্রাসা স্থাপনের উদ্দেশ্য ওয়াজ মাহফিলে প্রশাসনের অনুমতি থাকা সত্তেও ...
12/01/2023

মাধবপুরে শাহজাহানপুরে মাওলানা শোয়াইব আশ্রাফির নতুন মাদ্রাসা স্থাপনের উদ্দেশ্য ওয়াজ মাহফিলে প্রশাসনের অনুমতি থাকা সত্তেও এই বাবুল চেয়ারম্যান এলাকার জনগণকে উস্কে দিয়ে মাহফিল বাধাগ্রস্ত করতে চেয়েছিল।
তার সাথে এলাকার কিছু মাজারে মাজারে গান বাজনা করে বেড়ায় তাড়াও এর সাথে জড়িত ছিল।

30/09/2022

❝দখলদারি সূত্রে ভুমির মালিকানা নিষিদ্ধ! দলিল যার মালিকানা তার❞

"নতুন ভূমি আইন-২০২২"

29/09/2022

আগামীকাল ৩০/০৯/২০২২ শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হবিগঞ্জ জেলার সর্বত্র বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সকালে হাওরে কাজ করতে গিয়ে বানিয়াচংয়ের মজলিশপুর গ্রামের দুই কৃষক আব্দুল করিম ও নুর উদ্দিন বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যুবরন ক...
24/09/2022

সকালে হাওরে কাজ করতে গিয়ে বানিয়াচংয়ের মজলিশপুর গ্রামের দুই কৃষক আব্দুল করিম ও নুর উদ্দিন বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

--------------- ব্রেকিং নিউজ -------------আলহামদুলিল্লাহ আবারো বাংলাদেশের বিশ্বজয়🇧🇩🇸🇦সৌদিতে  আন্তর্জাতিক হিফজুল কোরআন প...
22/09/2022

--------------- ব্রেকিং নিউজ -------------
আলহামদুলিল্লাহ আবারো বাংলাদেশের বিশ্বজয়🇧🇩

🇸🇦সৌদিতে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় গ্র্যান্ড ফিনালে ১১১ টি দেশের মধ্যে বাংলাদেশের ছোট্ট বন্ধু হাফেজ ত্বাকরিম ৩য় স্থান অধিকার করেছে।

হবিগঞ্জ শহরে ছাত্রলীগের অতর্কিত হামলায় গুরুতর আহত হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নিয়াজ আহমেদ।
09/08/2022

হবিগঞ্জ শহরে ছাত্রলীগের অতর্কিত হামলায় গুরুতর আহত হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নিয়াজ আহমেদ।

06/08/2022

হবিগঞ্জ-সিলেট রুটে ৭ আগস্ট থেকে বাস ভাড়া বাইপাসে ২২০, স্পেশাল ২৫০ ও মৌলভীবাজার হয়ে ২৮০ টাকা নির্ধারণ।

পুলিশের গুলিতে গুরুতর আহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম  ইন্তেকাল করেছেন।
03/08/2022

পুলিশের গুলিতে গুরুতর আহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ইন্তেকাল করেছেন।

Address

Habiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Habiganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Habiganj:

Videos

Share