Farhan Ahmad

Farhan Ahmad ASHALAMUALIKUM.I always try to give Study Help specially for SSC & HSC and ISLAMIC ENTERTAINMENT.

11/10/2023
H.S.C.2024 Short Silabush.....
08/07/2023

H.S.C.2024 Short Silabush.....

ব্রেকিং নিউজএইচএসসি ২০২৪ হবে,,, এইচএসসি ২০২৩ এর সংক্ষিপ্ত সিলেবাসে।।
06/07/2023

ব্রেকিং নিউজ
এইচএসসি ২০২৪ হবে,,, এইচএসসি ২০২৩ এর সংক্ষিপ্ত সিলেবাসে।।

28/06/2023

ঈদের নামাজ পড়ার নিয়ম প্রেকটিকালি দেখে নিন।।।

24/06/2023

কুরবানী সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কথা।মন দিয়ে শুনোন।

20/06/2023

ব্রেকিং নিউজ
২০২৪ সালের এইচএসসি পরীক্ষা হবে শর্ট
সিলেবাসে।
শিক্ষা মন্ত্রীর ঘোষণা।

 #কুরবানীআল্লাহর নৈকট্য, আত্মত্যাগ, আত্মোৎসর্গ, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, সাম্য, মৈত্রী, সম্প্রীতির সুমহান মহিমায় ভাস্বর কুর...
20/06/2023

#কুরবানী

আল্লাহর নৈকট্য, আত্মত্যাগ, আত্মোৎসর্গ, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, সাম্য, মৈত্রী, সম্প্রীতির সুমহান মহিমায় ভাস্বর কুরবানী। কুরবানী আমাদের আদি পিতা আদম (আঃ) ও তদীয় পুত্র হাবিল-কাবীল এবং মুসলিম জাতির পিতা ইবরাহীম (আঃ) ও তদীয় পুত্র ইসমাঈল (আঃ)-এর সুমহান আত্মত্যাগ এবং আল্লাহর প্রতি অবিচল আস্থা-ভরসা ও জীবনের সর্বস্ব সমর্পণের মাধ্যমে তাঁর নৈকট্য লাভের ঐতিহ্য ও সংস্কৃতির সমন্বয়।

#কুরবানীর_ইতিহাস

আদি পিতা আদম (আঃ)-এর দুই পুত্র কাবীল ও হাবীলের দেওয়া কুরবানী থেকেই কুরবানীর ইতিহাসের গোড়াপত্তন হয়েছে। তারপর থেকে বিগত সকল উম্মতের উপর এটা জারী ছিল। আমাদের উপর যে কুরবানীর নিয়ম নির্ধারিত হয়েছে, তা মূলতঃ ইবরাহীম (আঃ) কর্তৃক শিশু পুত্র ইসমাঈল (আঃ)-কে আল্লাহর রাহে কুরবানী দেওয়ার অনুসরণে ‘সুন্নাতে ইবরাহীমী’ হিসাবে চালু হয়েছে। মক্কা নগরীর জনমানবহীন ‘মিনা’ প্রান্তরে আল্লাহর দুই আত্মনিবেদিত বান্দা ইবরাহীম ও ইসমাঈল আল্লাহর কাছে নিঃশর্ত আত্মসমর্পণের মাধ্যমে তুলনাহীন ত্যাগের যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, বর্ষপরম্পরায় তারই স্মৃতিচারণ হচ্ছে ‘ঈদুল আযহা’ বা কুরবানীর ঈদ। আল্লাহর কাছে আত্মসমর্পণের প্রকৃষ্ট নমুনা এই কুরবানীতে প্রতীয়মান।

বর্তমানে শতকরা ৯০ ভাগ মেয়েই মাস্ক, হাত মোজা,চশমা, এমনকি বোরকা এবং হিজাব পরিধান করে স্টাইল হিসেবে,, নিজেকে আকর্ষণীয় করে...
19/06/2023

বর্তমানে শতকরা ৯০ ভাগ মেয়েই মাস্ক, হাত মোজা,চশমা, এমনকি বোরকা এবং হিজাব পরিধান করে স্টাইল হিসেবে,, নিজেকে আকর্ষণীয় করে তুলতে 😢। সহীহ নিয়তে পর্দা করার উদ্দেশ্যে ইসলামী পোশাক পরিধানকারী নারীর সংখ্যা খুবই কম 😢। তাহলে সমাজ ধ্বংস হবে না কি করে 😢।
আল্লাহ সকল নারীদের হেদায়েত দান করুন -আমিন 🤲।

কাযা নামাজ আদায়ের নিয়ম।।।।
19/06/2023

কাযা নামাজ আদায়ের নিয়ম।।।।

বৃন্দাবন সরকারি কলেজের ৪র্থ বর্ষের পরীক্ষার্থীর জন্য..
19/06/2023

বৃন্দাবন সরকারি কলেজের ৪র্থ বর্ষের পরীক্ষার্থীর জন্য..

