আমি...
আমি খুব সাধারণ একজন! কথায়, ব্যবহারে, পোষাকে, দর্শনে আমি খুবই সাধারণ... তোমার আশেপাশে থাকা আর দশজনের মতই ক্ষুদ্র ও সামান্য এই আমি... দূরপাল্লার বাসে, রোজকার ভীড় সামলানো যানবাহনে তোমার পাশেই যদি বসে থাকি, চোখ ফেরাবেনা দ্বিতীয়বার... এতটাই তুচ্ছ আমি... কিন্তু তাতে আমি ব্যাথিত নই একদম বরং গর্বিত আমার সাধারণত্বে।
আমি আমার বাবা মায়ের অসাধারণ সন্তান, তাদের জন্য চেষ্টার ত্রুটি নেই, বাবা হারানোর
পর মা-ই আমার সবচে বড় সম্পদ, এরপর ভাইকে হারানোর পর ছোট দুই ভাই-বোনই এখন আমার কাছে অমূল্য রত্ন। আমি আমার সাধ্যের মাঝে চেষ্টা করে থাকি ওদের মুখে হাসি ফোটানোর জন্য, আমি আমার বন্ধুদের প্রাণের বন্ধু, ছোট ভাইদের কাছে খুবই প্রিয়, প্রিয়জনের দৃষ্টিতে সেরা ব্যক্তিত্ব... তাদের চোখে আমি নিজেকে দেখি... আমার অনুভূতিগুলো স্বতন্ত্র, আমার ভাবনারা মনের আকাশে ডানা মেলে উড়তে পারে... হলাম না হয় সাধারণ আমি তোমার চোখে, কি আসে যায় তাতে? আমি কেবল আমার মতো, এরচেয়ে বড় কোন সত্য আদৌ কি আছে?
আমিই শুধু আমি, আমার আমি
লড়ছি প্রতিটি ক্ষনে নিজের মনের সাথে, জীবনের সাথে এবং সমাজের মানুষের সাথে শুধু অপেক্ষায় জয়ী হবার সম্ভবনা...
এই মস্তিষ্কে রক্তপ্রবাহ বন্ধ হয়ে যাবার সাথে সাথেই আর কিছু নাই। সমস্ত স্মৃতি, এই জীবনের সমস্ত অভিজ্ঞতা সেখানেই শেষ। আর মস্তিষ্কে পচন ধরার সাথে সাথেই পুনরায় বেঁচে ওঠার সমস্ত আকাংখারও সমাপ্তি। কষ্টকর হলেও সত্য মেনে নেয়াটাই সাহসী মানুষের কাজ
I am only one, but still I am one. I cannot do everything, but still I can do something and because I cannot do everything, I will not refuse to do something that I can do. I
may not
be perfect
but I'M always
ME
I'm perfect in my imperfections, Secure in my insecurities, Happy in my pain, Strong in my weaknesses, and Beautiful in my own way...
I'm myself....
It's lack of faith that makes people afraid of meeting challenges and I always believe in myself.