Juti creations

Juti creations Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Juti creations, Social Media Agency, sreemoggol, Habiganj.

24/12/2023

জানুয়ারি স্বপ্ন দেখিয়েছিল আর ডিসেম্বর দেখালো বাস্তব...
তবুও বছর শেষে এটাই বলব হয়তো যা হলো ভালোর জন্য হলো.... 😊

14/09/2023

ফ্রিল্যান্সিং মানে কী?

কে আমাকে ভালোবাসে আর কে আমাকে ঘৃণা করে তা নিয়ে আর মাথা ঘামাই না।🖤🥀আমিতো আমিই,প্রতিনিয়ত নিজেকে আবিষ্কার করি নিজের আমিত্...
11/09/2023

কে আমাকে ভালোবাসে আর কে আমাকে ঘৃণা করে তা নিয়ে আর মাথা ঘামাই না।🖤🥀

আমিতো আমিই,
প্রতিনিয়ত নিজেকে আবিষ্কার করি নিজের আমিত্ব থেকে,আর ধ্বংস করি পুরানো আমিত্ব কে!🖤🥀

আমি কারো নই, আর সংগত কারণেই কেউ আমারও নয়।🖤🥀

আমি নিজেকে জ্বালিয়ে অন্যকে আলোকিত করার মতো সস্তা প্রদীপ নই, আবার অন্যকে জ্বালিয়ে নিজেকে অলোকিত করার মতো স্বার্থপর ও নই!🖤🥀

আমার সীমায় আমি থাকি, কাউকে মনেও রাখিনা আবার কাউকে ভুলেও যাইনা।🖤🥀

শুধু হারিয়ে যাই তাদের থেকে যারা আমাকে ধরে রাখতে পারে না। 🖤🥀

এমনই আমি .....

10/09/2023

কিছু কথা,,,

27/08/2023

অনেকে বলে পরিশ্রমী ব্যক্তিরাই নাকি সফল?
আসলে কি তাই?
শুরুতেই বলতেছি আমি কিন্তু কাউকে ছোট করে কথা বলছি না।
আসুন এটার উত্তর খোঁজার চেষ্টা করি।
আসলেই কি যারা hard work করে তারাই সফল।
হার্ডওয়ার কারা করে-
১: রিক্সাচালক।
২:রাজমিস্ত্রি।
৩:দিনমজুর।
৪:কৃষক।
৫:বিভিন্ন ধরনের মিস্ত্রি।
ইত্যাদি ইত্যাদি আরো অনেক পেশা আছে তারা অত্যন্ত পরিশ্রম করে থাকে।
আচ্ছা বলেন তো এই সেক্টরে যারা আছে তারা কি সবাই সফল।তাদের লাইফ স্টাইল চলাফেরা কি খুবই বৈচিত্র্যময়।
আসলে পরিশ্রমটা ঠিক জায়গায় করতে হবে।
বর্তমান যেভাবে প্রযুক্তি আপডেট হচ্ছে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে না পারলে।ভবিষ্যতে আমরা হয়তো এই পরিশ্রম করার সেক্টরগুলিও পাবো না।কারণ এসব সেক্টর হতে ভবিষ্যতে থাকবে না।
তাই সময় থাকতে নিজেকে আপডেট করুন।

#স্মার্ট_ওয়ার্কের_দিকে_ফোকাস_দিন

23/08/2023

জীবনে যেকোন শখ বা আহ্লাদ পূরণের সুনির্দিষ্ট একটা সময় আছে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই, তবে তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না।

১৭ বছর বয়সে যেই বার্গারটা, বিরিয়ানিটা খেতে অমৃতের মত লাগে, ২৭ বছর বয়সে এসে সেটা ভালো নাও লাগতে পারে।

১৮ বছর বয়সে এসে সমবয়সী কারো সাথে শাড়ি পাঞ্জাবী পরে রিকশায় ঘুরতে ভালো লাগতে পারে, ২৮ এ যে একই কাজ করতে ভালো লাগবে, তার কোন গ্যারান্টি নাই।

