সানশাইন মডেল হাই স্কুল

সানশাইন মডেল হাই স্কুল হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুরে অবস্থিত।
(5)

28/12/2023

রীমা দেব এর ইসলামী সংগীত পরিবেশন।

28/12/2023

শিক্ষক ট্রেনিংয়ে সানশাইন মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক রিমা দেবের গজল পরিবেশনা।

সানশাইন মডেল হাই স্কুলেনতুন কারিকুলাম অনুযায়ী ২ দিন ব্যাপি শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্নপ্রশিক্ষক : জনাব আতাউর রহমান...
28/12/2023

সানশাইন মডেল হাই স্কুলে
নতুন কারিকুলাম অনুযায়ী ২ দিন ব্যাপি শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
প্রশিক্ষক : জনাব আতাউর রহমান উজ্জ্বল স্যার (মাস্টার ট্রেইনার)
এর মধ্যে থেকে ৩ জনকে পুরস্কৃত করা হয়।

এছাড়াও সানশাইন মডেল হাই স্কুলের প্রতিষ্ঠালগ্ন এখন অবদি শিক্ষকতায় থাকা ২ জন ম্যাডামকে সম্মাননা দেয়া হয়।

উক্ত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানশাইন মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি এম শামছুদ্দিন, প্রধান শিক্ষক নাসির উদ্দীন, ৫ গ্রাম নেতা ফয়সল আহমেদ, সানশাইন মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল মাওয়া, এ এস এম রেদুয়ান প্রমুখ।

28/12/2023

এস এস সি পরীক্ষার্থী ২০২৪ এর সকল ছাত্রছাত্রী ভিডিও টি একবার দেখবেন কাজে আসতে পারে।
উপস্থাপনায় মোহাম্মদ রায়হান মিয়া
নটরডেম কলেজ

সানশাইন মডেল হাই স্কুলেনতুন কারিকুলাম অনুযায়ী চলছে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা প্রশিক্ষক : জনাব আতাউর রহমান উজ্জ্বল স্যার ...
27/12/2023

সানশাইন মডেল হাই স্কুলে
নতুন কারিকুলাম অনুযায়ী চলছে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা
প্রশিক্ষক : জনাব আতাউর রহমান উজ্জ্বল স্যার (মাস্টার ট্রেইনার)

উপস্থিত আছেন সানশাইন মডেল হাই স্কুলের সভাপতি জনাব এম শামছুদ্দিন স্যার, প্রধান শিক্ষক জনাব নাসির উদ্দিন স্যারসহ সকল শিক্ষক।

সানশাইন মডেল হাই স্কুল  এর এস এস সি ২০২৩ এর শিক্ষার্থী মোহাম্মদ রায়হান মিয়া দেশ সেরা কোচিং সেন্টার উদ্ভাস উন্মেষ থেকে সম...
25/12/2023

সানশাইন মডেল হাই স্কুল এর এস এস সি ২০২৩ এর শিক্ষার্থী মোহাম্মদ রায়হান মিয়া দেশ সেরা কোচিং সেন্টার উদ্ভাস উন্মেষ থেকে সম্মাননা স্বারক পাওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা।

23/12/2023

সানশাইন মডেল হাই স্কুল এর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৩ ইং।
তারিখঃ ২৩/১২/২০২৩ ইং

সানশাইন মডেল হাই স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠিত।প্রেস বিজ্ঞপ্তিঃ হবিগঞ্জ জেলা তথা বাহুবল উপজেলার স্বনামধ...
23/12/2023

সানশাইন মডেল হাই স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠিত।

প্রেস বিজ্ঞপ্তিঃ হবিগঞ্জ জেলা তথা বাহুবল উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সানশাইন মডেল হাই স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে।
২৩ ডিসেম্বর রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় সানশাইন মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক নাসির উদ্দীন এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক এ এস এম রেদুয়ানের পরিচালনায় উপস্থিত ছিলেন সানশাইন মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি এম শামছুদ্দিন, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নুর, দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদের সভাপতি হুমায়ুন রশীদ জাবেদ, খাগাঊরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় দেব, ক্রীড়া ব্যক্তিত্ব কাজী আলফু, বিলাল মুন্সি, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, জহিরুল ইসলাম, এম এ আজিজ সাগর, ওয়াহিদ মিয়া প্রমুখ।