পরিপূর্ণভাবে নতুন কারিকুলাম বাস্তবায়ন প্রসঙ্গে।।
19/06/2023

পরিপূর্ণভাবে নতুন কারিকুলাম বাস্তবায়ন প্রসঙ্গে।।

18/06/2023

রাজশাহী এবং হবিগঞ্জের অর্থনৈতিক অবস্থার কিছু চিত্র আপনাদের বলি।

রাজশাহীতে :
সাদা কালো প্রিন্ট - ২ টাকা।
কালার প্রিন্ট - ৭ টাকা।
টমটমে কমপক্ষে ৫ কি.মি - ১২ টাকা
উঠানামা - ৫ টাকা

আর আমাদের হবিগঞ্জে :
সাদা কালো প্রিন্ট - ১০ টাকা।
কালার প্রিন্ট - ২০ টাকা।
টমটমে উঠানামা - ১০ টাকা।

কম্পিউটার ব্যবসায়ী ভাইদের বলব, লাভ করেন ঠিক আছে। কিন্তু এটা এক ধরণের অত্যাচার হয়ে গেল না? 🙂🙂🙂

২০২১ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার সময়সূচি:-
18/06/2023

২০২১ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার সময়সূচি:-

🔥সদ্যপ্রাপ্ত🔥 অনার্স ১ম বর্ষ ভর্তির কোটায় মেধা তালিকা ও ২য় মাইগ্রেশান ফলাফল আগামী ২০/০৬/২০২৩ তারিখ বিকাল ৪ টায় প্রকাশ কর...
18/06/2023

🔥সদ্যপ্রাপ্ত🔥 অনার্স ১ম বর্ষ ভর্তির কোটায় মেধা তালিকা ও ২য় মাইগ্রেশান ফলাফল আগামী ২০/০৬/২০২৩ তারিখ বিকাল ৪ টায় প্রকাশ করা হবে।
✔️ফলাফল জানা যাবে মেসেজ পাঠিয়ে বা ওয়েবসাইটে লগইন করে।
✅ কোটায় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে হবে ২০/০৬/২০২৩ থেকে ০৯/০৭/২০২৩ তারিখের মধ্যে।

***ভর্তি সংক্রান্ত বিস্তারিত স্ব স্ব কলেজ নোটিশ দিয়ে জানাবে। কলেজ নোটিশ অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে***

18/06/2023

⭕ আগামী ১৯ শে জুন রোজ সোমবার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে সেদিন সন্ধ্যা থেকেই যিলহজ্ব মাস শুরু হবে ইন শা আল্লাহ। অন্যথায় এর পরের দিন অর্থাৎ ২০ শে জুন রোজ মঙ্গলবার সন্ধ্যা থেকে যিলহজ্ব মাস শুরু হবে ইন শা আল্লাহ

🔸 আর যিলহজ্ব মাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত আমল হচ্ছে, যারা কুরবানী করবে তারা যিলহজ্ব মাস শুরু হওয়ার পর থেকে ধরে কুরবানী করার আগ পর্যন্ত চুল, নখ, অবাঞ্চিত পশম ইত্যাদী কোনো কিছু কাটবে না।

🔹 অর্থাৎ যিলহজ্ব মাস শুরু হওয়ার পূর্বেই [আগামী ১৯ শে জুন সোমবার সন্ধ্যা হওয়ার পূর্বেই] চুল, নখ, অবাঞ্চিত পশম ইত্যাদী কেটে ফেলতে হবে। [সুনানে নাসাঈ- ৪৩৬২]

🔸 আর আপনারা যারা কুরবানী করবেন না, তারাও চাইলে এই সুন্নত আমলটি করতে পারবেন ইন শা আল্লাহ। এতে করে আল্লাহ চান তো আপনারাও সুন্নত আদায়ের সওয়াব লাভ করবেন ইন শা আল্লাহ।

