From Tamim's wall

From Tamim's wall Welcome to my official page. Here you can find book reviews, study tips and my upcoming blogs.

Where the land meets the sea: a peaceful moment in the mangroves. 🌅🌳"
02/07/2024

Where the land meets the sea: a peaceful moment in the mangroves. 🌅🌳"

"Embracing the waves and soaking in the sea breeze!   🌊
30/06/2024

"Embracing the waves and soaking in the sea breeze!

🌊

23/06/2024

পৃথিবীতে সবচেয়ে সুন্দরতম সমস্যার নাম নিঃসঙ্গতা,একাকীত্ব।

"Tranquil sunset reflecting over calm waters, painting the sky with hues of pink and orange."
21/06/2024

"Tranquil sunset reflecting over calm waters, painting the sky with hues of pink and orange."

21/06/2024

রাসেলস ভাইপারের চেয়েও মারাত্মক বিষাক্ত, আমার কিছু আত্মীয় স্বজন। 🙂

20/06/2024

গরুর মাংসের প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে গেছে । 🐂🙂

"Enjoying a peaceful walk by the riverside on a cloudy day."
20/06/2024

"Enjoying a peaceful walk by the riverside on a cloudy day."

বুক রিভিউ বইয়ের নাম : নবনীলেখক : হুমায়ূন আহমেদলেখার ধরন : উপন্যাসপ্রথম প্রকাশ : সেপ্টেম্বর ১৯৯৩প্রকাশক : সময় প্রকাশনপৃষ...
18/06/2024

বুক রিভিউ

বইয়ের নাম : নবনী
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : উপন্যাস
প্রথম প্রকাশ : সেপ্টেম্বর ১৯৯৩
প্রকাশক : সময় প্রকাশন
পৃষ্ঠা সংখ্যা : ১২৮ টি

নবনীর কলেজের এক মাউলানা শিক্ষক আছেন। ক্লাসের সব মেয়েরাই তাকে নিয়ে কিছুটা ঠাট্টা তামাশা করে। মাওলানা তেমন কিছু বলেন না। একদিন নবনী দেখে তার শিক্ষক তাদের বাসায় ভাড়াটিয়া হয়ে এসেছে। এক সময় নবনী মাউলানার প্রতি আগ্রহ বোধ করতে থাকে, এবং অবধারিত ভাবে তার প্রেমে পরে যায়। তাদের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়। মাউলানা নবনীর বাবার কাছে বিয়ের প্রস্তাব দেয়। নবনীর বাবা প্রচন্ড রেগে গিয়ে মাউলানাকে বাড়ি থেকে বের করে দেয় আর তার সমস্ত জিনিসপত্র বাড়ি থেকে ছুড়ে ছুড়ে ফেলে দেয়।এলাকার লোকজন জড়ো হয় রাস্তায়। লোকজনের মাঝে এক ধরনের উন্মাদনা সৃষ্টি হয়। তারা মাউলানাকে খুব পিটানি দিয়ে মেরে ফেলে। এরপরেই নবনীর মানুষিক রোগ দেখা দেয়। চিকিৎসার জন্য নবনীর বড় মামা তাকে নিয়ে ঢাকায় চলে যায়। অনেক দিন ধরে নবনীর চিকিৎসা চলে। সে সুস্থ হয়ে নিজের বাড়িতে ফিরে আসে। চিকিৎসা চলাকালিন সময়ের কথা কিছুই নবনীর মনে থাকে না।বড় মামার চেষ্টাতেই নোমান নামের একটি খুবই সাদাসিদা দরিদ্র ছেলের সাথে নবীর বিয়ে হয়। নোমান তার বাল্যবন্ধু শফিকের অফিসে কাজ করে। আসলে সে বন্ধু ও বন্ধু পত্নির ফাই-ফরমায়েস খাটে। শফিক আর তার স্ত্রীর মধ্যে সম্পর্কের কিছুটা টানাপোড়ন চলছে। এদের মাঝখানে পরে গেছে নোমান।নবনী প্রেগনেন্ট হয়। তিন মাস পরে এক রাতে শফিক আর তার স্ত্রীর সাথে নবনী ও নোমান একটি নৌভ্রমণে যায়। সেখানে শফিকের স্ত্রী তার স্বামীর সাথে রাগারাগি করে নোমানকে সাথে নিয়ে ঢাকার পথে রওনা হয়ে যায় আর তখনই নবনী অসুস্থ হয়ে পরে। নবনীর রক্তক্ষরণ শুরু হয়। তখন নবনীর তার মানুসিক অসুস্থ থাকা অবস্থায় চিকিৎসা চলাকালিন সময়ের ভুলে যাওয়া সব কথা মনে পরে যায়। মনে পরে যায় তার একটি কন্যা সন্তান জন্মের কথা, সেই মেয়েটি হয়তো কোন এক এতিমখানায় এখন বড় হচ্ছে।

Embracing the spirit of sacrifice and joy, siblings unite in festive harmony to celebrate the blessings of Eid ul Adha. ...
17/06/2024

Embracing the spirit of sacrifice and joy, siblings unite in festive harmony to celebrate the blessings of Eid ul Adha.

