28/11/2023
👉জীবনের শেষ বয়সে এসে মনে হবে, এক হাত বেশি জায়গা পাওয়ার জন্য প্রতিবেশির সাথে ঝগড়া করাটা ভুল ছিল। কারো সাথে তর্ক করে বড় কথা বলে তার মনে কষ্ট দেয়াটা ভুল ছিল। দুর্বল কাউকে চোখ রাঙিয়ে ক্ষমতা দেখানোটা ভুল ছিল।
👉জীবনের শেষ বয়সে এসে মনে হবে, ক্লাসের সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না হতে পারলেও খুব ক্ষতি কিছু ছিল না৷ অনেক টাকা জীবনে ইনকাম করতে না পারলেও বড় কোনো ক্ষতি হত না।জীবনের শেষ বয়সে এসে মনে হবে, ভুল বুঝিয়ে কারোর থেকে টাকা ঝেড়ে নেওয়ার কোনো দরকার ছিল না। জীবনের শেষ বয়সে এসে মনে হবে, কষ্ট ছাড়া একটু স্বাভাবিক মৃত্যু'ই শেষ চাওয়া।
👉জীবনের শেষ বয়সে এসে মনে হবে, মানুষের আশীর্বাদ'ই শ্রেষ্ঠ সম্পদ ছিল, যেটা হয়তো অর্জন করতে পারিনি। জীবনের শেষ বয়সে এসে মনে হবে মানুষের মনে কষ্ট দেয়াটাই সবচেয়ে বড় ভুল ছিল। শেষ বয়সে শ্বাসকষ্টে আটকে থাকা নিঃশ্বাস নিতে পারার কষ্টে শুধু মানুষের আশীর্বাদ'ই শ্রেষ্ঠ সম্পদ মনে হবে।
👉তাই মানুষের আশীর্বাদ অর্জন করার চেষ্টা করুন । অভিশাপ নয়।
👉At the end of life, it will seem that it was wrong to quarrel with the neighbor to get one hand more space. It was wrong to argue with someone and hurt his feelings by saying big things. It was wrong to show power to someone who was weak.
👉At the end of life, it will seem that there was no harm in not being the most brilliant student in the class. Even if you can't earn a lot of money in your life, there would be no big loss. At the end of your life, you will think that there was no need to extort money from someone by misrepresentation. At the end of life, it seems that a natural death without suffering is the last wish.
👉 At the last age of life, it will seem that people's blessings were the best wealth, which may not have been achieved. At the end of life, it would seem that it was the biggest mistake to cause pain in people's hearts. At the end of life, the only human blessing will seem to be the best asset in the difficulty of breathing.
So try to get people's blessings. not a curse.