🔲 যিলহজ্ব মাসের আরো কিছু গুরুত্বপূর্ণ সুন্নত আমল হচ্ছে, ১ থেকে ৯ ই যিলহজ্ব তারিখ পর্যন্ত নফল রোজা রাখা। বিশেষ করে ৯ ই যিলহজ্ব অর্থাৎ ঈদের পূর্বের দিন আরাফার রোজার নিয়তে রোজা রাখা। এই রোজাটির বরকতে আল্লাহ তা'য়ালা পূর্বের ১ বছর এবং পরের ১ বছরের গুনাহসমূহ মাফ করে দিবেন [মুসলিম- ২৬৩৬]

⭕ তাই সাধ্য মোতাবেক নফল রোজাগুলো রাখার পাশাপাশি অবশ্যই অবশ্যই ৯ ই যিলহজ্ব তথা আরাফার রোজাটি রাখার চেষ্টা করবেন ইন শা আল্লাহ 💞✅

 #নিয়োগ_বিজ্ঞপ্তি নিয়োগকর্তাঃ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোচাকরির ধরনঃ সরকারি চাকরিপ্রকাশের তারিখঃ ১৩ জুন ২০২৩প্রকাশ সূত্রঃ...
18/06/2023

#নিয়োগ_বিজ্ঞপ্তি
নিয়োগকর্তাঃ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো
চাকরির ধরনঃ সরকারি চাকরি
প্রকাশের তারিখঃ ১৩ জুন ২০২৩
প্রকাশ সূত্রঃ দ্য ডেইরি অবজারভার
পদ সংখ্যাঃ ০২ টি
লোকসংখ্যাঃ ৭০৭ জন
শিক্ষাগত যোগ্যতাঃ ইমেজে দেখুন
আবেদন করার বয়সঃ ১৮-৩০ বছর
আবেদন করার মাধ্যমঃ অনলাইনে
আবেদন করার শুরুর তারিখঃ ২০ জুন ২০২৩
আবেদন করার শেষ তারিখঃ ১৯ জুলাই ২০২৩
আবেদন করার লিংকঃ ইমেজে দেখুন
অফিশিয়াল ওয়েবসাইটঃ http://www.bnfe.gov.bd

Icon Plus Habiganj শাখায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশব্যাপী অনুষ্ঠিত মেধার লড়াইয়ে অংশ নিয়ে জিতে নিন ৫০,০০০ টাকার প্রথম পুরস...
18/06/2023

Icon Plus Habiganj শাখায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দেশব্যাপী অনুষ্ঠিত মেধার লড়াইয়ে অংশ নিয়ে জিতে নিন ৫০,০০০ টাকার প্রথম পুরস্কারসহ ১০ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি। আপনি যদি ২০২৩ সালের এইচএসসি বা আলিম পরিক্ষার্থী হয়ে থাকেন তবে এই প্রতিযোগিতা শুধু আপনার জন্য। সেরাদের সেরা হওয়ার সুযোগ এবার আপনার হাতে।

দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা মেধাবীদের খুঁজে বের করতে এবং তাদেরকে পুরস্কৃত করতে আইকন প্লাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং নিয়ে এসেছে "মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৩"। প্রতিযগিতায় অংশ নিয়ে মেধার পরিচয় দিয়ে আপনিও পেতে পারেন-

🟥 𝟏𝐬𝐭 𝐏𝐫𝐢𝐳𝐞 : 𝟓𝟎,𝟎𝟎𝟎 𝐓𝐚𝐤𝐚
(৩০,০০০ টাকা নগদ + ২০,০০০ টাকার আইকন প্লাস সার্ভিস)

🟥 𝟐𝐧𝐝 𝐏𝐫𝐢𝐳𝐞: 𝟑𝟎,𝟎𝟎𝟎 𝐓𝐚𝐤𝐚
(১৫,০০০ টাকা নগদ + ১৫,০০০ টাকার আইকন প্লাস সার্ভিস)

🟥 𝟑𝐫𝐝 𝐏𝐫𝐢𝐳𝐞: 𝟐𝟎,𝟎𝟎𝟎 𝐓𝐚𝐤𝐚
(১০,০০০ টাকা নগদ + ১০,০০০ টাকার আইকন প্লাস সার্ভিস)

🟥 ৪র্থ থেকে ১০০ তম পর্যন্ত থাকছেঃ ৯ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি

⏰ পরীক্ষার তারিখঃ ১৪ জুলাই ২০২৩ (শুক্রবার, বিকাল ৩.০০ টা)
🏫 পরীক্ষা অনুষ্ঠিত হবেঃ আইকন প্লাস হবিগঞ্জ শাখায় (অফলাইনে)

📌 বিষয় ও মান বণ্টন-
#পরিক্ষা_পদ্ধতিঃ MCQ
#মোট_MCQ: ১০০
#পূর্ণমানঃ ১০০
#প্রতিটি MCQ এর জন্য ১ নম্বর পাবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে

