Shakib Hosen

Shakib Hosen Official page of Shakib Hosen.

Friday morning outing.
15/11/2024

Friday morning outing.

গুণববী হাই স্কুল মাঠ সংস্কারের লক্ষ্যে গুণবতী ইউনিয়নের বিভিন্ন সামাজিক ক্রীড়াবৃত্তিক সংগঠনের সক্রিয় সদস্যদের নিয়ে গো...
04/11/2024

গুণববী হাই স্কুল মাঠ সংস্কারের লক্ষ্যে গুণবতী ইউনিয়নের বিভিন্ন সামাজিক ক্রীড়াবৃত্তিক সংগঠনের সক্রিয় সদস্যদের নিয়ে গোলটেবিল বৈঠক বসেছে আজ গুনবতি হাই স্কুল মাঠে।

এজেন্ডার মধ্যে বিভিন্ন বিষয় উঠে এসেছে,বাস্তবায়ন হলে গুণবতীবাসী গুণবতী মাঠকে ভিন্ন অঙ্গীকে দেখবে!

সেই বৈঠকে আমার পাঠ করা কোরআন তেলাওয়াতের মাধ্য দিয়ে।

সদ্য উদ্ভোদন হওয়া বেনাপোল এর ইন্ডিয়া সাইড, [ পেট্রাপোল/হরিদাসপুর ] ল্যান্ড ইমিগ্রেশন।প্রতিদিন ২০,০০০ যাত্রী আন্তর্জাতিক ...
01/11/2024

সদ্য উদ্ভোদন হওয়া বেনাপোল এর ইন্ডিয়া সাইড, [ পেট্রাপোল/হরিদাসপুর ] ল্যান্ড ইমিগ্রেশন।

প্রতিদিন ২০,০০০ যাত্রী আন্তর্জাতিক ইমিগ্রেশন এর সকল সুবিধা নিয়ে পারাপার হতে পারবে ।
আন্তর্জাতিক এয়ারপোর্টের মতই সকল সুযোগ-সুবিধা রাখা হয়েছে।

অক্টোবর মাসে নিয়মিত ক্লাসে উপস্থিত থেকে মান্থ অফ অক্টোবর নির্বাচিত হয়েছেন নাসার্রী জামাতের ১০ জন শিক্ষার্থী। তাদের হাত...
30/10/2024

অক্টোবর মাসে নিয়মিত ক্লাসে উপস্থিত থেকে মান্থ অফ অক্টোবর নির্বাচিত হয়েছেন নাসার্রী জামাতের ১০ জন শিক্ষার্থী।

তাদের হাতে পুরস্কার স্বরূপ একটি করে কলম তুলে দেওয়া হল, উৎসাহিত হয়ে তারা আগামীদিনেও নিয়মিত মাদ্রাসার উপস্থিত থাকবে এমনটাই আশা করছি।

11/10/2024

জুম্মা মোবারক

রাতে ঘুমিয়ে ছিল অনেক মানুষ। কিন্তু সকাল দেখার সৌভাগ্য অনেকেরই হয়নি। আপনি আমি বেঁচে আছি।
আলহামদুলিল্লাহ

" আজ বিশ্ব পর্যটন দিবস"" ভ্রমণ করে আল্লাহ্ নেয়ামত দেখো "‘পর্যটন শান্তির সোপান’"Tourism is a stepping stone to peace"    ...
27/09/2024

" আজ বিশ্ব পর্যটন দিবস"
" ভ্রমণ করে আল্লাহ্ নেয়ামত দেখো "

‘পর্যটন শান্তির সোপান’

"Tourism is a stepping stone to peace"

মৃত্যু পিকচার টা দেখে নরমালি বোঝা যাচ্ছে ভেতরে লাশ/মৃত দেহ আছে।হঠাৎ করে বৃষ্টি শুরু।সবাই পলিথিন দিয়ে লাশ টা ঢেকে বারান্দ...
03/07/2024

মৃত্যু

পিকচার টা দেখে নরমালি বোঝা যাচ্ছে ভেতরে লাশ/মৃত দেহ আছে।হঠাৎ করে বৃষ্টি শুরু।সবাই পলিথিন দিয়ে লাশ টা ঢেকে বারান্দা বা ঘরে আশ্রয় নিয়েছে।যে পিকচারটা ক্যাপচার করেছে,তিনিও রুম থেকেই তুলেছে।

তোমার প্রয়োজন বুঝে নাও কতটুকু।আজ মরলে একটু পরেই সবাই পর।তোমার লাশটা ঘরে তোলা যাবে না।তোমার জন্য কেও বৃষ্টিতে ভিজতেও পারবে না।একটু চোখের পানি পড়বে,যা বাড়িতে পোষা কোনো প্রানী মারা গেলেও পড়ে সবার।

কিন্তু একটা ব্যক্তির দামি কোন অলংকার হারিয়ে গেলে যত বার সেই হারিয়ে যাওয়া অলংকারের কথা স্বরন করে তত বার তুমি মারা গেলেও স্মরণ করবে না।

সুতরাং যত দিন বাঁচবে নিজের জন্য বাঁচো।

দিল্লি যাওয়ার জন্য আর যেতে হবে না কলকাতা 🥹দক্ষিণ দিনাজপুরের হিলির সীমান্তে বালুরঘাট মহকুমা থেকে চালু হলো দিল্লিগামী সরা...
16/05/2024

