Fbnews24.com

Fbnews24.com Always Publish True

সত্য প্রকাশে নির্ভীক
(41)

09/12/2024
09/12/2024

গৌরীপুর বাজারের ব্যবসায়ী ও জিয়ারকান্দি পূর্বপাড়া গ্রামের সন্তান ইলেকট্রিশিয়ান মোস্তাক জেঠার ছবি কারো কাছে থাকলে দয়া করে দিন।

09/12/2024

গৌরীপুর বাজারের ব্যবসায়ী ও জিয়ারকান্দি পূর্বপাড়া গ্রামের সন্তান ইলেকট্রিশিয়ান মোস্তাক য্যাঠার ছবি কারও কাছে থাকলে দয়া করে দিন।

অথবা যদি আপনি মনে করেন কারো কাছে থাকতে পারে তাহলে তাকে মেনশন করুন।

আরো একজন প্রবীণ ব্যক্তির বিদায়। প্রবিনরা আমাদের আলোর দিশারী তারা পরামর্শদাতা তারা আমাদের পথ প্রদর্শক প্রবীণ মুরুব্বী অভ...
08/12/2024

আরো একজন প্রবীণ ব্যক্তির বিদায়। প্রবিনরা আমাদের আলোর দিশারী তারা পরামর্শদাতা তারা আমাদের পথ প্রদর্শক প্রবীণ মুরুব্বী অভিভাবকদের দেখানো পথে এগিয়ে গেলে দুর্গম পথ সহজ হয়ে যায়। সৃষ্টিকর্তা যাতে আমাদের সকলের কল্যাণকর কর্মের উসিলায় সকল প্রবীণ মুরব্বি অভিভাবকদের জান্নাতুল ফেরদৌস দান করেন আমিন।

একটি শোক সংবাদ দক্ষিণ পেন্নাই সওদাগর বাড়ি নিবাসী, মরহুম আঃ কাদির সওদাগরের বড় ছেলে, মো হুমায়ুন কবির সওদাগর আজ সকাল ৮ ঘটিকার সময় তাহার নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
মরহুমের ৰূহের মাগফেরাত কামনা করি, তাহার শোখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি ।
মরহুমের যানাজার নামাজ বাদ আসর পেন্নাই শাহী ঈদগা মাঠে অনুষ্ঠিত হইবে ।
উক্ত জানাজায় সকলে শরিক হইয়া তাহার রুহের মাগফেরাত কামনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল ।

আগামীকাল সকাল ১০:০০ টায় মৌটুসী মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় জানাজার নামাজে অংশগ্রহণ...
07/12/2024

আগামীকাল সকাল ১০:০০ টায় মৌটুসী মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় জানাজার নামাজে অংশগ্রহণের জন্য অনুরোধ রইল।

গৌরীপুর বাজারের সর্বপ্রবীণ ইলেকট্রিশিয়ান এবং আমার আব্বা সহ সকল ইলেকট্রিশিয়ানদের ওস্তাদ, প্রিয় জয়নাল, যিনি আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
হঠাৎ অসুস্থতার কারণে তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। তার জানাজার নামাজের সময় পরে জানানো হবে।

জয়নাল জেঠার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার তিতাস উপজেলার মৌটুপি গ্রামে। আমার জানামতে, তিনি খুব ভালো মনের মানুষ ছিলেন। তার শিখিয়ে দেওয়া জ্ঞানে দাউদকান্দি ও তিতাসের অনেক যুবক জীবিকা নির্বাহ করছেন।
আল্লাহ যেন আমাদের সবার ভালো কাজের উসিলায় তাকে ক্ষমা করে দেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।

07/12/2024

দুই ভাবির পরকীয়া দেখে ফেলায় দেখুন ১৭ বছর বয়সী দেবরের সাথে কি ঘটনা ঘটায় দুই ভাবি এবং তাদের পরকীয়া প্রেমিক।

