23/03/2024
প্রতিটি বাবা-মার উদ্দেশ্যে একটি কথা, মেয়েকে ভাল মানুষ দেখে বিয়ে দিন, সরকারি চাকরি আর দালানকোঠা দেখে বিয়ে দিবেন না, দালান কোটার মানুষটা কি সঠিক মানুষ না অমানুষ সেটাকে যাচাই বাছাই করুন, আপনাদের কাছে তো বিয়ের প্রস্তাব নিয়ে কেউ আসলে আগে দেখেন ছেলে কি চাকরি করে, কত টাকা স্যালারি ইত্যাদি, ছেলের কয়টা গাড়ি আছে, কয়টা বাড়ি আছে, কিন্তু একটা বার এই কথাটা চিন্তা করেন না যে ছেলেটা কি মানুষ নাকি আসলেই অমানুষ, ছেলেটি কি গাজা খায় নাকি মদ খায় নাকি কোন বাজে নেশার সাথে জড়িত, তার চরিত্র কেমন, দয়া করে এটা একবার চিন্তা করবেন তারপরে মেয়ে বিয়ে দিবেন, তাই প্রতিটি বাবা-মার উদ্দেশ্য একটি কথা ভালো মানুষ দেখে মেয়েকে বিয়ে দিন, টাকা পয়সা গাড়ি বাড়ি দেখে নয়, টাকা পয়সা গাড়ি বাড়িতে সুখ থাকেনা যদি সেখানে প্রকৃত ভালোবাসা না থাকে ...😊🥺