১৯ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারে বন্ধুবান্ধব নিয়ে বান্দরবান ট্যুর দিলে যেই আনন্দ পাওয়া যাবে, ২৯ বছর বয়সে সেই আনন্দ নাও পাওয়া যেতে পারে।

একদিন নিজের ছাদে বাগান করবো, এই আশায় বসে থেকে যেই মানুষটা নিজের বারান্দায় টবে কোন গোলাপ এর চারা লাগালো না, ছাদ হওয়ার পর দেখা গেলো সেই মানুষটার আর বাগান করার সময়ই নাই।

একদিন চাকরি করে বাবা মাকে দামী দামী শাড়ি পাঞ্জাবী কিনে দেয়ার স্বপ্ন দেখা মানুষটা চাকরি করে টাকা কামাবে ঠিকই, কিন্তু ততদিনে বাবা মা হয়ে যেতে পারে আল্লাহর মেহমান।

জীবনের ছোটখাট সাধ আহ্লাদ খুব দামী জিনিস। এইসব জিনিসই একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে, সতেজ রাখে, প্রাণবন্ত রাখে। মানুষের হৃদয় একটু একটু করে মরে যায়, কাঠখোট্টা হয়ে যায় শখ পূরণের অভাবের হাহাকারে। এজন্য সময় থাকতেই এসব শখ পূরণ করে ফেলতে হয়।

অনেক টাকা জমলে একদিন খাবো, এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে এখনি খেয়ে আসুন চিলক্সের বার্গারটা, কিংবা নাজিরাবাজারের কাচ্চিটা। ট্রাস্ট মি, জীবনের সেরা তৃপ্তিটা পাবেন।

দেরী না করে পছন্দের মানুষটাকে আজকেই রিক্সা ডেটের অফারটা দিয়ে দেখুন। রাজী হলে শাড়ি পাঞ্জাবি পরে হুডখোলা রিক্সায় বৃষ্টিতে ভিজতে ভিজতে ঢাকা শহর ঘুরে বেড়ান।

পকেটে কিছু টাকা হলেই বন্ধুর ঘাড়ে হাত রেখে বলে বসুন, "চল ব্যাটা, বান্দরবান যাবো। আজকেই যাবো, এক্ষণি যাবো। ব্যাগ গুছা, চিটাগাং এর ট্রেইন ধরতে হবে।"

নিজের ছাদে বাগান হবে, এই আশায় বসে না থেকে ভাড়া বাসার বারান্দার টবেই লাগিয়ে ফেলুন পছন্দের গোলাপের চারাটা। টিউশানির টাকায় কম দামেই কিনে ফেলুন বাবা মায়ের জন্য শাড়ি পাঞ্জাবিটা, হোক না সুতি, শখ পূরণটাই বড় কথা!!

মনে রাখবেন, একদিন সব হবে, এই আশায় যে নিজেকে বঞ্চিত করে, তার জীবনে কিছুই হয় না। তার জীবন কাটে বিষন্নতা আর অতৃপ্তিতে, শেষ হয় আফসোস আর হাহাকারে।

আর যা- ই করেন, এই ভুলটা করবেন না।

17/08/2023

সপ্তাহ আসে সপ্তাহ যায়।রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ভোর সাড়ে পাঁচ টায় রুম থেকে বের হই।সূর্য উঠে পাঁচ টা পঁয়ত্রিশে।আবছা অন্ধকার রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবি - এত কষ্ট আসলে কেন করতেসি?আরেকটু আরামের জীবন তো চাইলেই এফোর্ড করা যাইতো।কোন কিছু না করেও তো জীবন টা কাটাইতে পারতাম,কারণ আমার দায়িত্ব নেয়ার মানুষের তো অভাব নাই আল্লাহর রহমতে।