দিল্লি যাওয়ার জন্য আর যেতে হবে না কলকাতা 🥹

দক্ষিণ দিনাজপুরের হিলির সীমান্তে বালুরঘাট মহকুমা থেকে চালু হলো দিল্লিগামী সরাসরি ট্রেন।

গত ১৬ এপ্রিল ভারতীয় রেল চালু করেছে 'ফারাক্কা এক্সপ্রেস'। এই ট্রেন বালুরঘাট স্টেশন থেকে যাবে সরাসরি রাজধানী দিল্লি। ফলে কেবল দিল্লিই নয়, ভারতের পশ্চিমাঞ্চলে যারা ভ্রমণে বা কাজে যান, তাদের সুবিধা হলো। সপ্তাহে সাতদিনই মিলবে পরিষেবা। দু’টি ট্রেনের একটি চারদিন অন্যটি সপ্তাহে তিনদিন চলবে বলে খবর।

যারা পশ্চিম ভারত, দিল্লি,রাজস্থান,হিমাচল, পাঞ্জাব কিংবা জম্মু-কাশ্মীরে যাওয়ার প্ল্যান করেছেন, চাইলে ব্যবহার করতে পারবেন এই ট্রেনই।

টিকেট করতে যোগাযোগ করুন এই নাম্বারে: 01643-835649

বর্তমান সময়ে ইন্ডিয়ান ভিসা পাওয়া মানে আমেরিকার ভিসা পাওয়ার সমান।ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন করতে আজই আমাদের সাথে যোগ...
11/05/2024

বর্তমান সময়ে ইন্ডিয়ান ভিসা পাওয়া মানে আমেরিকার ভিসা পাওয়ার সমান।

ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন : 01643-835649 (whatsapp)

অফিস লোকেশন - বিসমিল্লাহ সুইটসের পাশে গুণবতী বাজার, চৌদ্দগ্রাম, কুমিল্লা।

20/03/2024

আলহামদুলিল্লাহ্
রহমতের ১০ দিনের তারাবির নামাজ আজকে শেষ হলো।

হে আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও।

তুফান বৃষ্টি পরিস্থিতি যাই হোক টিউশনি চলবেই! কিন্তু কিছু অবিভাবক নির্দিষ্ট একটা সময়ে গিয়ে সব কিছু ভুলে যায়,ত্যাগ টাকে টা...
14/03/2024

তুফান বৃষ্টি পরিস্থিতি যাই হোক টিউশনি চলবেই!

কিন্তু কিছু অবিভাবক নির্দিষ্ট একটা সময়ে গিয়ে সব কিছু ভুলে যায়,ত্যাগ টাকে টাকায় পরিমাণ করে।😰

জীবনে টাকা হলে এগুলো না কিনে মরে যাওয়া টা বোকামি, আমার টাকা হলে আমিও একদিন নিব!😍❤️
01/02/2024

জীবনে টাকা হলে এগুলো না কিনে মরে যাওয়া টা বোকামি, আমার টাকা হলে আমিও একদিন নিব!😍❤️

চকলেট
20/01/2024

চকলেট

এই কনকনে শীতের মধ্যে ভোর বেলায় ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে
23/12/2023

এই কনকনে শীতের মধ্যে ভোর বেলায় ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে

19/12/2023

আলহামদুলিল্লাহ আজকে খেজুরের রস এর ব্যাপারে চুক্তি করে আসলাম, আগামী ২৪ তারিখ থেকে আপনারা গুণবতী বাজার এ বসে'ই পেয়ে যাবেন খেজুরের তরতাজা রস।

আজ থেকে প্রি-অর্ডার নেওয়া হচ্ছে, এক কলসি তে ৫ লিটার দুই কলসিতে ১০ লিটার!

আস্থা রাখুন আমার উপর।
কন্টাক্ট নাম্বার - 01643-835649 (হোয়াটসঅ্যাপ)

Send a message to learn more

অবেদন এর ১৬ দিনের মাথায় পুলিশ ক্লিয়ারেন্স পেল আমার একজন ক্লাইড।
17/12/2023

অবেদন এর ১৬ দিনের মাথায় পুলিশ ক্লিয়ারেন্স পেল আমার একজন ক্লাইড।

দুইটা ফ্যামিলি ইন্ডিয়ান টুরিস্ট ভিসা প্রসেস করলাম আজ।যারা ইন্ডিয়ান ভিসা করাতে চাচ্ছেন আমাদের এক্সপার্ট টিমের সহযোগিতা ন...
16/12/2023

দুইটা ফ্যামিলি ইন্ডিয়ান টুরিস্ট ভিসা প্রসেস করলাম আজ।

যারা ইন্ডিয়ান ভিসা করাতে চাচ্ছেন আমাদের এক্সপার্ট টিমের সহযোগিতা নিতে পারেন আপনাদের সেবা দিতে প্রস্তুত তারা।

হোয়াটসঅ্যাপ - 01643-835649

অফিস লোকেশন - ডাচ বাংলা ব্যাংক সংলগ্ন, বিসমিল্লাহ পাশের গলি,গুণবতী বাজার।

Address

Gunabati
3583

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801877495865

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shakib Hosen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shakib Hosen:

Videos

Share