🌙✨

17/06/2024

"An Eid ul-Adha khutbah being delivered to a gathered congregation in an outdoor setting."

Happy Father's Day to all the amazing dads out there. Today, we honor the men who have given us love, strength, and guid...
16/06/2024

Happy Father's Day to all the amazing dads out there. Today, we honor the men who have given us love, strength, and guidance.

I see the sacrifices you made, the dreams you set aside to ensure mine could flourish. Your silent acts of love and the endless ways you showed you cared mean more than words can express. You taught me the value of hard work, the importance of integrity, and the power of compassion.

Today, I reflect on all the lessons you imparted—not through words, but through your actions. Your life is a testament to selfless love and enduring strength. Though I may not say it often, my gratitude for you is boundless.

To all the fathers who are no longer with us, your spirit lives on in the hearts of those you loved. We honor your memory and the indelible mark you left on our lives.

Father's Day is a reminder to cherish the moments, to celebrate the bonds, and to acknowledge the incredible influence fathers have on our lives.

Dad, you are my hero . Your love is the bedrock of my life, and I am eternally grateful. Happy Father's Day to the man who means everything to me. Thank you for being my rock, my mentor, and my biggest supporter. I love you more than words can ever convey.

👨‍👧‍👦

15/06/2024

নিজের সাথে সবচেয়ে হৃদয়বিদারক ঘটনাটি ঘটবার পরও ভেঙে পড়তে নেই।
নদীর পাড় না ভাঙলে সেই নদী কখনো বড় হয়না।

যার জীবনস্মৃতি যত মর্মান্তিক; তার সহনশীলতার স্তম্ভ ততো বেশি মজবুত।

10/06/2024

আদর্শ মানুষকে কেউ পছন্দ করে না। আদর্শ মানুষ ডিসটিল্ড ওয়াটারের মতো - স্বাদহীন। সমাজ পছন্দ করে অনাদর্শ মানুষকে। যারা ডিসটিল্ড ওয়াটার নয় - কোকাকোলা ও পেপসির মতো মিষ্টি কিন্তু ঝাঁঝালো।

09/06/2024

পৃথিবীর সব সম্পর্ক আপেক্ষিক।
পরম সম্পর্ক বলতে কিছু হয় না।

❝ভালোবাসায় অভিমান অবশ্যম্ভাবী। কখনো কখনো দরকারীও। কারণ, যত্ন পেলে অভিমান হয়ে ওঠে আরও গভীর ভালোবাসা। আরও অন্তরঙ্গ অনুভব। ...
09/06/2024

❝ভালোবাসায় অভিমান অবশ্যম্ভাবী। কখনো কখনো দরকারীও। কারণ, যত্ন পেলে অভিমান হয়ে ওঠে আরও গভীর ভালোবাসা। আরও অন্তরঙ্গ অনুভব। কিন্তু ক্রমাগত উপেক্ষা ও অপমানে অভিমান রূপান্তরিত হয় অহমে। আর অহম একবার জেগে উঠলে তা ধ্বংস করে দেয় সব। সেই ধ্বংসস্তুপ সারানোর সাধ্য কারো থাকে না। ভালোবাসারও না।❞

~~ সাদাত হোসাইন

08/06/2024

কথা বলার ক্ষেত্রে আমি খুবই চুপচাপ একটা মানুষ। আমি প্রয়োজনের বেশি কথা বলিনা। এমন না যে আমার মধ্যে অহংকার আছে বা মিশতে না পারার অক্ষমতা। এমনিই কথা কম বলি।

তবে আমি যেখানে কমফোর্টেবল অনুভব করি সেখানে অগণিত কথা বলি। যেকোনো বিষয়ে কথা বলি, মজা করি, আবার মাঝেমাঝে মন খারাপ নিয়েও হয়ে যায় অনেক কথা।

কিন্তু ওই কমফোর্ট জায়গায় ও যদি একবার নিজেকে গুরুত্বহীন হিসেবে দেখে ফেলি। যতদ্রুত সম্ভব আমি সেখান থেকে নিজেকে গুটিয়ে নেই। আমি এমনই, এই নিয়ে আমার কোনো অভিযোগ নেই।

07/06/2024

কিছু একাকিত্বের কোনো নাম হয় না
পাশে সবাই আছে,
অথচ নিজের বলতে যেন কেউ নেই।

এই অনুভূতি কাউকে
বলা যায় না,কাউকে বোঝানো যায় না🤍

"Finding peace and perspective in the vast expanse of nature."
06/06/2024

"Finding peace and perspective in the vast expanse of nature."