কিন্তু মাসের যেদিন আম্মুর জন্য টাকা পাঠাই,নাফিসের জন্য ওয়াইফাই বিল দিয়ে দিই,আব্বুর ফোনে রিচার্জ করে দিতে পারি না কিন্তু কষ্ট হয়,, মন চাইলে কাউকে মনের মত সাহায্য করতে পারি এবং এসব কিছুর জন্য আমার কারও মুখাপেক্ষী হওয়া লাগে না - তখন মনে হয় এই ভোর সাড়ে পাঁচ টা আসলে ঠিক আছে।কোন চিন্তা ছাড়াই এসব খরচ করতে পারার যেই আনন্দ,মেয়ের পরিচয় আর দশ টা মানুষের কাছে বলতে গেলে পুরা গুষ্টির যেই আনন্দ - এর কোন তুলনা নাই।

সবচেয়ে বড় যেটা - এমন কিন্তু না যে আমি এসব খরচ না দিলে চলবে না।কিন্তু আমি যে দিতে পারতেসি,আমার যে সেই ক্যাপাবিলিটি আছে,নিজেকে অতটুক মানুষ করতে পারসি - এটা চিন্তা করলেই একটা অন্যরকম প্রশান্তি হয়!

মানুষ সাধারণত দায়িত্ব নিতে ভয় পায়।কিন্তু যত বড় হইতেসি,তত দেখতেসি - আমরা আসলে নিজের জন্য বড় হই না,অন্যদের দায়িত্ব নেয়ার জন্য বড় হই।

And the charm & complacency of being able to take the responsibility of your near & far ones; is more peaceful than the morning nap!❤️‍🩹

16/08/2023

#জীবিকা_নির্বাহ❓

আমরা অনেকেই নিজে ইনকাম করে বাবাকে দেখিয়ে দেওয়ার একটা অঘোষিত যুদ্ধ মনের ভিতর পরিচালনা করি। এবং যখন ইনকাম করি তখন খুবই গর্বের সাথে বলতে থাকি। এমন মনে হয় যে পৃথিবীতে নিজে ইনকাম বা নিজের জীবিকা অর্জন করাই প্রধান কাজ।

একবার চিন্তা করে দেখেন তো আল্লাহ তায়া’লা পৃথিবীতে ১৮ হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন। জীবন যাপন করার জন্য সবারই খাবার বা জীবিকা প্রয়োজন। এবং সবাই তা সৃষ্টির আদি লগ্ন থেকে করে আসছে কোন প্রকার পড়াশোনা, সার্টিফিকেট, ঘুষ,চাকরি, মামা-খালু ছাড়াই।

কেবল একটা মাত্র প্রানী(মানুষ) যার কিনা জীবীকা নির্বাহের জন্য জন্মের পর প্রস্তুতি নিতে যুদ্ধ করতে হয়।
যা অন্যরা করছে জন্মের পর থেকে তা মানুষ করছে ২০-২৫ বছর পর। এতে বাহাদুরির কিছুই নাই।

জীবিকা অর্জন করা হয়ে গেলে বসে বসে খায় আর ঘুমায় আর মোটা হওয়াই তখন একমাত্র কাজ। আর বাবার সাথে চ্যালেঞ্জ নিয়ে ঘাড়ের রগ বাকা করে উত্তর দেওয়াই হয় লক্ষ্য।

আসলে কি মানুষ শুধু জীবীকা নির্বাহের জন্যই জন্ম নিয়েছে নাকি তার এর বাহিরেও কিছু করার আছে। জীবনকে আরেকটু অন্য ভাবে উপভোগ করা যায়?
জীবিকা নির্বাহ করা দোষের কিছুনা আবার একমাত্র কাজও না।

আমরা যদি আমাদের পছন্দের বা করনীয় কাজটি সুন্দর করে করতে পারি, যেমন আমি ডাক্তার হবো কারন আমি মানুষকে সেবা করতে পারলে আমার ভালো লাগে, আমি ইলেক্ট্রিশিয়ান কারন আমার বিদ্যুতের সমস্যা সমাধান করতে ভালো লাগে। ভালো লাগা ছেড়ে যখন শুধু একটা লক্ষ্য হয় যে ডাক্তার হবো কেন? বেশি টাকা ইনকাম করা যাবে তাই, তাতে আমার ওই কাজ ভালো লাগুক বা না লাগুক তখনই এটা আমাদের বিবেক বুদ্ধি কে হারিয়ে আমাদেরকে ধ্বংস করে দেয়।

