Md Abul Hasem Buiyan

Md Abul Hasem Buiyan Md HASAM MEDIA

28/11/2024

দুনিয়াতে যারা বিচরণ করে তারা সবাই পাগলের দল, পীর সাহেব চরমোনাই,,,।

22/11/2024

নির্বাচন নিয়ে যা বললেন ভোলায় গণসমাবেশে শায়খে চরমোনাই,,,।

13/11/2024

ইতিহাসের ঐতিহ্য উলামায়ে দেওবন্দ পৃথিবীতে আপন আলোয় আলোকিত,
শায়খে ইলিয়াছ গুম্মান হাফি, আমাদের উৎসাহ দিচ্ছেন।গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছেন। আলহামদুলিল্লাহ,,,।

08/11/2024

ঐতিহাসিক গোলারটেক ময়দানে গুরুত্বপূর্ণ নসিহত করেছেন শায়খে চরমোনাই,,,।

মনে রাখবেন আপনার জীবনে এমন কিছু মানুষ আছে যারা কখনই স্বীকার করবে না যে তারা ভুল করেছে। সমাজে এমন মানুষও আছে, যারা সবসময়...
05/11/2024

মনে রাখবেন আপনার জীবনে এমন কিছু মানুষ আছে যারা কখনই স্বীকার করবে না যে তারা ভুল করেছে। সমাজে এমন মানুষও আছে, যারা সবসময় আপনাকে দোষী অনুভব করার চেষ্টা করবে যে আপনি দোষী। এই ধরনের লোকদের থেকে সাবধান থাকুন। নিরাপদ দূরত্ব বজায় রাখুন। তাদের জন্য দোয়া করবেন। একমাত্র আল্লাহই আপনাকে ও তাদেরকে সাহায্য করতে পারেন, আমিন,,,।

02/11/2024

শরিয়ত ও মারিফত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন শায়েখ চরমোনাই,,,।

29/10/2024

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন ঘাটাইল গণসমাবেশে শায়খে চরমোনাই,,,।

15/10/2024

ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার উদ্যোগে বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শায়খে চরমোনাই হাফিজাহুল্লাহ,,,।

সমুদ্রপথে বাংলাদেশী হাজী গ্রহণে সৌদি আরবের সম্মতি সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তাওফিক ফাউযান আল রাবিয়ার সাথে ব...
07/10/2024

সমুদ্রপথে বাংলাদেশী হাজী গ্রহণে
সৌদি আরবের সম্মতি

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তাওফিক ফাউযান আল রাবিয়ার সাথে বাংলাদেশের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের অনুষ্ঠিত বৈঠকে এ সম্মতি জ্ঞাপন করা হয়। জেদ্দাস্থ সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকটি ছিল আন্তরিক ও সৌহার্দপূর্ণ। মন্ত্রী বলেন সমুদ্র পথে বাংলাদেশ থেকে হাজী প্রেরণে সৌদি সরকারের কোন
বাধা নেই। তবে বন্দর কর্তৃপক্ষের সাথে আলাপ করে নেব। বাংলাদেশকেও জাহাজ কোম্পানির সাথে আলোচনা করতে হবে।

পানির জাহাজযোগে ২/৩ হাজার হাজীকে পরীক্ষা মূলকভাবে হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরবে প্রেরণের ব্যাপারে বাংলাদেশ চিন্তাভাবনা করছে।

সৌদি মন্ত্রী হাজীদের জন্য বায়োমেট্রিক পদ্ধতিকে আপগ্রেড করার ব্যাপারে নিশ্চয়তা প্রদান করেন। বাংলাদেশের হজ এজেন্সির মালিক অথবা তাঁদের প্রতিনিধিদের হজের ২/৩ মাস আগে আবাসন ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য বারবার সৌদি আরব যেতে হয়। সেজন্য মুনাজ্জেম (মাল্টিপল) ভিসার প্রয়োজন হয়। বাংলাদেশের ধর্ম উপদেষ্টা এ ব্যাপারে হজ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি মুনাজ্জেম ভিসা ইস্যুর আশ্বাস দেন।