বুক রিভিউ From Tamim's wall বইয়ের নামঃ শেষের কবিতালেখকঃ রবীন্দ্রনাথ ঠাকুরভাষাঃ বাংলাঘরনাঃ চিরায়ত উপন্যাসবইয়ের পৃষ্ঠাঃ ৯৬...
03/06/2024

বুক রিভিউ From Tamim's wall

বইয়ের নামঃ শেষের কবিতা
লেখকঃ রবীন্দ্রনাথ ঠাকুর
ভাষাঃ বাংলা
ঘরনাঃ চিরায়ত উপন্যাস
বইয়ের পৃষ্ঠাঃ ৯৬
মূল্যঃ ১৫০ টাকা
প্রকাশনীঃ বিশ্ব সাহিত্য কেন্দ্র
অনুযোগ (রেটিং) – ৮.৫/১০

লাব্যণের কৌতূহল আর বাধ মানল না, জিজ্ঞাসা করে ফেললো, “লাইন কী-বলুন না।”“For God’s sake, hold your tongue and let me love!”লাবণ্যের বুকের ভিতরা কেঁপে উঠলো।বিশ্বকবি, কবিগুরু, মননের গুরু, আমার রবি’দা উপন্যাস ‘শেষের কবিতা’র একটি অংশ বিশেষ এটি। অমিত-লাবণ্যের প্রেমময় সময়গুলোকে যুগলবন্দী করে রাখা ইচ্ছেগুলোকে কবিগুরু সমর্পণ করেছেন তাঁর ‘শেষের কবিতায়।’আমি বারবার শৈল্পিক মুগ্ধ হয়ে পড়ি রবি’দার শব্দে, উঁনার গল্পে।এতো চমৎকার প্রেক্ষাপট আর যুগলবন্দীতে আমি যেন অকপটে রাখতে থাকি সময়ের সাথে।বইটি শুরু হয়......উপন্যাস শুরু হয় নায়ক চরিত্রের অমিত রায়কে দিয়ে, যার বাবা ছিলেন ব্যারিস্টার। অমিত রায়-ও নিজের বাবার মতো ব্যারিস্টার। অক্সফোর্ড এর ছাত্র, পড়াশোনার পার্ট মোটামুটি চুকিয়ে অমিত ফিরে আসে দেশে। তারপর দেশে আসার পর শুরু হয় বিয়ের তোড়জোড়!অমিতের পরিবার বেশ ভাল ভাবে ধরে অমিতকে বিয়ে দেয়ার জন্য। কিন্তু বিয়ের ইচ্ছা থাকলেও বিয়ে করতে ঠিক রাজি নয় অমিত। কেন?কারণ বিলেতে পড়াশোনা করে আসলেও অমিতের মত সুক্ষ্ম আর মার্জিত রুচিবোধের ছেলের বিয়ে করার জন্য মেয়ে ঠিক পছন্দ হয়না। অমিতের আশেপাশে অবশ্য মেয়েদের ভীড় কম নেই। তবে এরা সবাই আধুনিক হওয়ার এতো কম্পিটিশনে নেমেছে যে অমিত ঠিক নিজের মনের মানুষটাকে খোঁজে পাচ্ছিলনা।অন্যদিকে অমিতের দুই বোন ‘সিসি’ ও ‘লিসি’ নাম শোনে বুঝে নেয়া যায় এরা কোন পর্যায়ের আধুনিক! ভাইয়ের ঠিক উল্টো!আধুনিকতার ছোঁয়ায় এদের যেন ঠিক মতো চিনতে পারেনা অমিত রায়। যাইহোক, ভাগ্যের কোন এক যোগসূত্রে অমিত ঘুরতে যায় শিলঙ পাহাড়ে। বিষন্নতায় কাটল অমিতের কিছুটা দিন শিলঙে। তারপর.... দেখা হয় ‘লাবণ্যের’ সাথে! রবীন্দ্রনাথের উপন্যাসে যার নাম লাবণ্য, বুঝে নেয়া যায় সে কতটা লাবণ্যময়ী!অমিত আর লাবণ্যের পরিচয় পর্বটা বেশ মনোমুগ্ধকর, চলচ্চিত্রের অংশের মতো।
ধীরে ধীরে ভাল লাগার সৃষ্টি হয় অমিতের মনে লাবণ্যের জন্য আর সেটা প্রকাশ করতেও দেরী করেনা সে। লাবণ্যের মনে যে ভাল লাগা ছিলনা তা বলা যায়না তবুও কোন এক অজানা ভয় ছিল লাবণ্যের মনে... কি ভয়? ভয়টা কি যথার্থ?লাবণ্যের বাবা অবনীশ দত্তের ব্যক্তিগত লাইব্রেরিতে প্রায়ই পড়তে আসে শোভনলাল। সেখান থেকেই লাবণ্যের প্রতি ভালবাসাটা জন্ম নেয় শোভনলালের।অবনীশ দত্তের অবশ্য বেশ পছন্দ শোভনলালকে। অবশ্য নিজের মতামত মেয়ের উপর চাপিয়ে দেয়ার মানুষ নন অবনীশ।শিলঙ পাহাড়ে যোগমায়ার বাড়িতে এসে হঠাৎ উপস্থিত অমিতের বোন সিসি, সাথে আসে ‘কেতকী।’যোগ পরিবর্তন আর আধুনিকতার ছোঁয়ায় নামটা এমন অদ্ভুত রূপ নেয়। তারপর....... কাহিনী বদলে যায় হঠাৎ করে!কেন?কেতকীর আগমনে হঠাৎ করেই কোথায় চলে যায় লাবণ্য? আর কেনই কেতকীর মত মেয়ের চোখে নেমে আসে আবেগের জল? কি হয় অমিতের? আর শোভনলাল, কি হয় সেই জ্ঞানপিপাসু শোভনলালের?নিজের ব্যক্তিগত পাঠ প্রতিক্রিয়ায় ‘শেষের কবিতা’ বেশ গাম্ভীর্যপূর্ণ। বাংলা সাহিত্যে রোমান্সে রবীন্দ্রনাথের প্রভাব সবচেয়ে বেশি। আর, তার রোমান্টিক উপন্যাসের মধ্যে সবচাইতে জনপ্রিয় আর পাঠক-নন্দিত হলো ‘শেষের কবিতা’। শেষের কবিতার কিছু লাইন আপনাকে দিবে দর্শনের পূর্ন প্রান, আর কিছু লাইন আপনাকে ভাসাবে রোমান্সের সাগরে।শেষের কবিতা উপন্যাসে রবি ঠাকুরের অসাধারণ কিছু উক্তি আছে, আছে কিছু অসাধারণ চিত্র বর্নণা। যেমনঃ