কাজের ভিতর ভালো লাগা এনে যদি আমার করতে হবে এমন কাজটিকে সবচেয়ে সুন্দর রূপে করতে পারি তাহলে জীবিকা আসবে প্রকৃতি থেকে যা আপনার চেষ্টার ফলাফলের চেয়ে কয়েক গুন বেশি।

এখন কথা হলো কাজে সৌন্দর্য আনবেন কেন?
মানুষ আর পশুর ভিতর পার্থক্য তৈরির জন্য কাজে সৌন্দর্য আনা উচিত। খাওয়াকে যদি কাজ ধরি তাহলে দেখুনতো কুকুর যেভাবে খায় সেভাবে যদি মানুষ ও খায় তাহলে কেমন লাগবে? তাই সৌন্দর্য বর্ধনের জন্য মানুষের রয়েছে খাবারের আদব। যা মানুষকে বানিয়েছে বুদ্ধিদীপ্ত, জ্ঞানী ও প্রজ্ঞাবান।

তাই কাজ করলে সুন্দর করে করা উচিত। ফলাফল প্রকৃতি থেকে আসবে। সেটা আপনার চিন্তা করতে হবেনা।

মনে রাখবেন, যদি আপনার কাছে টাকা নাই কিন্তু কাজ আছে তাহলে আপনি ভালো আছেন। কিন্তু আপনার কাছে টাকা আছে, কোন কাজ নাই তার মানে আপনি বিপদজনক অবস্থায় আছেন।

তাই যেমন কাজেরও প্রয়োজন আছে তেমনি কাজের সৌন্দর্যের ও প্রয়োজন আছে।

16/08/2023

কাউকে জীবনের অপরিহার্য ভাববেন না৷ কেউ না থাকলে আপনার জীবন শেষ এমনটা ভাববেন না। ১০ মাস গর্ভ ধারণ করে জন্ম দেয়া মায়ের সেই মেয়েটিও বিয়ের পর তার বাবার ঘরে গেস্ট হয়ে যায়। এটাই নিয়ম। অন্ধকারে আপনার ছায়াও আপনার সাথে থাকেনা। জীবনে এমনও হয়, যে বলে- 'আমি তো আছি। কোনো টেনশন করো না'; কোনো একসময় হয়তো সে-ই সবচেয়ে বড় টেনশনটা দিয়ে বিদায় নেয়'।
আপনি সুখে আছেন এটাই বড় দুঃসংবাদ তাদের কাছে যারা চেয়েছিল আপনি সুখে না থাকেন। বোকারা জবাব দেয় মুখে, বিচক্ষণরা জবাব দেয় কাজে। বেস্ট হওয়ার জন্য কাউকে পেছনে টেনে ধরতে হবে না, আপনি এগিয়ে গেলে বাকিরা এমনিতেই পেছনে পড়ে থাকবে।
©️মোখতার আহমাদ

15/08/2023

লোকে বলে তারা অতীত ভুলে বর্তমান বেছে নিয়েছে,জীবনে এগিয়ে যাচ্ছে। সহজ কথায় "Move on" করেছে।
ভুল বলে তারা!