#বাংলাঃ ৪০ নম্বর (১ম ও ২য় পত্র - শর্ট সিলেবাস অনুযায়ী)
#ইংরেজিঃ ৪০ নম্বর (১ম ও ২য় পত্র - শর্ট সিলেবাস অনুযায়ী)
#গ্রুপ_ভিত্তিক_বিষয়ঃ ২০ নম্বর (বিজ্ঞান: পদার্থ-১০ + রসায়ন-১০; ব্যবসায় শিক্ষা: হিসাববিজ্ঞান-১০ + ব্যবস্থাপনা-১০; মানবিক: ইতিহাস + ভূগোল + অর্থনীতি + পৌরনীতি, সাম্প্রতিক ঘটনাবলি)

📌 পরীক্ষায় অংশ নিতে নিচের লিংকে ক্লিক করে ফ্রি রেজিস্ট্রেশন করুন
📝 রেজিস্ট্রেশন লিংকঃ https://forms.gle/jEfbTpSfwBw25JjGA

🔥 বিস্তারিত জানতে যোগাযোগ করুন Icon Plus Habiganj শাখায় অথবা ফোন করুন।
☎️ 01636-327147
☎️ 01407-028990

✅ উল্লেখ্য যে, আইকন প্লাস এর যেকোনো শাখায় পরীক্ষা দেয়া যাবে।

আইকন প্লাস পরিবারের পাশে থাকার জন্য
আপনাকে ধন্যবাদ

18/06/2023

🍀কিছু পূর্ণরুপ ⭐⭐⭐
সম্পূর্ণ পড়ে দেখুন অনেক উপকৃত হবেন
🏟 J.S.C – এর পূর্নরূপ — Junior School Certificate.
🏟 J.D.C – এর পূর্নরূপ — Junior Dakhil Certificate.
🏟 S.S.C – এর পূর্নরূপ — Secondary School Certificate.
🏟 H.S.C – এর পূর্নরূপ — Higher Secondary Certificate.
🏟 A.M – এর পূর্নরূপ — Ante meridiam.
🏟 P.M – এর পূর্নরূপ — Post meridiam.
🏟 B. A – এর পূর্নরূপ — Bachelor of Arts.
🏟 B.B.S – এর পূর্নরূপ — Bachelor of Business Studies.
🏟 B.S.S – এর পূর্নরূপ — Bachelor of Social Science.
🏟 B.B.A – এর পূর্নরূপ — Bachelor of Business Administration
🏟 M.B.A – এর পূর্নরূপ — এর পূর্নরূপ — Masters of Business Administration.
🏟 B.C.S – এর পূর্নরূপ — Bangladesh Civil Service.
🏟 M.A. – এর পূর্নরূপ — Master of Arts.
🏟 B.Sc. – এর পূর্নরূপ — Bachelor of Science.
🏟 M.Sc. – এর পূর্নরূপ — Master of Science.
🏟 B.Sc. Ag. – এর পূর্নরূপ — Bachelor of Science in Agriculture .
🏟 M.Sc.Ag.- এর পূর্নরূপ — Master of Science in Agriculture.
🏟 M.B.B.S. – এর পূর্নরূপ — Bachelor of Medicine and Bachelor of Surgery.
🏟 M.D. – এর পূর্নরূপ — Doctor of Medicine./ Managing director.
🏟 M.S. – এর পূর্নরূপ — Master of Surgery.
🏟 Ph.D./ D.Phil. – এর পূর্নরূপ — Doctor of Philosophy (Arts & Science)
🏟 D.Litt./Lit. – এর পূর্নরূপ — Doctor of Literature/ Doctor of Letters.
🏟 D.Sc. – এর পূর্নরূপ — Doctor of Science.
🏟 B.C.O.M – এর পূর্নরূপ — Bachelor of Commerce.
🏟 M.C.O.M – এর পূর্নরূপ — Master of Commerce.
🏟 B.ed – এর পূর্নরূপ — Bachelor of education.
🏟 M.P. – এর পূর্নরূপ — Member of Parliament.
🏟 M.L.A. – এর পূর্নরূপ — Member of Legislative Assembly.
🏟 M.L.C – এর পূর্নরূপ — Member of Legislative Council.
🏟 P.M. – এর পূর্নরূপ — Prime Minister.
🏟 V.P – এর পূর্নরূপ — Vice President./ Vice Principal.
🏟 V.C- এর পূর্নরূপ — Vice Chancellor.
🏟 D.C- এর পূর্নরূপ — District Commissioner/ Deputy Commissioner.
🏟 S.P- এর পূর্নরূপ — Police Super.
🏟 S.I – এর পূর্নরূপ — Sub Inspector Police
🏟 GPA – এর পূর্নরূপ কি? – Grade Point Average
🏟 Dr. – এর পূর্নরূপ — Doctor.
🏟 Mr. – এর পূর্নরূপ — Mister.
🏟 Mrs. – এর পূর্নরূপ — Mistress.
🏟 Miss – এর পূর্নরূপ — used before unmarried girls.