(১) কমল-হীরের পাথরটাকে বলে বিদ্যে, আর ওর থেকে যে আলো ঠিকরে পড়ে, তাকে বলে কালচার। পাথরের ভার আছে, আলোর আছে দীপ্তি।

(২) সায়াহ্নের এই পৃথিবী যেমন অস্ত-রশ্মি-উদ্ভাসিত আকাশের দিকে নিঃশব্দে আপন মুখ তুলে ধরেছে, তেমনি নীরবে, তেমনি শান্ত দীপ্তিতে লাবণ্য আপন মুখ তুলে ধরলে অমিতের নতমুখের দিকে।

(৩) সেইখানে পশ্চিমের দিকে মুখ করে দুজনে দাঁড়ালো। অমিত লাবণ্যের মাথা বুকে টেনে নিয়ে তার মুখটি উপরে তুলে ধরলো। লাবণ্যের চোখ অর্ধেক বোজা, কোণ দিয়ে জল গড়িয়ে পড়ছে।শেষের কবিতা, যে উপন্যাসের কোনো শেষ নেই; সাহিত্যপ্রেমীদের এবং সব প্রেমপোষণকারীদের রবি’দার এই অমর অনবদ্য প্রেমকাহিনী পড়ার সাদর আমন্ত্রণ জানাচ্ছি…..