যেয়ে দেখুন দিন শেষে এখনো সেই অতীত মনে করে ডুকরে উঠে তারা সযত্নে রাখা প্রিয় মুখের ছবিটি কাটিয়ে যেতে এখনো তাদের হাত কাপে।চলার পথে হঠাৎ তার নাম শুনলেই পিছনে ফিরে তাকানোতে ভুল হয় না,রাতের সপ্নে এখনো তার অসস্তি হানা দেয়,হঠাৎ সোশাল মিডিয়ায় তার ছবি দেখে আনমনে হেসে ফেলার অভ্যাসটা আজোও রয়ে গেছে। তারা অতীত ভুলে থাকে না,সহ্য করার ক্ষমতা পেয়ে গেছে মাত্র। দিন দিন তাদের ভালোবাসার পাশাপাশি দূরে থাকার জেদটাও মাথা চেপে উঠে। অথচ দিনের আলো শেষ হলেই হারানোর শোকে কাতর হয়ে পড়ে। কেউ কেউ এই শোক মানিয়ে বেচে থাকে।অনেকেই আবার সহ্যশক্তি হারিয়ে সাদা কাপড় বেছে নেয়।

15/08/2023

কে বলেছে তোমাকে সবার কা'ছে'র কেউ হতে হবে।
সবার ম'ন জুগিয়ে চলতে হবে।
সবার প্রি'য় মানুষের তালিকায় থাকতে হবে।

কেন তুমি নিজের মতো চলতে পারোনা।
নিজের কাছে নিজে খুব প্রি'য় মানুষ হলেও বা ক্ষ'তি কোথায়।
নিজের জন্য বাঁ'চা কি অ'স'ম্ভ'ব কিছু।

এই যে তুমি প্রি'য় মানুষের তালিকার যু'দ্ধে নেমোছো, বি'শ্বা'স করো এই যু'দ্ধে সবাই পরাজিত।
একসময় তুমি নিজেই বুঝবে চিরকাল কারো প্রি'য় হয়ে থাকাটা অ'নে'ক ক'ঠি'ন।

শোনো, তোমাকে তোমার জন্য বাঁ'চ'তে হবে। তোমার মতো করে চলতে হবে।
অনেক তো হলো আর কত। সবার প্রি'য় হয়ে থাকার যু'দ্ধ'ক্ষেত্র থেকে যত তারাতারি নিজেকে ছাড়িয়ে নিবে তত তারাতারি তোমার বেঁ'চে থাকাটা সুন্দর হবে।

মনে রেখো, নিজের জন্য বাঁ'চা জীবনের আসল স্ব'র্থ'ক'তা।

14/08/2023

দীর্ঘ শ্বাস

কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না। মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস। আপনি কাউকে ঠকিয়েছেন? কাঁদিয়ে,শ্বাসিয়ে হৃদপিণ্ডে আগুন লাগিয়ে চলে গেছেন?কষ্ট দিয়েছেন? অতিরিক্ত অবহেলা করেছেন.?মানুষের সাথে খারাপ ব্যবহার করেছেন.?
যে মানুষটা আপনাকে অন্ধের মত বিশ্বাস করত তার বিশ্বাস ভেঙে দিয়েছেন!

মনে রাখবেন, মানুষটা আপনার উপর কোনো প্রতিশোধ না নিলেও সে যতবার আপনার কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলবে ততবারই তার আত্মা একটা নালিশ নিয়ে যাবে সৃষ্টিকর্তার কাছে। সৃষ্টিকর্তা সব দেখেন।
আপনি যত ভালো মানুষের মুখোশ পড়ে থাকেন না কেন, অথবা কাউকে ঠকিয়ে যতই সুখের সাগরে ভাসেন না কেন, কারো অন্তরে আঘাত দিলে সেটার শাস্তি আপনাকে দুনিয়াতেই ভোগ করতে হবে।
যে মানুষটাকে আপনি ঠকিয়েছেন সে যদি একসময় এসে আপনাকে মাফ করে দেয়, কোন অভিশাপ না দেয়,তবুও শাস্তি আপনাকে ভোগ করতেই হবে।
"রুহের হায়" বলতে একটা কথা আছে। আমরা যেটাকে "Revange of Nature" বলি। প্রস্তুত থাকবেন সর্বদা, মানুষ ছেড়ে দিলেও প্রকৃতি কাউকে ছেড়ে দেয় না.

Address

Sreemoggol
Habiganj
3049

Website

Alerts

Be the first to know and let us send you an email when Juti creations posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Juti creations:

Videos

Share