এছাড়াও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখে সানশাইন মডেল হাই স্কুলের প্রাক্তন ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারহানা ফৌজিয়া, প্রাক্তন ছাত্রী ২০২৩ সালের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী মেহজাবিন জান্নাত সোমা, "বঙ্গবন্ধুকে জানো বাংলাদেশকে জানো" সাধারণ জ্ঞান বিষয়ক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ১ম স্থান অর্জন করা সুষ্মিতা রাণী দেব।
আলোচনা সভা শেষে সকল শিক্ষার্থীর হাতে ফলাফল তুলে দেয়া হয়।

20/12/2023

এস এস সি ২০২৪ পরীক্ষার্থীদের রাতে ক্লাস নিচ্ছেন সানশাইন মডেল হাই স্কুল শিক্ষকরা।

17/12/2023

সানশাইন মডেল হাই স্কুলের গার্লস ইন স্কাউট গ্রুপের কুচকাওয়াজ প্রদর্শনী -২০২৩

শিক্ষক প্রশিক্ষণনতুন কারিকুলামজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ স্যারের সাথে।স্থানঃ শায়েস্তাগঞ্জ  ইসলামী একাডেমী।
17/12/2023

শিক্ষক প্রশিক্ষণ
নতুন কারিকুলাম
জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ স্যারের সাথে।
স্থানঃ শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলায় সর্বোচ্চ পুরস্কার অর্জন সানশাইন মডেল হাই স্কুলের।অভিনন্দন অভিনন্দন অভিনন্দন!!! মহান বিজয়...
17/12/2023

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলায় সর্বোচ্চ পুরস্কার অর্জন সানশাইন মডেল হাই স্কুলের।

অভিনন্দন অভিনন্দন অভিনন্দন!!!
মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১২টি পুরস্কার এর মধ্যে ৪টি প্রথম সহ মোট ৭টি পুরস্কার অর্জন করে উপজেলায় সর্বোচ্চ পুরস্কার অর্জন সানশাইন মডেল হাইস্কুলের।

বিজয়ী শিক্ষার্থী
খ- গ্রুপ
হৈমু রশিদ মাহদিয়া-১ম স্থান অর্জন করায় পুরষ্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম নুর, সাংবাদিক অভিজিৎ ভট্রাচার্য্য, মোঃ নাজির হোসেন হাসু, হুমায়ুন রশিদ জাবেদ, এম শামছুদ্দিন ও প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন।শুভ কামনা রইল।

16/12/2023

মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে বাহুবল উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রাথমিক পর্যায়ে কুচকাওয়াজে খুরশেদা হেকিম মেমোরিয়াল স্কুলের প্রথম স্থান অর্জন।

মহান বিজয় দিবস উপলক্ষে সানশাইন মডেল হাই স্কুলের স্থায়ী ক্যাম্পাসে বিভিন্ন খেলাধুলার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠ...
16/12/2023

মহান বিজয় দিবস উপলক্ষে সানশাইন মডেল হাই স্কুলের স্থায়ী ক্যাম্পাসে বিভিন্ন খেলাধুলার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।

সবাইকে বিজয়ের শুভেচ্ছা।
16/12/2023

সবাইকে বিজয়ের শুভেচ্ছা।

মহান বিজয় দিবস উপলক্ষে বাহুবল উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীতে ৪ টি ইভেন্টের ৪টিতেই ১ম স্থান...
16/12/2023

মহান বিজয় দিবস উপলক্ষে বাহুবল উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীতে
৪ টি ইভেন্টের ৪টিতেই ১ম স্থান অর্জন করে অনন্য কীর্তি স্থাপন করল প্রাণের প্রিয় প্রতিষ্ঠান সানশাইন মডেল হাই স্কুল। ✌️✌️

☑️ প্রাথমিক পর্যায় (ক গ্রুপ) এ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীতে ১ম স্থান অর্জন করে সানশাইনের অঙ্গ প্রতিষ্ঠান খুরশেদা হেকিম মেমোরিয়াল স্কুল।