02/06/2024

জীবনটাকে ইতিবাচকভাবে ভাবতে হবে৷ ব্যার্থতাকে ধরে নিতে হবে যে আমাকে আরো শিখতে হবে, জানতে হবে৷ নিজের দুর্বলতা স্বীকার করার মধ্যে লজ্জার কিছু নাই, বরং তা আমাকে নতুন করে তৈরী হতে অনুপ্রেরণা জোগায়৷ অন্যের ভুল ত্রুটি দেখে মজা পাওয়ার থেকে অন্যকে টিপ্পনী কাটার চাইতে নিজেকে নিয়ে কাজ করা, নিজেকে আপগ্রেড করাটাই লক্ষ্য হওয়া উচিত৷

আরেকটা বিষয়, নিজেকে নিয়ে গর্ব করা উচিত সবসময়৷ আমি যদি সামাজিকভাবে কোন ছোট পেশাতেও কাজ করি, সেখানেও আমার ইতিবাচকতা খোঁজা উচিত, গর্ব করা উচিত৷ কিন্তু গর্ব করতে গিয়ে অহংকার না করি, কবরে যাওয়ার পর ওই অহংকার আমার কোন কাজে আসবে না৷

আমার ভাল লাগে পরিচিত কাউকে দেখলে দূর থেকে সালাম দিতে, কাছে গিয়ে কুশলাদি বিনিময় করতে৷ পরিচিতজনদের দেখে চোখ এড়িয়ে গিয়ে, দেখেও না দেখার ভান করার মত স্মার্ট আমি হতে পারিনি, চাই ও না ইনশাল্লাহ৷

“So put your trust in Allah, for you are surely upon the ˹Path of˺ clear truth.”— Al Qur’aan [27:79]
01/06/2024

“So put your trust in Allah, for you are surely upon the ˹Path of˺ clear truth.”

— Al Qur’aan [27:79]

“They plan, and Allah plans. Surely, Allah is the best of planners.”— Qur’an [8:30]
31/05/2024

“They plan, and Allah plans. Surely, Allah is the best of planners.”

— Qur’an [8:30]

“Serenity on Two Wheels: Embracing Mindfulness in the Great Outdoors 🌿🚲✨"
30/05/2024

“Serenity on Two Wheels: Embracing Mindfulness in the Great Outdoors 🌿🚲✨"

27/05/2024

বৃষ্টির সময় দোয়া কবুল হয়।
(মুস্তাদরাকে হাকেম, ২৫৩৪)

27/05/2024

কাউকে আনফ্রেন্ড করে পুনরায় ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠানোর যে ব্যাপার টা 🤭

27/05/2024

জীবনে যা ই করেন, কাউকে 'ইউজ' কইরেন না! আপনার নিজের 'শান্তির' জন্য অন্য একটা মানুষ এর জীবন নষ্ট করে দিয়েন না! মানুষ টা যখন বুঝে যাবে আপনি তাকে কখনো ভালোবাসেন নাই, শুধু নিজের সুবিধার জন্য তাকে 'ইউজ' করছেন,সে আর ঠিক থাকতে পারবে না! কাউকে 'ইউজ' করার মতো জঘন্য কাজ খুব কম ই আছে! একা থাকেন,তাও কারো জীবন নষ্ট কইরেন না!

26/05/2024

➝ বাংলাদেশ উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় 'রিমাল' এর নামকরণ করেছে মধ্যপ্রাচ্যের দেশ ⎯ ওমান।
➝ ‘রিমাল’ একটি আরবি শব্দ।
➝ 'রিমাল' শব্দের অর্থ বালি। ওমানে বালিঝড়কে বলা হয় ‘রিমাল’। সেখান থেকেই এ নামকরণ।

⭕️ ঘূর্ণিঝড়ের নামকরণের ইতিহাস অবশ্য অনেক পুরোনো। সাধারণত বড় ঘূর্ণিঝড়গুলো আলাদা করে চেনা ও এগুলো সম্পর্কে তথ্য সংরক্ষণের সুবিধার জন্য প্রতিটির আগাম নামকরণ করা হয়।
⭕️ বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) নামকরণের বিষয়টি তদারক করে থাকে। উত্তর আটলান্টিক ও উত্তর–পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় ঘূর্ণিঝড়গুলোর ক্ষেত্রে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে নামকরণ শুরু হয় ১৯৭৫ সাল থেকে। তিন বছর পর ঘূর্ণিঝড়গুলোর নামের আগাম তালিকা করার রেওয়াজ চালু হয়।

সবসময় স্ট্রং থাকা যায় না! ভেতরের চা'পা আর্তনাদ লুকিয়ে রাখা যায় না! জমে থাকা ব্যাথা গুলো হঠাৎ'ই চিৎকার দিয়ে বলে উঠে!...
17/05/2024

সবসময় স্ট্রং থাকা যায় না! ভেতরের চা'পা আর্তনাদ লুকিয়ে রাখা যায় না! জমে থাকা ব্যাথা গুলো হঠাৎ'ই চিৎকার দিয়ে বলে উঠে! আমি আর পারছিনা! 🖤

17/05/2024

আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ।’

Address

Habiganj
3300

Alerts

Be the first to know and let us send you an email when From Tamim's wall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to From Tamim's wall:

Videos

Share