SA BIHA

SA BIHA I am traveler passenger in this world for jannat

25/08/2024

আলহামদুলিল্লাহ ছাত্রদের ভয়ে পালাচ্ছে আনসার সদস্যরা🫡।

25/08/2024

সচিবালয় শিক্ষার্থীদের দখলে! ✊

26/04/2024

Masaallah 🫀❤️❤️

24/04/2024

অনেক চিন্তা করে দেখলাম

এত চিন্তা করে কোনো লাভ নেই🐱

21/04/2024

may Allah bless you

21/04/2024

Angry 💢 cats 😂😂

13/05/2023

কোথাও যাওয়ার আগে সাজগোজের সময় বিছানার এমন হাল হয় যেন, আর কোনোদিন বাড়িতেই ফিরবো না!'🙂

31/03/2023

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ

যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা,গিবত ও অহেতুক কথাবার্তা এবং অনুরুপ কার্যক্রম বন্ধ করেনি তার এই পানাহার পরিত্যাগ করা আল্লাহর কাছে কোনো মূল্য নেই।

[সহীহ বুখারী:১৯০৩]

21/03/2023

পার্সোনাল ব্যাডার সাথে ঘুরতে যাওয়ার মতো ওয়েদার কিন্তু বেডা নিরুৎসাহিত 🥲

07/03/2023

গত শবেবরাত এ তাকে আমার দোয়া' তে রেখে ছিলাম, এই শবেবরাতে সে আমার বউ! ❤️

15/02/2023

কল্পনার জগৎটা অনেক সুন্দর!'🖤

15/02/2023

অতিরিক্ত কাউকে হাসানো আমার পক্ষে সম্ভব না🤧🤧
কারণ আমি মা'নু'ষ, ওবায়দুল কাদের না!🙂😅🤦‍♀️🤦‍♀️

15/02/2023

ব্যক্তিগত কোকিল থাকলে সবদিনই বসন্ত।
আর যার একটা কাউয়্যাও নাই তার সবসময়ই চৈত্রের খরা!🐸🙂

08/02/2023

সার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসেনা

05/02/2023

রাতের বেলা এক দোকানদার নিজের দোকান বন্ধ করতে যাচ্ছিল। এমন সময় একটি কুকুর দোকানে আসল।
কুকুরের মুখে একটা বাজার করার ব্যাগ ছিল, যার মধ্যে জিনিসের লিস্ট আর টাকা ছিল।
দোকানদার টাকা নিয়ে জিনিসপত্র ব্যাগ ভরে দিল, কুকুর ব্যাগ পিঠে উঠিয়ে নিল আর চলে যাচ্ছিল ।দোকানদার আশ্চর্য হয়ে কুকুরের পিছনে গেল এটা দেখার জন্য যে এতো বুঝদার কুকুরের মালিক কে?

কুকুর বাসের জন্য দাঁড়িয়ে ছিল, একটা বাস এলো আর কুকুর এতে চড়ে গেল। কন্ডাক্টরের কাছে আসতেই কুকুর ঘাড় বাড়িয়ে দিল তার গলার বেল্টে টাকা আর ঠিকানা লিখা ছিল ।
কন্ডাক্টর টাকা নিয়ে টিকিট কুকুরের গলায় বেল্টে রেখে দিল।
নিজের স্টপেজ এ আসতেই কুকুর সামনের দরজার সামনে এগিয়ে এলো আর লেজ নাড়িয়ে কন্ডাক্টর কে ইশারা দিল আর বাস থামাতে নেমে চলতে আরম্ভ করল।
দোকানদার পিছে পিছে গেল। কুকুর ঘরের সামনে এসে নিজের পা দিয়ে দরজায় দুই তিন বার নক করল।ভেতর থেকে তাঁর মালিক এল, আর লাঠি দিয়ে কুকুরের পিঠে কয়েক ঘা বসিয়ে দিল।

দোকানদার ঘরের মালিককে এর কারণ জিজ্ঞাসা করল। মালিক বলল শালা আমার কাঁচা ঘুমটা ভেঙে দিয়েছে। চাবি টা সাথে নিয়ে যেতে পারত গাধাটা।

জীবনেরও ঐ একই সত্য ।
আপনার কাছ থেকেও মানুষের আশার কোন অন্ত নেই।
যেখানে কিছু মানুষের মনের মতো কাজ না করলে, সেখানেই কিছু মানুষ আপনার দোষ বের করে নেবে আর বিগত সকল ভালো গুন গুলোকে ভুলে যাবে।
এজন্যই নিজের কর্ম করে চলুন অন্যদের কথায় কান দিয়ে লাভ নেই।

কিছু মানুষ কখনও সন্তুষ্ট হবে না।

05/02/2023

কারো কাছ থেকে কিছু পাওয়ার আশা বাদ দিলে এই জীবন সুন্দর☺️।

03/02/2023

এই বয়সেও নানির সৌন্দর্য দেখে নিজের চেহারার দিকে তাকিয়ে ডি!!প্রেশনে চলে যাওয়া আমি!'🙂

24/01/2023

_ 1 Line Bangla Song🎤🥀

~ Next Line আমি Reply দিবো..😇💜

23/01/2023

তুমি কি মনে কর...(সমস্ত হিসাব নিকাশ ছাড়াই)
তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে?

(আল কিয়ামাহ-৩৬)

23/01/2023

অন্যের দোষ দিয়া লাভ নাই চেহারা সুন্দর না তাই কেউ ভালোবাসে না।💔

17/01/2023

যে তোমার কান্নার অর্থ বুঝেনা
এ তোমার নীরবতার অর্থও বুঝবে না....!!!

17/01/2023

মোবাইলে Auto Correct এর কাজ হলো
ঠিক বানানকে ভু!ল করে দিয়ে মান ই!জ্জতের ১২টা বাজানো🙂

17/01/2023

ধার দেয়ার পর আমি নিজের টাকা নিজে চাইতে যেই শরম টা পাই মানুষ বিয়ের দিন কবুল বলতেও এত শরম পায় না!

17/01/2023

এখন তো পাদ দিতে ও ভীষণ ভয় লাগে! যদি তুমি পাদের সাথে বেরিয়ে যাও! 🙂🙈

17/01/2023

- কষ্ট তো তখনি হয়.?🙂

যখন রাতের বেলা ফোন চার্জে দিয়ে সকালে উঠে দেখি সুইচ অন করতে ভুলে গেছি.!😐🥺

17/01/2023

বর্ষাকালে যে রিক্সায় পলিথিন দেয়,
শীতকালে কম্বল দেয় না কেন? 🙂

Address

ঢাকা মিরপুর
Gournadi

Alerts

Be the first to know and let us send you an email when SA BIHA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SA BIHA:

Share

Category

Nearby media companies