রোড টু মক্কা কর্মসূচীর আওতায় ঢাকার হজ ক্যাম্পে সৌদি ইমিগ্রেশন সম্পন্ন করা হয় এবং হাজীদের লাগেজ সৌদি হোটেলে পৌঁছে দেওয়ার কথা। কিন্তু ২০২৩ ও ২০২৪ সালে বেশ কিছু লাগেজ হারিয়ে যায়। প্রসঙ্গটি তুলে ধরলে মন্ত্রী বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ইতঃপূর্বে সৌদি হজ মন্ত্রণালয় থেকে প্রতি এজেন্সীকে কমপক্ষে দুই হাজার হাজি প্রেরণের কোটা দেওয়া হয়। ধর্মীয় উপদেষ্টা এ ব্যাপারে ২০২৪ সালের অনুরূপ ২৫০ এ সিলিং করার অনুরোধ করেন। সৌদি মন্ত্রী ব্যাপারটি সদয় বিবেচনার আশ্বাস দেন।

দ্বিপাক্ষিক বৈঠকে সৌদি হজ মন্ত্রীকে সহায়তা করেন হজ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ডেপুটি মিনিস্টার ড. হাসান আল মানাখেরা ও হজ বিষয়ক মন্ত্রণালয়ের মহাপরিচালক বদর আল সেলামী।

বাংলাদেশী টিমে ছিলেন ধর্ম মন্ত্রনালয়ের সচির আবদুল হামিদ জমাদ্দার, অতিরিক্ত সচিব মতিউল ইসলাম, রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ব্রিগেডিয়ার রাকিবুল্লাহ, জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল, মিয়া মুহাম্মদ মঈনুল কবির, জেদ্দা হজ মিশনের কাউন্সেলর, জহিরুল ইসলাম, হজ কন্সাল মুহাম্মদ আসলামুদ্দিন, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ড. সাদিক হোসাইন ও জেদ্দা হজ মিশনের কর্মকর্তা মাহমুদুল হাসান।
--- ব্যক্তিগতসহকারী,,,।

আপনি জনগণের কাছে জনপ্রিয়, এবং প্রিয় হওয়ার বিষয়ে চিন্তা করবেন না। আপনি যদি আল্লাহর কাছাকাছি যেতে চান এবং তাঁর পরিকল্প...
02/10/2024

আপনি জনগণের কাছে জনপ্রিয়, এবং প্রিয় হওয়ার বিষয়ে চিন্তা করবেন না। আপনি যদি আল্লাহর কাছাকাছি যেতে চান এবং তাঁর পরিকল্পনা অনুযায়ী জীবনযাপন করেন, তবেই আপনি নিজেকে বেশিরভাগ ক্ষেত্রে একা হাঁটতে দেখবেন। এটি মাঝে মাঝে ভয়ঙ্কর, এবং ভীতিকর মনে হতে পারে। কিন্তু ভয় করবেন না। তিনি আপনার পথপ্রদর্শক এবং অভিভাবক,,,।

01/10/2024

ভোলাগঞ্জ পাথর খোয়ারি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে মতো বিনিময় কালে যা বললেন শায়েখে চরমোনাই,,,। #ভোলাগঞ্জ

30/09/2024

কাপাসিয়া গণসমাবেশে সরকারি চাকরি নিয়ে যা বললেন শায়েখে চরমোনাই,,,। #চরমোনাই

30/09/2024

আদাবরের গণসমাবেশে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন শায়েখে চরমোনাই,,,। #চরমোনাই

28/09/2024

শ্যামপুরে জনসমাবেশে শায়েখে চরমোনাই এর গুরুত্বপূর্ণ বক্তব্য,,,।

28/09/2024

চকবাজার শাখায় গন সমাবেশে শায়েখে চরমোনাই এর গুরুত্বপূর্ণ বক্তব্য,,,।

27/09/2024

হিজলা গণসমাবেশে শায়েখে চরমোনাই এর বয়ান ,,,।

25/09/2024

এয়ারপোর্ট থানা শাখার গণ সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য শায়েখে চরমোনাই এর,,,। #চরমোনাই

25/09/2024

আমরা এমন শাসক দেখতে চাই যারা আল্লাহকে ভয় করে,,,।

Address

Habiganj

Telephone

+8801760142771

Website

https://call.whatsapp.com/video/UVz4dVobk93rig6v09joOA, https://

Alerts

Be the first to know and let us send you an email when Md Abul Hasem Buiyan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share