☑️ মাধ্যমিক পর্যায় (খ গ্রুপ) এ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীতে ১ম স্থান অর্জন করে সানশাইন মডেল হাই স্কুল।

এই অবিস্মরণীয় সাফল্যের জন্য বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, শুভ্যানুধায়ীসহ সকলকে বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

16/12/2023

সানশাইন মডেল হাই স্কুলের ডিসপ্লে প্রদর্শনী -২০২৩

16/12/2023

সানশাইন মডেল হাই স্কুলের অঙ্গ প্রতিষ্ঠান খুরশেদা হেকিম মেমোরিয়াল স্কুলের ডিসপ্লে প্রদর্শনী -২০২৩

16/12/2023

সানশাইন মডেল হাই স্কুলের কুচকাওয়াজ প্রদর্শনী -২০২৩

সানশাইন মডেল হাইস্কুলের পক্ষ থেকে  মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন।
16/12/2023

সানশাইন মডেল হাইস্কুলের পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন।

16/12/2023

মহান বিজয় দিবস উপলক্ষে প্রথম প্রহরে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলায় সর্বোচ্চ পুরস্কার অর্জন সানশাইন মডেল হাই স্কুলের।অভিনন্দন অভিনন্দন অভিনন্দন!!! মহান বিজয়...
15/12/2023

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলায় সর্বোচ্চ পুরস্কার অর্জন সানশাইন মডেল হাই স্কুলের।

অভিনন্দন অভিনন্দন অভিনন্দন!!!
মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১২টি পুরস্কার এর মধ্যে ৪টি প্রথম সহ মোট ৭টি পুরস্কার অর্জন করে উপজেলায় সর্বোচ্চ পুরস্কার অর্জন সানশাইন মডেল হাইস্কুলের।

বিজয়ী শিক্ষার্থীরা হলোঃ
ক- গ্রুপ
আফরিন জাহান -১ম স্থান
সোয়াইব মাহমুদ সিহাম-৩য় স্থান

খ- গ্রুপ
হৈমু রশিদ মাহদিয়া-১ম স্থান

গ- গ্রুপ
রাইদাহ আলম -১ম স্থান
শৈলী দেব শ্বেতা -৩য় স্থান

ঘ- গ্রুপ
অনন্যা বড়ুয়া -১ম স্থান
তারেক আহমেদ তানভীর -২য় স্থান

চিত্রাঙ্কন শিক্ষক সাদিয়া সিদ্দিকা উর্মি ম্যাডামের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

প্রিয় শিক্ষার্থীদের জন্য রইল অনেক অনেক শুভকামনা,আশা করি ভবিষ্যতে ও তোমাদের সাফল্যের ধারা অক্ষুণ্ণ থাকবে।

হবিগঞ্জ তথা বাহুবল উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সানশাইন মডেল হাই স্কুলে ২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। প্রয়োজনে...
11/12/2023

হবিগঞ্জ তথা বাহুবল উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সানশাইন মডেল হাই স্কুলে ২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে।
প্রয়োজনেঃ০১৭১১-১৫৬৬৭৩

10/12/2023

আপনার সন্তানের প্রথম শিক্ষা আমাদের সাথেই হোক।
মোঃ নাসির উদ্দিন
প্রধান শিক্ষক
সানশাইন মডেল হাই স্কুল
মিরপুর,বাহুবল,হবিগঞ্জ।
মোবাইলঃ ০১৭১১-১৫৬৬৭৩,০১৩২৪-৭৬০০৩৫

09/12/2023

টাইম ট্রাভেল কি? টাইম ট্রাভেল কি আসলেই সম্ভব?
উপস্থাপনায়: মিনজাব ছাহাম, নবম শ্রেণি, সানশাইন মডেল হাই স্কুল।

