Sagor - Sea

Sagor - Sea সাগর মোল্লা ( সাবেক মেম্বার ০১ নং ওয়ার্ড) ২০নং গোবরা ইউনিয়ন পরিষদ, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ

❤️❤️❤️
25/03/2024

❤️❤️❤️

Alhamdulillah
25/03/2024

Alhamdulillah

জয় বাংলা জয় বঙ্গবন্ধু, জয়তু জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপা।        #শেখ_হাসিনাতেই_আস্থা  #আওয়ামী_লীগ
13/01/2024

জয় বাংলা জয় বঙ্গবন্ধু, জয়তু জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপা। #শেখ_হাসিনাতেই_আস্থা #আওয়ামী_লীগ

অভিনন্দন গোপালগঞ্জ ১,২ এবং ৩ আসনের নৌকার অভিভাবকগন,  জয় বাংলা জয় বঙ্গবন্ধু।।    #শেখ_হাসিনাতেই_আস্থা  #আওয়ামী_লীগ  #নির্...
08/01/2024

অভিনন্দন গোপালগঞ্জ ১,২ এবং ৩ আসনের নৌকার অভিভাবকগন, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।।
#শেখ_হাসিনাতেই_আস্থা #আওয়ামী_লীগ #নির্বাচন

অভিনন্দন ও শুভ কামনা।
12/09/2023

অভিনন্দন ও শুভ কামনা।

29/08/2023
26/08/2023
হাবু ভাই রান্নার হাতটা ভাল ভাবে দেইখেন। শুভ কামনা রইলো।
26/08/2023

হাবু ভাই রান্নার হাতটা ভাল ভাবে দেইখেন। শুভ কামনা রইলো।

হাবু ভাই রান্নার হাতটা ভাল ভাবে দেইখেন।
26/08/2023

হাবু ভাই রান্নার হাতটা ভাল ভাবে দেইখেন।

জয় বাংলা জয় বঙ্গবন্ধু।।
26/08/2023

জয় বাংলা জয় বঙ্গবন্ধু।।

ওজন নিয়ন্ত্রণ করুণ,  সুস্থ থাকুন।
26/08/2023

ওজন নিয়ন্ত্রণ করুণ, সুস্থ থাকুন।

26/08/2023

হযরত নবীয়ে করিম (সঃ) ইরশাদ করেন, আমি সত্যবাদিতার শহর। আর আবু বকর তার ছাদ। আমি দৃঢ়তার শহর আর ওমর তার খুঁটি। আমি লজ্জাশীলতার শহর, ওসমান তার প্রাচীর। আমি জ্ঞানের শহর আর আলী এর তোরণ।

আল্লামা জালালুদ্দিন সুয়ুতী (রহঃ) তাঁর 'আল আলাইয়া মাসনূনাহ' নামক কিতাবের মানাকিব অধ্যায়ে উল্লেখ করেন, হযরত রসুলুল্লাহ (সঃ) ইরশাদ করেন, আমি জ্ঞানের শহর, আর আবু বকর তার ভিত্তি, ওমর এর প্রাচীর, ওসমান এর ছাদ, আলী এর দরজা। প্রথম খন্ড, ৩৩৬ পৃষ্ঠা

রসুলুল্লাহ (সঃ) ইরশাদ করেন, মুমিন ব্যাক্তি ব্যাতীত অন্য কারও অন্তরে এই চার ব্যাক্তির ভালোবাসা একত্রিত হয় না। তাঁরা হলেন আবু বকর, ওমর, ওসমান ও আলী। কানয নামক কিতাবের রচয়িতা ইবনে আসাকিরের বরাত দিয়ে হযরত আনাস (রাঃ) থেকে এই হাদিসটি বর্ণনা করেন।

রসুলুল্লাহ (সঃ) ইরশাদ করেন,আল্লাহ্‌ তায়ালা চার ব্যাক্তি সম্পর্কে লাওহে মাহফুজে দৃঢ় অঙ্গীকার ব্যাক্ত করেছেন। ইমানদার ছাড়া কেউ তাঁদেরকে ভালবাসবে না। পাপিস্ট ছাড়া কেউ তাঁদের সাথে শত্রুতা পোষণ করবেনা। তাঁরা আমার নবুয়তের খলিফা। আমার দ্বীনের বাহু, আমার উম্মতের পবিত্রতা ও আমার এলেমের খনি। তাঁদের সাথে সম্পর্ক নস্ট করোনা। তাঁদেরকে হিংসা করোনা।

এই হাদিসটি ইবনে আসাকির হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে উল্লেখ করেন। মুনতাখাবুল কানয ৫ম খন্ড , ৬৩ পৃষ্ঠা

শায়েখ আবু তালেব মক্কী (রাঃ) তাঁর 'কুতুবুল কুলুব' নামক গ্রন্থে উল্লেখ করেন, প্রত্যেক যুগের কুতুব কিয়ামত পর্যন্ত নিজ মর্যাদা ও মাকামে হযরত আবু বকর সিদ্দিক (রাঃ)-এর স্থলাভিষিক্ত থাকবেন। আর তিন আওতাদ অবশিষ্ট তিন খলিফার স্থলাভিষিক্ত থাকবেন।
অর্থাৎ, আমিরুল মুমিনিন ওমর ফারুক (রাঃ), আমিরুল মুমিনিন ওসমান জিন্নুরাইন (রাঃ) এবং আমিরুল মুমিনিন হযরত আলী (রাঃ)। আওতাদগণ কুতুবের নিচের স্তরের হয়ে থাকেন। তাঁদের কাজকর্ম, তাঁদের গুনাবলী অবস্থা ও ইয়াকীন অনুযায়ী হয়ে থাকে।