গৌরীপুর বাজারের সর্বপ্রবীণ ইলেকট্রিশিয়ান এবং আমার আব্বা সহ সকল ইলেকট্রিশিয়ানদের ওস্তাদ, প্রিয় জয়নাল, যিনি আর আমাদের ...
07/12/2024

গৌরীপুর বাজারের সর্বপ্রবীণ ইলেকট্রিশিয়ান এবং আমার আব্বা সহ সকল ইলেকট্রিশিয়ানদের ওস্তাদ, প্রিয় জয়নাল, যিনি আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

কিছুক্ষণ আগে হঠাৎ অসুস্থতার কারণে তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। তার জানাজার নামাজের সময় পরে জানানো হবে।

তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার তিতাস উপজেলার মৌ টুপি গ্রামে।

প্রায় ৪-৫ দিন আগে আমি আমার দোকানে ছিলাম। হঠাৎ করে মনে হলো জয়নাল জেটার কথা। আমি হাঁটতে হাঁটতে তার দোকানে গেলাম। গিয়ে সালাম বিনিময় করার পর তিনি জিজ্ঞেস করলেন, “কিরে বাবা, কোথায় থাকিস? তোকে দেখি না যে!” আমি বললাম, “একবারেই দেখেন না, জেটা বললাম না মানে, মোবাইলে দেখি, কিন্তু সরাসরি দেখি না।”

যাই হোক, মাঝেমধ্যে জেটার কাছ থেকে দোয়া আনতাম। আর সেই দোয়াটা ছিল তার কাছ থেকে ১০, ২০, বা ৫০ টাকা নেওয়া। প্রায় সময়ই তিনি আমাকে খুশি মনে টাকা দিতেন। ঐ দিনও গিয়ে টাকা চাইলে তিনি আমাকে ২০ টাকা দিলেন। কে জানতো, ওই দিনের দেয়া ২০ টাকাই হবে তার কাছ থেকে শেষবারের মতো পাওয়া। কে জানতো, ওইদিনের দেখাই হবে তার সাথে শেষ দেখা।

আমার জানামতে, তিনি অনেক ভালো মনের মানুষ ছিলেন। তার শিখিয়ে দেওয়া জ্ঞানে দাউদকান্দি ও তিতাসের অনেক যুবক জীবিকা নির্বাহ করছেন। আল্লাহ যেন আমাদের সবার ভালো কাজের উসিলায় তাকে ক্ষমা করে দেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।

07/12/2024

সড়ক দুর্ঘটনায় নি/হ/ত দুইজন

05/12/2024

সন্ত্রাস মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান চাই কলেজের ক্যাশ থেকে প্রায় ১২ লক্ষ টাকা চুরির একাংশে ঐতিহ্যবাহী বরকোটা স্কুল এন্ড কলেজে সন্ত্রাস, অনিয়ম, দুর্নীতি ও দালালমুক্ত করার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। সন্ত্রাসীদের হাতে শিক্ষক আহত কলেজ ভাংচুরের একাংশ রুখে দাও ষড়যন্ত্র আয়োজনে: সাধারণ শিক্ষার্থীবৃন্দ, বরকোটা স্কুল এন্ড কলেজ।

05/12/2024

সন্ত্রাস মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান চাই ঐতিহ্যবাহী বরকোটা স্কুল এন্ড কলেজে সন্ত্রাস, অনিয়ম, দুর্নীতি ও দালালমুক্ত করার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। সন্ত্রাসীদের হাতে শিক্ষক আহত কলেজ ভাংচুরের একাংশ রুখে দাও ষড়যন্ত্র আয়োজনে: সাধারণ শিক্ষার্থীবৃন্দ, বরকোটা স্কুল এন্ড কলেজ।

Address

Gouripur Bazar
Gouripur
3517

Alerts

Be the first to know and let us send you an email when Fbnews24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fbnews24.com:

Videos

Share


Other News & Media Websites in Gouripur

Show All