সানশাইন মডেল হাই স্কুল  আপনার সন্তানের প্রথম শিক্ষা আমাদের সাথেই হোক।
08/12/2023

সানশাইন মডেল হাই স্কুল
আপনার সন্তানের প্রথম শিক্ষা আমাদের সাথেই হোক।

07/12/2023

নিজেও কাদঁলেন উপস্থিত সবাইকে কাদাঁলেন।

বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমাকে বিদায় কালে সম্মামনা স্বারক তুলে দিল সানশাইন মডেল হাই স্কুল ।আজ দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের হল রুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বাহুবলের বিভিন্ন পেশাজীবী সংগঠন উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা দেন।

07/12/2023

নিজেও কাদঁলেন উপস্থিত সবাইকে কাদাঁলেন।
বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমাকে বিদায় দিল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রেসক্লাব ও সামাজিক সংঘঠন।আজ দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের হল রুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সানশাইন মডেল হাই স্কুল এর পক্ষ থেকে সম্মানা স্বারক তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি এম শামছুদ্দিন ও প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন।

নিজেও কাদঁলেন উপস্থিত সবাইকে কাদাঁলেন।বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমাকে বিদায় দিল উপজেলার বিভিন্ন শিক্...
07/12/2023

নিজেও কাদঁলেন উপস্থিত সবাইকে কাদাঁলেন।
বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমাকে বিদায় দিল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রেসক্লাব ও সামাজিক সংঘঠন।আজ দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের হল রুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সানশাইন মডেল হাই স্কুল এর পক্ষ থেকে সম্মানা স্বারক তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি এম শামছুদ্দিন ও প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন।

সানশাইন মডেল হাই স্কুলের স্থায়ী ক্যাম্পাস-এ গাছ এর পরিচর্যা কার্যক্রম
06/12/2023

সানশাইন মডেল হাই স্কুলের স্থায়ী ক্যাম্পাস-এ গাছ এর পরিচর্যা কার্যক্রম

সানশাইন মডেল হাই স্কুল  এ আরো একটি নতুন অধ্যায় যুক্ত হল।লেখা পড়ার পাশাপাশি ছাত্রছাত্রীদের খেলাধুলার মাধ্যমে সুনাগরিক হিস...
04/12/2023

সানশাইন মডেল হাই স্কুল এ আরো একটি নতুন অধ্যায় যুক্ত হল।লেখা পড়ার পাশাপাশি ছাত্রছাত্রীদের খেলাধুলার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলার জন্য হবিগঞ্জ জেলার পরিচিত কোচ দিলীপ চৌধুরীর সাথে চুক্তি করল সানশাইন মডেল হাই স্কুল। এখন থেকে তিনি সপ্তাহে ৩ দিন আলিফ সোবহান চৌধুরী কলেজ মাঠে প্রশিক্ষণ দিবেন।ছাত্রছাত্রীদের কাছ থেকে কোন প্রকার ফি নেয়া হবে না।আগ্রহীরা যোগাযোগ করতে পারেন।
এস এস ফুটবল একাডেমী
লিটন,বাবু ও জিসানের সাথে।
০১৭৪১-৯৪৩১৪৫
মিরপুর,বাহুবল,হবিগঞ্জ।

04/12/2023

সানশাইন মডেল হাই স্কুল এর পিঠা উৎসবের খবর এনটিভিতে
ধন্যবাদ কামরুল ভাইকে।

03/12/2023

পিঠা উৎসব
সানশাইন মডেল হাই স্কুল
মিরপুর,বাহুবল,হবিগঞ্জ।
উপস্থাপনায়ঃ ৯ম শ্রেণির ছাত্র ছাহাম।
তারিখঃ ০৩/১২/২০২৩

পিঠা উৎসবসানশাইন মডেল হাই স্কুলমিরপুর,বাহুবল,হবিগঞ্জ।
03/12/2023

পিঠা উৎসব
সানশাইন মডেল হাই স্কুল
মিরপুর,বাহুবল,হবিগঞ্জ।

03/12/2023

সানশাইন মডেল হাই স্কুলের পিঠা উৎসব চলছে।

Address

Habiganj

Telephone

+8801711156673

Website

Alerts

Be the first to know and let us send you an email when সানশাইন মডেল হাই স্কুল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সানশাইন মডেল হাই স্কুল:

Videos

Share



You may also like