বাকী ছয়জন সিদ্দিক, যাঁদের অবস্থা এমন_ তাঁদের বরকতেই পৃথিবী কায়েম থাকে, পৃথিবী বাসীর বিপদ আপদ দূরিভুত হয় এবং তাঁদের বরকতেই রিজিক দান করা হয় ও বৃষ্টি বর্ষণ করা হয়। তাঁরা সকল যুগে আশারায়ে মুবাশশারর অবশিষ্ট ছয়জন সাহাবীর স্থলাভিষিক্ত।

এই বর্ণনায় লেখক তিনটি হাদিসকে একত্রে বর্ণনা করেছেন ব্যাখ্যা বিশ্লেষণের সুবিধার জন্য। যা আল্লামা সুয়ুতি রচিত 'জামেউস সাগীর' নামক কিতাবের ১২১ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে।

তথ্যসূত্রঃ হাজারাতুল কুদুস ১ম খন্ড

26/08/2023

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
---------------------------------------------
পাপ করার আগে ভাবো রে মন, দেহ মরে, চিন্তা ভাবনা মরেনা।
---------------------------------------------
আল্লাহ পাক রব্বুল আলামীন মানুষকে সৃষ্টি করেছেন চিন্তাশক্তি সহ।
এই চিন্তা শক্তি দিয়ে মানুষ পৃথিবীতে জীবিত অবস্থায় যে মানুষের সাথে ও যে বিষয়গুলির সাথে সম্পর্ক স্থাপন করবে, মৃত্যুর পর সে মানুষ দেহ হারা হলেও, চিন্তাশক্তি অমর হওয়ার কারণে মানুষ সেই সম্পর্কগুলির সাথে সম্পর্ক স্থাপন বজায় রাখতে চায়।

এক্ষেত্রে আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়ার সাথে সম্পর্ক স্থাপনকারী চিন্তাশক্তিকে, দুনিয়ার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেন।
তখন সে মানুষ প্রচন্ড মানসিক কষ্ট অনুভব করে, এবং সে তখন পৃথিবীতে জীবন পাওয়ার আগে রুহের জগতে যে অবস্থায় ছিল অর্থাৎ মুক্ত অবস্থায় ছিল এক পলকের ঘুমের স্বপ্ন দেখার মত ক্ষণস্থায়ী দুনিয়ার সাথে সম্পর্ক স্থাপন করে, পুনরায় রুহের জগতে ফিরে এসে, সে সমস্ত সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে একা অনিশ্চিত অন্ধকার কারা প্রকোষ্ঠের মতো অবস্থানে নিজেকে অনুভব করে এবং আশাহত হয় তার ডাক শোনার মত কেউ সেখানে উপস্থিত না থাকার কারণে, সে আশাহত আতঙ্কগ্রস্থ হয়। তখন সে অনুশোচনার আগুনে পুড়তে থাকে।

কিন্তু যে মানুষ তার চিন্তাশক্তি দিয়ে আল্লাহ ও তার রাসূলের সাথে সম্পর্ক স্থাপন করে, মৃত্যুর পর তার চিন্তাশক্তিতে আল্লাহ ও তাঁর রাসূলের সাথে সম্পর্ক বহাল থাকে।
তখন সে মানুষ, চিন্তাশক্তির রাজ্যে, আল্লাহ ও তাঁর রাসূলের নূরের আলোয় আলোকিত হয়।
সে মানুষ তখন চিন্তা রাজ্যে নিশ্চিন্তে রয়।

আল্লাহ পাক, তার নূরানী সত্তা থেকে প্রকাশিত প্রশংসিত নূর, নুরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুদরতের মধ্য থেকে জগতের রূপ সৃষ্টি করলেন।

আরশ কুরসি লাওহে মাহফুজ, জিন ইনসান ফেরেস্তা হুর, চন্দ্র সূর্য গ্রহ তারা, পাহাড় পর্বত নদী নালা, পশু পাখি কীট পতঙ্গ, বৃক্ষ তরু লতা পাতা, ফুল ফল মীন সুবাস ও স্বাদ, শীত বসন্ত গরম বর্ষা, হাওয়াই জাহাজ রেল বাস ট্রাম, টিভি ইন্টারনেট মোবাইল, অর্থ করি বিলাসিতা, আহার নিদ্রা খাদ্য সুধা, শোনো মানুষ দিয়ে ও মন, করেছে আল্লাহ সৃজন, দিয়ে নূরে মোহাম্মদ তথা প্রশংসিত নূর।
মৃত্যুর পরে আল্লাহ ও রাসূলকে জীবনে সঙ্গী করা মানুষ কবর ঘরে সকল সৃষ্টির মূল নুরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গী হিসেবে পেয়ে ধন্য হবেন।
তাই মানুষের উদ্দেশ্যে বার্তা হল-
জীবন মাঝে হও যদি মন আল্লাহ ও তাঁর রাসূলের সাথী, কবর ঘরে থাকবে সুখে, হয়ে মুক্ত পাখি।
(সুফিবাদি ইলমে মারেফত)

কাশিয়ানি ভাটিয়াপাড়া, গোপালগঞ্জ।
26/08/2023

কাশিয়ানি ভাটিয়াপাড়া, গোপালগঞ্জ।

17/05/2023

সবার জলে জলুক
আমার এভাবে চলুক।

Past memory
17/05/2023

Past memory

02/05/2023

#জয়বাংলা #জয়বঙ্গবন্ধু

হাছা কথা......
02/05/2023

হাছা কথা......

ঠিক কিনা কন!
02/05/2023

ঠিক কিনা কন!

Address

Gobra
Gopalganj
8100

Alerts

Be the first to know and let us send you an email when Sagor - Sea posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sagor - Sea:

Videos

Share



You may also like