➡️পড়া শেষ হলে done লিখে যাবেন।🙂

17/06/2023

🍀গুরুত্বপূর্ণ কিছু বাগধারা ⭐⭐
ক্ষমার যোগ্য → ক্ষমার্হ
যা বলা হয়নি → অনুক্ত
যা পূর্বে ছিল এখন নেই → ভূতপূর্ব
যে ভূমিতে ফসল জন্মায় না → ঊষর
যা চিরস্থায়ী নয় → নশ্বর
অক্ষির সমীপে → সমক্ষ
যা সহজে অতিক্রম করা যায় না → দুরতিক্রম্য
কর্মে যাহার ক্লান্তি নাই → অক্লান্ত কর্মী
যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে → প্রোষিতভর্তৃকা
অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় → কুম্ভিলকবৃত্তি
বেঁচে থাকার ইচ্ছা → জিজীবিষা
যিনি ন্যায়শাস্ত্র জানেন → নৈয়ায়িক
জয় করার ইচ্ছা → জিগীষা
মৃত্তিকা দিয়ে তৈরি → মৃম্ময়

17/06/2023

HSC 2024 শর্ট সিলেবাসে হতে পারে।।

17/06/2023

কনফিউজিং প্রশ্নোত্তর
🎇 সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে
তবে
নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়ে কে।
🎇 পৃথিবীর রাজধানী বলা হয় - নিউইয়র্ক
কিন্তু
পৃথিবীর কেন্দ্র বলা হয় - মক্কা।
🎇 নিষিদ্ধ দেশ বলা হয় - তিব্বত
কিন্তু
নিষিদ্ধ শহর বলা হয় - লাসা।
🎇 উত্তপ্ত গ্রহ - শুক্র
তবে
শীতল গ্রহ - নেপচুন।
🎇 ইউরেনাস কে বলা হয় - সবুজ গ্রহ কিন্তু
মঙ্গল কে বলা হয় - লাল গ্রহ
আবার
পৃথিবী কে বলা হয় - নীল গ্রহ।
🎇 ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হয়।
কিন্তু
ইন্দোনেশিয়াকে হাজার দ্বীপের দেশ বলে।
আবার
বিশ্বের বৃহত্তম দ্বীপ দেশ - ইন্দোনেশিয়া ।
🎇 'মুক্তার দ্বীপ' হিসেবে খ্যাত বাহরাইন
তবে
'টাইগার অব বাইসাইকেল' বলা হয়
-ভিয়েতনামকে।

17/06/2023

⚠️ HSC তে A+ এর নিয়ম ⚠️

🔷 ৭টায় A+ পেলে গোল্ডেন GPA-5.00

🔷 ৪টায় A+ ৩টায় A পেলেও GPA-5.00 আসবে

🔷 ৫টায় A+ ২টায় A- আসলেও GPA-5.00 আসবে

🔷 ৫টায় A+ ১টা A ১টা B পেলেও GPA-5.00 আসবে।

🔷 ৬ টায় A+ একটায় C আসলেও GPA-5.00 আসবে।

🔷 ৬টায় A+ অপশনালে ফেইল আসলেও GPA-.500 আসবে।

💎 মোট ৭ টায় (৭×৫) ৩৫ পয়েন্ট হয়। এর মধ্যে থেকে অপশনালে ২ পয়েন্ট বাদ দেয়া হবে। বাকি ৩৩ পয়েন্ট এর মধ্যে ৩০ পয়েন্ট পেলেও A+ আসবে ❤️

16/06/2023

জিলহজ মাসের ফজিলত ও এই মাসে কি কি আমল করা উত্তম।।।। ধৈর্য্য ধরে পুরো ভিডিওটা দেখুন এবং আমল করার চেষ্টা করুন।।

Address

Shaistaganj
Habiganj
183827

Website

Alerts

Be the first to know and let us send you an email when Farhan Ahmad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Farhan Ahmad:

Videos

Share

Nearby media companies